দশম শ্রেণী (পঞ্চম অধ্যায়): বিকল্প চিন্তা ও উদ্দোগ হতে ঠিক বা ভুল নির্ধারণ
দশম শ্রেণী (পঞ্চম অধ্যায়): বিকল্প চিন্তা ও উদ্দোগ হতে ঠিক বা ভুল নির্ধারণ
১. ‘ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন ফর দ্য কাল্টিভেশন অব সায়েন্স প্রতিষ্ঠায় ড. মহেন্দ্রলাল সরকারকে সহায়তা করেন ফাদার ইউজিন লাঁফো।
উত্তর:- ঠিক।
২. ১৯১০ খ্রিস্টাব্দে বসু বিজ্ঞান মন্দির ও বেঙ্গল টেকনিকাল ইন্সটিটিউট একসঙ্গে মিলে যায়।
উত্তর:- ভুল, ১৯১০ খ্রিস্টাব্দে বেঙ্গল ন্যাশনাল কলেজ ও বেঙ্গল টেকনিকাল ইন্সটিটিউট একসঙ্গে মিলে যায়।
৩. চিন থেকে প্রথম ছাপাখানার প্রযুক্তি আরবে এবং আরব থেকে ইউরোপের বিভিন্ন দেশে ছড়িয়ে পড়ে।
উত্তর:- ঠিক।
৪. ছাপাখানার জন্য বাংলা অক্ষরের নকশায় ধারাবাহিকতা ছিল এই রকম : চার্লস উইলকিনস → সুরেশচন্দ্র মজুমদার → পঞ্চানন কর্মকার।
উত্তর:- ভুল, ছাপাখানার জন্য বাংলা অক্ষরের নকশায় ধারাবাহিকতা ছিল এই রকম : চার্লস উইলকিনস → পঞ্চানন কর্মকার → সুরেশচন্দ্র মজুমদার
৫. ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন ফর দ্য কাল্টিভেশন অব সায়েন্স’ বৌবাজার থেকে পরবর্তীকালে হাওড়ায় স্থানান্তরিত হয়।
উত্তর:- ভুল, ‘ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন ফর দ্য কাল্টিভেশন অব সায়েন্স’ বৌবাজার থেকে পরবর্তীকালে যাদবপুরে স্থানান্তরিত হয়।
৬. কলকাতা বিজ্ঞান কলেজের আর-এক নাম ছিল ‘ইউনিভার্সিটি কলেজ অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি’।
উত্তর:- ঠিক।
৭. ছাপাখানা প্রতিষ্ঠার আগে শিক্ষার্থীরা সস্তায় নিজেদের পাঠ্যবই কেনার সুযোগ পেয়েছিল।
উত্তর:- ভুল, ছাপাখানা প্রতিষ্ঠার পরে শিক্ষার্থীরা সস্তায় নিজেদের পাঠ্যবই কেনার সুযোগ পেয়েছিল।
৮. ছাপাখানা প্রতিষ্ঠার পর মাতৃভাষায় শিক্ষা গ্রহণের সুযোগ বৃদ্ধি পায়।
উত্তর:- ঠিক।
৯. বিজ্ঞানী সত্যেন্দ্রনাথ বসু এবং মেঘনাদ সাহা স্বাধীন ভারতে জাতীয় পরিকল্পনা কমিশনে যুক্ত ছিলেন।
উত্তর:- ঠিক।
১০. কলেজ অব ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি’ ১৯৫৫ খ্রিস্টাব্দে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে পরিণত হয়।
উত্তর:- ঠিক।
১১. শ্রীরামপুর মিশনের উইলিয়াম কেরি, জোশুয়া মার্শম্যান এবং উইলিয়াম ওয়ার্ড ‘শ্রীরামপুর ত্রয়ী’ নামে পরিচিত।
উত্তর:- ঠিক।
১২. শিশুশিক্ষা-বিষয়ক প্রথম জনপ্রিয় গ্রন্থটি হল রবীন্দ্রনাথ ঠাকুরের ‘সহজপাঠ’।
উত্তর:- ভুল, শিশুশিক্ষা বিষয়ক প্রথম জনপ্রিয় গ্রন্থটি হল মদনমোহন তর্কালংকারের ‘শিশুশিক্ষা’।
১৩. ১৯০৫ খ্রিস্টাব্দে প্রথম জাতীয় বিদ্যালয় প্রতিষ্ঠিত হয় কলকাতায়।
উত্তর:- ভুল, ১৯০৫ খ্রিস্টাব্দে প্রথম জাতীয় বিদ্যালয় প্রতিষ্ঠিত হয় রংপুরে।
১৪. উইলিয়াম জোনস অনুদিত কালিদাসের ‘ঋতুসংহার’ গ্রন্থটি ‘অনারেবল কোম্পানিজ প্রেস’-এ ছাপা হয়।
উত্তর:- ঠিক।
১৫. দেবেন্দ্রনাথ ঠাকুর ভুবনডাঙ্গায় একটি আশ্রম প্রতিষ্ঠা (১৮৬১ খ্রি.) করেন।
উত্তর:- ঠিক।
১৬. বিদ্যাসাগর রচিত ‘বর্ণপরিচয়’ তাঁর জীবদ্দশাতেই মোট ১৫২টি সংস্করণ প্রকাশিত হয় এবং ৩৫ লক্ষেরও বেশি ছাপা বই পাঠকদের কাছে পৌঁছে যায়।
উত্তর:- ঠিক।
১৭. রবীন্দ্রনাথ ঠাকুর গ্রাম সংগঠনের মাধ্যমে পল্লিগ্রামের মঙ্গলের চিন্তাভাবনা শুরু করেন।
উত্তর:- ঠিক।
১৮. আধুনিক ফটোগ্রাফি ও মুদ্রণশিল্প সম্পর্কে উচ্চশিক্ষা লাভের উদ্দেশ্যে উপেন্দ্রকিশোর রায়চৌধুরী ১৯১১ খ্রিস্টাব্দে তাঁর পুত্র সুকুমার রায়কে ইংল্যান্ডে পাঠান।
উত্তর:- ঠিক।
১৯. বাংলায় লাইনো টাইপ প্রবর্তন করেন বিদ্যাসাগর।
উত্তর:- ভুল, বাংলায় লাইনো টাইপ প্রবর্তন করেন সুরেশচন্দ্র মজুমদার।
২০. উপেন্দ্রকিশোর উন্নতমানের ছবি ছাপার কৌশল উদ্ভাবন করেন।
উত্তর:- ঠিক।
২১. ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কলেজে পড়ার সময়ই ‘সখা’, ‘সাথী’, ‘মুকুল’, ‘বালক’ প্রভৃতি শিশুপত্রিকাগুলিতে নিয়মিত লিখতে শুরু করেন।
উত্তর:- ভুল, উপেন্দ্রকিশোর রায়চৌধুরী কলেজে পড়ার সময়ই ‘সখা’, ‘সাথী’, ‘সুবল’, ‘বালক’ প্রভৃতি শিশুপত্রিকাগুলিতে নিয়মিত লিখতে শুরু করেন।
২২. দেবেন্দ্রনাথ ঠাকুর ভুবনডাঙ্গার নতুন নামকরণ করেন বোলপুর।
উত্তর:- ভুল, দেবেন্দ্রনাথ ঠাকুর ভুবনডাঙ্গার নতুন নামকরণ করেন শান্তিনিকেতন।
আরোও পড়ুন
- দশম শ্রেণী (প্রথম অধ্যায়): ইতিহাসের ধারণা হতে ঠিক বা ভুল নির্ধারণ
- দশম শ্রেণী (দ্বিতীয় অধ্যায়): সংস্কার বৈশিষ্ট্য ও পর্যালোচনা হতে ঠিক বা ভুল নির্ধারণ
- দশম শ্রেণী (তৃতীয় অধ্যায়): প্রতিরোধ ও বিদ্রোহ-বৈশিষ্ট্য ও বিশ্লেষণ হতে ঠিক বা ভুল নির্ধারণ
- দশম শ্রেণী (চতুর্থ অধ্যায়): সংঘবদ্ধতার গোড়ার কথা: বৈশিষ্ট্য ও বিশ্লেষণ হতে ঠিক বা ভুল নির্ধারণ
- দশম শ্রেণী (ষষ্ঠ অধ্যায়): কৃষক, শ্রমিক ও বামপন্থী আন্দোলন- বৈশিষ্ট্য ও পর্যালোচনা হতে ঠিক বা ভুল নির্ধারণ
- দশম শ্রেণী (সপ্তম অধ্যায়): নারী, ছাত্র ও প্রান্তিক জনগোষ্ঠীর আন্দোলন হতে ঠিক বা ভুল নির্ধারণ
- দশম শ্রেণী (অষ্টম অধ্যায়): দশম শ্রেণী (অষ্টম অধ্যায়): উত্তর-ঔপনিবেশিক ভারত হতে ঠিক বা ভুল নির্ধারণ