দশম শ্রেণীর 2024 সালের WBHA Test Paper হতে Madhyamik ABTA Test Paper 2024 History Page 749 প্রশ্নটি সমাধান করা হল।
HISTORY 749
বিভাগ-‘ক’
১। সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো: ২০×১=২০
১.১ ভারতের ‘সংস্কৃতি শহর’ বলা হয় – (ক) কলকাতাকে (খ) মুম্বাইকে (গ) দিল্লিকে (ঘ) চেন্নাইকে।
ক
১.২ ‘হিস্ট্রি অব হিন্দু কেমিস্ট্রি’ গ্রন্থটির রচয়িতা – (ক) দীপককুমার (খ) বিনয়ভূষণ রায় (গ) আচার্য প্রফুল্লচন্দ্র রায় (ঘ) জে ডি বার্নাল।
গ
১.৩ ‘ন্যাশনাল থিয়েটার’ (কলকাতা)-এর শুভসূচনা হয় – (ক) ১৮৬০ খ্রিস্টাব্দে (খ) ১৮৬২ খ্রিস্টাব্দে (গ) ১৮৭০ খ্রিস্টাব্দে (ঘ) ১৮৭২ খ্রিস্টাব্দে।
ঘ
১.৪ ‘শব্দকল্পদ্রুম’ গ্রন্থটির লেখক – (ক) রাজা রামমোহন রায় (খ) রাধাকান্ত দেব (গ) ডেভিড হেয়ার (ঘ) হেনরি লুই ভিভিয়ান ডিরোজিও।
খ
১.৫ বাঙালি বুদ্ধিজীবীদের এলিটিস্ট গ্রুপ’ বলেছেন – (ক) ড. অনিল শীল (খ) ড. বরুণ দে (গ) সুশোভন সরকার (ঘ) ড. রজনী পাম দত্ত।
ক
১.৬ ‘বারাসত বিদ্রোহ’ দমন করেছিলেন – (ক) লর্ড কর্ণওয়ালিশ (খ) লর্ড উইলিয়াম বেন্টিঙ্ক (গ) লর্ড ক্যানিং (ঘ) লর্ড ডালহৌসি।
খ
১.৭ নীল চাষে কোম্পানির একচেটিয়া অধিকার লুপ্ত হয় – (ক) ১৮১৩ খ্রিস্টাব্দের চার্টার অ্যাক্ট দ্বারা (খ) ১৭৯৩ খ্রিস্টাব্দে চার্টার অ্যাক্ট খারা (গ) ১৮৩৩ খ্রিস্টাব্দের চার্টার অ্যাক্ট দ্বারা (ঘ) ১৮৫৩ খ্রিস্টাব্দের চার্টার অ্যাক্ট দ্বারা।
গ
১.৮ ভারতের প্রথম ভাইসরয় ছিলেন – (ক) লর্ড চেমসফোর্ড (খ) লর্ড মিন্টো (গ) লর্ড ক্যানিং (ঘ) লর্ড লিনলিথগো।
গ
১.৯ ভারতের প্রথম রাজনৈতিক প্রতিষ্ঠান হল – (ক) ভারত সভা (খ) বঙ্গভাষা প্রকাশিকা সভা (গ) জাতীয় কংগ্রেস (ঘ) ল্যান্ড হোল্ডার্স সোসাইটি।
খ
১.১০ ‘নব্যবঙ্গ চিত্রকলার জনক’ বলা হয় – (ক) দ্বারকানাথ ঠাকুরকে (খ) রবীন্দ্রনাথ ঠাকুরকে (গ) গগনেন্দ্রনাথ ঠাকুরকে (ঘ) অবনীন্দ্রনাথ ঠাকুরকে।
ঘ
১.১১ ‘বসুবিজ্ঞান মন্দির’ প্রতিষ্ঠিত হয় – (ক) ১৮৭৬ খ্রিস্টাব্দে (খ) ১৯১৪ খ্রিস্টাব্দে (গ) ১৯১৭ খ্রিস্টাব্দে (ঘ) ১৯২৮ খ্রিস্টাব্দে।
গ
১.১২ বিশ্বভারতী কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের মর্যাদা লাভ করে – (ক) ১৯৫০ খ্রিস্টাব্দে (খ) ১৯৫১ খ্রিস্টাব্দে (গ) ১৯৫৩ খ্রিস্টাব্দে (ঘ) ১৯৫৫ খ্রিস্টাব্দে।
খ
১.১৩ অশ্বিনীকুমার দত্ত ‘স্বদেশবান্ধব সমিতি’ গড়ে তোলেন – (ক) ১৯০৬ খ্রিস্টাব্দে (খ) ১৯০৭ খ্রিস্টাব্দে (গ) ১৯০৫ খ্রিস্টাব্দে (ঘ) ১৯১২ খ্রিস্টাব্দে।
গ
১.১৪ সরকারি দমননীতির প্রতিবাদে মন্ত্রীসভা থেকে পদত্যাগ করেন – (ক) গান্ধীজি (খ) জওহরলাল নেহেরু (গ) শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় (ঘ) সুভাষচন্দ্র বোস।
গ
অ১.১৫ ‘লাঙল’ পত্রিকার সম্পাদক ছিলেন – (ক) মুজফ্ফর আহমেদ (খ) কাজি নজরুল ইসলাম (গ) গোলাম হোসেন (ঘ) পি সি যোশী।
খ
১.১৬ ‘ভয়েস অব ফ্রিডম’ নামে রেডিও স্টেশন গঠন করেন – (ক) খুরসেদ বেন (খ) উষা মেহেতা (গ) কস্তুরবা গান্ধী (ঘ) মৃদুলা সরাভাই।
খ
১.১৭ পরাধীন ভারতের প্রথম মহিলা বিপ্লবী শহীদ ছিলেন – (ক) বীণা দাস (খ) লীলা নাগ (গ) কল্পনা দত্ত (যোশী) (ঘ) প্রীতিলতা ওয়াদ্দেদার।
ঘ
১.১৮ ‘নমঃশূদ্র আন্দোলনের জনক কাকে বলা হয় – (ক) প্রমথনাথ ঠাকুর (খ) হরিচাঁদ ঠাকুর (গ) গুরুচাঁদ ঠাকুর (ঘ) কপিলকৃষ্ণ ঠাকুর।
খ
১.১৯ ‘ন্যাশনাল কনফারেন্স’-এর সভাপতি ছিলেন – (ক) হরি সিং (খ) মেহেরচাঁদ মহাজন (গ) শেখ আবদুল্লা (ঘ) ভি পি মেনন।
গ
১.২০ ‘ছেড়ে আসা গ্রাম’ গ্রন্থটি লেখেন – (ক) শান্ত সেন (খ) কুলদীপ নায়ার (গ) তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় (ঘ) দক্ষিণারঞ্জন বসু।
ঘ
বিভাগ-‘খ’
২। যে কোনো ষোলটি প্রশ্নের উত্তর দাও : (প্রতিটি উপবিভাগ থেকে অন্তত একটি করে প্রশ্নের উত্তর দিতে হবে): ১x১৬=১৬
উপবিভাগ : ২.১ একটি বাক্যে উত্তর দাও :
(২.১.১) ভারতের জাতীয় মহাফেজখানা কোথায় অবস্থিত?
দিল্লি
(২.১.২) সন্ন্যাসী বিদ্রোহের একজন নেতার নাম লেখো।
ভবানী পাঠক
(২.১.৩) স্বদেশী যুগে প্রতিষ্ঠিত একটি শিল্প প্রতিষ্ঠানের নাম লেখো।
বেঙ্গল কেমিক্যাল
(২.১.৪) সর্বভারতীয় কিষাণ সভা কবে গঠিত হয়েছিল?
১৯৩৬ খ্রিস্টাব্দে
উপবিভাগ : ২.২ ঠিক বা ভুল নির্ণয় করো:
(২.২.১) সর্বধর্ম সমন্বয়ের আদর্শ প্রকাশ করেন স্বামী বিবেকানন্দ।
ভুল, রামকৃষ্ণ পরমহংস
(২.২.২) হিন্দুমেলার প্রতিষ্ঠাতা নবগোপাল মিত্র।
ঠিক
(২.২.৩) কেরলে দলিত শ্রেণির নেতা ছিলেন নারায়ণ গুরু। ঠিক
(২.২.৪) রাজ্য পুনর্গঠন আইন পাস হয় ১৯৫৩ খ্রিস্টাব্দে।
ভুল, ১৯৫৬ খ্রিস্টাব্দে
উপবিভাগ: ২.৩ ‘ক’ স্তম্ভের সঙ্গে ‘খ’ স্তম্ভ মেলাও:১×৪=৪
‘ক’ স্তম্ভ ‘খ’ স্তম্ভ
(২.৩.১) সোমপ্রকাশ পত্রিকার সম্পাদক (১) দ্বারকানাথ ঠাকুর
(২.৩.২) বামাবোধিনী পত্রিকার সম্পাদক (২) দেবেন্দ্রনাথ ঠাকুর
(২.৩.৩) তত্ত্ববোধিনী পত্রিকা (৩) দ্বারকানাথ বিদ্যাভূষণ
(২.৩.৪) জমিদার সভা (৪) উমেশচন্দ্র দত্ত
(২.৩.১)-৩, (২.৩.২)-৪, (২.৩.৩)-২, (২.৩.৪)-১
উপবিভাগ: ২.৪ প্রদত্ত ভারতবর্ষের রেখা মানচিত্রে নিম্নলিখিত স্থানগুলি চিহ্নিত করো ও নাম লেখো: (২.৪.১) সন্ন্যাসী ফকির বিদ্রোহের এলাকা। (২.৪.২) রংপুর। (২.৪.৩) মহাবিদ্রোহের (১৮৫৭) কেন্দ্র- ঝাঁসি। (২.৪.৪) বারদৌলি সত্যাগ্রহ এলাকা।
উপবিভাগ: ২.৫ নিম্নলিখিত বিবৃতিগুলির সঙ্গে সঠিক ব্যাখ্যাটি নির্বাচন করো :
(২.৫.১) বিবৃতি: ‘বর্ণপরিচয়’ এক নতুন যুগের সূচনা করে।
ব্যাখ্যা-১: ‘বর্ণপরিচয়ে’ বাংলা ভাষা নির্দিষ্টরূপ নেয়।
ব্যাখ্যা-২: ‘বর্ণপরিচয়’-এ একটি নীতিসাহিত্য গ্রন্থ।
ব্যাখ্যা-৩: ‘বর্ণপরিচয়’ একটি আদর্শপাঠ্য।
ব্যাখ্যা ৩
(২.৫.২) বিবৃতি: সরকার ১৯০৫ খ্রিস্টাব্দে কার্লাইল সার্কুলার ঘোষণা করে।
ব্যাখ্যা-১: সরকারের উদ্দেশ্য ছিল কৃষক আন্দোলন দমন করা।
ব্যাখ্যা-২: সরকারের উদ্দেশ্য ছিল ছাত্র আন্দোলন দমন করা।
ব্যাখ্যা- ৩: সরকারের উদ্দেশ্য ছিল নারী আন্দোলন দমন করা।
ব্যাখ্যা ২
(২.৫.৩) বিবৃতি: ড. বি আর আম্বেদকরের নেতৃত্বে ‘মাহার সত্যাগ্রহ’ শুরু হয়।
ব্যাখ্যা-১: অস্পৃশ্য মানুষদের পানীয় জল ব্যবহারকে কেন্দ্র করে।
ব্যাখ্যা-২: দলিতদের জন্য আলাদা রাজ্যের দাবি তুলে। ব্যাখ্যা-৩: মন্দিরে অনুপ্রবেশের দাবি তুলে।
ব্যাখ্যা ১
(২.৫.৪) বিবৃতি : দেশীয় রাজ্যগুলির ভারতভুক্তিকরণের প্রশ্নে কাশ্মীর সমস্যা ছিল জটিল।
ব্যাখ্যা-১: কাশ্মীর ছিল পাকিস্তানের সীমান্তে অবস্থিত।
ব্যাখ্যা-২: কাশ্মীরের মহারাজা ছিলেন হরি সিং।
ব্যাখ্যা-৩: কাশ্মীরের অবস্থান ছিল আন্তর্জাতিক দিক থেকে গুরুত্বপূর্ণ।
ব্যাখ্যা ৩