উচ্চ মাধ্যমিক দ্বাদশ শ্রেণীর 2024 সালের WBHA Test Paper হতে Inter-School Test 6 (History) প্রশ্নটি সমাধান করা হল।
Test Paper | WBHA |
Year | 2024 |
Subject | History |
Class | XII |
Prepared by | Kamalesh Dasgupta |
Solved by | ইতিহাস শিক্ষা কেন্দ্র |
School Name | Jodhpur Park Boys School, Kolkata |
WBHA Test Paper 2024: Inter-School Test 6 (History)
1. বিকল্প উত্তরগুলির মধ্য থেকে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো: 1×24-24
(i) গ্রিক শব্দ Historia কথাটির অর্থ হল – (a) পর্যবেক্ষণ (b) গবেষণা (c) অতীতচর্চা (d) অনুসন্ধান a
(ii) ছেড়ে আসা গ্রাম স্মৃতিকথাটির রচয়িতা হলেন – (a) মণিকুন্তলা সেন (b) সুফিয়া কামাল (c) দক্ষিণারঞ্জন বসু (d) মান্না দে c
(iii) ‘মুক্তদ্বার নীতি’ ঘোষণা করেন – (a) স্যার জন হে (b) ম্যাথু পেরি (c) ক্যাম্পবেল (d) চার্লস বেয়ার্ড a
(iv) ‘তিয়েনসিন’-এর সন্ধি স্বাক্ষরিত হয় – (a) 1856 (b) 1842 (c) 1895 (d) 1858 খ্রিস্টাব্দে d
(v) ‘ফারুকশিয়ারের ফরমান’ জারি হয়েছিল (a) 1727 (b) 1717 (c) 1739 (d) 1937 খ্রিস্টাব্দে b
(vi) ‘শিমোনোসেকির সন্ধি’ স্বাক্ষরিত হয়েছিল – (a) 1890 (b) 1895 (c) 1860 (d) 1858 খ্রিস্টাব্দে b
(vii) ‘বোর্ড অব রেভিনিউ’ প্রতিষ্ঠা করেন – (a) লিটন (b) কার্জন (c) ডালহৌসি (d) ওয়ারেন হেস্টিংস d
(viii) স্তম্ভ-ক-এর সঙ্গে স্তম্ভ-খ মেলাও:
স্তম্ভ-ক | স্তম্ভ-খ |
---|---|
(i) চুঁইয়ে পড়া নীতি | (A) উইলিয়াম জোনস |
(ii) ভারতীয় নবজাগরণের অগ্রদূত | (B) মেকলে |
(iii) এশিয়াটিক সোসাইটি | (C) ডেভিড হেয়ার |
(iv) স্কুল বুক সোসাইটি | (D) রাজা রামমোহন রায় |
স্তম্ভ-ক স্তম্ভ-খ
(i) আমিনি কমিশন (A) এলফিনস্টোন
(ii) মহলওয়ারি বন্দোবস্ত (B) লর্ড বেন্টিংক
(iii) ছিয়াত্তরের মন্বন্তর (C) ওয়ারেন হেস্টিংস
(iv) চা কমিটি (D) কাটিয়ার
বিকল্পসমূহ
(a) (i)-A, (ii)-B, (iii)-C, (iv)-D
(b) (i)-B, (ii)-A, (iii)-D, (iv)-C
(c) (i)-C, (ii)-A, (iii)-D, (iv)-B
(d) (i)-D, (ii)-A, (iii)-C, (iv)-B
c
(ix) কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম উপাচার্য ছিলেন – (a) মেকলে (b) চার্লস উড (c) কোলব্রুক (d) স্যার জেমস উইলিয়াম কোলভিল d
(x) কেশবচন্দ্র সেনকে ‘ব্রহ্মানন্দ’ উপাধিতে ভূষিত করেন – (a) দ্বারকানাথ ঠাকুর (b) রাজা রামমোহন রায় (c) দেবেন্দ্রনাথ ঠাকুর (d) শিবনাথ শাস্ত্রী c
(xi) বড়োলাটের কার্যনির্বাহক পরিষদের প্রথম ভারতীয় সদস্য ছিলেন – (a) সত্যেন্দ্রনাথ ঠাকুর (b) উমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায় (c) চিত্তরঞ্জন দাশ (d) সত্যেন্দ্রপ্রসন্ন সিনহা d
(xii) মিরাট ষড়যন্ত্র মামলা শুরু হয়েছিল – (a) 1923 (b) 1925 (c) 1929 (d) 1920 খ্রিস্টাব্দে c
(xiii) সিডিশন কমিটির সভাপতি ছিলেন (a) অ্যাকওয়ার্থ (b) জন সাইমন (c) সিডনি রাওলাট (d) জন স্ট্যাচে c
(xiv) সিঙ্গাপুরে আনুষ্ঠানিকভাবে ‘আজাদ হিন্দ ফৌজ’ গঠিত হয় -(a) 1943 খ্রিস্টাব্দের 13 জুন (b) 1941 খ্রিস্টাব্দের 15 জুন (c) 1942 খ্রিস্টাব্দের 1 সেপ্টেম্বর (d) 1943 খ্রিস্টাব্দের 4 জুলাই c
(xv) ইন্দোনেশিয়া স্বাধীনতা লাভ করে – (a) 1952 (b) 1976 (c) 1949 (d) 1948 খ্রিস্টাব্দে c
(xvi) স্তম্ভ-ক-এর সঙ্গে স্তম্ভ-খ মেলাও:
স্তম্ভ-ক | স্তম্ভ-খ |
---|---|
(i) চুঁইয়ে পড়া নীতি | (A) উইলিয়াম জোনস |
(ii) ভারতীয় নবজাগরণের অগ্রদূত | (B) মেকলে |
(iii) এশিয়াটিক সোসাইটি | (C) ডেভিড হেয়ার |
(iv) স্কুল বুক সোসাইটি | (D) রাজা রামমোহন রায় |
স্তম্ভ-ক স্তম্ভ-খ
(i) তাম্রলিপ্ত জাতীয় সরকার (A) স্ট্যাফোর্ড ক্রিপস
(ii) ভারত ছাড়ো আন্দোলন (B) মাতঙ্গিনি হাজরা
(iii) ক্রিপস মিশন (C) গান্ধিজি
(iv) গান্ধিবুড়ি (D) সতীশচন্দ্র সামন্ত
বিকল্পসমূহ
(a) (i)-A, (ii)-B, (iii)-D, (iv)-C
(b) (i)-D, (ii)-C, (iii)-A, (iv)-B
(c) (i)-C, (ii)-A, (iii)-B, (iv)-D
(d) (i)-B, (ii)-A, (iii)-C, (iv)-D
b
(xvii) NATO জোটের সদস্য ছিল না এমন একটি দেশ হল- (a) ব্রিটেন (b) ফ্রান্স (c) ইটালি (d) কিউবা d
(xviii) ‘মাই লাই’ ঘটনাটি ঘটে – (a) কোরিয়ায় (b) ভিয়েতনামে (c) মিশরে (d) কিউবায় b
(xix) ইজরায়েলের প্রথম রাষ্ট্রপতি হন – (a) ডেভিড গুরিয়ান (b) ড. ওয়েইজম্যান (c) বেন বেল্লা (d) আর্ল পিল b
(xx) জোটনিরপেক্ষ দেশগুলির প্রথম শীর্ষ সম্মেলন হয়েছিল – (a) তেহরানে (b) বেলগ্রেডে (c) বান্দুং-এ (d) ম্যানিলায় b
(xxi) বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানের শাসক ছিলেন – (a) জুলফিকার আলি ভুট্টো (b) ইয়াহিয়া খান (c) শেখ মুজিবর রহমান (d) জিয়াউর রহমান b
(xxii) SAARC-এর প্রথম সম্মেলন (1985) অনুষ্ঠিত হয় – (a) কলকাতায় (b) ঢাকাতে (c) কলম্বোয় (d) কাঠমান্ডুতে b
( xxiii) নেহরু-মহলানবিশ মডেল নামে পরিচিত পঞ্চবার্ষিকী পরিকল্পনা – (a) প্রথম (b) দ্বিতীয় (c) তৃতীয় (d) চতুর্থ b
(xxiv) নেহরু-লিয়াকত চুক্তি স্বাক্ষরিত হয় – (a) 1945 (b) 1950 (c) 1951 (d) 1952 খ্রিস্টাব্দে b
2. নিম্নলিখিত প্রশ্নগুলির সংক্ষেপে উত্তর দাও (বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়):
(i) আফ্রিকা কেন ‘অন্ধকারাচ্ছন্ন মহাদেশ’ নামে পরিচিত ছিল?
বন্ধুর ভূপ্রকৃতি, ভয়ঙ্কর জীবজন্তু ও গহন অরণ্যের জন্য উনিশ শতকের মধ্যভাগ পর্যন্ত ইউরােপবাসীর কাছে প্রায় সমগ্র আফ্রিকাই অজ্ঞাত ও অনাবিষ্কৃত ছিল, তাই আফ্রিকা অন্ধকারাচ্ছন্ন মহাদেশ’ নামে পরিচিত ছিল।
(ii) কবে, কার উদ্যোগে ‘বার্লিন চুক্তি’ স্বাক্ষরিত হয়েছিল?
১৮৭৮ খ্রিস্টাব্দে জার্মান চ্যান্সেলর বিসমার্কের উদ্যোগে
(iii) কলম্বাস কবে আমেরিকা মহাদেশে পৌঁছান?
১৪৯২ সালে
অথবা, ইনকা সভ্যতা কে ধ্বংস করেন?
ফ্রানসিসকো পিজারো
(iv) কবে, কাদের মধ্যে আলিনগরের সন্ধি স্বাক্ষরিত হয়?
১৭৫৭ খ্রিস্টাব্দের ৯ই ফেব্রুয়ারি ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি ও বাংলা শেষ স্বাধীন নবাব সিরাজউদ্দৌলার মধ্যে আলিনগরের সন্ধি স্বাক্ষরিত হয়।
(v) ‘সম্পদের নির্গমন’ বলতে কী বোঝো?
পলাশীর যুদ্ধ জয়ের পর ইস্ট ইন্ডিয়া কোম্পানি বাংলা ও ভারতের অন্যান্য প্রান্ত থেকে কোনো প্রতিদান ছাড়াই বিপুল পরিমাণ অর্থ, বিভিন্ন পণ্য ও উৎপাদিত দ্রব্যসামগ্রী ইংল্যান্ডে চালান করেছিল। এই ঘটনাটি ঐতিহাসিক ও সমালোচকদের মতে সম্পদের নির্গমন ও অর্থনৈতিক নিষ্ক্রমণ নামে পরিচিত।
অথবা, ‘অবশিল্পায়ন’ বলতে কী বোঝো?
ব্রিটিশ শাসনকালে ভারতের বাজারগুলি ইংল্যান্ডের শিল্প কারখানায় উৎপাদিত পণ্যে ছেয়ে গেলে দেশের চিরাচরিত কুটির শিল্প ধ্বংস হয়ে যায় এই ঘটনা অবশিল্পায়ন নামে পরিচিত।
(vi) ভাইকম সত্যাগ্রহ কী?
দক্ষিণ ভারতের কেরালায় নিম্নবর্গের হিন্দুদের প্রতি অস্পৃশ্যতার মনোভাব দেখানো এবং তাদের মন্দিরে প্রবেশ করতে না দেওয়ার প্রতিবাদে যে আন্দোলন শুরু হয় তার নাম ভাইকম সত্যাগ্রহ।
(vii) স্বামী বিবেকানন্দ রচিত দুটি গ্রন্থের নাম লেখো।
প্রাচ্য ও পাশ্চাত্য, বর্তমান ভারত, পরিব্রাজক, ভাববার কথা।
অথবা, প্রার্থনা সমাজ কে, কবে, কোথায় প্রতিষ্ঠা করেন?
আত্মরাম পাণ্ডুরঙ্গ ১৮৬৭ খ্রিস্টাব্দে মহারাষ্ট্রে।
(viii) কে, কবে কুয়োমিনতাং দল প্রতিষ্ঠা করেন?
সান ইয়াৎ সেন ১৯১২ খ্রিস্টাব্দে
(ix) অধীনতামূলক মিত্রতা নীতির দুটি শর্ত উল্লেখ করো।
(১) অধীনতামূলক মিত্রতায় আবদ্ধ দেশীয় রাজাগুলিকে কোম্পানির বশ্যতা স্বীকার করতে হত।
(২) সংশ্লিষ্ট দেশীয় রাজ্যগুলিতে একদল ইংরেজ সৈন্য এবং একজন ইংরেজ রেসিডেন্ট রাখতে হত।
অথবা, স্বত্ববিলোপ নীতি কী?
লর্ড ডালহৌসির উল্লেখযােগ্য সাম্রাজ্য বিস্তার নীতি ছিল স্বত্ববিলােপ নীতি। তিনি এক ঘােষণায় বলেন যে, কোনাে ব্রিটিশ আশ্রিত দেশীয় রাজ্যের রাজা অপুত্রক অবস্থায় মারা গেলে সেই রাজ্যটি সরাসরি ব্রিটিশ সাম্রাজ্যভুক্ত হবে। এই নীতি স্বত্ববিলােপ নীতি নামে পরিচিত
(x) কুনবি বা পতিদার নামে কারা পরিচিত?
ব্রিটিশ শাসনকালে গুজরাটের খেদা জেলায় একশ্রেণির কৃষক পতিদার নামে পরিচিত ছিল। পূর্বে এরাই কুনবি নামে পরিচিত ছিল। ১৯৩১ খ্রিস্টাব্দের আদমশুমারি রিপাের্টে এদের পতিদার হিসেবে উল্লেখ করা হয়। এদের প্রধান কাজ ছিল রাজস্ব আদায় করা।
(xi) ভিয়েতনাম কবে স্বাধীনতা লাভ করে?
২ সেপ্টেম্বর ১৯৪৫ খ্রিস্টাব্দে
অথবা, কারা রোম-বার্লিন-টোকিয়ো চুক্তিতে স্বাক্ষর করে?
ইতালি, জার্মানি ও জাপান।
(xii) সি আর ফর্মুলা কী?
ভারতের অখন্ডতা রক্ষা ও রাজনৈতিক অচলাবস্থা দূর করার জন্য কংগ্রেস ও মুসলিম লীগের মধ্যে যে সমাধান সূত্র চক্রবর্তী রাজা গোপালাচারী তৈরি করেন, তার নাম সি. আর ফর্মুলা।
(xiii) WARSAW চুক্তি কবে, কাদের মধ্যে স্বাক্ষরিত হয়?
১৯৫৫ খ্রিস্টাব্দে সোভিয়েত রাশিয়া, পোল্যান্ড, রোমানিয়া, বুলগেরিয়া, আলবেনিয়া, পূর্ব জার্মানি, হাঙ্গেরি, চেকোস্লোভাকিয়া ও চিনের মধ্যে
(xiv) মার্শাল পরিকল্পনা কী? অথবা, ট্রুম্যান নীতি কী?
(xv) ‘অবউপনিবেশবাদ’ বলতে কী বোঝায়?
Decolonisation বা অব-উপনিবেশবাদ কথার অর্থ হল ঔপনিবেশিক শাসনের অবসান, অর্থাৎ উপনিবেশবাদের বিপরীত ধারণা হল ‘অব-উপনিবেশবাদ’। জার্মান বিশেষজ্ঞ মরিৎস জুলিয়াস বন ১৯৩২ খ্রিস্টাব্দে সর্বপ্রথম Decolonisation শব্দটি ব্যবহার করেন।
অথবা, তৃতীয় বিশ্ব বলতে কী বোঝো?
দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরবর্তী কালে স্বাধীনতা প্রাপ্ত এশিয়া, আফ্রিকা ও লাতিন আমেরিকার দেশ গুলিকে তৃতীয় বিশ্ব বা তৃতীয় বিশ্বের দেশ বলা হয়।
(xvi) ভারতে অর্থনৈতিক উদারীকরণ নীতি কবে ও কেন গৃহীত হয়?
১৯৯১ খ্রিস্টাব্দে ভারতীয় অর্থনীতিতে সরাসরি আন্তর্জাতিক পুঁজি বিনিয়োগের বাজার খুলে দেওয়া, বেসরকারি উদ্যোগকে উৎসাহ দেওয়া এবং কর ব্যবস্থার সংস্কারের উদ্দেশ্যে ভারতে অর্থনৈতিক উদারীকরণ গৃহীত হয়।