2024 WBHA Test Paper: School Test Question Papers 11 (History)

উচ্চ মাধ্যমিক দ্বাদশ শ্রেণীর 2024 সালের WBHA Test Paper হতে School Test Question Papers 11 (History) প্রশ্নটি সমাধান করা হল।

Test PaperWBHA
Year2024
SubjectHistory
ClassXII
Solved byইতিহাস শিক্ষা কেন্দ্র
School NameNalhati High School for Girls, Birbhum

1. বিকল্প উত্তরগুলির মধ্য থেকে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো: 1×24 = 24

(i) বৈজ্ঞানিক ইতিহাসচর্চার জনক বলা হয় – (a) থুকিডিডিসকে (b) হেরোডোটাসকে (c) সু-মা-কিয়েনকে (d) ইবন খালদুনকে         a

(ii) “ইতিহাস হল বিজ্ঞান-এর বেশিও নয়, কমও নয়।”-এটি কার উক্তি?

(a) র‍্যাংকে (b) ই এইচ কার (c) জেমস মিল (d) বিউরি     d

(iii) নানকিং-এর চুক্তি স্বাক্ষরিত হয়েছিল – (a) 1839 (b) 1841 (c) 1842 (d) 1845 খ্রিস্টাব্দে      c

(iv) Imperialism: the Highest Stage of Capitalism গ্রন্থের লেখক (a) হবসন (b) হিলফারডিং (c) লেনিন (d) স্ট্যালিন       c

(v) বন্দিবাসের যুদ্ধ হয়েছিল – (a) 1760 (b) 1765 (c) 1770 (d) 1772 খ্রিস্টাব্দে      a 

(vi) স্তম্ভ-ক এর সঙ্গে স্তম্ভ-খ মেলাও:

              স্তম্ভ-ক                                               স্তম্ভ-খ

(i) বাংলার প্রথম গভর্নর জেনারেল            (A) জামশেদজি টাটা

(ii) সুপ্রিমকোর্টের প্রথম প্রধান বিচারপতি   (B) স্যার এলিজা ইম্পে

(iii) ভারতের প্রথম ভাইসরয়                     (C) ওয়ারেন হেস্টিংস

(iv) টিসকো                                            (D) লর্ড ক্যানিং

বিকল্পসমূহ:

(a) (i)-C, (ii)-B, (iii)-D, (iv)-A

(b) (i)-A, (ii)-D, (iii)-B, (iv)-C

(c) (i)-C, (ii)-D, (iii)-A, (iv)-B

(d) (i)-B, (ii)-A, (iii)-C, (iv)-D           a

(vii) ‘ভারতের ম্যাকিয়াভেলি’ বলা হয় – (a) টিপু সুলতানকে (b) হায়দার আলিকে (c) নানা ফড়নবিশকে (d) রঘুনাথ রাওকে         c

(viii) ‘চুঁইয়ে পড়া নীতি’ প্রবর্তন করেন – (a) মেকলে (b) রামমোহন রায় (c) উইলিয়াম বেন্টিংক (d) চার্লস উড     a

(ix) ‘আত্মীয় সভা’ প্রতিষ্ঠিত হয় – (a) 1813 (b) 1815 (c) 1828 (d) 1833 খ্রিস্টাব্দে      b

(x) ‘দক্ষিণ ভারতের বিদ্যাসাগর’ কাকে বলা হত?

(a) বীরেশলিঙ্গম পানতুলু (b) শ্রীনারায়ণ গুরু (c) বিশ্বনাথ সত্যারাম (d) উন্নভা লক্ষ্মীনারায়ণ               a

(xi) মিরাট ষড়যন্ত্র মামলায় অভিযুক্ত নন – (a) এস এ ডাঙ্গে (b) মুজাফ্ফর আহমেদ (c) সোমনাথ লাহিড়ী (d) ফিলিপ স্প্র্যাট        c

(xii) ‘সাম্প্রদায়িক বাঁটোয়ারা নীতি’ ঘোষণা করেন – (a) র‍্যামসে ম্যাকডোনাল্ড (b) উইনস্টন চার্চিল (c) লর্ড ডাফরিন (d) হিউম        a

(xiii) Now or Never শীর্ষক পুস্তিকাটি লেখেন – (a) আগা খান (b) মোহম্মদ আলি জিন্নাহ (c) বালগঙ্গাধর তিলক (d) চৌধুরি রহমত আলি           d

(xiv) ‘আজাদ হিন্দ সরকার’ কোথায় প্রতিষ্ঠিত হয়েছিল?

(a) টোকিয়োতে (b) ব্যাংকক-এ (c) রেঙ্গুনে (d) সিঙ্গাপুরে      d

(xv) 1946 খ্রিস্টাব্দে ‘রশিদ আলি দিবস’ পালিত হয় – (a) 2 January (b) 12 February (c) 16 March (d) 22 May

b

(xvi) ‘এশিয়াবাসীদের জন্য এশিয়া’ এই স্লোগানটি ছিল – (a) জাপানের (b) চিনের (c) ভারতের (d) বাংলাদেশের    a

(xvii) ফালটন বক্তৃতা দিয়েছিলেন – (a) চার্চিল (b) রুজভেল্ট (c) স্ট্যালিন (d) কেন্নান         a

(xviii) ন্যাটো গঠিত হয় – (a) 1947 খ্রিস্টাব্দে (b) 1948 খ্রিস্টাব্দে (c) 1949 খ্রিস্টাব্দে (d) 1950 খ্রিস্টাব্দে      c

(xix) স্তম্ভ-ক এর সঙ্গে স্তম্ভ-খ মেলাও:

           স্তম্ভ-ক                           স্তম্ভ-খ

(i) ম্যাক্সিম লিটভিনভ            (A) ব্রিটিশ প্রধানমন্ত্রী

(ii) উইনস্টন চার্চিল               (B) মার্কিন রাষ্ট্রপতি

(iii) জোসেফ স্ট্যালিন           (C) রুশ পররাষ্ট্রমন্ত্রী

(iv) হ্যারি ট্রুম্যান                   (D) রুশ রাষ্ট্রপতি

বিকল্পসমূহ:

(a) (i)-C, (ii)-A, (iii)-B, (iv)-D

(b) (i)-A, (ii)-C, (iii)-D, (iv)-B

(c) (i)-C, (ii)-A, (iii)-D, (iv)-B

(d) (i)-B, (ii)-D, (iii)-C, (iv)-A        c

(xx) ‘ভিয়েতমিন’ কে গঠন করেন? (a) সুকর্ন (b) হো-চি-মিন (c) সিহানুক (d) সলোমন বন্দরনায়েক   b

(xxi) ‘নিয়ন্ত্রিত গণতন্ত্র’ ধারণাটি কোন ব্যক্তির সঙ্গে সম্পর্কিত?

(a) সুকর্ন (b) হো-চি-মিন (c) সুহার্তো (d) নেলসন ম্যান্ডেলা

a

(xxii) স্বাধীন বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি হলেন – (a) মোহম্মদ আলি জিন্নাহ (b) রাজেন্দ্র প্রসাদ (c) আগা খান (d) শেখ মুজিবর রহমান        d

(xxiii) ভারতীয় সংবিধান কার্যকরী হয় – (a) 1950 (b) 1951 (c) 1955 (d) 1960 খ্রিস্টাব্দে     a

(xxiv) ভারতীয় পরিকল্পনা কমিশনের মূল রূপকার কে ছিলেন?

(a) জওহরলাল নেহরু (b) প্রশান্তচন্দ্র মহালানবিশ (c) বল্লভভাই প্যাটেল (d) মেঘনাদ সাহা        a

2. নিম্নলিখিত প্রশ্নগুলির সংক্ষেপে উত্তর দাও (বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়): 1×16=16

(i) আমেরিকা মহাদেশ কে আবিষ্কার করেন?

১৪৯২ খ্রিস্টাব্দে ক্রিস্টোফার কলম্বাস

(ii) ভাস্কো-দা-গামা কত খ্রিস্টাব্দে ভারতের কোথায় আসেন?

১৪৯৮ খ্রিস্টাব্দে কালিকট বন্দরে

অথবা, আলিনগরের সন্ধি কত খ্রিস্টাব্দে, কাদের মধ্যে স্বাক্ষরিত হয়?

৯ ফেব্রুয়ারি ১৮৫৭ খ্রিস্টাব্দে ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি ও বাংলার নবাব সিরাজদ্দৌলার মধ্যে

(iii) মুক্তদ্বার নীতি কী?

চিনে বাণিজ্যিক আধিপত্য গড়ে তোলার লক্ষ্যে মার্কিন বিদেশ সচিব জন হে ১৮৯৯ খ্রিস্টাব্দে মুক্তদ্বার (উন্মুক্তদ্বার) নীতি ঘোষণা করেন। এই নীতিতে বলা হয় চিন সমস্ত দেশের কাছেই সমান, তাই চিনে সমস্ত বৈদেশিক রাষ্ট্র সমান বাণিজ্যিক অধিকার ভোগ করবে এবং সমস্ত দেশে একটি নির্দিষ্ট হারে পোত ও বাণিজ্য শুল্ক ধার্য হবে।

অথবা, ‘যোগ্যতম জাতির শ্রেষ্ঠত্ব রক্ষার তত্ত্ব’টির প্রবক্তা কে?

চার্লস ডারউইন

(iv) ভারতের প্রথম ভাইসরয় কে ছিলেন?

লর্ড ক্যানিং

(v) ‘সূর্যাস্ত আইন’ বলতে কী বোঝো?

কর্নওয়ালিশ প্রবর্তিত চিরস্থায়ী বন্দোবস্তের অন্যতম শর্ত ছিল সূর্যাস্ত আইন। এই আইনে বলা হয় বাংলা সালের হিসেবে বছরের শেষ দিনে সূর্যাস্ত হওয়ার আগেই জমিদাররা তাদের বকেয়া রাজস্ব জমা দিতে বাধ্য থাকবে, না হলে তাদের জমিদারি বাজেয়াপ্ত হবে।

অথবা, কবে, কার উদ্যোগে TISCO গঠিত হয়?

১৯০৭ খ্রিস্টাব্দে জামসেদজি টাটার উদ্যোগে

(vi) কে, কত খ্রিস্টাব্দে এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠা করেন?

স্যার উইলিয়াম জোনস ১৭৮৪ খ্রিস্টাব্দে

(vii) কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম উপাচার্য কে ছিলেন?

স্যার জেমস উইলিয়াম কোলভিল

অথবা, শত দিবসের সংস্কার কী?

চিনের সম্রাট কোয়াং সু সে দেশের সংস্কারকদের দাবি মেনে ১৮৯৮ খ্রিস্টাব্দে এক সংস্কার কর্মসূচি ঘোষণা করেন। এই সংস্কারকার্য ১০০ দিন ধরে চলে বলে তা ‘শতদিবসের সংস্কার’ নামে পরিচিত।

(viii) কুয়োমিনতাং দলের প্রতিষ্ঠাতা কে?

সান ইয়াৎ সেন

(ix) মর্লে-মিন্টো সংস্কার আইন কবে পাস হয়?

১৯০৯ খ্রিস্টাব্দে

অথবা, ‘সিমলা দৌত্য’ বা ‘সিমলা ডেপুটেশন’ কী?

মুসলিম নেতা আগা খাঁ-র নেতৃত্বে ৩৫ জন ধনী অভিজাত মুসলিমের একটি প্রতিনিধি দল ১৯০৬ খ্রিস্টাব্দের ১ অক্টোবর সিমলায় বড়লাট লর্ড মিন্টোর সঙ্গে দেখা করেন এবং মুসলিম সম্প্রদায়ের স্বার্থরক্ষার দাবি জানিয়ে একটি স্মারকলিপি জমা দেন। এটি ‘সিমলা ডেপুটেশন’ বা ‘সিমলা দৌত্য’ নামে পরিচিত।

(x) মুসলিম লিগের প্রথম সভাপতি কে ছিলেন?

আগা খান

(xi) ‘রোম-বার্লিন-টোকিয়ো’ অক্ষচুক্তি কী?

দ্বিতীয় বিশ্বযুদ্ধকালে ১৯৪০ খ্রিস্টাব্দে জাপান, ইতালি ও জার্মানি নিজেদের মধ্যে এক চুক্তিতে আবদ্ধ হয়। নিজ নিজ দেশের রাজধানীর নাম অনুসারে সেই চুক্তির নাম হয় রোম-বার্লিন-টোকিও অক্ষ চুক্তি।

(xii) ‘তাম্রলিপ্ত জাতীয় সরকার’ কী?

১৯৪২ খ্রিস্টাব্দে ১৭ ডিসেম্বর তমলুকে অজয় মুখার্জি সুশীল ধাড়া ও সতীশচন্দ্র সামন্তের নেতৃত্বে তাম্রলিপ্ত জাতীয় সরকার গড়ে ওঠে।

অথবা, কবে ও কোথায় নৌবিদ্রোহের সূচনা হয়?

১৯৪৬ খ্রিস্টাব্দের ১৮ ফেব্রুয়ারি বোম্বাইয়ের তলোয়ার জাহাজে

(xiii) ফিদেল কাস্ত্রো কে ছিলেন?

ফিদেল কাস্ত্রো ছিলেন কিউবার জাতীয়তাবাদী নেতা। তার নেতৃত্বে কিউবায় একনায়কতন্ত্রী বাতিস্তা সরকারের বদলে নতুন সরকার প্রতিষ্ঠিত হয়।

(xiv) ‘জোটনিরপেক্ষ নীতি’ কাকে বলে?

দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরবর্তী সময়ে মার্কিন নেতৃত্বাধীন পুঁজিবাদী জোট ও সোভিয়েত নেতৃত্বাধীন সাম্যবাদী জোটের কোনো একটি জোটে যোগ না দিয়ে নিরপেক্ষ থাকার নীতিই হলো জোট নিরপেক্ষ বা নির্জোট নীতি।

(xv) ‘অব-উপনিবেশীকরণ’ শব্দটি কে এবং কবে প্রথম ব্যবহার করেন?

জার্মান বিশেষজ্ঞ মরিৎস জুলিয়াস বন ১৯৩২ খ্রিস্টাব্দে সর্বপ্রথম Decolonisation বা ‘অব-উপনিবেশীকরণ’ শব্দটি ব্যবহার করেন।

(xvi) দক্ষিণ আফ্রিকার প্রথম অশ্বেতাঙ্গ রাষ্ট্রপ্রধানের নাম কী?

নেলসন ম্যান্ডেলা

Leave a Comment