উচ্চ মাধ্যমিক দ্বাদশ শ্রেণীর ইতিহাস অষ্টম অধ্যায় অব-উপনিবেশীকরণ হতে ছোটো প্রশ্ন উত্তর (MCQ) দেওয়া হল।
অব-উপনিবেশীকরণ হতে ছোটো প্রশ্ন উত্তর (MCQ)
১। আলজেরিয়া কোন দেশের উপনিবেশ ছিল –
- (ক) ফ্রান্স
- (খ) ইংল্যান্ড
- (গ) পর্তুগাল
- (ঘ) রাশিয়া।
উত্তর:- (ক) ফ্রান্স।
২। বি-উপনিবেশিকরণ কথাটি প্রথম ব্যবহার করেন –
- (ক) ড : সুকর্ন
- (খ) জুলিয়াস বন
- (গ) নেহরু
- (ঘ) ই . এইচ . কার
উত্তর:- (খ) জুলিয়াস বন।
৩। ইন্দোনেশিয়া স্বাধীনতা লাভ করে — (ক) ১৯৪৬ খ্রিঃ (খ) ১৯৫০ খ্রিঃ (গ) ১৯৫২ খ্রিঃ (ঘ) ১৯৫৫ খ্রিঃ।
উত্তর : (খ) ১৯৫০ খ্রিঃ
৪। স্বাধীন বাংলাদেশের জন্ম হয় – (ক) ১৯৬৫ খ্রিঃ (খ) ১৯৭০ খ্রিঃ (গ) ১৯৭১ খ্রিঃ (ঘ) ১৯৭২ খ্রিঃ।
উত্তর : (গ) ১৯৭১ খ্রিঃ
৫। সার্কের প্রথম শীর্ষ সম্মেলন যেখানে হয়েছিল – (ক) ঢাকা (খ) ইসলামাবাদ (গ) দিল্লী (ঘ) কাঠমাণ্ডু।
উত্তর : (ক) ঢাকা
৬। ভারতে স্বেচ্ছাধীন ক্ষমতা কে প্রয়ােগ করতে পারেন ? – (ক) রাষ্ট্রপতি (খ) রাজ্যপাল (গ) প্রধানমন্ত্রী (ঘ) মুখ্যমন্ত্রী।
উত্তর : (ক) রাষ্ট্রপতি
৭। স্বাধীন ইন্দোনেশিয়ার প্রথম রাষ্ট্রপতি হয়েছিলেন – (ক) সুহার্তো (খ) হাত্তা (গ) হাবিবি (ঘ) ড : সুকর্ণ।
উত্তর : (ঘ) ড : সুকর্ণ
৮। ইন্দোনেশিয়া যাদের উপনিবেশ ছিল — (ক) ব্রিটেনের (খ) পাের্তুগালের (গ) হল্যান্ডের (ঘ) ফ্রান্সের।
উত্তর : (গ) হল্যান্ড
৯। ন্যাশানাল লিবারেশন ফ্রন্ট যে দেশের সংগঠন ছিল – (ক) ইন্দোনেশিয়া (খ) আলজেরিয়া (গ) ভিয়েতনাম (ঘ) মালয় ।
উত্তর : (খ) আলজেরিয়া
১০। ভারতে প্রথম সাধারন নির্বাচন অনুষ্ঠিত হয় – (ক) ১৯৫০ – ৫১ খ্রিঃ (খ) ১৯৫১ – ৫২ খ্রিঃ (গ) ১৯৫২ – ৫৩ খ্রিঃ (ঘ) ১৯৫৩ – ৫৪ খ্রিঃ।
উত্তর : (খ) ১৯৫১ – ৫২ খ্রিঃ
১১। ভারতে প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা শুরু হয় – (ক) ১৯৪৭ খ্রিঃ (খ) ১৯৫০ খ্রিঃ (গ) ১৯৫১ খ্রিঃ (ঘ) ১৯৫২ খ্রিঃ।
উত্তর : (গ) ১৯৫১ খ্রিঃ
১২। ঢাকায় সার্কের শীর্ষ সম্মেলন কবে বসেছিল – (ক) ১৯৮০ খ্রিঃ (খ) ১৯৮৩ খ্রিঃ (গ) ১৯৮৫ খ্রিঃ (ঘ) ১৯৮৮ খ্রিঃ।
উত্তর : (গ) ১৯৮৫ খ্রিঃ
১৩। ভারতের পরিকল্পনা কমিশন গঠিত হয় – (ক) ১৯৪৭ খ্রিঃ (খ) ১৯৫০ খ্রিঃ (গ) ১৯৫৩ খ্রিঃ (ঘ) ১৯৬৪ খ্রিঃ।
উত্তর : (গ) ১৯৫৩ খ্রিঃ
১৪। ইন্দোনেশিয়া সম্মিলিত জাতিপুঞ্জের সদস্যপদ লাভ করে (ক) ১৯৪৯ খ্রিঃ (খ) ১৯৫০ খ্রিঃ (গ) ১৯৫২ খ্রিঃ (ঘ) ১৯৬০ খ্রিঃ।
উত্তর : (খ) ১৯৫০ খ্রিঃ
১৫। বাংলাদেশ মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানের রাষ্ট্রপতি ছিলেন — (ক) আয়ুব খাঁ (খ) জুলফিকার আলি ভুট্টো (গ) মহম্মদ আলি জিন্না (ঘ) ইয়াহিয়া খাঁ।
উত্তর : (ঘ) ইয়াহিয়া খাঁ
১৬। বাংলাদেশের মুক্তিযুদ্ধের প্রধান নেতা ছিলেন – (ক) শেখ মুজিবর রহমান (খ) ফজলুল হক (গ) সুরাবর্দি (ঘ) ফজলুল শেক।
উত্তর : (ক) শেখ মুজিবর রহমান
১৭। ভারতের সংবিধান কার্যকর হয় – (ক) ১৯৪৭ খ্রিঃ (খ) ১৯৫০ খ্রিঃ (গ) ১৯৫২ খ্রিঃ (ঘ) ১৯৫২ খ্রিঃ।
উত্তর : (খ) ১৯৫০ খ্রিঃ
১৮। দক্ষিন এশিয়ার সহযােগিতামূলক সংস্থা হল – (ক) আসিয়ান (খ) সার্ক (গ) ন্যাটো (ঘ) আরবলিগ।
উত্তর : (খ) সার্ক
১৯। জেকুইস ম্যাসু ছিলেন – (ক) ফরাসি জেনারেল (খ) বেলজিয়াম সেনাপতি (গ) ব্রিটিশ রাষ্ট্রদূত (ঘ) রাশিয়ার বিদেশমন্ত্রী।
উত্তর : (ক) ফরাসি জেনারেল
২০। আটলান্টিক চার্টার স্বাক্ষরিত হয় — (ক) ১৯৩৯ খ্রিঃ (খ) ১৯৪২ খ্রিঃ (গ) ১৯৪৩ খ্রিঃ (ঘ) ১৯৪১ খ্রিঃ।
উত্তর : (ঘ) ১৯৪১ খ্রিঃ
২১। বি – উপনিবেশিকরণ বলতে বােঝায় – (ক) বিশেষ উপনিবেশ স্থাপন (খ) বাণিজ্যিক উপনিবেশ স্থাপন (গ) উপনিবেশ ত্যাগ করা (ঘ) উপনিবেশ বিস্তার করা।
উত্তর : (গ) উপনিবেশ ত্যাগ করা
২২। বাংলাদেশের আইনসভার নাম – (ক) লােকসভা (খ) জাতীয় সভা (গ) জাতীয় সংসদ (ঘ) জাতীয় পরিষদ।
উত্তর : (গ) জাতীয় সংসদ
২৩। ভারতের পরমাণু শক্তি কমিশনের প্রথম চেয়ারম্যান — (ক) শান্তিস্বরূপ ভাটনাগর (খ) মেঘনাদ সাহা (গ) হােমি জাহাঙ্গির ভাবা (ঘ) রাজা রামাইয়া।
উত্তর : (গ) হােমি জাহাঙ্গির ভাবা
২৪। পাক সরকার কোন ভাষাকে দেশের রাষ্ট্রভাষা হিসাবে পূর্ববঙ্গে চাপিয়ে দিতে হলেন ? – (ক) বাংলা (খ) পাঞ্জাবি (গ) উর্দু (ঘ) আরবি।
উত্তর : (গ) উর্দু
২৫। বাংলাদেশের মুক্তিযুদ্ধে সর্বাধিক সহায়তা দান করেন যে প্রধানমন্ত্রী – (ক) লালবাহাদুর শাস্ত্রী (খ) জওহরলাল নেহরু (গ) রাজীব গান্ধি (ঘ) ইন্দিরা গান্ধি।
উত্তর : (ঘ) ইন্দিরা গান্ধি
২৬। ভারতের সংবিধানের খসড়া কমিটির সভাপতি ছিলেন – (ক) বি . আর আম্বেদকর (খ) ডঃ রাজেন্দ্র প্রসাদ (গ) জওহরলাল নেহরু (ঘ) বল্লভাই প্যাটেল।
উত্তর : (ক) বি . আর আম্বেদকর
২৭। ভারতের পরিকল্পনা কমিশনের প্রথম সভাপতি ছিলেন – (ক) জওহরলাল নেহরু (খ) এন . আর পিল্লাই (গ) আর . কে . পাতিল (ঘ) তারালােক সিং
উত্তর : (ক) জওহরলাল নেহেরু
২৮। পাকিস্তানের আইনসভার নিম্নকক্ষের নাম – (ক) সেনেট (খ) রাজ্যসভা (গ) লােকসভা (ঘ) ন্যাশনাল অ্যাসেম্বলি।
উত্তর : (ঘ) ন্যাশনাল অ্যাসেম্বলি
২৯। ১৯৯০ এর দশকে অর্থনৈতিক উদারীকরণ নীতি প্রবর্তিত হয় কোন প্রধানমন্ত্রীর সময় – (ক) মনমোহন সিং (খ) পি.ভি. নরসিমা রাও (গ) রাজীব গান্ধী (ঘ) অটলবিহারী বাজপেয়ী।
উত্তর : (খ) পি.ভি. নরসিমা রাও
৩০। SAARC কার মস্তিস্ক প্রসূত ? – (ক) ফজলুল হক (খ) জুলফিকার আলি ভুট্টো (গ) ইয়াহিয়া খান (ঘ) জিয়াউর রহমান
উত্তর : (ঘ) জিয়াউর রহমান
৩১। পি . সি মহলানবিশ ভারতের কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনার খসড়া প্রস্তুত করেন ? – (ক) প্রথম (খ) দ্বিতীয় (গ) তৃতীয় (ঘ) চতুর্থ।
উত্তর : (খ) দ্বিতীয়
৩২ । ১৯৫১ খ্রিস্টাব্দে প্রথম Indian Institute of Technology স্থাপিত হয় – (ক) শিবপুরে (খ) কানপুরে (গ) খড়গপুরে (ঘ) যাদবপুরে।
উত্তর : (গ) খড়গপুরে
৩৩ । প্যাট্রিক লুমুম্বা কোন দেশের প্রধানমন্ত্রী ছিলেন ? – (ক) ঘানা (খ) কঙ্গো (গ) মরক্কো (ঘ) মাল্টা।
উত্তর : (খ) কঙ্গো
৩৫ । ভারতের নামসর্বস্ব শাসক হলেন – (ক) প্রধানমন্ত্রী (খ) রাজ্যপাল (গ) মুখ্যমন্ত্রী (ঘ) রাষ্ট্রপতি।
উত্তর : (ঘ) রাষ্ট্রপতি
৩৬ । SAARC এর বর্তমান সদস্য হল — (ক) ৬ (খ) ৭ (গ) ৮ (ঘ) ৯।
উত্তর : (গ) ৮
৩৭ । মাও মাও আন্দোলন সংগঠিত হয় – (ক) কেনিয়াতে (খ) আলজেরিয়াতে (গ) কঙ্গোতে (ঘ) জাম্বিয়াতে।
উত্তর : (ক) কেনিয়াতে
৩৮ । রাজ্যসভায় সভাপতিত্ব করেন — (ক) স্পিকার (খ) প্রধানমন্ত্রী (গ) রাষ্ট্রপতি (ঘ) উপরাষ্ট্রপতি।
উত্তর : (ঘ) উপরাষ্ট্রপতি
৩৯ । সিমলা চুক্তির সময়ে ভারতের প্রধানমন্ত্রী ছিলেন — (ক) রাজীব গান্ধী (খ) ইন্দিরা গান্ধী (গ) বাজপেয়ী (ঘ) নেহেরু।
উত্তর : (খ) ইন্দিরা গান্ধী
৪০। স্বাধীন ইন্দোনেশিয়ার প্রথম রাষ্ট্রপতি হন — (ক) ম্যান্ডেলা (খ) ড. সুকর্ণ (গ) সুহার্তো (ঘ) হাব্বিবি।
উত্তর : (খ) ড. সুকর্ণ
৪১। শ্রীলঙ্কার আগের নাম ছিল — (ক) লাক্ষাদ্বীপ (খ) সিংহল (গ) মালদ্বীপ (ঘ) লাক্ষাদ্বীপ।
উত্তর : (খ) সিংহল
৪২। ১৯৪৭ খ্রিস্টাব্দে পাকিস্তান স্বাধীনতা লাভ করে – (ক) ১৩ আগস্ট (খ) ১৫ আগস্ট (গ) ১৪ আগস্ট (ঘ) ১৬ আগস্ট।
উত্তর : (গ) ১৪ আগস্ট
৪৩। পাকিস্তানের প্রথম গভর্নর জেনারেল ছিলেন — (ক) জিন্না (খ) আয়ুব খান (গ) ভুট্টো (ঘ) কেউই নন।
উত্তর : (ক) জিন্না
৪৪। কায়েদ-ই আজম বলা হতো — (ক) আগা খাঁ-কে (খ) জিন্নাকে (গ) চিরাগ আলিকে (ঘ) সলিম উল্লাহকে।
উত্তর : (খ) জিন্নাকে
৪৫। ভারতীয় অর্থনীতিকে বলা হয় – (ক) মিশ্র (খ) সমাজতান্ত্রিক (গ) পুঁজিবাদী (ঘ) সাম্যবাদী।
উত্তর : (ক) মিশ্র
৪৬। অব-উপনিবেশীকরণের ফলে উত্থান ঘটে – (ক) প্রথম বিশ্বের (খ) দ্বিতীয় বিশ্বের (গ) তৃতীয় বিশ্বের (ঘ) পঞ্চম বিশ্বের।
উত্তর : (গ) তৃতীয় বিশ্বের
৪৭। ইন্দোচিনে কাদের উপনিবেশ গড়ে উঠেছিল ? – (ক) ব্রিটেনের (খ) ফ্রান্সের (গ) ডেনমার্কের (ঘ) রাশিয়ার।
উত্তর : (খ) ফ্রান্সের
৪৮। ইন্দোনেশিয়া কাদের উপনিবেশ ছিল ? – (ক) স্পেনীয়দের (খ) ব্রিটিশদের (গ) পোর্তুগিজদের (ঘ) ডাচদের।
উত্তর : (ঘ) ডাচদের।