বৌদ্ধ ও জৈনধর্ম: SLST MCQ Question Answer Suggestion

বৌদ্ধ ও জৈনধর্ম: SLST MCQ Question Suggestion বৌদ্ধ ও জৈনধর্ম থেকে WBSSC / SLST পরীক্ষার জন্য MCQ Question Answer Suggestion দেওয়া হল।

বৌদ্ধ ও জৈনধর্ম: SLST MCQ Question Answer Suggestion

1. আলারা কালাম কে ছিলেন?

  • (a) বুদ্ধের ছাত্র
  • (b) একজন বিখ্যাত বৌদ্ধ সন্ন্যাসী
  • (c) বুদ্ধের শিক্ষক
  • (d) কোনোটিই নয়

উত্তর:- (c) বুদ্ধের শিক্ষক।

2. কোন্ বৌদ্ধ সংগীতিতে বৌদ্ধধর্ম সর্বাস্তিবাদী ও মহাসংঘিকা এই দুই ভাগে বিভক্ত হয়ে গিয়েছিল?

  • (a) প্রথম বৌদ্ধ সংগীতি
  • (b) দ্বিতীয় বৌদ্ধ সংগীতি
  • (c) তৃতীয় বৌদ্ধ সংগীতি
  • (d) চতুর্থ বৌদ্ধ সংগীতি

উত্তর:- (b) দ্বিতীয় বৌদ্ধ সংগীতি

3. খ্রিস্টীয় পঞ্চম শতাব্দীতে কোন্ জায়গায় জৈন সংগীতি আহূত হয়েছিল?

  • (a) বলভী
  • (b) বৈশালী
  • (c) রাজগৃহ
  • (d) পাটলিপুত্র

উত্তর:- (a) বলভী।

4. কোন জৈন গ্রন্থে তীর্থঙ্করদের জীবনকথা আলোচিত হয়েছে?

  • (a) ভগবতী সূত্র
  • (b) আদি পুরাণ
  • (c) কল্পসূত্র
  • (d) কোনোটিই নয়

উত্তর:- (c) কল্পসূত্র।

5. নিম্নলিখিত কোনটি মহাবীর সংযুক্ত করেছিলেন?

  • (a) অহিংসা
  • (b) অপরিগ্রহ
  • (c) ব্রহ্মচর্য
  • (d) সত্য

উত্তর:- (c) ব্রহ্মচর্য।

6. অশোকের সময়কালে কোন্ বৌদ্ধ সংগীতি আহুত হয়েছিল?

  • (a) প্রথম বৌদ্ধ সংগীতি
  • (b) দ্বিতীয় বৌদ্ধ সংগীতি
  • (c) তৃতীয় বৌদ্ধ সংগীতি
  • (d) চতুর্থ বৌদ্ধ সংগীতি

উত্তর:- (c) তৃতীয় বৌদ্ধ সংগীতি।

7. বুদ্ধ প্রথম ধর্মচক্র প্রবর্তন করেছিলেন –

  • (a) বোধগয়া
  • (b) পাটলিপুত্র
  • (c) সারনাথ
  • (d) কোনোটিই নয়

উত্তর:- (c) সারনাথ।

8. ‘ক’ স্তম্ভের সঙ্গে ‘খ’ স্তম্ভ মেলান:

‘ক’স্তম্ভ (বৌদ্ধ সংগীতি)‘খ’ স্তম্ভ (কোথায় অনুষ্ঠিত হয়েছিল)
(A) প্রথম(i) পাটলিপুত্র
(B) দ্বিতীয়(ii) বৈশালী
(C) তৃতীয়(iii) কাশ্মীর
(D) চতুর্থ(iv) রাজগৃহ
কোড(A)(B)(C)(D)
(a)(iii)(i)(ii)(iv)
(b)(iv)(ii)(i)(iii)
(c)(ii)(iii)(iv)(i)
(d)(i)(iv)(ii)(iii)

উত্তর:- (b).    

9. আজীবিক সম্প্রদায়ের নেতা ছিলেন-

(i) মংকখালি গোসাল

(ii) নন্দ বচ্চ

(iii) কিস সংকিচ্চ

(iv) ভদদ

কোড:

  • (a) (i) এবং (ii)
  • (b) (iii) এবং (iv)
  • (c) (i), (ii) এবং (iii)
  • (d) শুধুমাত্র (i)

উত্তর:- (c) (i), (ii) এবং (iii).

10. নিম্নলিখিত কোন্ সমকালীন সম্প্রদায় নন্দ বংশের বিনাশে ভূমিকা নিয়েছিলেন?

  • (a) আজীবিক
  • (b) বৌদ্ধ
  • (c) চার্বাক
  • (d) জৈন

উত্তর:- (d) জৈন।

11. ‘ক’ স্তম্ভের সঙ্গে ‘খ’ স্তম্ভ মেলান:

‘ক’স্তম্ভ‘খ’ স্তম্ভ
(A) মহাবীর(i) মৃগ
(B) মল্লিনাথ(ii) সিংহ
(C) পার্শ্বনাথ(iii) সাপ
(D) শান্তিনাথ(iv) জল কলস
কোড(A)(B)(C)(D)
(a)(i)(iii)(ii)(iv)
(b)(ii)(iv)(iii)(i)
(c)(iii)(i)(iv)(ii)
(d)(ii)(iv)(i)(iii)

উত্তর:- (b).

12. গৌতম বুদ্ধের জন্মস্থান বলে কোন স্থানটি পরিচিত?

  • (a) রাজগৃহ
  • (b) কুশীনগর
  • (c) লুম্বিনী
  • (d) সারনাথ

উত্তর:- (c) লুম্বিনী।

13. নিম্নলিখিত কোন গ্রন্থটি বুদ্ধের জীবনকথা নয়?

  • (a) ললিত বিস্তার’
  • (b) ‘মহাবস্তু’
  • (c) ‘নিদান কথা’
  • (d) ‘মহাবংশ’

উত্তর:- (b) ‘মহাবস্তু’।

14. ‘জাতক’-এ কত সংখ্যক গল্প রয়েছে?

  • (a) ৭২০
  • (b) ৩২০
  • (c) ৮৬০
  • (d) ৫০০

উত্তর:- (d) ৫০০

15. নিম্নলিখিত কোনটি বৌদ্ধধর্মে ‘ত্রিরত্ন’ -এর অন্তর্ভুক্ত নয়?

  • (a) বুদ্ধ
  • (b) অহিংসা
  • (c) ধর্ম
  • (d) সংঘ

উত্তর:- (b) অহিংসা

16. প্রথম বৌদ্ধ সন্ন্যাসিনী ছিলেন-

  • (a) গৌতমী
  • (b) মহামায়া
  • (c) যশোধরা
  • (d) সুজাতা

উত্তর:- (a) গৌতমী।

17. ‘ক’ স্তম্ভের সঙ্গে ‘খ’ স্তম্ভ মেলান:

‘ক’স্তম্ভ‘খ’ স্তম্ভ
(A) রাহুল(i) বুদ্ধের বাবা
(B) আলারা কামা(ii) বুদ্ধের প্রকৃত নাম
(C) সিদ্ধার্থ(iii) বুদ্ধের শিক্ষক
(D) শুদ্ধোদন(iv) বুদ্ধের পুত্র
কোড(A)(B)(C)(D)
(a)(i)(ii)(iii)(iv)
(b)(iv)(iii)(ii)(i)
(c)(iii)(iv)(i)(ii)
(d)(iii)(i)(ii)(iv)

উত্তর:- (b).     

18. নিম্নলিখিত কে গৌতম বুদ্ধের শিষ্য নয়?

  • (a) বৈশালীর চেতক
  • (b) কোশলের প্রসেনজিৎ
  • (c) মগধের বিম্বিসার
  • (d) মগধের অজ্ঞাতশত্রু

উত্তর:- (a) বৈশালীর চেতক।

19. কালানুক্রমে সাজিয়ে দিন (বৌদ্ধগ্রন্থ):

(i) ‘মিলিন্দপঞাহো’

(ii) ‘সূত্রালঙ্কার’

(iii) ‘ত্রিপিটক’

(iv) মহাবিভাষা’

  • (a) (i), (ii), (iii) এবং (iv)
  • (b) (iii), (i), (iv) এবং (ii)
  • (c) (ii), (iii), (iv) এবং (i)
  • (d) (iv), (ii), (i) এবং (iii)

উত্তর:- (b) (iii), (i), (iv) এবং (ii).

20. কোন্ বৌদ্ধ সংগীতিতে ‘অভিধম্মপিটক’ প্রথমবার লেখা হয়েছিল?

  • (a) বৈশালী সংগীতি
  • (b) পাটলিপুত্র সঙ্গীত
  • (c) কাশ্মীর সংগীতি
  • (d) রাজগৃহ সংগীতি

উত্তর:- (b) পাটলিপুত্র সঙ্গীত।

21. জৈনদের মতানুযায়ী জৈন ধর্মের প্রবর্তক কে?

  • (a) পার্শ্বনাথ
  • (b) মহাবীর
  • (c) তীর্থঙ্কর
  • (d) ঋষভদেব

উত্তর:- (d) ঋষভদেব। 

22. প্রাচীন ভারতের কোন্ বিখ্যাত শাসক তাঁর জীবনের শেষভাগে জৈন ধর্মে ধর্মান্তরিত হয়েছিলেন?

  • (a) অজাতশত্রু
  • (b) বিম্বিসার
  • (c) চন্দ্রগুপ্ত
  • (d) অশোক

উত্তর:- (c) চন্দ্রগুপ্ত।

23. আদি বৌদ্ধ ধর্মগ্রন্থ নীচের কোন্ ভাষায় লেখা হয়েছিল?

  • (a) সংস্কৃত
  • (b) পালি
  • (c) মগধী
  • (d) ব্রাহ্মী

উত্তর:- (b) পালি।

24. কার শাসনকালে ভারতে জৈনধর্মের প্রসার ঘটেছিল?

  • (a) চন্দ্রগুপ্ত বিক্রমাদিত্য
  • (b) হর্ষবর্ধন
  • (c) চন্দ্রগুপ্ত মৌর্য
  • (d) সমুদ্রগুপ্ত   

উত্তর:- (c) চন্দ্রগুপ্ত মৌর্য।

25. ‘ত্রিপিটক’ কোন ধর্মের পবিত্র গ্রন্থ?

  • (a) হিন্দু
  • (b) জৈন
  • (c) বৌদ্ধ
  • (d) শৈব

উত্তর:- (c) বৌদ্ধ।

26. প্রথম বৌদ্ধ মহাসভা কোথায় হয়েছিল?

  • (a) পাটলিপুত্র
  • (b) রাজগৃহ
  • (c) কনৌজ
  • (d) সাঁচী

উত্তর:- (b) রাজগৃহ।

27. কার রাজত্বকালে প্রথম বৌদ্ধ মহাসভা অনুষ্ঠিত হয়েছিল?

  • (a) অজাতশত্রু
  • (b) অশোক
  • (c) হর্ষবর্ধন
  • (d) কণিষ্ক

উত্তর:- (a) অজাতশত্রু।

28. নীচের কোন বিষয়ের ওপর মতান্তর নিয়ে জৈনধর্মের দিগম্বর ও শ্বেতাম্বরের মধ্যে পার্থক্য রয়েছে?

  • (a) ধর্মগ্রন্থ
  • (b) ঈশ্বরের অস্তিত্ব
  • (c) ধর্মতত্ত্ব
  • (d) বস্ত্র পরিধান

উত্তর:- (d) বস্ত্র পরিধান।

29. বুদ্ধদেব কোথায় জন্মগ্রহণ করেন?

  • (a) সারনাথ
  • (b) লুম্বিনী
  • (c) বোধগয়া
  • (d) বৈশালী

উত্তর:- (b) লুম্বিনী।

30. জৈন তীর্থঙ্করের মধ্যে শেষ ধর্মগুরু কে ছিলেন?

  • (a) মহাবীর
  • (b) পার্শ্বনাথ
  • (c) ঋষভ
  • (d) বসুমিত্র

উত্তর:- (a) মহাবীর।

31. কার প্রচেষ্টায় ও পৃষ্ঠপোষকতায় বৌদ্ধধর্ম প্রথম ভারতে এবং ভারতের বাইরে সুপ্রসারিত?

  • (a) হর্ষবর্ধন
  • (b) চন্দ্রগুপ্ত
  • (c) অশোক
  • (d) কণিষ্ক

উত্তর:- (c) অশোক।

32. বুদ্ধদেব কোথায় নির্বাণলাভ করেন?

  • (a) বৌদ্ধগয়া
  • (b) সাঁচী
  • (c) কুশীনগর
  • (d) সারনাথ

উত্তর:- (c) কুশীনগর।

33. জৈন ধর্মগুরু মহাবীর কোথায় জন্মগ্রহণ করেন?

  • (a) বৈশালী
  • (b) রাজগৃহ
  • (c) সারনাথ
  • (d) শ্রাবস্তী  

উত্তর:- (a) বৈশালী।

34. নীচের কোন্ সম্রাট বৌদ্ধধর্ম গ্রহণ করেননি?

  • (a) সমুদ্রগুপ্ত
  • (b) ধর্মপাল
  • (c) অশোক
  • (d) কণিষ্ক

উত্তর:- (a) সমুদ্রগুপ্ত।

35. নীচের কোনটি হিন্দুধর্মের বৈশিষ্ট্য নয়?

  • (a) বেদের প্রতি আনুগত্য
  • (b) ঈশ্বরে বিশ্বাস
  • (c) অহিংস নীতি
  • (d) প্রার্থনা ও আচারবিধির প্রাধান্য

উত্তর:- (c) অহিংস নীতি।

36. বুদ্ধের বাণী নীচের কোনটিকে সমর্থন করে না?

  • (a) বেদের আচরণ-বিধি
  • (b) কঠোর তপশ্চর্যা
  • (c) ঈশ্বর কল্পনা
  • (d) সবগুলিই

উত্তর:- (d) সবগুলিই।

37. বৌদ্ধ ঐতিহাসিক তারানাথ কোন্ দেশের?

  • (a) চীন
  • (b) মঙ্গোলিয়া
  • (c) তিব্বত
  • (d) সুমাত্রা     

উত্তর:- (c) তিব্বত।

38. কোন্ মহাপুরুষের জন্ম এবং মৃত্যু বৈশাখী পূর্ণিমার দিনে বলেই জানা গেছে?

  • (a) বুদ্ধদেব
  • (b) মহাবীর
  • (c) শংকরাচার্য
  • (d) চৈতন্য

উত্তর:- (a) বুদ্ধদেব।

39. ভারতের বাইরে প্রথম কোন্ দেশে বৌদ্ধধর্ম বিস্তৃত হয়েছিল?

  • (a) কম্বোডিয়া
  • (b) থাইল্যান্ড
  • (c) শ্রীলঙ্কা
  • (d) চীন

উত্তর:- (c) শ্রীলঙ্কা।

40. শ্বেতাম্বর ও দিগম্বর নামে দুটি শাখায় কোন্ ধর্ম বিভক্ত?

  • (a) বৌদ্ধধর্ম
  • (b) জৈনধর্ম
  • (c) শৈবধর্ম
  • (d) বৈষ্ণবধর্ম

উত্তর:- (b) জৈনধর্ম।

41. মহাবীর ছিলেন –

  • (a) প্রথম তীর্থঙ্কর
  • (b) বিংশতিতম তীর্থঙ্কর
  • (c) তেইশতম তীর্থঙ্কর
  • (d) চব্বিশতম তীর্থঙ্কর

উত্তর:- (d) চব্বিশতম তীর্থঙ্কর।

42. বিখ্যাত অজন্তার গুহাচিত্রের শিল্পে নীচের কোনটির গল্প কাহিনির পরিচয় পাওয়া যায়?

  • (a) পঞ্চতন্ত্র
  • (b) রামায়ণ
  • (c) মহাভারত
  • (d) জাতক

উত্তর:- (d) জাতক।

43. জৈনদের চব্বিশজন তীর্থঙ্করের মধ্যে প্রথম তীর্থঙ্কর কে?

  • (a) মহাবীর
  • (b) পার্শ্বনাথ
  • (c) ঋষভনাথ
  • (d) কর্মবীরা

উত্তর:- (c) ঋষভনাথ।

44. বৌদ্ধধর্মের জন্মস্থান হিসাবে নীচের কোন্ স্থানকে চিহ্নিত করা হয়?

  • (a) সারনাথ
  • (b) রাজগৃহ
  • (c) কুশীনগর
  • (d) লুম্বিনী

উত্তর:- (d) লুম্বিনী।

45. নীচের কোনটি জৈনদের পবিত্র গ্রন্থ?

  • (a) ‘পর্ব’
  • (c) ‘অঙ্গ’
  • (b) ‘উপাঙ্গ’
  • (d) ‘আগম সিদ্ধান্ত’

উত্তর:- (d) ‘আগম সিদ্ধান্ত’।

Leave a Comment