উচ্চ মাধ্যমিক দ্বাদশ শ্রেণীর 2024 সালের WBHA Test Paper হতে School Test Question Papers 10 (History) প্রশ্নটি সমাধান করা হল।
Test Paper | WBHA |
Year | 2024 |
Subject | History |
Class | XII |
Solved by | ইতিহাস শিক্ষা কেন্দ্র |
School Name | Santamayee Girls’ High School, Purulia |
1. বিকল্প উত্তরগুলির মধ্য থেকে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো : 1×24=24
(i) জীবনের জলসাঘরে কী ধরনের রচনা? (a) স্মৃতিকথামূলক (b) লোককথা (c) পৌরাণিক কাহিনি (d) কিংবদন্তিমূলক a
(ii) ব্রিটিশ মিউজিয়াম প্রতিষ্ঠিত হয় – (a) 1750 (b) 1751 (c) 1752 (d) 1753 খ্রিস্টাব্দে d
(iii) ‘পুঁজিবাদের জঠরে সাম্রাজ্যবাদের জন্ম’-এ কথা বলেছেন – (a) স্ট্যালিন (b) লেনিন (c) হবসন (d) ডেভিড টমসন b
(iv) ‘নতুন বিশ্ব’ বা New World শব্দটি প্রথম ব্যবহার করেন – (a) কলম্বাস (b) কেব্রাল (c) লরেঞ্জো দ্য মেডিচি (d) আমেরিগো ভেসপুচি d
(v) বাংলার প্রথম স্বাধীন নবাব হলেন – (a) আলিবর্দি খাঁ (b) মুর্শিদকুলি খাঁ (c) সিরাজ-উদদৌলা (d) মিরকাশিম b
(vi) ‘ভারতীয় রেলপথের জনক’ বলা হয় যাঁকে – (a) ওয়ারেন হেস্টিংস (b) লর্ড বেন্টিংক (c) লর্ড ক্যানিং (d) লর্ড ডালহৌসি d
(vii) নানকিং-এর সন্ধি হয় – (a) 1773 (b) 1793 (c) 1842 (d) 1892 খ্রিস্টাব্দে c
(viii) দক্ষিণ ভারতের বিদ্যাসাগর কাকে বলা হয়?
(a) শ্রীনারায়ণ গুরুকে (b) জ্যোতিবা ফুলেকে (c) বীরেশলিঙ্গমকে (d) মহাদেব গোবিন্দ রানাডেকে c
(ix) দ্বিজাতি তত্ত্বের উদ্ভাবক হলেন – (a) স্যার সৈয়দ আহমেদ খান (b) থিয়োডোর বেক (c) আগা খাঁ (d) মোহম্মদ আলি জিন্নাহ a
(x) মে ফোর্থ আন্দোলনের সূচনা হয় – (a) 1919 (b) 1929 (c) 1939 (d) 1949 খ্রিস্টাব্দে a
(xi) ত্রিপুরি কংগ্রেসের অধিবেশনে সুভাষচন্দ্র বসুর প্রতিদ্বন্দ্বী ছিলেন – (a) গোবিন্দ বল্লভ পদ্ম (b) পট্টভি সীতারামাইয়া (c) মতিলাল নেহরু (d) চক্রবর্তী রাজাগোপালাচারী b
(xii) ‘শের-ই-বঙ্গাল’ বলা হয় – (a) ফজলুল হককে (b) আলাবক্সকে (c) হায়াত খানকে (d) শেখ সুরাবর্দিকে a
(xiii) নবান্ন নাটক কে রচনা করেন?
(a) চিত্তপ্রসাদ ভট্টাচার্য (b) চিত্তরঞ্জন দাশ (c) বিজন ভট্টাচার্য (d) বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় c
(xiv) ‘করেঙ্গে ইয়া মরেঙ্গে’ কোন আন্দোলনের স্লোগান?
(a) অসহযোগ (b) আইন অমান্য (c) ভারত ছাড়ো (d) নৌবিদ্রোহ c
(xv) ‘এশিয়াবাসীদের জন্য এশিয়া’ স্লোগান তুলেছিল – (a) ভারত (b) চিন (c) জাপান (d) শ্রীলঙ্কা c
(xvi) ইন্দোনেশিয়া স্বাধীনতা লাভ করে – (a) 1946 (b) 1947 (c) 1948 (d) 1949 খ্রিস্টাব্দে d
(xvii) ফালটন বক্তৃতা দেন – (a) রুজভেল্ট (b) চার্চিল (c) মার্শাল (d) মলোটভ b
(xviii) জোটনিরপেক্ষ নীতির উদ্ভাবক ছিলেন – (a) নাসের (b) চৌ-এন-লাই (c) জওহরলাল নেহরু (d) মার্শাল টিটো c
(xix) প্রথম উপসাগরীয় যুদ্ধ কাদের মধ্যে হয়? (a) ইরাক ও ইরানের মধ্যে (b) ইরাক ও কুয়েতের মধ্যে (c) ইরাক ও আমেরিকার মধ্যে (d) ইংল্যান্ড ও ইরানের মধ্যে c
(xx) গণপ্রজাতন্ত্রী চিনের প্রথম প্রেসিডেন্ট ছিলেন – (a) চিয়াং কাইশেক (b) সান-ইয়াত-সেন (c) চেন-তু-শিউ (d) মাও-জে-দং d
(xxi) অব-উপনিবেশবাদ বা De-Colonisation কথাটি প্রথম কে ব্যবহার করেন?
(a) ফিদেল কাস্ত্রো (b) মরিৎস জুলিয়াস বন (c) বাণার্ড শ (d) ওপেন হাইমার b
(xxii) কোন দিনটি ‘আন্তর্জাতিক মাতৃভাষা দিবস’ হিসেবে পালিত হয়?
(a) 12 জানুয়ারি (b) 21 ফেব্রুয়ারি (c) 25 মার্চ (d) 16 ডিসেম্বর b
(xxiii) সার্কের প্রথম শীর্ষ সম্মেলন কোথায় হয়? (a) কলকাতা (b) কাঠমান্ডু (c) ইসলামাবাদ (d) ঢাকা d
(xxiv) ভারতে প্রথম সাধারণ নির্বাচন হয় – (a) 1948-49 খ্রিস্টাব্দে (b) 1949-50 খ্রিস্টাব্দে (c) 1950-51 খ্রিস্টাব্দে (d) 1951-52 খ্রিস্টাব্দে। d
2. নিম্নলিখিত প্রশ্নগুলির সংক্ষেপে উত্তর দাও (বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়
(i) ‘নব সাম্রাজ্যবাদ’ বলতে কী বোঝায়?
আধুনিক যুগে আর্থিক দিক থেকে শক্তিশালী দেশগুলি অপেক্ষাকৃত দুর্বল দেশের ভূখণ্ড দখল না করেও সুকৌশলে সেই সমস্ত দেশগুলির অর্থনীতি ও রাজনীতিকে নিয়ন্ত্রণ করতে সক্ষম হয়েছে। আধুনিক বিশ্বে উন্নত দেশগুলির এই নতুন কৌশল নয়া সাম্রাজ্যবাদ নামে পরিচিত।
(ii) শ্বেতাঙ্গ জাতির দায়বদ্ধতা কী?
শ্বেতাঙ্গ মানুষদের এশিয়া ও আফ্রিকার অ-শ্বেতাঙ্গ মানুষদের শিক্ষিত ও সভ্য করার যে দায়িত্ব ও দায়বদ্ধতা রয়েছে, তাকে শ্বেতাঙ্গদের বোঝা বলে।
অথবা, Wealth of Nation গ্রন্থের রচয়িতা কে?
অ্যাডাম স্মিথ
(iii) বর্ণবৈষম্য কী?
বর্ণবৈষম্য ছিল দক্ষিণ আফ্রিকার একটি নীতি। এই নীতির অর্থ শ্বেতাঙ্গ সংখ্যালঘু এবং অশ্বেতাঙ্গ সংখ্যাগরিষ্ঠের মধ্যে জাতিগত, সামাজিক, রাজনৈতিক ও অর্থনৈতিক বৈষম্য।
অথবা, বিকৃত জাতীয়তাবাদ কী?
আদর্শ বা প্রকৃত জাতীয়তাবাদ কখনো কখনো আদর্শ ভ্রষ্ট হয়ে সংকীর্ণ স্বাদেশিকতায় পরিণত হয় এবং এক উগ্ৰ রূপ ধারণ করে তখন তাকে বিকৃত বা উগ্ৰ জাতীয়তাবাদ বলে।
(iv) কর্নওয়ালিশ কোড কী?
ভারতের বড়োলাট লর্ড কর্নওয়ালিস এদেশে কোম্পানির কর্মচারীদের দুর্নীতি দমন ও দক্ষতা বৃদ্ধির উদ্দেশ্যে ১৭৯৩ খ্রিস্টাব্দে বিভিন্ন নীতি ও কর্মপদ্ধতির প্রবর্তন করেন। এই কর্মপদ্ধতি ‘কোড কর্নওয়ালিশ’ নামে পরিচিত।
(v) ভারতের প্রথম পাটকলটি কোথায় স্থাপিত হয়?
রিষড়ায় (১৮৫৫)
অথবা, গ্যারান্টি ব্যবস্থা কী?
ভারতে রূলপথ নির্মাণে ব্রিটিশ কোম্পানি গুলিকে উৎসাহ প্রদানের উদ্দেশ্যে ব্রিটিশ সরকার তাদের বিনামূল্যে জমি দান, বার্ষিক বিনিয়োগের ওপর নির্দিষ্ট হারে সুদ প্রদান প্রভৃতি বিষয়ে গ্যারান্টি বা প্রতিশ্রুতি দেয়। এটি গ্যারান্টি ব্যবস্থা নামে পরিচিত।
(vii) শতদিবসের সংস্কার কী?
চিনের সম্রাট কোয়াং সু সে দেশের সংস্কারকদের দাবি মেনে ১৮৯৮ খ্রিস্টাব্দে এক সংস্কার কর্মসূচি ঘোষণা করেন। এই সংস্কারকার্য ১০০ দিন ধরে চলে বলে তা ‘শতদিবসের সংস্কার’ নামে পরিচিত।
অথবা, সান-ইয়াত সেন প্রস্তাবিত তিনটি নীতি কী ছিল?
সান ইয়াৎ সেন ১৮৯৮ খ্রিস্টাব্দে চিনা জনগণের জন্য তিনটি নীতি অর্থাৎ সান মিন চু আই ঘোষণা করেন। এই তিনটি নীতি হল জন-জাতীয়তাবাদ, জন-গণতন্ত্রবাদ ও জন-জীবিকাবাদ বা জন-সমাজবাদ।
(vi) উডের ডেসপ্যাচ কী?
ভারতে ব্রিটিশ সরকারের বোর্ড অফ কন্ট্রোলের সভাপতি চার্লস উড ১৮৫৪ খ্রিস্টাব্দে শিক্ষা সংক্রান্ত এক নির্দেশনামা প্রকাশ করেন, যা উডের ডেসপ্যাচ নামে পরিচিত। এই নির্দেশ নামা অনুসারে আধুনিক ভারতের শিক্ষা ব্যবস্থা গড়ে উঠেছে।
(viii) চুক্তিবদ্ধ শ্রমিক বলতে কী বোঝো?
কোনো নিয়োগকর্তার অধীনে নির্দিষ্ট বেতনের বিনিময়ে নির্দিষ্ট সময়ে কাজ করার চুক্তিতে আবদ্ধ শ্রমিকশ্রেণিকে চুক্তিবদ্ধ শ্রমিক বলা হয়। উনিশ শতকে ভারত ও চীনের বহু চুক্তিবদ্ধ শ্রমিক বিদেশে কাজ করতে যায়।
অথবা, দিকু কাদের বলা হত?
ব্রিটিশ শাসনকালে বহিরাগত জমিদার, জোতদার, বণিক, মহাজন, ঠিকাদার, দালাল প্রভৃতি বিভিন্ন স্তরের মধ্যস্বত্বভোগী ব্রিটিশ সরকারের ছত্রছায়ায় থেকে ভারতের বিভিন্ন আদিবাসী এলাকায় ঢুকে পড়ে। আদিবাসীরা এই বহিরাগতদের দিকু বলত।
(ix) সাম্প্রদায়িক বাঁটোয়ারা কী?
ব্রিটিশ প্রধানমন্ত্রী রামসে ম্যাকডোনাল্ড ১৯৩২ খ্রিস্টাব্দে যে সাম্প্রদায়িক বিভাজন নীতি ঘোষণা করেন তার নাম সাম্প্রদায়িক বাঁটোয়ারা নীতি। এই নীতির প্রধান উদ্দেশ্য ছিল ভারতের বিভিন্ন সম্প্রদায়গুলির মধ্যে সাম্প্রদায়িক বিভেদ সৃষ্টি করা।
অথবা, পুনা চুক্তি কবে, কাদের মধ্যে স্বাক্ষরিত হয়?
১৯৩২ খ্রিস্টাব্দে মহাত্মা গান্ধী ও ড. বি আর আম্বেদকরের মধ্যে
(x) ভাইকম সত্যাগ্রহ কী?
দক্ষিণ ভারতে কেরালায় নিম্নবর্গের হিন্দুদের প্রতি অস্পৃশ্যতার মনোভাব দেখানো এবং তাদের মন্দিরে প্রবেশ করতে না দেওয়ার প্রতিবাদে যে আন্দোলন শুরু হয় তার নাম ভাইকাম সত্যাগ্রহ।
(xi) রশিদ আলি দিবস কী?
আজাদ হিন্দ বাহিনীর ক্যাপ্টেন রশিদ আলী কে বিচারে সাত বছর সাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। এর প্রতিক্রিয়া হিসেবে ১১ই ফেব্রুয়ারি কলকাতায় ব্যাপক ছাত্র ধর্মঘট এবং ১২ ফেব্রুয়ারি সাধারণ ধর্মঘট পালিত হয়, যা রশিদ আলী দিবস নামে পরিচিত।
(xii) ওয়াভেল পরিকল্পনা কবে পেশ করা হয়?
১৪ জুন ১৯৪৫ লর্ড ওয়াভেল
(xiii) কোন কোন দেশের মধ্যে ওয়ারশ চুক্তি সম্পাদিত হয়?
রাশিয়া, বুলগেরিয়া, হাঙ্গেরি, পোল্যান্ড, পূর্ব জার্মানি, আলবানিয়া, রুমানিয়া, চিন ও চেকোস্লোভাকিয়া।
অথবা, বুলগানিন কে ছিলেন?
সোভিয়েত রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রী
(xiv) ইন্দোনেশিয়ার রাজধানী কোথায় ছিল?
জাকার্তা
(xv) তৃতীয় বিশ্ব বলতে কী বোঝায়?
দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরবর্তী কালে স্বাধীনতা প্রাপ্ত এশিয়া, আফ্রিকা ও লাতিন আমেরিকার দেশ গুলিকে তৃতীয় বিশ্ব বা তৃতীয় বিশ্বের দেশ বলা হয়।
(xvi) মিশ্র অর্থনীতি কাকে বলে?
যে অর্থনৈতিক কর্মসূচিতে সরকারি উদ্যোগের পাশাপাশি বেসরকারি উদ্যোগের অস্তিত্ব থাকে তাকে মিশ্র অর্থনীতি বলে।