দশম শ্রেণী (সপ্তম অধ্যায়): নারী, ছাত্র ও প্রান্তিক জনগোষ্ঠীর আন্দোলন হতে ঠিক বা ভুল নির্ধারণ

দশম শ্রেণী (সপ্তম অধ্যায়): নারী, ছাত্র ও প্রান্তিক জনগোষ্ঠীর আন্দোলন হতে ঠিক বা ভুল নির্ধারণ

দশম শ্রেণী (সপ্তম অধ্যায়): নারী, ছাত্র ও প্রান্তিক জনগোষ্ঠীর আন্দোলন হতে ঠিক বা ভুল নির্ধারণ

১. বসন্ত বিশ্বাস লর্ড কার্জনকে লক্ষ্য করে বোমা নিক্ষেপ করেন।

উত্তর:- ভুল, বসন্ত বিশ্বাস লর্ড হার্ডিঞ্জকে লক্ষ্য করে বোমা নিক্ষেপ করেন।

২. বঙ্গভঙ্গ-বিরোধী আন্দোলনে বাংলার উচ্চ ও মধ্যবিত্ত হিন্দু নারীরা অংশ নিয়েছিল।

উত্তর:- ঠিক।

৩. গান্ধিজি দ্বিতীয় গোল টেবিল বৈঠকে বিভিন্ন সংখ্যালঘু সম্প্রদায়ের জন্য পৃথক নির্বাচনের নীতিকে সমর্থন করেছিলেন।

উত্তর:- ভুল, গান্ধিজি দ্বিতীয় গোল টেবিল বৈঠকে বিভিন্ন সংখ্যালঘু সম্প্রদায়ের জন্য পৃথক নির্বাচনের নীতিকে তীব্র বিরোধিতা করেন।

৪. কার্লাইল সার্কুলার’-এ বলা হয় যে, শিক্ষাপ্রতিষ্ঠান তার ছাত্রদের আন্দোলন থেকে বিরত করতে না পারলে সেই প্রতিষ্ঠানের আর্থিক অনুদান বন্ধ করা হবে এবং অনুমোদন বাতিল করা হবে।

উত্তর:- ঠিক।

৫. দীপালি সংঘ প্রতিষ্ঠা করেন কল্পনা দত্ত।

উত্তর:- ভুল, দীপালি সংঘ প্রতিষ্ঠা করেন লীলা নাগ রায়।

৬. যুগান্তর দলের কর্মী কমলা দাশগুপ্ত বীণা দাসকে রিভলবার সরবরাহ করেছিলেন।

উত্তর:- ঠিক।

৭. হেমচন্দ্র কানুনগো রাজনৈতিক ও সামরিক শিক্ষালাভের উদ্দেশ্যে বিদেশযাত্রা করেন।

উত্তর:- ঠিক।

৮. আজাদ হিন্দ বাহিনীতে নারীদের নিয়ে লক্ষ্মীবাই বাহিনী গড়ে ওঠে।

উত্তর:- ভুল, আজাদ হিন্দ বাহিনীতে নারীদের নিয়ে ঝাঁসির রানি বাহিনী গড়ে ওঠে।

৯. গান্ধিজি ও ড. আম্বেদকর যৌথভাবে দলিত আন্দোলন করেছিলেন।

উত্তর:- ভুল, গান্ধিজি ও ড. আম্বেদকর একক ভাবে দলিতদের অধিকার প্রতিষ্ঠার জন্য দলিত আন্দোলন করেছিলেন।

১০. পার্ক সার্কাস এলাকায় ‘বেঙ্গল ভলান্টিয়ার্স’-এর সদস্যদের নিয়মিত সামরিক কায়দায় প্রশিক্ষণ দেওয়া হত।

উত্তর:- ঠিক।

১১. মাতঙ্গিনী হাজরা ছিলেন বঙ্গভঙ্গ আন্দোলনের নেত্রী।

উত্তর:- ভুল, মাতঙ্গিনী হাজরা ছিলেন ভারত ছাড়ো আন্দোলনের নেত্রী।

১২. ড. আম্বেদকর সাম্প্রদায়িক বাঁটোয়ারার দ্বারা দলিতদের পৃথক নির্বাচনের বিরোধিতা করেন।

উত্তর:- ভুল, ড. আম্বেদকর সাম্প্রদায়িক বাঁটোয়ারার দ্বারা দলিতদের পৃথক নির্বাচনকে সমর্থন করেন।

১৩. ‘বেঙ্গল ভলান্টিয়ার্স’ প্রতিষ্ঠা করেন চিত্তরঞ্জন দাশ।

উত্তর:- ভুল, ‘বেঙ্গল ভলান্টিয়ার্স’ প্রতিষ্ঠা করেন সুভাষচন্দ্র বসু

১৪. কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম মহিলা এমএ ছিলেন কাদম্বিনী বসু (গাঙ্গুলী)।

উত্তর:- ভুল, কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম মহিলা এমএ ছিলেন চন্দ্রমুখী বসু।

১৫. নমঃশূদ্রদের ‘সাম্প্রদায়িক প্রতিনিধিত্বের’ দাবির ফলে সরকার মন্টেগু-চেমসফোর্ড আইনে (১৯১৯ খ্রি.) বঙ্গীয় প্রাদেশিক আইনসভায় মাত্র একজন দলিত প্রতিনিধি মনোনয়ন করে।

উত্তর:- ঠিক।

১৬. সূর্য সেনের অনুগামী অনন্ত সিংহ, দেবেন দে ও নির্মল সেন ১৯২৩ খ্রিস্টাব্দে রেলকর্মীদের বেতনের ১৭ হাজার টাকা লুঠ করেছিলেন।

উত্তর:- ঠিক।

১৭. লীলা নাগ হলেন ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এমএ ডিগ্রিপ্রাপ্ত প্রথম মহিলা।

উত্তর:- ঠিক।

১৮. প্রমথরঞ্জন ঠাকুরের স্ত্রী বীণাপাণি দেবী বর্তমানে মতুয়া মহাসংঘের প্রধান।

উত্তর:- ঠিক।

১৯. বিপ্লবী গণেশ ঘোষ, অনন্ত সিং প্রমুখকে আদালত থেকে পালাতে সহায়তা করার উদ্দেশ্যে কল্পনা দত্ত কলকাতা থেকে বিস্ফোরক আনেন।

উত্তর:- ঠিক।

২০. গান্ধিজি মুসলিম ও শিখদের পৃথক নির্বাচন মেনে নিলেও দলিতদের পৃথক নির্বাচনের নীতির বিরোধিতা করে আমরণ অনশন শুরু করেন।

উত্তর:- ঠিক।

২১. বাংলায় সশস্ত্র বিপ্লবী আন্দোলনের অন্যতম নেত্রী ছিলেন বাসন্তী দেবী।

উত্তর:- ভুল, বাংলায় সশস্ত্র বিপ্লবী আন্দোলনের সাথে বাসন্তী দেবী সরাসরি যুক্ত ছিলেন না।

২২. ১৯০৫ খ্রিস্টাব্দে বঙ্গভঙ্গ-বিরোধী আন্দোলন শুরু হলে রাজেন্দ্রনাথ মন্ডলের নেতৃত্বে নমঃশূদ্ররা বঙ্গভঙ্গ সমর্থন করে।

উত্তর:- ঠিক।

২৩. ভারতের প্রথম ছাত্রী সংগঠন হল কলকাতার ছাত্রীসংঘ।

উত্তর:- ভুল, ভারতের প্রথম ছাত্রী সংগঠন হল দীপালি ছাত্রীসংঘ।

২৪. ব্রিটিশ সরকারের ‘সাম্প্রদায়িক বাঁটোয়ারা’ ঘোষণাকে নমঃশূদ্ররা বিরোধিতা করে।

উত্তর:- ভুল, ব্রিটিশ সরকারের ‘সাম্প্রদায়িক বাঁটোয়ারা’ ঘোষণাকে নমঃশূদ্ররা সমর্থন জানায়।

২৫. আইন অমান্য আন্দোলনের সময় কুমিল্লার স্কুলছাত্রী শান্তি ঘোষ ও সুনীতি চৌধুরীর গুলিতে জেলা শাসক নিহত হন (১৯৩১ খ্রি.)।

উত্তর:- ঠিক।

আরোও পড়ুন

Leave a Comment