রাজতন্ত্রের অধীনে প্রাচীন রোমের উত্থানের ইতিহাস সম্পর্কে আলোচনা

প্রাচীন যুগে রাজতন্ত্রের অধীনে প্রাচীন রোমের উত্থানের ইতিহাস সম্পর্কে আলোচনা প্রসঙ্গে পৌরাণিক কাহিনী, রোম বা রোমান সাম্রাজ্যের উদ্ভব, প্রাচীন রোমান সভ্যতার ইতিহাসের প্রথম পর্যায়, রোমান সাম্রাজ্যের বিস্তার সম্পর্কে জানব।

খ্রিস্টপূর্ব যুগে রাজতন্ত্রের অধীনে প্রাচীন রোমের উত্থানের ইতিহাস সম্পর্কে আলোচনা

বিষয়ইতিহাস
বিশ্ববিদ্যালয়বাঁকুড়া বিশ্ববিদ্যালয়
আর্টসবি.এ. জেনারেল
সেমিস্টারদ্বিতীয়
প্রশ্নরাজতন্ত্রের অধীনে প্রাচীন রোমের উত্থানের ইতিহাস আলোচনা কর।
প্রশ্নমান
রাজতন্ত্রের অধীনে প্রাচীন রোমের উত্থানের ইতিহাস সম্পর্কে আলোচনা

১। রাজতন্ত্রের অধীনে প্রাচীন রোমের উত্থানের ইতিহাস আলোচনা কর।

ভার্জিল খ্রিস্টপূর্ব প্রথম শতাব্দীতে ল্যাটিন পৌরাণিক কাহিনী বা ‘ইনিড’ লিখেছিলেন। রোম বা রোমান সাম্রাজ্যের উদ্ভবের বিষয়টি ‘ইনিড’ থেকে জানতে পারা গিয়েছিল। খ্রিস্টপূর্ব দ্বিতীয় শতাব্দীতে কুইনটাস এনিয়াস ‘আনালস’ লিখেছিলেন। এই ‘আনালস’ থেকেও রোমের ইতিহাস সংক্রান্ত বহু বিষয় জানা সম্ভব হয়েছিল। সিলিয়াস ইটালিকাস ‘পুনিকা’ লিখেছিলেন, ‘পুনিকা’ থেকেও রোমান সাম্রাজ্যের ইতিহাস জানা গিয়েছিল। রোমের ইতিহাসের সূচনার বিষয়টি মহাকাব্য ভার্জিলের ‘ইনিডে’ রয়েছে। এই রোমান মহাকাব্যে ট্রোজান বীর ইনিসের কাহিনী রয়েছে। ট্রয় নগরী ধ্বংস হয়ে যাওয়ার পর ইনিস নতুন অঞ্চলের সন্ধানে ঘুরতে গিয়ে ইতালির টাইবার নদীর তীরে এসে উপস্থিত হয়েছিল। এখানকার রাজকন্যা লেভিনিয়ার সাথে ইনিসের বিবাহ হয়েছিল। ইনিস আর লেভিনিয়ার সন্তান রোমুলাসই নতুন নগরী রোমা বা রোম গড়ে তুলেছিলেন। এই অঞ্চলের অধিবাসীরা ‘রোমান’ নামে পরিচিতি লাভ করেছিল। কিংবদন্তি অনুসারে ইতালির টাইবার নদীর তীরবর্তী অঞ্চলে এবং মোহনা থেকে ২৫ কিলোমিটার দূরে রোম নগরীর উদ্ভব হয়েছিল।

প্রাচীন রোমান সভ্যতার ইতিহাসের প্রথম পর্যায়টি হল রোমের রাজতান্ত্রিক যুগের ইতিহাস। খ্রীষ্টপূর্ব ৭৫৩ অব্দে রোমে রাজতন্ত্রের প্রতিষ্ঠা হয়েছিল। এরপর ৫০৯ খ্রীষ্টপূর্বাব্দ থেকে ২৭ খ্রীষ্টপূর্বাব্দ পর্যন্ত রোমে প্রজাতন্ত্র বজায় ছিল। এরপর ২৭ খ্রীষ্টপূর্বাব্দ থেকে ৪৭৬ খ্রীষ্টাব্দ পর্যন্ত ছিল রোমের সাম্রাজ্যবাদের যুগ। ৪৭৬ খ্রীষ্টাব্দে পশ্চিম রোমান সাম্রাজ্যের পতন ঘটে। আর ১৪৫৩ খ্রীষ্টাব্দে পূর্ব রোমান সাম্রাজ্যের পতন ঘটে।

প্রাচীন রোমের উত্থানের পিছনে তৎকালীন রোম নগরীর ভূমিকা ছিল খুবই গুরুত্বপূর্ণ। রোম নগরীর অবস্থান বিভিন্ন দিক থেকে সাম্রাজ্য বিস্তার তথা শক্তিশালী রাষ্ট্র হিসাবে গড়ে ওঠার পিছনে সুবিধাজনক ছিল। রোম নগরীর চারপাশে উর্বর শস্যক্ষেত্র ছিল। ফলে রোম নগরী খাদ্যে স্বয়ংসম্পূর্ণ ছিল। ফলে রোমের মানুষের মধ্যে বিরোধের সম্ভাবনা দেখা যায় নি। সামরিক অবস্থানগত কারণেও রোম নগরী খুব সুবিধাজনক জায়গায় ছিল। রোম নগরটি সাতটি পাহাড় দিয়ে বেষ্টিত ছিল। ফলে এই প্রাকৃতিক কারণে রোম একটি সুরক্ষিত দুর্গে পরিণত হয়েছিল। কোনো বিদেশী শক্তির পক্ষে সহজে রোমকে পরাজিত করা অসম্ভব ছিল। তেমনি রোমের সঙ্গে ইতালির বিভিন্ন অঞ্চলের সড়ক ও নদীপথে যোগাযোগ উন্নত ছিল।

এছাড়া সামুদ্রিক বন্দর থাকার কারণে রোম নগরীর সঙ্গে বৈদেশিক বাণিজ্য, নৌশক্তির বিস্তার প্রভৃতি বিষয়গুলি রোমকে শক্তিশালী করে তুলেছিল। এই অবস্থায় রোমের রাজাদের মাধ্যমে রোম সাম্রাজ্যের বিকাশ ঘটেছিল। রোমের প্রতিষ্ঠাতা ছিলেন রাজা রোমুলাস। তিনি ৭৫৩ খ্রীষ্টপূর্বাব্দে রোমান সাম্রাজ্যের প্রতিষ্ঠা করেন এবং ৭১৫ খ্রীষ্টপূর্বাব্দে তাঁর রাজত্বের অবসান ঘটে। এরপর নুম্পা পম্পিলাস, টুল্লাস হস্টিলাস, ‘আঙ্কাস মার্কুইস, সারভিয়াস টিউলিয়াস এবং টারকুইনাস সুপারবাস ধারাবাহিকভাবে ৫০৯ খ্রীষ্টপূর্বাব্দ পর্যন্ত রাজত্ব করেছিলেন। এই সমস্ত রাজাদের মাধ্যমে রোমে বিশাল সেনাবাহিনী গড়ে ওঠে এবং ধারাবাহিক যুদ্ধের দ্বারা বিভিন্ন ল্যাটিন নগরী জয় করে রোমান সাম্রাজ্যের বিস্তার ঘটান।

(FAQ) রাজতন্ত্রের অধীনে প্রাচীন রোমের উত্থানের ইতিহাস সম্পর্কে জিজ্ঞাস্য?

১. রোম কোন নদীর তীরে অবস্থিত?

টাইবার নদীর তীরে।

২. রোমে রাজতন্ত্রের প্রতিষ্ঠা হয় কখন?

৭৫৩ খ্রিস্টপূর্বাব্দে।

৩. রোমে প্রজাতন্ত্র প্রতিষ্ঠিত হয কখন?

৫০৯ খ্রিস্টপূর্বাব্দে।

৪. পূর্ব রোমান সাম্রাজ্যের পতন ঘটে কখন?

১৪৫৩ খ্রিস্টাব্দে।

Leave a Comment