নবম শ্রেণীর ইতিহাস দ্বিতীয় অধ্যায় প্রশ্ন উত্তর
রাজ্য | পশ্চিমবঙ্গ |
বোর্ড | WBBSE |
শ্রেণী | নবম শ্রেণী |
বিষয় | নবম শ্রেণীর ইতিহাস |
দ্বিতীয় অধ্যায় | বিপ্লবী আদর্শ, নেপোলিয়নীয় সাম্রাজ্য ও জাতীয়তাবাদ |
নবম শ্রেণীর ইতিহাস দ্বিতীয় অধ্যায় প্রশ্ন উত্তর (Class 9 History biplabi adarsh, napoleonic samrajya o jatiyotabad Question and Answer)
বিপ্লবী আদর্শ, নেপোলিয়নীয় সাম্রাজ্য ও জাতীয়তাবাদ (দ্বিতীয় অধ্যায়) নবম শ্রেণীর ইতিহাস সিলেবাস
সন্ত্রাসের শাসনের অবসানের পরবর্তী সময় ফ্রান্সে ডাইরেক্টরির শাসনের সূত্রপাত ঘটে। ১৭৯৫ খ্রিস্টাব্দে নতুন সংবিধান অনুসারে পাঁচজন ডাইরেক্টর ও দুই কক্ষযুক্ত আইনসভার হাতে দেশের শাসন পরিচালনা ও আইন প্রণয়নের দায়িত্ব অর্পিত হয়। ডাইরেক্টরির শাসনকাল ছিল ফ্রান্সের ইতিহাসে এক চূড়ান্ত ব্যর্থতার যুগ। ক্রমাগত অভ্যন্তরীণ ব্যর্থতার পাশাপাশি বৈদেশিক যুদ্ধে ফ্রান্স এসময় নিমজ্জিত ছিল। ফলত, ফ্রান্সে বৈপ্লবিক আদর্শ কঠিন চ্যালেঞ্জের সম্মুখীন হয়। এরূপ পরিস্থিতিতে নেপোলিয়ান বোনাপার্টের মতো একজন দক্ষ সমরকুশলী ব্যক্তির আবির্ভাব। ঘটে। তাঁর নেতৃত্বে ফ্রান্সে ডাইরেক্টরির শাসনের অবসান ঘটে এবং কার্যত, একনায়কতন্ত্র প্রতিষ্ঠিত হয়। এক সাধারণ সৈনিক থেকে রাজরক্ত ছাড়াই ফ্রান্সের সম্রাট পদে তাঁর আসীন হওয়া এক বিস্ময়কর ও অবিশ্বাস্য উত্তরণের কাহিনী।