দশম শ্রেণীর 2024 সালের WBHA Test Paper হতে Madhyamik ABTA Test Paper 2024 History Page 728 প্রশ্নটি সমাধান করা হল।
HISTORY 728
বিভাগ- ‘ক’
১। সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো : ১×২০=২০
১.১ ‘হিস্টোরিয়া’ শব্দটি এসেছে – (ক) ফরাসি (খ) গ্রিক (গ) ইংরাজি (ঘ) ল্যাটিন শব্দ থেকে।
খ
১.২ বিদ্যাসাগরের অসম্পূর্ণ আত্মজীবনীমূলক গ্রন্থটির নাম – (ক) সত্তর বৎসর (খ) এ নেশন ইন মেকিং (গ) বর্ণপরিচয় (ঘ) প্রভাবতী সম্ভাষণ।
ঘ
১.৩ লালন ফকিরের গান যে পত্রিকায় প্রথম প্রকাশিত হয়েছিল, সেটি হল – (ক) বামাবোধিনী (খ) হিন্দু প্যাট্রিয়ট, (গ) গ্রামবার্তা প্রকাশিকা (ঘ) দেশ।
গ
১.৪ স্বামী বিবেকানন্দ যে আদর্শকে সামনে রেখে রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠা করেছিলেন সেটি হল – (ক) পৌত্তলিকতা (খ) সর্বধর্ম সমন্বয় (গ) জীবসেবাই ‘শিব সেবা’ (ঘ) পাশ্চাত্য শিক্ষার প্রসার।
গ
১.৫ ‘নববিধান’ প্রতিষ্ঠা করেছিলেন – (ক) দয়ানন্দ সরস্বতী (খ) কেশবচন্দ্র সেন (গ) স্বামী বিবেকানন্দ (ঘ) দেবেন্দ্রনাথ ঠাকুর।
খ
১.৬ কোল বিদ্রোহ (১৮৩১-৩২) অনুষ্ঠিত হয়েছিল – (ক) মেদিনীপুরে (খ) ঝাড়গ্রামে (গ) ছোটোনাগপুরে (ঘ) রাঁচিতে।
গ
১.৭ কোন্ সনদ আইন অনুসারে কোম্পানিকে ভারতের শিক্ষাখাতে এক লক্ষ টাকা খরচের নির্দেশ দেওয়া হয়েছিল – (ক) ১৭৯৩ খ্রিস্টাব্দের সনদ আইন (খ) ১৮১৩ খ্রিস্টাব্দের সনদ আইন (গ) ১৮২৩ খ্রিস্টাব্দের সনদ আইন (ঘ) ১৮৩৩ খ্রিস্টাব্দের সনদ আইন।
খ
১.৮ ভারতের প্রথম ভাইসরয় ছিলেন – (ক) লর্ড ওয়ারেন হেস্টিংস (খ) লর্ড উইলিয়াম বেন্টিক (গ) লর্ড ডালহৌসি (ঘ) লর্ড ক্যানিং।
ঘ
১.৯ নীচের কোন্ ঐতিহাসিক ঘটনার সঙ্গে ‘আনন্দমঠ’ সম্পর্কযুক্ত – (ক) সন্ন্যাসী ফকির বিদ্রোহ (খ) সাঁওতাল বিদ্রোহ, (গ) নীল বিদ্রোহ (ঘ) সিপাহি বিদ্রোহ।
ক
১.১০ কাকে ‘আধুনিক বাংলা ব্যঙ্গচিত্রের জনক’ বলা হয় – (ক) গগনেন্দ্রনাথ ঠাকুর (খ) অবনীন্দ্রনাথ ঠাকুর (গ) নন্দলাল বসু (ঘ) রামমোহন রায়কে।
ক
১.১১ ভারতে প্রথম কারা ছাপাখানা স্থাপন করেছিল – (ক) ইংরেজরা (খ) পর্তুগিজরা (গ) ফরাসিরা, (ঘ) ওলন্দাজরা।
খ
১.১২ ‘পাখি সব করে রব রাতি পোহাইল’ লাইনটির রচয়িতা – (ক) ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর (খ) রবীন্দ্রনাথ ঠাকুর (গ) মদনমোহন তর্কালঙ্কার (ঘ) সুকুমার রায়।
গ
১.১৩ লর্ড কার্জন বঙ্গভঙ্গের সিদ্ধান্ত করেছিলেন – (ক) ১৯০৫ খ্রিস্টাব্দের ১৬ই অক্টোবর (খ) ১৯০৫ খ্রিস্টাব্দের ১৬ জুলাই (গ) ১৯০৫ খ্রিস্টাব্দের ১৯শে জুলাই (ঘ) ১৯০৫ খ্রিস্টাব্দের ৫ই জুন।
ক
১.১৪ ভারতে গান্ধীজির প্রথম সত্যাগ্রহ আন্দোলন হল – (ক) চম্পারন সত্যাগ্রহ (খ) খেদা সত্যাগ্রহ (গ) আমেদাবাদ সত্যাগ্রহ (ঘ) অহিংস অসহযোগ সত্যাগ্রহ।
ক
১.১৫ A.I.T.U.C-এর প্রথম সম্পাদক ছিলেন – (ক) লালা লাজপত রায় (খ) চিত্তরঞ্জন দাস (গ) স্বামী সহজানন্দ সরস্বতী (ঘ) চমনলাল।
ঘ
১.১৬ দীপালি সংঘ প্রতিষ্ঠা করেছিলেন – (ক) বীণা দাস (খ) কল্পনা দত্ত (গ) সরলাদেবী চৌধুরানী (ঘ) লীলা নাগ রায়।
ঘ
১.১৭ আজাদ হিন্দ ফৌজের “ঝাঁসির রানী” ব্রিগেডের নেতৃত্বে ছিলেন – (ক) লক্ষ্মী স্বামীনাথন (খ) সত্যন্দ্র বসু (গ) রানি লক্ষ্মীবাঈ (ঘ) মোহন সিং।
ক
১.১৮ ব্রিটিশ প্রধানমন্ত্রী র্যামসে মাকডোনাল্ড সাম্প্রদায়িক বাঁটোয়ারা নীতি ঘোষণা করেন – (ক) ১৯২৯ খ্রিস্টাব্দে (খ) ১৯৩০ খ্রিস্টাব্দে (গ) ১৯৩১ খ্রিস্টাব্দে (ঘ) ১৯৩২ খ্রিস্টাব্দে।
ঘ
১.১৯ ভারতের ‘স্বাধীনতা আইন’ পাশ হয়েছিল – (ক) ইংল্যান্ডে (খ) ভারতে (গ) ফ্রান্সে (ঘ) আমেরিকায়।
ক
১.২০ ‘এ ট্রেন টু পাকিস্তান’ গ্রন্থের লেখক হলেন – (ক) নীরদ সিং চৌধুরী (খ) খুশবন্ত সিং (গ) গান্ধীজি (ঘ) সলমন রুশদি।
বিভাগ-‘খ’
২। যে কোনো ষোলোটি প্রশ্নের উত্তর দাও: (প্রতিটি উপবিভাগ থেকে অনন্ত একটি প্রশ্নের উত্তর দাও): ১x১৬=১৬
উপবিভাগ: ২.১ একটি বাক্যে উত্তর দাও
(২.১.১) বিদেশী ভাষায় অনূদিত ভারতের প্রথম নাটক কোনটি?
নীলদর্পণ
(২.১.২) শিশু ইন্দিরাকে লেখা জওহরলাল নেহেরুর চিঠিগুলি কী নামে প্রকাশিত হয়েছিল?
লেটার ফ্রম এ ফাদার টু হিজ ডটার
(২.১.৩) কোন বিদ্রোহের পর ‘জঙ্গলমহল’ অঞ্চল গঠন করা হয়েছিল?
চুয়াড় বিদ্রোহ
(২.১.৪) ‘সন্দেশ’ পত্রিকা প্রথম কার সম্পাদনায় প্রকাশিত হয়?
উপেন্দ্রকিশোর রায়চৌধুরী
উপবিভাগ: ২.২ ঠিক বা ভুল নির্ণয় করো:
(২.২.১) ‘সবাক চলচ্চিত্র দিয়ে ভারতীয় চলচ্চিত্রের যাত্রা শুরু হয়।
ভুল, নির্বাক চলচ্চিত্র
(২.২.২) ১৮৬৪ খ্রিস্টাব্দে গঠিত বন বিভাগের ইন্সপেক্টর জেনারেল ডায়াট্রিক ব্রান্ডিস ছিলেন একজন ইংরেজ।
ভুল, জার্মানি
(২.২.৩) ‘লাঙল’ পত্রিকার সম্পাদক ছিলেন কাজি নজরুল ইসলাম।
ঠিক
(২.২.৪) স্বদেশী দ্রব্যের ব্যবহার বাড়ানোর জন্য সরলাদেবী চৌধুরানী গড়ে তুলেছিলেন ‘লক্ষ্মীর ভাণ্ডার।’
ঠিক
উপবিভাগ : ২.৩ ‘ক’ স্তম্ভের সঙ্গে ‘খ’ স্তম্ভ মেলাও :
‘ক’ স্তম্ভ ‘খ’ স্তম্ভ
(২.৩.১) কালীপ্রসন্ন সিংহ (১) বর্তমান ভারত
(২.৩.২) স্বামী বিবেকানন্দ (২) হুতোম প্যাঁচার নকশা
(২.৩.৩) বীরেন্দ্রনাথ শাসমল (৩) অ্যান্টি সার্কুলার সোসাইটি
(২.৩.৪) শচীন্দ্রপ্রসাদ বসু (৪) ইউনিয়ন বোর্ড ট্যাক্স
(২.৩.১)-২, (২.৩.২)-১, (২.৩.৩)-৪, (২.৩.৪)-৩
উপবিভাগ: ২.৪ প্রদত্ত ভারতবর্ষের রেখামানচিত্রে নিম্নলিখিত স্থানগুলি চিহ্নিত করো ও নাম লেখো: (২.৪.১) কোল বিদ্রোহের এলাকা ছোটনাগপুর। ২.৪.২ ভারত ছাড়ো আন্দোলনের কেন্দ্র মেদিনীপুর। ২.৪.৩ রবীন্দ্রনাথ প্রতিষ্ঠিত বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়। ২৪.৪ দেশীয় রাজ্য জুনাগড়।
উপবিভাগ: ২.৫ নিম্নলিখিত বিবৃতিগুলির সঙ্গে সঠিক ব্যাখ্যাটি নির্বাচন করো:
(২.৫.১) বিবৃতি : উনিশ শতকে নারী জাগরণের বৈশিষ্ট্য ছিল।
ব্যাখ্যা-১: নারীদের সামাজিক উন্নয়ন
ব্যাখ্যা-২: নারী শিক্ষার প্রচলন।
ব্যাখ্যা-৩: নারীদের নৈতিক উন্নতি।
ব্যাখ্যা ৩
(২.৫.২) বিবৃতি : ‘ভারতমাতা’ চিত্রটি অবনীন্দ্রনাথ ঠাকুরের আঁকা এক অমর সৃষ্টি।
ব্যাখ্যা-১: এর মাধ্যমে তিনি হিন্দুধর্মের পুনরুজ্জীবন ঘটাতে চেয়েছিলেন।
ব্যাখ্যা-২: এর মাধ্যমে তিনি স্বদেশপ্রেমের ভাবনা থেকে সন্ত্রাসবাদকে দূরে সরিয়ে রাখতে চেয়েছিলেন।
ব্যাখ্যা-৩: এর মাধ্যমে অবনীন্দ্রনাথ ঠাকুর বিখ্যাত হয়ে উঠেছিলেন।
ব্যাখ্যা ২
(২.৫.৩) বিবৃতি : স্বাধীনতার পর দেশীয় রাজ্যগুলি ভারতভুক্ত না হলে ভারতের সার্বভৌমত্ব বিঘ্নিত হতো।
ব্যাখ্যা-১: দেশীয় রাজ্যগুলি পাকিস্তানের সাথে যুক্ত হলে ভারতের আর্থিক উন্নতি বিঘ্নিত হতো।
ব্যাখ্যা-২: ভারতের নিরাপত্তা ও সার্বভৌমত্বের কারণে দেশীয় রাজ্যগুলির অন্তর্ভুক্তি জরুরি ছিল।
ব্যাখ্যা-৩: দেশীয় রাজ্যগুলি ভারতের অভ্যন্তরে বলে এগুলির সংযুক্তি জরুরি ছিল।
ব্যাখ্যা ২
(২.৫.৪) বিবৃতি : ভারত ছাড়ো আন্দোলনের সময় উষা মেহতা কংগ্রেসের বেতার কেন্দ্র স্থাপন করেন।
ব্যাখ্যা-১: ব্রিটিশদের অত্যাচারের খবর দেশ-বিদেশে ছড়িয়ে দেওয়াই ছিল তার বেতার কেন্দ্র স্থাপনের উদ্দেশ্য।
ব্যাখ্যা-২: স্বাধীনতার বাণী প্রচার ও আন্দোলন সম্পর্কে বিভিন্ন তথ্য সরবরাহ করাই ছিল এর উদ্দেশ্য।
ব্যাখ্যা-৩ : জাতীয় নেতাদের গ্রেপ্তারের সংবাদদানের মাধ্যমে স্বাধীনতা সংগ্রামীদের সজাগ করে দেওয়াই ছিল এর উদ্দেশ্য।
ব্যাখ্যা ২