রোমান আইন সম্পর্কে আলোচনা

খ্রিস্টপূর্ব যুগে রোমান আইন প্রসঙ্গে রোমান আইনকে “রোমানদের কৃতিত্বেরই স্মারক”, সি. টেরেনটিলিয়াস আরসা-র প্রস্তাব, রোমান আইনের প্রচলনের ক্ষেত্রে সমস্যা, ‘বারটি সারণী’ বা আইনের সংকলন ও রোমান আইনের জনপ্রিয়তা সম্পর্কে জানব।

প্রাচীন রোমান আইন সম্পর্কে আলোচনা

বিষয়ইতিহাস
বিশ্ববিদ্যালয়বাঁকুড়া বিশ্ববিদ্যালয়
আর্টসবি.এ. জেনারেল
সেমিস্টারদ্বিতীয়
প্রশ্নরোমান আইন কী?
প্রশ্নমান
রোমান আইন সম্পর্কে আলোচনা

রোমান আইন কী?

ব্যারি নিকোলাস (Barry Nicholas) তাঁর ‘An Introduction to Roman Law’ নামক গ্রন্থে রোমান আইনকে “রোমানদের কৃতিত্বেরই স্মারক” বলে মন্তব্য করেছিলেন। রোমানদের আইন যুক্তি ও বিশ্লেষণের মধ্যে দিয়েই তৈরী হয়েছিল। রোমান আইনের প্রচলনের ক্ষেত্রে সমস্যা থাকলেও পরবর্তী সময়কালে এই আইন জনপ্রিয়তা অর্জন করেছিল। প্রথমদিকে মৌখিক আইন দ্বারা রোমানরা তাদের সমস্যাগুলির সমাধান করত। সি. টেরেনটিলিয়াস আরসা আইন যাতে লিখিতভাবে থাকে সে বিষয়ে প্রস্তাব দিয়েছিলেন। সি. টেরেনটিলিয়াস আরসার প্রস্তাব অনুসারে রোমানদের আইন লিখিতভাবে দেখা গিয়েছিল।

৪৪৯ খ্রিস্ট পূর্বাব্দে ‘বারটি সারণী’ বা আইনের সংকলন জনগণের সভায় গৃহীত হয়েছিল। ‘বারটি সারণী’-তে সাম্যকে স্বীকৃতি দেওয়া হয়েছিল। কিন্তু এই আইন দাস ও বিদেশীদের অধিকার রক্ষার ক্ষেত্রে কোনো ব্যবস্থা নিতে পারে নি। এই বারটি সারণীর ক্ষেত্রে সমস্ত আইনই যে সঠিক বা যুক্তিপূর্ণ ছিল তা নয়। যার ফলে বিচারকরা অনেকক্ষেত্রে নিজেদের ইচ্ছানুসারে আইনের ব্যাখ্যা দিতেন। এইভাবে বিচারকের দ্বারাই আইন তৈরী হতে থাকে। এক্ষেত্রে অবশ্য উচ্চপদস্থ কর্মচারীরা বিচার বিভাগকে অনেক ক্ষেত্রেই প্রভাবিত করার চেষ্টা করতেন।

তবে একথাও অনস্বীকার্য যে রোমানরা আইনের ক্ষেত্রে মৌলিকত্ব দেখাতে পেরেছিল। প্রাচীন রোমান আইনের ক্ষেত্রে দেখতে পাওয়া যায় যে, রোমানরা আইনের ধারাগুলি প্রবর্তনের পাশাপাশি কিভাবে এই আইন বাস্তবে প্রয়োগ করতে হবে, সে সম্পর্কেও বিশেষ কৃতিত্ব দেখিয়েছিল। আইন প্রণয়ন করা ছাড়াও রোমানরা বিচার ব্যবস্থার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করেছিল। রোমান সাম্রাজ্য-এ আইনের ক্ষেত্রে প্রভূত উন্নতি দেখা দিয়েছিল। অগাস্টাস এবং পরবর্তীকালে তাঁদের উত্তরাধিকারীগণের সময় আইন অনেকটাই সম্প্রসারিত হয়েছিল। রোমান আইনের ক্ষেত্রে আইন প্রণয়ন এবং আইন পরিবর্তনে জুরিদের মতামত গ্রহণ করা হত।

(FAQ) রোমান আইন সম্পর্কে জিজ্ঞাস্য?

১. ‘বারটি সারণী’ বা আইনের সংকলন জনগণের সভায় গৃহীত হয় কখন?

৪৪৯ খ্রিস্ট পূর্বাব্দে।

২. রোমান আইনকে “রোমানদের কৃতিত্বেরই স্মারক” বলে মন্তব্য করেন কে?

ব্যারি নিকোলাস (Barry Nicholas)।

৩. কার প্রস্তাব অনুসারে রোমানদের আইন লিখিতভাবে দেখা গিয়েছিল?

সি. টেরেনটিলিয়াস আরসা।

৪. রোমান আইনের ক্ষেত্রে আইন প্রণয়ন এবং আইন পরিবর্তনে কাদের মতামত গ্রহণ করা হত?

জুরিদের।

Leave a Comment