পশ্চিমবঙ্গ মধ্য শিক্ষা পর্ষদের সিলেবাস অনুসারে দশম শ্রেণী (চতুর্থ অধ্যায়): সংঘবদ্ধতার গোড়ার কথা: বৈশিষ্ট্য ও বিশ্লেষণ হতে ঠিক বা ভুল নির্ধারণ দেওয়া হল।
দশম শ্রেণী (চতুর্থ অধ্যায়): সংঘবদ্ধতার গোড়ার কথা: বৈশিষ্ট্য ও বিশ্লেষণ হতে ঠিক বা ভুল নির্ধারণ
১. উনবিংশ শতকের মাঝামাঝি ব্রিটিশ সেনাবাহিনীতে এনফিল্ড রাইফেলের টোটার প্রচলন হয়।
উত্তর:- ঠিক।
২. ১৮৫৭ খ্রিস্টাব্দ পর্যন্ত পাশ্চাত্য শিক্ষায় শিক্ষিত বাঙালি সমাজের একটি অংশ ব্রিটিশ শাসনকে ভারতের পক্ষে কল্যাণকর বলে মনে করত।
উত্তর:- ঠিক।
৩. বিদ্রোহী সিপাহিরা দিল্লি দখল করে নেয় এবং সিংহাসনচ্যুত মুঘল সম্রাট দ্বিতীয় বাহাদুর শাহকে ‘ভারতের সম্রাট’ বলে ঘোষণা করে।
উত্তর:- ঠিক।
৪. ‘হিন্দু প্যাট্রিয়ট’ পত্রিকার সম্পাদক হরিশচন্দ্র মুখোপাধ্যায় সিপাহি বিদ্রোহের সমর্থক ছিলেন।
উত্তর:- ভুল, ‘হিন্দু প্যাট্রিয়ট’ পত্রিকার সম্পাদক হরিশচন্দ্র মুখোপাধ্যায় সিপাহি বিদ্রোহের সমালোচনা করেছিলেন।
৫. ড. সুরেন্দ্রনাথ সেন তাঁর ‘Eighteen Fifty Seven’ গ্রন্থে দেখিয়েছেন যে, জাতীয়তাবাদী আন্দোলনের অপরিহার্য উপাদানগুলি ১৮৫৭ খ্রিস্টাব্দের বিদ্রোহে ছিল।
উত্তর:- ভুল, ড. সুরেন্দ্রনাথ সেন তাঁর ‘Eighteen Fifty Seven’ গ্রন্থে দেখিয়েছেন যে, জাতীয়তাবাদী আন্দোলনের অপরিহার্য উপাদানগুলি ১৮৫৭ খ্রিস্টাব্দের বিদ্রোহে ছিল না।
৬. বিচারে ব্যারাকপুর সেনানিবাসের সিপাহি মঙ্গল পান্ডের যাবজ্জীবন কারাদণ্ড হয়।
উত্তর:- ভুল, বিচারে ব্যারাকপুর সেনানিবাসের সিপাহি মঙ্গল পান্ডের ফাঁসি হয়।
৭. ১৮৫৭ খ্রিস্টাব্দের বিদ্রোহের ব্যর্থতায় শিক্ষিত মধ্যবিত্ত বাঙালি সমাজ হতাশ হয়েছিল।
উত্তর:- ভুল, ১৮৫৭ খ্রিস্টাব্দের বিদ্রোহের ব্যর্থতায় শিক্ষিত মধ্যবিত্ত বাঙালি সমাজ হতাশ হয় নি।
৮. অধ্যাপক হীরেন্দ্রনাথ মুখোপাধ্যায়, অধ্যাপক সুশোভন সরকার প্রমুখ ১৮৫৭ খ্রিস্টাব্দের বিদ্রোহকে ‘ভারতের স্বাধীনতা যুদ্ধ’ ও ‘জাতীয় মুক্তি সংগ্রাম’ বলে অভিহিত করেছেন।
উত্তর:- ঠিক।
৯. বাংলার ব্যাবসাবাণিজ্যে নিযুক্ত বেসরকারি ব্রিটিশরা জমিদার সভার সদস্য হতে পারলেও সাধারণ মানুষ এর সদস্য হওয়ার বিশেষ সুযোগ পেত না।
উত্তর:- ঠিক।
১০. নবগোপাল ঘোষ ছিলেন হিন্দুমেলার প্রথম সহ-সম্পাদক।
উত্তর:- ঠিক।
১১. ভারতসভার নেতৃবৃন্দের উদ্যোগে কলকাতায় ১৮৮৩ খ্রিস্টাব্দে ‘সর্বভারতীয় জাতীয় সম্মেলন’ নামে মহাসভা অনুষ্ঠিত হয়।
উত্তর:- ঠিক।
১২. অবনীন্দ্রনাথ ঠাকুর প্রাচ্য শিল্পকলায় দক্ষতা অর্জন করলেও ভারতীয় জাতীয়তাবোধের প্রভাবে তিনি পাশ্চাত্য শিল্পরীতিতে মনোনিবেশ করেন।
উত্তর:- ভুল, অবনীন্দ্রনাথ ঠাকুর প্রথমে পাশ্চাত্য এবং পরে প্রাচ্য শিল্পরীতিতে মনোনিবেশ করেন।
১৩. সুরেন্দ্রনাথ সিভিল সার্ভিস পরীক্ষায় বসার বয়স বাড়িয়ে ২৫ বছর করার দাবিতে আন্দোলন করেন।
উত্তর:- ভুল, সুরেন্দ্রনাথ সিভিল সার্ভিস পরীক্ষায় বসার বয়স বাড়িয়ে ২২ বছর করার দাবিতে আন্দোলন করেন।
১৪. বাংলার জমিদাররা ‘জমিদার সভা’ গঠনের মাধ্যমে ঐক্যবদ্ধ হয়।
উত্তর:- ঠিক।
১৫. বঙ্কিমচন্দ্র সংস্কৃত ও বাংলার মিশ্রভাষায় রচিত ‘বন্দেমাতরম’ গানটি পরে দেবী দুর্গার বন্দনাগীতি হিসেবে ‘আনন্দমঠ’ উপন্যাসে ব্যবহার করেন।
উত্তর:- ঠিক।
১৬. ভারতসভা ইলবার্ট বিলের বিরোধিতা করেছিল।
উত্তর:- ভুল, ভারতসভা ইলবার্ট বিলকে সমর্থন করেছিল।
১৭. রবীন্দ্রনাথ ঠাকুর তাঁর ‘বর্তমান ভারত’ গ্রন্থে ভারতীয় সমাজের বর্ণবৈষম্য এবং দলিত শূদ্রদের প্রতি বঞ্চনার তীব্র নিন্দা করেছেন।
উত্তর:- ভুল, স্বামী বিবেকানন্দ তাঁর ‘বর্তমান ভারত’ গ্রন্থে ভারতীয় সমাজের বর্ণবৈষম্য এবং দলিত শূদ্রদের প্রতি বঞ্চনার তীব্র নিন্দা করেছেন।
১৮. ‘গোরা’ উপন্যাসে রবীন্দ্রনাথ ঠাকুর ইউরোপীয় সমাজকে সমর্থন করেছিলেন।
উত্তর:- ঠিক।
১৯. বিপ্লবী অরবিন্দ ঘোষ বলেছেন, “বিবেকানন্দই আমাদের জাতীয় জীবনের গঠনকর্তা।”
উত্তর:- ঠিক।
২০. ভিখাজি কামার তৈরি করা ভারতের প্রথম জাতীয় পতাকায় (১৯০৭ খ্রি.) দেবনাগরী অক্ষরে ‘সত্যমেব জয়তে’ ধ্বনিটি লেখা ছিল।
উত্তর:- ভুল, ভিখাজি কামার তৈরি করা ভারতের প্রথম জাতীয় পতাকায় (১৯০৭ খ্রি.) দেবনাগরী অক্ষরে ‘বন্দেমাতরম’ ধ্বনিটি লেখা ছিল।
২১. অবনীন্দ্রনাথ অঙ্কিত দেবী ‘ভারতমাতা’র হাতে কোনো অস্ত্র নেই।
উত্তর:- ঠিক।
আরোও পড়ুন
- দশম শ্রেণী (প্রথম অধ্যায়): ইতিহাসের ধারণা হতে ঠিক বা ভুল নির্ধারণ
- দশম শ্রেণী (দ্বিতীয় অধ্যায়): সংস্কার বৈশিষ্ট্য ও পর্যালোচনা হতে ঠিক বা ভুল নির্ধারণ
- দশম শ্রেণী (তৃতীয় অধ্যায়): প্রতিরোধ ও বিদ্রোহ-বৈশিষ্ট্য ও বিশ্লেষণ হতে ঠিক বা ভুল নির্ধারণ
- দশম শ্রেণী (পঞ্চম অধ্যায়): বিকল্প চিন্তা ও উদ্দোগ হতে ঠিক বা ভুল নির্ধারণ
- দশম শ্রেণী (ষষ্ঠ অধ্যায়): কৃষক, শ্রমিক ও বামপন্থী আন্দোলন- বৈশিষ্ট্য ও পর্যালোচনা হতে ঠিক বা ভুল নির্ধারণ
- দশম শ্রেণী (সপ্তম অধ্যায়): নারী, ছাত্র ও প্রান্তিক জনগোষ্ঠীর আন্দোলন হতে ঠিক বা ভুল নির্ধারণ
- দশম শ্রেণী (অষ্টম অধ্যায়): দশম শ্রেণী (অষ্টম অধ্যায়): উত্তর-ঔপনিবেশিক ভারত হতে ঠিক বা ভুল নির্ধারণ