দশম শ্রেণী (অষ্টম অধ্যায়): উত্তর-ঔপনিবেশিক ভারত হতে বিবৃতির সঙ্গে ব্যাখ্যা মেলাও

দশম শ্রেণী (অষ্টম অধ্যায়): উত্তর-ঔপনিবেশিক ভারত হতে বিবৃতির সঙ্গে ব্যাখ্যা মেলাও

মাধ্যমিক দশম শ্রেণী (অষ্টম অধ্যায়): উত্তর-ঔপনিবেশিক ভারত হতে বিবৃতির সঙ্গে ব্যাখ্যা মেলাও

১. বিবৃতি : ভারতের প্রধানমন্ত্রী জওহরলাল নেহরু হিন্দি ভাষা প্রচলন করতে চেয়েছিলেন।

ব্যাখ্যা ১ : তিনি সারা ভারতে একই ভাষা প্রচলন করতে চেয়েছিলেন।

ব্যাখ্যা ২ : তিনি ভাষাভিত্তিক রাজ্য গঠনের পক্ষপাতী ছিলেন।

ব্যাখ্যা ৩ : তিনি ভাষার ব্যাপারে দেশীয় রাজ্যগুলিকে স্বাধীনতা দেওয়ার পক্ষপাতী ছিলেন।

উত্তর:- ব্যাখ্যা ১ : তিনি সারা ভারতে একই ভাষা প্রচলন করতে চেয়েছিলেন।

২. বিবৃতি : ভারতের ইতিহাসে স্বাধীনতা প্রাপ্তির পরবর্তী পাঁচ বছর ‘পুনর্বাসনের যুগ’ নামে পরিচিত।

ব্যাখ্যা ১ : এই সময় উদ্বাস্তুদের ত্রাণ ও পুনর্বাসনের ওপর জোর দেওয়া হয়।

ব্যাখ্যা ২ : এই সময় পুনর্বাসনের পরিকল্পনা রচিত হয়।

ব্যাখ্যা ৩ : স্বাধীনতার পরের পাঁচ বছরে গৃহহীন ভারতীয়দের পুনর্বাসনের ব্যবস্থা করা হয়।

উত্তর:- ব্যাখ্যা ১ : এই সময় উদ্বাস্তুদের ত্রাণ ও পুনর্বাসনের ওপর জোর দেওয়া হয়।

৩. বিবৃতি : ১৯৪৭ খ্রিস্টাব্দে ভারত স্বাধীন হয়।

ব্যাখ্যা ১ : এর মাধ্যমে ঔপনিবেশিক শাসনের অবসান ঘটে।

ব্যাখ্যা ২ : এর মাধ্যমে ইংরেজদের পরাজয় ঘটে।

ব্যাখ্যা ৩ : এর মাধ্যমে শোষণের অবসান ঘটে।

উত্তর:- ব্যাখ্যা ১ : এর মাধ্যমে ঔপনিবেশিক শাসনের অবসান ঘটে।

৪. বিবৃতি : রাজ্য দপ্তর গঠিত হয় ১৯৪৭ খ্রিস্টাব্দে।

ব্যাখ্যা ১ : এই ঘটনা ছিল স্বাধীনতার ফলশ্রুতি।

ব্যাখ্যা ২ : দেশীয় রাজ্যগুলির ভারতভুক্তির ব্যাপারে এই দপ্তর গঠিত হয়।

ব্যাখ্যা ৩ : এই দপ্তরের মাধ্যমে নানা অর্থনৈতিক পরিকল্পনা নেওয়া হয়।

উত্তর:- ব্যাখ্যা ২ : দেশীয় রাজ্যগুলির ভারতভুক্তির ব্যাপারে এই দপ্তর গঠিত হয়।

৫. বিবৃতি : ১৯৪৭ খ্রিস্টাব্দে ভারত ভাগ হয়।

ব্যাখ্যা ১ : এই ঘটনা দেশীয় নেতাদের চক্রান্ত ছাড়া অন্য কিছু নয়।

ব্যাখ্যা ২ : এই ঘটনা ছিল সাম্প্রদায়িকতার ফলশ্রুতি।

ব্যাখ্যা ৩ : পাকিস্তান গড়ে তোলা ছিল অত্যন্ত জরুরি।

উত্তর:- ব্যাখ্যা ২ : এই ঘটনা ছিল সাম্প্রদায়িকতার ফলশ্রুতি।

৬. বিবৃতি : দেশীয় রাজ্যগুলির ভারতভুক্তি ভারতের স্বার্থে প্রয়োজনীয় ছিল।

ব্যাখ্যা ১ : এর ফলে ভারত বৈদেশিক আক্রমণের হাত থেকে রেহাই পায়।

ব্যাখ্যা ২ : ভারত রাজনৈতিক অনৈক্য ও অনিশ্চয়তার হাত থেকে রেহাই পায়।

ব্যাখ্যা ৩ : রাজা-মহারাজাদের অত্যাচার কমতে থাকে।

উত্তর:- ব্যাখ্যা ২ : ভারত রাজনৈতিক অনৈক্য ও অনিশ্চয়তার হাত থেকে রেহাই পায়।

৭. বিবৃতি : দেশীয় রাজ্যগুলির ভারতভুক্তির ব্যাপারে সর্দার বল্লভভাই প্যাটেল গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন।

ব্যাখ্যা ১ : তিনি ছিলেন ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী।

ব্যাখ্যা ২ : তিনি দেশীয় রাজ্যগুলির মধ্যে সংহতি রক্ষা করতে চেয়েছিলেন।

ব্যাখ্যা ৩ : তিনি একজন স্বাধীনতা সংগ্রামী ছিলেন।

উত্তর:- ব্যাখ্যা ২ : তিনি দেশীয় রাজ্যগুলির মধ্যে সংহতি রক্ষা করতে চেয়েছিলেন।

৮. বিবৃতি : ১৯৬৩ খ্রিস্টাব্দের ১৩ এপ্রিল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী একটি সরকারি ভাষা বিল উত্থাপন করেন।

ব্যাখ্যা ১ : এই বিলে হিন্দির সঙ্গে ইংরেজি ভাষাকেও গুরুত্ব দেওয়া হয়।

ব্যাখ্যা ২ : এই বিলে হিন্দিকে রাষ্ট্রভাষা করার দাবি জানানো হয়।

ব্যাখ্যা ৩ : এই বিলে আঞ্চলিক ভাষাকে গুরুত্ব দেওয়া হয়।

উত্তর:- ব্যাখ্যা ১ : এই বিলে হিন্দির সঙ্গে ইংরেজি ভাষাকেও গুরুত্ব দেওয়া হয়।

আরোও পড়ুন

Leave a Comment