দশম শ্রেণীর 2024 সালের WBHA Test Paper হতে Madhyamik ABTA Test Paper 2024 History Page 708 প্রশ্নটি সমাধান করা হল।
HISTORY 708
বিভাগ- ‘ক’
১। সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো : ১×২০=২০
১.১ ভারতবর্ষে নিম্নবর্গের ইতিহাস চর্চার সূত্রপাত করেন – (ক) সুরেন্দ্রনাথ সেন (খ) রমেশচন্দ্র মজুমদার (গ) ড. রণজিৎ গুহ (ঘ) রোমিলা থাপার।
গ
১.২ ভারতীয় উপমহাদেশে প্রথম নির্বাক চলচ্চিত্র মুক্তি পায় – (ক) ১৯১৩ খ্রিস্টাব্দে (খ) ১৯১০ খ্রিস্টাব্দে (গ) ১৯১৯ খ্রিস্টাব্দে (ঘ) ১৯১৭ খ্রিস্টাব্দে।
ক
১.৩ ‘নীলজেলা’ নামে একটি নতুন বিভাগ খুলে নীলকর সাহেবদের অত্যাচারের কথা ধারাবাহিকভাবে প্রকাশ করেছিল – (ক) বামাবোধিনী পত্রিকা (খ) সংবাদ প্রভাকর পত্রিকা (গ) গ্রামবার্তা প্রকাশিত পত্রিকা (ঘ) হিন্দু প্যাট্রিয়ট পত্রিকা।
ঘ
১.৪ ‘অ্যাকাডেমিক অ্যাসোসিয়েশন প্রতিষ্ঠা করেন – (ক) রামমোহন রায় (খ) হেনরি লুই ভিভিয়ান ডিরোজিও (গ) কেশবচন্দ্র সেন (ঘ) ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর।
খ
১.৫ কলকাতা মেডিক্যাল কলেজ প্রতিষ্ঠিত হয় – (ক) ১৮০০ খ্রিস্টাব্দে (খ) ১৮১৭ খ্রিস্টাব্দে (গ) ১৮২৪ খ্রিস্টাব্দে (ঘ) ১৮৩৫ খ্রিস্টাব্দে।
ঘ
১.৬ রানি শিরোমণির নেতৃত্ব দেন – (ক) মুণ্ডা বিদ্রোহে (খ) কোল বিদ্রোহে (গ) চুয়াড় বিদ্রোহে (ঘ) ভিল বিদ্রোহে।
গ
১.৭ ধর্মসংস্কার আন্দোলর রূপে শুরু হলেও পরবর্তীকালে প্রবল কৃষক বিদ্রোহের রূপ ধারণ করেছিল – (ক) বারাসত বিদ্রোহ (খ) পাবনা কৃষক বিদ্রোহ (গ) রংপুর বিদ্রোহ (ঘ) সন্ন্যাসী ফকির বিদ্রোহ।
ঘ
১.৮ ১৮৫৭ সালের বিদ্রোহে অযোধ্যায় নেতৃত্ব দেন – (ক) মৌলবি আহম্মদুল্লা (খ) কুনওয়ার সিং (গ) রানি লক্ষ্মীবাঈ (ঘ) হজরত মহল।
ঘ
১.৯ ভারতীয়দের মধ্যে প্রথম রাজনৈতিক সংগঠনটি প্রতিষ্ঠিত হয় – (ক) বোম্বাই-এ (খ) কলকাতায় (গ) মাদ্রাজে (ঘ) অমৃতসরে।
খ
১.১০ মাতৃবন্দনার মহাসঙ্গীত ‘বন্দেমাতরম মন্ত্র’ যে উপন্যাসে অন্তর্ভুক্ত হয়েছিল সেটি হলো – (ক) মৃণালিনী (খ) কপালকুণ্ডলা (গ) আনন্দমঠ (ঘ) দুর্গেশ নন্দিনী।
গ
১.১১ বাংলা মুদ্রণশিল্পের জনক রূপে পরিচিত -(ক) পঞ্চানন কর্মকার (খ) চার্লস উইলকিন্স (গ) সুরেশচন্দ্র মজুমদার (ঘ) উইলিয়াম কেরি।
খ
১.১২ ‘হিস্ট্রি অব হিন্দু কেমিস্ট্রি’ গ্রন্থের লেখক হলেন – (ক) প্রফুল্লচন্দ্র রায় (খ) জগদীশচন্দ্র বসু (গ) মেঘনাদ সাহা (ঘ) মহেন্দ্রলাল সরকার।
ক
১.১৩ ‘বিহারে কৃষক আন্দোলনে’র অন্যতম নেতা ছিলেন – (ক) বীরেন্দ্রনাথ শাসমল (খ) বাবা রামচন্দ্র (গ) মাদারি পাসি (ঘ) স্বামী বিদ্যানন্দ।
ঘ
১.১৪ ‘নিখিল ভারত ট্রেড ইউনিয়ন কংগ্রেসের প্রথম সভাপতি হলেন – (ক) স্বামী সহজানন্দ (খ) দেওয়ান চমনলাল (গ) লালা লাজপত রায় (ঘ) এন জি রঙ্গ।
গ
১.১৫ ‘কংগ্রেস সমাজতন্ত্রী দল’ প্রতিষ্ঠিত হয় – (ক) ১৯২৯ খ্রিস্টাব্দে (খ) ১৯৩৪ খ্রিস্টাব্দে (গ) ১৯৩৬ খ্রিস্টাব্দে (ঘ) ১৯৩৯ খ্রিস্টাব্দে।
খ
১.১৬ ‘বঙ্গভঙ্গের’ বিরুদ্ধে অরন্ধনের আহ্বান জানান – (ক) রবীন্দ্রনাথ ঠাকুর (খ) স্বর্ণকুমারী দেবী (গ) রমেন্দ্রসুন্দর ত্রিবেদী (ঘ) কৃষ্ণকুমার মিত্র।
গ
১.১৭ ‘দীপালি সংঘ’ প্রতিষ্ঠ করেন – (ক) বাসন্তী দেবী (খ) উর্মিলা দেবী (গ) লীলা নাগ (ঘ) নেলী সেনগুপ্ত।
গ
১.১৮ ‘সাম্প্রদায়িক বাঁটোয়ারা নীতি’ ঘোষণা করেন – (ক) নেভিল চেম্বারলিন (খ) উইনস্টন চার্চিল (গ) ক্লেমেন্ট এটলি (ঘ) র্যামসে ম্যাকডোনাল্ড।
ঘ
১.১৯ কোন গ্রন্থটি উদ্বাস্তু সমস্যা বিষয়ে লেখা নয় – (ক) পদ্মা নদীর মাঝি (খ) ট্রেন টু পাকিস্তান (গ) দ্য মার্জিনাল ম্যান (ঘ) সেদিনের কথা।
ক
১.২০ ‘রাজ্য পুনর্গঠন কমিশনের’ সভাপতি ছিলেন – (ক) কে এম পানিক্কর (খ) জওহরলাল নেহেরু (গ) ফজল আলি (ঘ) ভি পি মেনন।
গ
বিভাগ-‘খ’
২। যে কোনো ষোলোটি প্রশ্নের উত্তর দাও (প্রতিটি উপবিভাগ থেকে অন্ততঃ একটি প্রশ্নের উত্তর দাও): ১x১৬=১৬
উপবিভাগ : ২.১ একটি বাক্যে উত্তর দাও:
(২.১.১) কোন্ বছর বাংলা ভাষায় রচিত প্রথম রাজনৈতিক পত্রিকা প্রকাশিত হয়?
১৮৫৮ খ্রিস্টাব্দে
(২.১.২) কে ‘নব্যবেদান্তবাদ’ প্রচার করেন?
স্বামী বিবেকানন্দ
(২.১.৩) কার সভাপতিত্বে ‘জাতীয় শিক্ষা পরিষদ’ প্রতিষ্ঠিত হয়?
সত্যেন্দ্রনাথ ঠাকুর
(২.১.৪) কত সালে ফরোয়ার্ড ব্লক’ গড়ে ওঠে?
১৯৩৯ খ্রিস্টাব্দে
উপবিভাগ: ২.২ ঠিক বা ভুল নির্ণয় করো:
(২.২.১) “রাজ তরঙ্গিনী” হল ভারতবর্ষের প্রথম স্থানীয় ইতিহাস গ্রন্থ।
ভুল, প্রথম ইতিহাস গ্ৰন্থ
(২.২.২) হাজি মহম্মদ মহসীন একজন চিকিৎসক হিসেবে প্রসিদ্ধ ছিলেন।
ভুল, মুসলিম জনহিতৈষী, ধার্মিক, উদার ও জ্ঞানী ব্যক্তি।
(২.২.৩) ‘ফরাজি’ কথার অর্থ ‘নবজাগরণ’।
ভুল, ইসলাম নির্দিষ্ট বাধ্যতামূলক কর্তব্য
(২.২.৪) অবনীন্দ্রনাথ ঠাকুরের আঁকা ‘বঙ্গমাতা’র ছবি পরে ‘ভারতমাতা’ নামে জনপ্রিয় করেন ভগিনী নিবেদিতা।
ঠিক
উপবিভাগ: ২.৩ ‘ক’ স্তম্ভের সঙ্গে ‘খ’ স্তম্ভ মেলাও:
‘ক’ স্তম্ভ ‘খ’ স্তম্ভ
(২.৩.১) শচীন্দ্রনাথ বসু (১) হিন্দুমেলা
(২.৩.২) নবগোপাল মিত্র (২) কলকাতা বিজ্ঞান কলেজ
(২.৩.৩) জ্যোতিবা ফুলে (৩) অ্যান্টি সার্কুলার সোসাইটি
(২.৩.৪) আশুতোষ মুখোপাধ্যায় (৪) সত্যশোধক সমাজ
(২.৩.১)-৩, (২.৩.২)-১, (২.৩.৩)-৪, (২.৩.৪)-২
উপবিভাগ : ২.৪ প্রদত্ত ভারতবর্ষের রেখামানচিত্রে নিম্নলিখিত স্থানগুলি চিহ্নিত করো ও নাম লেখো: (২.৪.১) ‘সন্ন্যাসী ফকির’ বিদ্রোহের অন্যতম কেন্দ্র-ঢাকা। (২.৪.২) মুণ্ডা বিদ্রোহের অন্যতম কেন্দ্র-রাঁচি। (২.৪.৩) ১৮৫৭ সালের মহাবিদ্রোহের কেন্দ্র-ঝাঁসি। (২.৪.৪) দেশীয় রাজ্য জুনাগড়।
উপবিভাগ : ২.৫ নিম্নলিখিত বিবৃতিগুলির সঙ্গে সঠিক ব্যাখ্যাটি নির্বাচন করো :
(২.৫.১) বিবৃতি : তৎকালীন সময়ে তো অবশ্যই এমনকি বর্তমান সময়েও লালন ফকিরের গান আরও বেশি করে প্রাসঙ্গিক।
ব্যাখ্যা-১: তাঁর গান শুধুমাত্র ধর্মীয় সংকীর্ণতা মুক্তির কথা বলে।
ব্যাখ্যা- ২ : তাঁর গান সর্বপ্রকার সঙ্কীর্ণতার মুক্তির দ্বারা মানব ধর্মের জয়গানের কথা বলে।
ব্যাখ্যা-৩: তাঁর গান শুধুমাত্র জাতিভেদহীন সমাজের কথা বলে।
ব্যাখ্যা ২
(২.৫.২) বিবৃতি : ১৯৪২-এর ভারত ছাড়ো আন্দোলনে কৃষকদের সক্রিয় ভূমিকা ছিল চোখে পড়ার মতো। ব্যাখ্যা-১: কৃষকরা জমিদারদের প্রবল বিরোধিতা করেছিল। ব্যাখ্যা-২: কৃষকরা জমিদার ও মহাজনদের প্রবল বিরোধিতা করেছিল। ব্যাখ্যা-৩: কৃষকরা জমিদার ও মহাজনদের পাশাপাশি সাম্রাজ্যবাদী ব্রিটিশ প্রশাসনের বিরুদ্ধে কঠোর এবং তীব্র প্রতিরোধ গড়ে তুলেছিল।
ব্যাখ্যা ৩
(২.৫.৩) বিবৃতি : স্বদেশী আন্দোলন কৃষকদের মধ্যে সেভাবে সাড়া ফেলতে পারেনি।
ব্যাখ্যা-১: কৃষকরা বঙ্গভঙ্গের সমর্থক ছিলেন।
ব্যাখ্যা-২: কৃষকরা এই আন্দোলনকে ভালো মনে করেননি।
ব্যাখ্যা-৩: আন্দোলনে কোনও সুনির্দিষ্ট কৃষিভিত্তিক কর্মসূচি ছিল না।
ব্যাখ্যা ৩
(২.৫.৪) বিবৃতি : অনিচ্ছা সত্ত্বেও ডাঃ বি আর আম্বেদকর পুণা চুক্তিতে (১৯৩২) স্বাক্ষর করেন।
ব্যাখ্যা-১: নমঃশূদ্র সম্প্রদায় পুনা চুক্তিকে সমর্থন করেছিল।
ব্যাখ্যা-২: চুক্তি স্বাক্ষরে ঔপনিবেশিক প্রশাসন চাপ সৃষ্টি করছিল।
ব্যাখ্যা-৩: অনশনের কারণে গান্ধীজির প্রাণ সংশয় হয়ে উঠেছিল।
ব্যাখ্যা ৩