HS History Question Paper 2024 | দ্বাদশ শ্রেণীর ইতিহাস প্রশ্নপত্র ২০২৪

উত্তরসহ পশ্চিমবঙ্গ উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের HS History Question Paper 2024, উচ্চমাধ্যমিক দ্বাদশ শ্রেণীর ইতিহাস প্রশ্নপত্র ২০২৪, Class 12 History Question Paper 2024, Class XII History Question Paper 2024 আমরা শিক্ষার্থীদের জন্য তুলে ধরলাম।

আপনি যদি উচ্চমাধ্যমিক দ্বাদশ শ্রেণীর ইতিহাসের সম্পূর্ণ নোট্সের পিডিএফ, HS History Suggestion 2025, উচ্চমাধ্যমিক ইতিহাস বৈকল্পিক প্রশ্ন উত্তর সাজেশন 2025 এবং উচ্চ মাধ্যমিক ইতিহাস ছোটো প্রশ্ন উত্তর সাজেশন 2025 দেখতে চান তাহলে নিচের লিংকগুলিতে ক্লিক করুণ।

HS History Question Paper 2024 (উচ্চমাধ্যমিক দ্বাদশ শ্রেণীর ইতিহাস প্রশ্নপত্র ২০২৪)

বহুবিকল্পভিত্তিক প্রশ্নাবলির (MCQ) এবং সংক্ষিপ্ত উত্তরভিত্তিক প্রশ্নাবলির (SAQ) উত্তর, উত্তরপত্রে প্রদত্ত নির্দিষ্ট ছাপানো TABLE-এ লিখতে হবে।

(বহুবিকল্পভিত্তিক প্রশ্নাবলি)

1. প্রতিটি প্রশ্নের বিকল্প উত্তরগুলির মধ্যে সঠিকটি নির্বাচন করো: 1×24=24

(i) ল্যুভর মিউজিয়াম কোথায় অবস্থিত?

  • (a) লন্ডন
  • (b) প্যারিস
  • (c) ফ্লোরেন্স
  • (d) ব্রাসেলস

উত্তর:- (c) ফ্লোরেন্স।

(ii) ‘জীবনস্মৃতি’ কার আত্মজীবনী?

উত্তর:- (c) রবীন্দ্রনাথ ঠাকুর।

(iii) ‘আঙ্কেল টমস্ কেবিন’-এর রচয়িতা কে ছিলেন?

উত্তর:- (a) হ্যারিয়েট বিচার স্টো।

(iv) আফ্রিকাতে সর্বপ্রথম উপনিবেশ স্থাপন করেছিলেন –

  • (a) ব্রিটিশরা
  • (b) ফরাসিরা
  • (c) ওলন্দাজরা
  • (d) পর্তুগিজরা

উত্তর:- (d) পর্তুগিজরা।

(v) নবাবি আমলে বাংলার রাজধানী ছিল

উত্তর:- (d) মুর্শিদাবাদ।

(vi) স্তম্ভ-১-এর সাথে স্তম্ভ-২ মেলাও :

স্তম্ভ-১স্তম্ভ-২
(i) স্যার জন শোর(A) মারাঠা মেকিয়াভেলি
(ii) ওয়ারেন হেস্টিংস(B) দশশালা ভূমিব্যবস্থা
(iii) স্যার আয়ার কূট(C) ভ্রাম্যমান কমিটি
(iv) নানা ফড়নবীশ(D) বন্দিবাসের যুদ্ধ

বিকল্প সমূহ:

  • (a) (i)-(A), (ii)-(C), (iii)-(D), (iv)-(B)
  • (b) (i)-(B), (ii)-(D), (iii)-(C), (iv)-(A)
  • (c) (i)-(D) (ii)-(C) , (iii)-(A) , (iv)-(B)
  • (d) (i)-(B), (ii)-(C) (iii)-(D) , (iv)-(A)

উত্তর:- (d) (i)-(B), (ii)-(C) (iii)-(D) , (iv)-(A)

(vii) 1842 সালের 29 আগস্ট, চীনে কোন্ চুক্তি স্বাক্ষরিত হয়?

  • (a) পিকিং সন্ধি
  • (b) তিয়েনসিন সন্ধি
  • (c) নানকিং সন্ধি
  • (d) বোগের সন্ধি

উত্তর:- (c) নানকিং সন্ধি।

(viii) ‘সত্যশোধক সমাজ’ প্রতিষ্ঠা করেন –

উত্তর:- (c) জ্যোতিরাও (জ্যোতিবা) ফুলে।

(ix) ‘পার্থেনন’ পত্রিকাটি প্রকাশ করে –

উত্তর:- (a) নব্যবঙ্গ গোষ্ঠী।

(x) চীন -এ 1911-র গণতান্ত্রিক বিপ্লবের নেতা ছিলেন –

  • (a) চিয়াং কাই-শেক
  • (b) সান ইয়াৎ-সেন
  • (c) ইউয়ান শিকাই
  • (d) মাও সে-তুং

উত্তর:- (b) সান ইয়াৎ-সেন।

(xi) ভাইসরয়ের কার্যনির্বাহী পরিষদের প্রথম ভারতীয় সদস্য ছিলেন –

উত্তর:- (d) সত্যেন্দ্রপ্রসন্ন সিংহ।

(xii) মুসলিম লীগ -এর যে অধিবেশনে পৃথক পাকিস্তান রাষ্ট্রের দাবি তোলা হয়, সেটি হল –

  • (a) করাচি
  • (b) লাহোর
  • (c) লক্ষ্ণৌ
  • (d) ঢাকা

উত্তর:- (b) লাহোর।

(xiii) ভারতীয় মুসলমানদের সিমলা বৈঠক বা ডেপুটেশন (1906)-এ নেতৃত্ব দেন –

উত্তর:- (a) আগা খাঁ।

(xiv) কে মন্ত্রী মিশন বা ক্যাবিনেট মিশনের সদস্য ছিলেন না?

  • (a) স্যার স্ট্যাফোর্ড ক্রিপস্
  • (b) লর্ড ওয়াভেল
  • (c) এ. ভি. আলেকজান্ডার
  • (d) লর্ড পেথিক-লরেন্স

উত্তর:- (b) লর্ড ওয়াভেল।

(xv) ইন্দোনেশিয়া কোন্ ইউরোপীয় দেশের উপনিবেশ ছিল?

উত্তর:- (d) হল্যান্ড।

(xvi) ‘নবান্ন’ নাটকের রচয়িতা হলেন –

উত্তর:- (d) বিজন ভট্টাচার্য।

(xvii) ‘ফ্রম ইয়াল্টা টু ভিয়েতনাম’ বইটির লেখক

  • (a) গ্যাব্রিয়েল কলকো
  • (b) ডেভিড হরোউইজ
  • (c) ডি. এফ. ফ্লেমিং
  • (d) ওয়াল্টার লিপম্যান

উত্তর:- (b) ডেভিড হরোউইজ।

(xviii) স্তম্ভ মেলাও:

স্তম্ভ-১স্তম্ভ-২
(i) হ্যারি ট্রুম্যান(A) রুশ রাষ্ট্রপ্রধান
(ii) জোসেফ স্টালিন(B) যুগোশ্লাভ রাষ্ট্রপ্রধান
(iii) উইনস্টন চার্চিল(C) মার্কিন রাষ্ট্রপতি
(iv) মার্শাল টিটো(D) ব্রিটিশ প্রধানমন্ত্রী

বিকল্প সমূহ:

  • (a) (i)-(D), (ii)-(C), (iii)-(A), (iv)-(B)
  • (b) (i)-(C), (ii)-(A), (iii)-(D), (iv)-(B)
  • (c) (i)-(B), (ii)-(D), (iii)-(A), (iv)-(C)
  • (d) (i)-(A), (ii)-(C), (iii)-(B), (iv)-(D).

উত্তর:- (b) (i)-(C), (ii)-(A), (iii)-(D), (iv)-(B)

(xix) ন্যাটো গঠিত হয় –

  • (a) 1947 সালে
  • (b) 1948 সালে
  • (c) 1949 সালে
  • (d) 1950 সালে

উত্তর:- (c) 1949 সালে।

(xx) আসওয়ান বাঁধ নির্মাণের উদ্যোগ নেন –

  • (a) গামাল আবদেল নাসের
  • (b) ইয়াসের আরাফত
  • (c) জেনারেল নগুইব
  • (d) জন এফ কেনেডি

উত্তর:- (a) গামাল আবদেল নাসের।

(xxi) প্যাট্রিস লুমুম্বা কে ছিলেন?

  • (a) আলজেরিয়ার নেতা
  • (b) কঙ্গোর প্রধানমন্ত্রী
  • (c) নাইজেরিয়ার নেতা
  • (d) ঘানার প্রধানমন্ত্রী

উত্তর:- (b) কঙ্গোর প্রধানমন্ত্রী।

(xxii) আওয়ামি লীগ-এর প্রতিষ্ঠাতা ছিলেন –

  • (a) ইয়াইয়া খাঁ
  • (b) জুলফিকার আলি ভুট্টো
  • (c) ফজলুল হক
  • (d) শেখ মুজিবুর রহমান

উত্তর:- (d) শেখ মুজিবুর রহমান।

(xxiii) ভারতের মহাকাশবিজ্ঞানী ছিলেন –

  • (a) মেঘনাদ সাহা
  • (b) হোমি জাহাঙ্গীর ভাবা
  • (c) বিক্রম সারাভাই
  • (d) সত্যেন্দ্রনাথ বসু

উত্তর:- (c) বিক্রম সারাভাই।

(xxiv) স্বাধীন ভারতে জাতীয় পরিকল্পনা কমিশন কার নেতৃত্বে প্রতিষ্ঠিত হয়েছিল?

উত্তর:- (b) জওহরলাল নেহরু।

(সংক্ষিপ্ত উত্তরভিত্তিক প্রশ্নাবলি)

2. নিম্নলিখিত প্রশ্নগুলির সংক্ষেপে উত্তর দাও (বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়): 1×16=16

(i) আমেরিকা মহাদেশ কে আবিষ্কার করেছিলেন?

উত্তর:- ক্রিস্টোফর কলম্বাস ১৪৯২ খ্রিস্টাব্দে।

(ii) ‘সামাজিক ডারউইনবাদ’-এর মুখ্য প্রবক্তা কে?

উত্তর:- হার্বাট স্পেনসার।

(iii) ‘মার্কেন্টাইলবাদ’ কী?

উত্তর:- ষোলো থেকে আঠারো শতকে ইউরোপ -এ এক বাণিজ্যিক ব্যবস্থা চালু হয়, যেখানে; সরকার রাষ্ট্রের সমস্ত বাণিজ্যিক কার্যকলাপ নিয়ন্ত্রণ করত। এই ব্যবস্থায় দেশের রপ্তানি; সর্বদা দেশের আমদানির পরিমাণের থেকে বেশি হত। এটি মার্কেন্টাইলবাদ নামে পরিচিত।

অথবা, ‘ইম্পেরিয়ালিজম: এ স্টাডি’ বইটির লেখক কে?

উত্তর:- জে এ হবসন।

(iv) ভারতের সুপ্রিম কোর্টের প্রথম প্রধান বিচারপতি কে ছিলেন?

উত্তর:- ভারতের সুপ্রিম কোর্ট -এর প্রথম প্রধান বিচারপতি কে ছিলেন- স্যার এলিজা ইম্পে।

(v) রায়তওয়ারি বন্দোবস্ত কোন্ অঞ্চলে প্রবর্তিত হয়েছিল?

উত্তর:- ভারতের দক্ষিণ (মাদ্রাজ প্রেসিডেন্সির কিছু অঞ্চল বাদে) ও দক্ষিণ পশ্চিম অঞ্চলে।

অথবা, ‘রুদ্ধদ্বার নীতি’ কী ছিল?

উত্তর:- ক্যান্টন বাণিজ্য -এ অংশগ্রহণকারী বিদেশি বণিকদের চিনা ফৌজদারি ও বাণিজ্যিক আইন মেনে চলতে হত এবং বাণিজ্যের মরশুম শেষে বন্দর ছেড়ে চলে যেতে হত। বণিকদের চিনা ভাষা ও আদবকায়দা শিক্ষা, বাণিজ্য কুঠিতে আগ্নেয়াস্ত্রের প্রবেশ, দাসী নিয়োগ প্রভৃতি নিষিদ্ধ ছিল। চিনে বিদেশি বণিকদের প্রতি এই কঠোর নীতি ‘রুদ্ধদ্বার নীতি’ নামে পরিচিত।

(vi) ভাইকম সত্যাগ্রহ কী?

উত্তর:- বিংশ শতকের শুরুতেও দক্ষিণ ভারত -এর ভাইকমে বর্ণহিন্দুদের একটি মন্দিরের নিকটবর্তী রাস্তা দিয়ে নিম্নবর্ণের মানুষের চলাচল নিষিদ্ধ ছিল। নিম্নবর্ণের মানুষের জন্য এই রাস্তা খুলে দেওয়ার দাবিতে শ্রীনারায়ণ গুরু তীব্র আন্দোলন গড়ে তোলেন (১৯২৪ খ্রি.) যা ‘ভাইকম সত্যাগ্রহ’ নামে পরিচিত।

অথবা, কলকাতায় মেট্রোপলিটন ইনস্টিটিউশনের প্রতিষ্ঠাতা কে ছিলেন?

উত্তর:- ১৮৭২ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর

(vii) কার উদ্যোগে নববিধান গঠিত হয়েছিল?

উত্তর:- কেশবচন্দ্র সেন।

(viii) বক্সার প্রোটোকল কত খ্রীষ্টাব্দে সম্পাদিত হয়?

উত্তর:- ১৯০১ খ্রিস্টাব্দে।

অথবা, শত দিবসের সংস্কার কী?

উত্তর:- চিনের সম্রাট কোয়াং সু সে দেশের সংস্কারকদের দাবি মেনে ১৮৯৮ খ্রিস্টাব্দে এক সংস্কার কর্মসূচি ঘোষণা করেন। এই সংস্কারকার্য ১০০ দিন ধরে চলে বলে তা ।। ‘শতদিবসের সংস্কার’ নামে পরিচিত।

(ix) ভারতে পৃথক নির্বাচনক্ষেত্র কোন্ আইনে প্রবর্তিত হয়?

উত্তর:- ১৯৩৫ সালের ভারত শাসন আইন

অথবা, কবে রাওলাট সত্যাগ্রহের সূচনা হয়?

উত্তর:- ৬ এপ্রিল, ১৯১৯ খ্রিস্টাব্দে রাওলাট সত্যাগ্রহ -এর সূচনা হয়।

(x) ভারতের স্বাধীনতা সংগ্রামে একজন সশস্ত্র বিপ্লবী নারীর নাম লেখো ।

উত্তর:- প্রীতিলতা ওয়াদ্দেদার, কল্পনা দত্ত

(xi) রশিদ আলি দিবস কবে পালিত হয়?

উত্তর:- ১২ ফেব্রুয়ারি।

(xii) ভিয়েতমিন কী?

উত্তর:- হো-চি-মিন ভিয়েতনামের মুক্তিযোদ্ধাদের নিয়ে ‘লিগ ফর দ্য ইন্ডিপেন্ডেন্স ইন ভিয়েতনাম’ গড়ে তোলেন এই সংগঠনটি সংক্ষেপে ‘ভিয়েতমিন’ নামে পরিচিত হয়ে ওঠে।

অথবা, কোন্ সালে জাপান পার্ল হারবার আক্রমণ করে?

উত্তর:- ১৯৪১ খ্রিস্টাব্দে।

(xiii) ট্রুম্যান নীতি কী?

উত্তর:- আমেরিকা যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি হ্যারি ট্রুম্যান মার্কিন কংগ্রেসে এক বক্তৃতায় (১৯৪৭ খ্রি., ১২ মার্চ) তুরস্কগ্রিস সহ বিশ্বের যে কোনো দেশকে সোভিয়েত রাশিয়ার আগ্রাসনের বিরুদ্ধে সামরিক ও আর্থিক সাহায্য দানের প্রতিশ্রুতি দেন, যা ট্রুম্যান নীতি নামে পরিচিত।

অথবা, ইয়াসের আরাফত কে ছিলেন?

উত্তর:- প্যালেস্টাইন মুক্তিসংঘের নেতা ছিলেন ইয়াসের আরাফত।

(xiv) প্রথম নির্জোট সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়েছিল?

উত্তর:- যুগোশ্লাভিয়ার বেলগ্ৰেড শহরে।

(xv) ভারত-চীন যুদ্ধ কোন্ বছরে হয়েছিল?

উত্তর:- ১৯৬২ খ্রিস্টাব্দে।

অথবা, স্বাধীন ভারতে উদারীকরণ, বেসরকারিকরণ এবং বিশ্বায়নের নীতি কোন্ প্রধানমন্ত্রীর আমলে গৃহীত হয়?

উত্তর:- পি ভি নরসিমা রাও।

(xvi) স্বাধীন আলজেরিয়ার প্রথম রাষ্ট্রপতি কে ছিলেন?

উত্তর:- আহম্মদ বেন বেল্লা।

(বিষয়ভিত্তিক / বর্ণনামূলক প্রশ্নাবলি)

3. যে-কোনো পাঁচটি প্রশ্নের উত্তর দাও (প্রতিটি বিভাগ থেকে ন্যূনতম দুটি প্রশ্নের উত্তর আবশ্যক) বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়: 8×5=40

বিভাগ – ক

(i) সংগ্রহশালার প্রকারভেদ আলোচনা করো। 8

অথবা, স্মৃতিকথার সংজ্ঞা লেখো। ইতিহাস রচনায় স্মৃতিকথার গুরুত্ব ব্যাখ্যা করো।

(ii) ঔপনিবেশিক সমাজে জাতি সংক্রান্ত প্রশ্ন ও তার প্রভাব আলোচনা করো। 4+4

(iii) ক্যান্টন বাণিজ্যের প্রধান বৈশিষ্ট্যগুলি কী ছিল? কেন এই বাণিজ্যের অবসান হয়েছিল? 4+4

(iv) শিক্ষা ও সমাজ সংস্কারক রূপে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের ভূমিকার মূল্যায়ন করো। 4+4

বিভাগ – খ

(v) 1935 সালের ভারত শাসন আইনের প্রধান ধারাগুলি কী ছিল? কীভাবে এই আইনটি ব্রিটিশ ঔপনিবেশিক স্বার্থ রক্ষা করেছিল? 5+3

(vi) ক্রিপস্ মিশনের প্রস্তাবগুলি কী ছিল? কেন এই মিশন ব্যর্থ হল? 4+4

অথবা, নৌবিদ্রোহ (1946)-এর কারণ ও তাৎপর্য লেখো। 4+4

(vii) কিউবার ক্ষেপণাস্ত্র সংকট বলতে কী বোঝো? এই সংকট ঠাণ্ডা লড়াইকে কতদূর প্রভাবিত করেছিল? 5+3

(viii) সার্ক গঠনের পটভূমি ব্যাখ্যা করো। দক্ষিণ এশীয় রাজনীতিতে এর ভূমিকার মূল্যায়ন করো। 5+3

HS History Previous Years Other Old Question Paper

Leave a Comment