WBSLST-WBMSC (MCQ TEST-45): ১৮১৫ খ্রিস্টাব্দের ভিয়েনা কংগ্রেস 28/08/202321/08/2023 by বাংলার শিক্ষা কেন্দ্র 0% 5 আপনাকে ২০ মিনিটের মধ্যে উত্তর করতে হবে । Time End WBSLST / MADRASAH WBSLST-WBMSC (MCQ TEST-45): 1815-viyena-congress WBSLST/WBMSC (MCQ TEST-45): The number of attempts remaining is 10 1 / 54 ইউরোপীয় শক্তি সমবায়ের পতন ঘটে – (ক) ১৮২৬ খ্রিস্টাব্দে (খ) ১৮২৫ খ্রিস্টাব্দে (গ) ১৮২৮ খ্রিস্টাব্দে (ঘ) ১৮২৭ খ্রিস্টাব্দে 2 / 54 ইউরোপীয় শক্তি সমবায়ের সেন্ট পিটার্সবার্গ বৈঠক অনুষ্ঠিত হয় – (ক) ১৮২৩ খ্রিস্টাব্দে (খ) ১৮২৪ খ্রিস্টাব্দে (গ) ১৮২৫ খ্রিস্টাব্দে (ঘ) ১৮২৬ খ্রিস্টাব্দে 3 / 54 ইউরোপীয় শক্তি সমবায়ের ভেরোনা বৈঠক অনুষ্ঠিত হয় – (ক) ১৮২২ খ্রিস্টাব্দে (খ) ১৮২১ খ্রিস্টাব্দে (গ) ১৮২০ খ্রিস্টাব্দে (ঘ) ১৮১৯ খ্রিস্টাব্দে 4 / 54 ইউরোপীয় শক্তি সমবায়ের লাইব্যাক বৈঠক অনুষ্ঠিত হয় – (ক) ১৮১৮ খ্রিস্টাব্দে (খ) ১৮১৯ খ্রিস্টাব্দে (গ) ১৮২০ খ্রিস্টাব্দে (ঘ) ১৮২১ খ্রিস্টাব্দে 5 / 54 ইউরোপীয় শক্তি সমবায়ের ট্রপো বৈঠক অনুষ্ঠিত হয় – (ক) ১৮১৯ খ্রিস্টাব্দে (খ) ১৮২০ খ্রিস্টাব্দে (গ) ১৮২১ খ্রিস্টাব্দে (ঘ) ১৮২২ খ্রিস্টাব্দে 6 / 54 ইউরোপীয় শক্তি সমবায়ের আই লা স্যাপেল শহরে প্রথম সম্মেলন অনুষ্ঠিত হয় – (ক) ১৮১৬ খ্রিস্টাব্দে (খ) ১৮১৭ খ্রিস্টাব্দে (গ) ১৮১৮ খ্রিস্টাব্দে (ঘ) ১৮১৯ খ্রিস্টাব্দে 7 / 54 ইউরোপীয় শক্তি সমবায়ের অনুষ্ঠিত মোট সম্মেলন হল – (ক) পাঁচটি (খ) চারটি (গ) তিনটি (ঘ) দুটি 8 / 54 চতুঃশক্তি চুক্তিতে স্বাক্ষর করে – (ক) ইংল্যান্ড (খ) অস্ট্রিয়া (গ) প্রাশিয়া ও রাশিয়া (ঘ) উপরের সবগুলি 9 / 54 চতুঃশক্তি চুক্তি স্বাক্ষরিত হয় ২০ নভেম্বর – (ক) ১৮১৩ খ্রিস্টাব্দে (খ) ১৮১৪ খ্রিস্টাব্দে (গ) ১৮১৫ খ্রিস্টাব্দে (ঘ) ১৮১৬ খ্রিস্টাব্দে 10 / 54 পবিত্র চুক্তিতে প্রথম স্বাক্ষর করে – (ক) রাশিয়া (খ) অস্ট্রিয়া (গ) প্রাশিয়া (ঘ) উপরের সবগুলি 11 / 54 পবিত্র চুক্তি স্বাক্ষরিত হয় ২৬ শে সেপ্টেম্বর – (ক) ১৮১৩ খ্রিস্টাব্দে (খ) ১৮১৪ খ্রিস্টাব্দে (গ) ১৮১৫ খ্রিস্টাব্দে (ঘ) ১৮১৬ খ্রিস্টাব্দে 12 / 54 দুটি চুক্তির মাধ্যমে ইউরোপীয় শক্তি সমবায় গড়ে ওঠে, চুক্তি দুটি হল চতুঃশক্তি চুক্তি ও – (ক) ভিয়েনা চুক্তি (খ) পবিত্র চুক্তি (গ) ভার্সাই চুক্তি (ঘ) প্যারিসের চুক্তি 13 / 54 ইউরোপীয় শক্তি সমবায় বা কনসার্ট অফ ইউরোপ প্রতিষ্ঠিত হয় – (ক) ১৮১৩ খ্রিস্টাব্দে (খ) ১৮১৪ খ্রিস্টাব্দে (গ) ১৮১৫ খ্রিস্টাব্দে (ঘ) ১৮১৬ খ্রিস্টাব্দে 14 / 54 “ভিয়েনা ব্যবস্থা ছিল মোটামুটি একটি যুক্তিসঙ্গত ও রাষ্ট্রনীতিজ্ঞ মূলক সন্ধি।” কথাটি বলেছেন – (ক) অধ্যাপক হেজ (খ) অধ্যাপক ডেভিড টমসন (গ) ঐতিহাসিক হ্যাজেন (ঘ) প্রাশিয়ার সেনাপতি ব্লুকার 15 / 54 “ভিয়েনা কংগ্রেস ছিল অভিজাতদের সম্মেলন। তাদের কাছে ফরাসি বিপ্লব ঘোষিত জাতীয়তাবাদ ও গণতন্ত্র দুর্বোধ্য ও ঘৃণ্য ছিল।” কথাটি বলেছেন – (ক) অধ্যাপক হেজ (খ) অধ্যাপক ডেভিড টমসন (গ) ঐতিহাসিক হ্যাজেন (ঘ) প্রাশিয়ার সেনাপতি ব্লুকার 16 / 54 পবিত্র রোমান সাম্রাজ্যের পতন ঘটিয়েছিলেন – (ক) নেপোলিয়ন বোনাপার্ট (খ) মেটারনিক (গ) প্রথম আলেকজান্ডার (ঘ) প্রথম ফ্রান্সিস 17 / 54 ভিয়েনা সম্মেলনকে ‘গবাদিপশুর মেলা’ বলে চিহ্নিত করেছেন – (ক) ঐতিহাসিক হ্যাজেন (খ) অধ্যাপক ডেভিড টমসন (গ) অধ্যাপক হেজ (ঘ) প্রাশিয়ার সেনাপতি ব্লুকার 18 / 54 ভিয়েনা সম্মেলন ছিল ‘আত্মস্বার্থ রক্ষার উদ্দেশ্যে বৃহৎ শক্তিগুলির মধ্যে দরকষাকষি ও সমঝোতার প্রতিফলন’ কথাটি বলেছেন – (ক) ঐতিহাসিক হ্যাজেন (খ) অধ্যাপক ডেভিড টমসন (গ) সেনাপতি ব্লুকার (ঘ) অধ্যাপক হেজ 19 / 54 ফলাফলের বিচারে ‘একান্ত প্রতারণা ও বিশ্বাসঘাতকতা’ বলে অভিহিত করা হয় – (ক) ভার্সাই সম্মেলন কে (খ) প্যারিস সম্মেলনকে (গ) ভিয়েনা সম্মেলনকে (ঘ) বার্লিন সম্মেলন কে 20 / 54 ভিয়েনা সম্মেলনে ফ্রান্সকে ক্ষতিপূরণ দিতে বাধ্য করা হয় – (ক) ৭০ কোটি ফ্রাঙ্ক (খ) ৮০ কোটি ফ্রাঙ্ক (গ) ৫০ কোটি ফ্রাঙ্ক (ঘ) ৬০ কোটি ফ্রাঙ্ক 21 / 54 ভিয়েনা সম্মেলনের কোন নীতির মূল কথা হলো আগামী দিনে ফ্রান্স যাতে শক্তিশালী হয়ে ওঠে ইউরোপের শান্তি বিঘ্নিত করতে না পারে সেদিকে লক্ষ্য রাখা? (ক) ন্যায্য অধিকার নীতি (খ) ক্ষতিপূরণ নীতি (গ) উপরের দুটোই (ঘ) শক্তিসাম্য নীতি 22 / 54 ক্ষতিপূরণ নীতি অনুসারে ইউরোপীয় মহাদেশের বাইরে কিছু সামরিক ও বাণিজ্য কেন্দ্র লাভ করে – (ক) প্রাশিয়া (খ) ইংল্যান্ড (গ) রাশিয়া (ঘ) ফ্রান্স 23 / 54 ক্ষতিপূরণ নীতি অনুসারে ফিনল্যান্ড, তুরস্কের বেসারাবিয়া ও পোল্যান্ডের বৃহৎ অংশ লাভ করে – (ক) প্রাশিয়া (খ) ফ্রান্স (গ) রাশিয়া (ঘ) ইংল্যান্ড 24 / 54 ক্ষতিপূরণ নীতি অনুসারে পোজেন, থর্ন, ডানজিক, রাইন অঞ্চল, পশ্চিম পোমেরেনিয়া ও স্যাক্সনির উত্তর অংশ পায় – (ক) প্রাশিয়া (খ) ফ্রান্স (গ) ইংল্যান্ড (ঘ) রাশিয়া 25 / 54 ক্ষতিপূরণ নীতি অনুসারে অস্ট্রিয়া পায় – (ক) লম্বার্ডি ও ভেনেসিয়া (খ) পোল্যান্ডের অংশ বিশেষ (গ) পার্মা, মডেনা ও টাস্কেনি (ঘ) উপরের সবগুলি 26 / 54 ন্যায্য অধিকার নীতি অনুযায়ী কোথায় প্রজাতান্ত্রিক শাসনব্যবস্থা পুনঃপ্রতিষ্ঠিত হয়নি? (ক) ভেনিস (খ) জেনোয়া (গ) উপরের দুটিই (ঘ) পিডমন্ট 27 / 54 ন্যায্য অধিকার নীতি অনুসারে জেনোয়া, সার্ডিনিয়া ও পিডমন্টে প্রতিষ্ঠিত হয় – (ক) স্যাভয় বংশ (খ) অরেঞ্জ বংশ (গ) বুরবোঁ বংশ (ঘ) কোনোটিই নয় 28 / 54 ন্যায্য অধিকার নীতি অনুসারে পোপের কর্তৃত্ব প্রতিষ্ঠিত হয় – (ক) দক্ষিণ ইতালিতে (খ) পূর্ব ইতালিতে (গ) উত্তর ইতালিতে (ঘ) মধ্য ইতালিতে 29 / 54 ভিয়েনা সম্মেলনের ন্যায্য অধিকার নীতির ফলে ভৌগোলিক সংজ্ঞায় পরিণত হয় – (ক) প্রাশিয়া (খ) ইতালি (গ) ফ্রান্স (ঘ) অস্ট্রিয়া 30 / 54 ন্যায্য অধিকার নীতির পক্ষে সর্বাপেক্ষা জোরালো সমর্থক ছিলেন – (ক) ট্যালিরান্ড (খ) মেটারনিক (গ) উপরের দুজনই (ঘ) প্রথম আলেকজান্ডার 31 / 54 ন্যায্য অধিকার নীতি অনুসারে হল্যান্ডে পুনঃ প্রতিষ্ঠিত হয় – (ক) অরেঞ্জ বংশ (খ) স্যাভয় বংশ (গ) বুরবোঁ বংশ (ঘ) কোনোটিই নয় 32 / 54 ন্যায্য অধিকার নীতি অনুসারে ফ্রান্সে পুনঃপ্রতিষ্ঠিত হয় – (ক) পুরাতন তন্ত্র (খ) অরেঞ্জ বংশ (গ) স্যাভয় বংশ (ঘ) বুরবোঁ বংশ 33 / 54 ভিয়েনা সম্মেলনের কোন নীতির মূল উদ্দেশ্য ছিল ইউরোপে যথাসম্ভব প্রাক বিপ্লব যুগের পুনঃপ্রবর্তন? (ক) শক্তিসাম্য নীতি (খ) ন্যায্য অধিকার নীতি (গ) ক্ষতিপূরণ নীতি (ঘ) কোনোটিই নয় 34 / 54 ভিয়েনা সম্মেলনে গৃহীত নীতি ছিল না – (ক) ন্যায্য অধিকার নীতি (খ) শক্তিসাম্য নীতি (গ) পুনরুদ্ধার নীতি (ঘ) ক্ষতিপূরণ নীতি 35 / 54 ভিয়েনা সম্মেলন সম্পর্কে “বিজয়ীরা একত্রিত হয়েছিল বিজয়ের ফসল কে ভাগ করে নেওয়ার জন্য।” – কথাটি কে বলেছেন? (ক) ফেডারিখ ভন জেনৎস (খ) হ্যাজেন (গ) ডেভিড টমসন (ঘ) এদের কেউ নয় 36 / 54 ভিয়েনা সম্মেলনের সম্পাদক ছিলেন – (ক) জার প্রথম আলেকজান্ডার (খ) প্রথম ফ্রান্সিস (গ) ডিউক অফ ওয়েলিংটন (ঘ) ফেডারিখ ভন জেনৎস 37 / 54 ভিয়েনা সম্মেলনে উপস্থিত কোন প্রতিনিধি ব্যতীত সকলেই ছিলেন প্রতিক্রিয়াশীল? (ক) ক্যাসালরি (খ) জার প্রথম আলেকজান্ডার (গ) মেটারনিখ (ঘ) তালেরাঁ 38 / 54 ভিয়েনা সম্মেলনে মেটারনিখ এর পরেই সর্বাধিক দৃষ্টি আকর্ষণ করেন – (ক) তালেরাঁ (খ) ক্যাসালরি (গ) প্রথম আলেকজান্ডার (ঘ) প্রথম ফ্রান্সিস 39 / 54 ডিউক অফ ওয়েলিংটন ছিলেন – (ক) ইংল্যান্ডের সেনাপতি (খ) প্রাশিয়ার সেনাপতি (গ) অস্ট্রিয়ার সেনাপতি (ঘ) রাশিয়ার সেনাপতি 40 / 54 রবার্ট স্টিয়ার্ট ক্যাসালরি ছিলেন ইংল্যাণ্ডের – (ক) প্রধানমন্ত্রী (খ) রাজা (গ) সেনাপতি (ঘ) পররাষ্ট্র মন্ত্রী 41 / 54 ভিয়েনা সম্মেলনের সর্বাধিক প্রভাবশালী ব্যক্তিত্ব ও মূল নিয়ন্ত্রক ছিলেন – (ক) প্রথম আলেকজান্ডার (খ) প্রিন্স মেটারনিখ (গ) ক্যাসালরি (ঘ) তালেরাঁ 42 / 54 ভিয়েনা সম্মেলনে উপস্থিত ছিলেন প্রাশিয়ার মন্ত্রী – (ক) হার্ডেনবার্গ (খ) হামবোল্ড (গ) উপরের দুজনই (ঘ) এদের কেউ নয় 43 / 54 ভিয়েনা সম্মেলনের প্রধান চার ব্যক্তিত্ব ছিলেন – মেটারনিখ, প্রথম আলেকজান্ডার, তালেরাঁ বা ট্যালিরাণ্ড এবং – (ক) ক্যাসালরি (খ) প্রথম ফ্রান্সিস (গ) হার্ডেনবার্গ (ঘ) তৃতীয় ফ্রেডারিক উইলিয়াম 44 / 54 ভিয়েনা সম্মেলনে প্রধান ভূমিকা গ্ৰহণকারী চারটি দেশ হল ইংল্যান্ড, রাশিয়া, অস্ট্রিয়া ও – (ক) ফ্রান্স (খ) ইতালি (গ) আমেরিকা (ঘ) প্রাশিয়া 45 / 54 ভিয়েনা সম্মেলনে উপস্থিত ছিলেন রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রী – (ক) কুটুসফ (খ) নেসেলরোড (গ) বেবিউফ (ঘ) এদের কেউ নয় 46 / 54 ভিয়েনা সম্মেলনে উপস্থিত ছিলেন ইংল্যাণ্ডের – (ক) রবার্ট স্টিয়ার্ট ক্যাসালরি (খ) ডিউক অফ ওয়েলিংটন (গ) উপরের দুজনই (ঘ) এদের কেউ নয় 47 / 54 ভিয়েনা সম্মেলনে উপস্থিত ছিলেন রাশিয়ার জার – (ক) প্রথম আলেকজান্ডার (খ) দ্বিতীয় আলেকজান্ডার (গ) তৃতীয় আলেকজান্ডার (ঘ) দ্বিতীয় নিকোলাস 48 / 54 ভিয়েনা সম্মেলনে উপস্থিত ছিলেন প্রাশিয়ার রাজা – (ক) প্রথম ফ্রেডারিক (খ) দ্বিতীয় ফ্রেডারিক (গ) চতুর্থ ফ্রেডারিক (ঘ) তৃতীয় ফ্রেডারিক 49 / 54 ভিয়েনা সম্মেলনে উপস্থিত ছিলেন অস্ট্রিয়ার রাজা – (ক) দ্বিতীয় ফ্রান্সিস (খ) প্রথম ফ্রান্সিস (গ) তৃতীয় ফ্রান্সিস (ঘ) এদের কেউ নয় 50 / 54 মেটারনিখ ছিলেন অস্ট্রিয়ার – (ক) রাজা (খ) রাষ্ট্রপতি (গ) প্রধানমন্ত্রী (ঘ) পররাষ্ট্র মন্ত্রী 51 / 54 ভিয়েনা সম্মেলনের সভাপতি ছিলেন – (ক) মেটারনিখ (খ) তালেরাঁ (গ) প্রথম আলেকজান্ডার (ঘ) ক্যাসালরি 52 / 54 ভিয়েনা রাজধানী হল – (ক) ফ্রান্সের (খ) প্রাশিয়ার (গ) স্পেনের (ঘ) অস্ট্রিয়ার 53 / 54 ভিয়েনা সম্মেলন অনুষ্ঠিত হয় – (ক) প্যারিস শহরে (খ) ভিয়েনা শহরে (গ) মস্কো শহরে (ঘ) ভার্সাই শহরে 54 / 54 ভিয়েনা সম্মেলন অনুষ্ঠিত হয় – (ক) ১৮১৩ খ্রিস্টাব্দে (খ) ১৮১৪ খ্রিস্টাব্দে (গ) ১৮১৫ খ্রিস্টাব্দে (ঘ) ১৮১৬ খ্রিস্টাব্দে Your score is Facebook 0% Pos.NameScorePointsThere is no data yet Leave a Comment Cancel replyCommentName Email Website Save my name, email, and website in this browser for the next time I comment.