প্রাচীন কালে রোমান প্রজাতন্ত্রের সংকট ও পতন প্রসঙ্গে রোমান প্রজাতন্ত্রের সংকটের সূচনা, রাজনৈতিক অস্থিরতা, সামাজিক অরাজকতা, অভ্যন্তরীণ সমস্যা, দাস যুদ্ধের সূচনা, রোমান প্রজাতন্ত্রের সমাপ্তিকাল সম্পর্কে জানব।
খ্রিস্টপূর্ব যুগে রোমান প্রজাতন্ত্রের সংকট ও পতন সম্পর্কে আলোচনা
বিষয় | ইতিহাস |
বিশ্ববিদ্যালয় | বাঁকুড়া বিশ্ববিদ্যালয় |
আর্টস | বি.এ. জেনারেল |
সেমিস্টার | দ্বিতীয় |
প্রশ্ন | রোমান প্রজাতন্ত্রের সংকট ও পতন সম্পর্কে আলোচনা করো। |
প্রশ্নমান | ৫ |
রোমান প্রজাতন্ত্রের সংকট ও পতন সম্পর্কে আলোচনা করো।
রোমান প্রজাতন্ত্রের সংকট শুরু হয়েছিল রাজনৈতিক অস্থিরতা এবং সামাজিক অরাজকতাকে কেন্দ্র করে। রোমান প্রজাতন্ত্রের সম্বন্ধে হ্যারিয়েট ফ্লাওয়ার (Harriet I. Flower) উল্লেখ করেছিলেন যে, রোমান প্রজাতন্ত্রের সঠিক সময়কাল চিহ্নিত করা সম্ভব নয়। কারণ বহু দশক ধরে রোম-এ সংকট চলেছিল। নিক ফিল্ডস (Nic Fields) তাঁর প্রবন্ধে মন্তব্য করেছিলেন যে, দাস বিদ্রোহ ও দাঙ্গার কারণে রোমান প্রজাতন্ত্রের পতন ত্বরান্বিত হয়েছিল। ঐতিহাসিক গিবন (Gibbon) রোমান প্রজাতন্ত্রের কারণ হিসাবে অভ্যন্তরীণ সমস্যাকে সবচেয়ে বেশী দায়ী করেছিলেন। হ্যারিয়েট ফ্লাওয়ার-এর মতে, “রোমান প্রজাতন্ত্রের সঠিক সময়কাল ছিল ১৩৪ খ্রিস্ট পূর্বাব্দের ১০ই ডিসেম্বর।” Veu Velleius লিখেছিলেন ১৩২ খ্রিস্ট পূর্বাব্দে রাজনৈতিক সংকট ও দাঙ্গা রোমান প্রজাতন্ত্রে সমস্যার সূচনা করেছিল। ১৩৩ খ্রিস্ট পূর্বাব্দে টিবেরিয়াস গ্রাচুসের (Tiberius Gracchus) ফাঁসি একটি গুরুত্বপূর্ণ ঘটনা ছিল। রোমান প্রজাতন্ত্রের সংকটের সূচনা এই সময় থেকেই হয়েছিল।
বানবেটল (Banbettl S. Spaeth) উল্লেখ করেছিলেন যে, ‘গ্রাচেচান সংকট’ রোমান প্রজাতন্ত্রের শেষ দিকের ঘটনা ছিল। নিক ফিল্ডস মনে করেন যে, ১৩৫ খ্রিস্ট পূর্বাব্দ ছিল রোমান প্রজাতন্ত্রের সংকটের সূচনাকাল। ১৩৫ খ্রিস্ট পূর্বাব্দে সিসিলিতে প্রথম দাস যুদ্ধের সূচনা হয়েছিল। হ্যারিয়েট ফ্লাওয়ার-এর মতে, ৯১-৮৮ খ্রিস্ট পূর্বাব্দে ‘সামাজিক যুদ্ধ’ শুরু হয়েছিল। এই সময় রোম তার ইতালিয় প্রতিবেশীদের সঙ্গে সংঘাতে লিপ্ত ছিল। এই সময়কালেই রোমান প্রজাতন্ত্রের পতনের সূচন হয়েছিল। নিক ফিল্ডস মনে করেন ৮২ খ্রিস্ট পূর্বাব্দে ‘সামনাইটের যুদ্ধ’ বিশেষ সাফল্যপূর্ণ ছিল না। বিনি স্ট্রস (Beny Strauss) মনে করেন যে, “রোমান প্রজাতন্ত্রের সংকট ৭৩ খ্রিস্ট পূর্বাব্দে স্পার্টাকাস যুদ্ধের সময়কালে শুরু হয়েছিল।”
থর্নটন (Thornton Wilder) তার “The Ides of March” নামক উপন্যাস গ্রন্থে রোমান প্রজাতন্ত্রের সংকটকাল চিহ্নিত করেছিলেন ৬৯-৪৪ খ্রিস্ট পূর্বাব্দকে। রোনাল্ড (Ronald Syme)-এর মতে ৬০ খ্রিস্ট পূর্বাব্দ অর্থাৎ জুলিয়াস সিজার-এর শাসনকালে রোমান প্রজাতন্ত্রের দুর্বলতা প্রকাশ পেয়েছিল। টম হল্যান্ড তাঁর (‘Rubicon: The Last years of the Roman Republic’) নামক গ্রন্থে রোমান প্রজাতন্ত্রের শেষ সময়কালের ইতিহাসে লিপিবদ্ধ করেছেন। তার মতে, ৪৯ খ্রিষ্ট পূর্বাব্দ রোমান প্রজাতন্ত্রের সংকটের সঠিক সময়কাল। ৪৪ খ্রিষ্ট পূর্বাব্দের ১৬ই মার্চ জুলিয়াস সিজারের ফাঁসির সময়কালেই রোমান প্রজাতন্ত্রের সমাপ্তিকাল হিসাবে চিহ্নিত করা হয়েছিল। হ্যারিয়েট ফ্লাওয়ার অন্য একটি ধারা প্রসঙ্গে লিখেছিলেন যে, অক্টাভিয়ান অগাস্টাস নাম নেওয়ার পর ২৭ খ্রিষ্ট পূর্বাব্দে রোমান সাম্রাজ্য-এর প্রতিষ্ঠা হয়েছিল। সুতরাং ২৭ খ্রিষ্ট পূর্বাব্দই রোমান প্রজাতন্ত্রের পতনের সঠিক সময়কাল।
(FAQ) রোমান প্রজাতন্ত্রের সংকট ও পতন সম্পর্কে জিজ্ঞাস্য?
১. সামনাইটের যুদ্ধ কখন হয়?
৮২ খ্রিস্টপূর্বাব্দে।
২. কোথায় প্রথম দাসবিদ্রোহ সংঘটিত হয়?
সিসিলিতে।
৩. কার শাসনকালে রোমান প্রজাতন্ত্রের দুর্বলতা প্রকাশ পেয়েছিল?
জুলিয়াস সিজার।
৪. রোমান প্রজাতন্ত্রের পতনের সঠিক সময়কাল কত?
২৭ খ্রিস্টপূর্বাব্দ।