২০২৫ সালের মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষার ইতিহাস বিষয়ে সম্পূর্ণ সিলেবাসের সাজেশন্ ভিত্তিক পিডিএফ নোটস্ নেওয়ার জন্য যোগাযোগ করুণ (দাম প্রতি ক্লাস ৯৯ টাকা)।

👉Chat on WhatsApp

2024 WBHA Test Paper: School Test Question Papers 12 (History)

উচ্চ মাধ্যমিক দ্বাদশ শ্রেণীর 2024 সালের WBHA Test Paper হতে School Test Question Papers 12 (History) প্রশ্নটি সমাধান করা হল।

Test PaperWBHA
Year2024
SubjectHistory
ClassXII
Solved byইতিহাস শিক্ষা কেন্দ্র
School NameChandpara Bani Vidya Bithi School (HS), North 24 Prgs

1. বিকল্প উত্তরগুলির মধ্য থেকে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো: 1×24-24

(i) দক্ষিণারঞ্জন বসুর ছেড়ে আসা গ্রাম একটি – (a) লোককথা (b) স্মৃতিকথা (c) কিংবদন্তি (d) পুরাণ বিষয়ক গ্রন্থ               b

(ii) বৈজ্ঞানিক ইতিহাসচর্চার জনক বলা হয় – (a) থুকিডিডিসকে (b) হেরোডোটাসকে (c) সু-মা-কিয়েনকে (d) ইবন খালদুনকে

(iii) পোর্তুগিজরা ব্ল‍্যাক গোল্ড বলত – (a) কয়লাকে (b) গোলমরিচকে (c) দারুচিনিকে (d) লবঙ্গকে      b

(iv) নতুন বিশ্ব কথাটি প্রথম ব্যবহার করেন – (a) কলম্বাস (b) আমেরিগো ভেসপুচি (c) ক্যাপটেন কুক (d) ম্যাগেলান    b

(v) ভারতের কোন রাজ্যে প্রথম ইংরেজরা রাজনৈতিক আধিপত্য প্রতিষ্ঠা করে?

(a) বোম্বে (b) গুজরাট (c) মাদ্রাজ (d) বাংলা        d

(vi) ‘ভারতের ম্যাকিয়াভেলি’ নামে যিনি পরিচিত ছিলেন – (a) দ্বিতীয় বাজীরাও (b) নানা ফড়নবিশ (c) নারায়ণ রাও (d) রঘুনাথ রাও         b

(vii) স্তম্ভ-ক এর সঙ্গে স্তম্ভ-খ মেলাও:

            স্তম্ভ-ক                          স্তম্ভ-খ

(i) বগ-এর সন্ধি                     (A) 1843 খ্রিস্টাব্দ

(ii) তিয়েনসিনের সন্ধি             (B) 1842 খ্রিস্টাব্দ

(iii) পিকিং-এর সন্ধি               (C) 1860 খ্রিস্টাব্দ

(iv) নানকিং-এর সন্ধি             (D) 1858 খ্রিস্টাব্দ

বিকল্পসমূহ:

(a) (i)-A, (ii)-C, (iii)-D, (iv)-B

(b) (i)-B, (ii)-C, (iii)-D, (iv)-A

(c) (i)-A, (ii)-D, (iii)-C, (iv)-B

(d) (i)-C, (ii)-D, (iii)-B, (iv)-A         c

(viii) রামমোহন রায়কে ‘রাজা’ উপাধি দিয়েছিলেন – (a) লর্ড মিন্টো (b) সম্রাট বাহাদুর শাহ (c) মোগল সম্রাট দ্বিতীয় আকবর (d) রবীন্দ্রনাথ ঠাকুর        c

(ix) ‘লোকহিতবাদী’ নামে পরিচিত – (a) মদনমোহন মালব্য (b) গোপালহরি দেশমুখ (c) কেশবচন্দ্র সেন (d) রামমোহন রায়           b

(x) চিনে 4 মে-র আন্দোলনের নেতৃত্ব দেন – (a) চেন-তু-শিউ (b) চিয়াং কাইশেক (c) সান-ইয়াত সেন (d) কোয়াংসু         a

(xi) ভারতে শ্রমজীবী পত্রিকার সম্পাদক ছিলেন – (a) শশীপদ ব্যানার্জি (b) মতিলাল শীল (c) গান্ধিজি (d) সরোজিনী নাইডু       a

(xii) দ্য ইন্ডিয়ান মুসলমানস গ্রন্থটির রচয়িতা – (a) সৈয়দ আহমদ খান (b) থিয়োডোর বেক (c) উইলিয়াম হান্টার (d) মৌলানা আবুল কালাম আজাদ        c

(xiii) গুজরাটের খেদা জেলার দরিদ্র কৃষক যে নামে পরিচিত ছিল – (a) হরিজন (b) কুনবি (c) পতিদার (d) বর্গাদর       b

(xiv) দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় মার্কিন রাষ্ট্রপতি ছিলেন – (a) উড্রো উইলসন (b) হুভার (c) রুজভেল্ট (d) ট্রুম্যান         c

(xv) ‘আজাদ হিন্দ সরকার’ প্রতিষ্ঠিত হয়েছিল – (a) টোকিয়োতে (b) ব্যাংককে (c) রেঙ্গুনে (d) সিঙ্গাপুরে      d

(xvi) স্তম্ভ-ক এর সঙ্গে স্তম্ভ-খ মেলাও:

       স্তম্ভ-ক                                স্তম্ভ-খ

(i) হিরোশিমা                           (A) জাপান

(ii) থাকিননু                            (B) কুয়োমিনতাং

(iii) পার্লহারবার                     (C) দোবাম অ্যাসোসিয়েশন

(iv) চিয়াং-কাইশেক                (D) মার্কিন যুক্তরাষ্ট্র

বিকল্পসমূহ:

(a) (i)-A, (ii)-C, (iii)-D, (iv)-B

(b) (i)-A, (ii)-B, (iii)-C, (iv)-D

(c) (i)-B, (ii)-A, (iii)-D, (iv)-C

(d) (i)-C, (ii)-B, (iii)-D, (iv)-A             a

(xvii) ফালটন বক্তৃতা দেন – (a) জর্জ কেন্নান (b) মার্শাল (c) ফ্যানন (d) চার্চিল        d

(xvii) মার্শাল প্ল্যান ঘোষিত হয়েছিল – (a) 1944 (b) 1945 (c) 1947 (d) 1948 খ্রিস্টাব্দে      c

(xix) জেনারেল নেগুইব কোন দেশের সেনানায়ক ছিলেন?

(a) মিশর (b) ইজরায়েল (c) আলজেরিয়া (d) লিবিয়া      a

(xx) সুয়েজ খাল জাতীয়করণ করেন – (a) নাসের (b) জেনারেল নেগুইব (c) বুলগানিন (d) টিটো        a

(xxi) বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানের প্রধানমন্ত্রী কে ছিলেন?

(a) মোহম্মদ আলি জিন্নাহ (b) জুলফিকার আলি ভুট্টো (c) ইয়াহিয়া খান (d) নুরুল আমিন         d

(xxii ) ভারতীয় পরিকল্পনা কমিশনের মূল রূপকার কে ছিলেন?

(a) জওহরলাল নেহরু (b) প্রশান্তচন্দ্র মহলানবিশ (c) বল্লভভাই প্যাটেল (d) মেঘনাদ সাহা        a

(xxiii) ভারতে পরিকল্পনা কমিশন কবে গঠিত হয়েছিল? (a) 1949 (b) 1950 (c) 1951 (d) 1952 খ্রিস্টাব্দে      b

(xxiv) SAARC-এর ধারণা কার মস্তিষ্কপ্রসূত?

(a) রাজা বীরেন্দ্র (b) মোরারজি দেশাই (c) ইন্দিরা গান্ধি (d) জিয়াউর রহমান       d

2. নিম্নলিখিত প্রশ্নগুলির সংক্ষেপে উত্তর দাও (বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয় : 1×16=16

(i) বুল-এর নির্দেশনামা কী?

ষোড়শ শতক থেকে শুরু হওয়া সামুদ্রিক অভিযানের প্রথমদিকে স্পেন ও পোর্তুগাল এগিয়ে যায়। এই দুই দেশই বিশ্বের বেশির ভাগ জায়গায় নিজেদের উপনিবেশ গড়ে তুলতে শুরু করে। উপনিবেশ দখলকে কেন্দ্র করেই উভয় দেশের মধ্যে বিরোধ শুরু হয়, যা মেটানোর লক্ষ্যে পোপ ষষ্ঠ আলেকজান্ডার নিজের মুদ্রা আঁকা এক নির্দেশনামা জারি করেন। বিভিন্ন দিক নির্দেশ করা এই নির্দেশনামার একটি দিক ছিল স্পেনের সামুদ্রিক অভিযানের এলাকা স্থির করা। এই নির্দেশনামার নাম ‘পাপাল বুল’ বা বুল-এর নির্দেশনামা।

(ii) বাণিজ্যিক মূলধন বলতে কী বোঝায়?

যে পুঁজি উৎপাদনের পরিবর্তে শুধুমাত্র ব্যাবসাবাণিজ্য চালানোর জন্য ব্যবহার করা হয়, তাকে বাণিজ্যিক পুঁজি বলে। ব্যবসায় অতিরিক্ত মুনাফা লাভ করেই এই ধরনের পুঁজি বৃদ্ধি করা সম্ভব।

(ii) বৈষম্য নীতি কোন দেশে বলবৎ হয়?

দক্ষিণ আফ্রিকা

অথবা, শ্বেতাঙ্গদের বোঝা বলতে কী বোঝানো হয়?

শ্বেতাঙ্গ মানুষদের এশিয়া ও আফ্রিকার অ-শ্বেতাঙ্গ মানুষদের শিক্ষিত ও সভ্য করার যে দায়িত্ব ও দায়বদ্ধতা রয়েছে, তাকে শ্বেতাঙ্গদের বোঝা বলে।

(iv) কোন আইন দ্বারা কলকাতার সুপ্রিমকোর্ট স্থাপিত হয়?

১৭৭৩ খ্রিস্টাব্দের রেগুলেটিং অ্যাক্ট অনুযায়ী ১৭৭৪ খ্রিস্টাব্দে

(v) ভারতে কবে রেলপথ স্থাপিত হয়?

১৮৫৩ খ্রিস্টাব্দে

অথবা, পিকিং কনভেনশন কবে আহূত হয়েছিল?

১৮৬০ খ্রিস্টাব্দে

(vi) ভারতে প্রথম মুদ্রিত সংবাদপত্রের নাম কী? এটি কবে প্রকাশিত হয়?

বেঙ্গল গেজেট ১৭৮০ খ্রিস্টাব্দে

(vii) সত্যশোধক সভার প্রতিষ্ঠাতা কে?

জ্যোতিবা ফুলে

(viii) ভাইকম সত্যাগ্রহ কে শুরু করেন?

কেশব মেনন

অথবা, কবে এবং কেন স্যাডলার কমিশন গঠিত হয়?

১৯১৭ সালে স্যার মাইকেল স্যাডলারের নেতৃত্বে স্যাডলার কমিশন গঠিত হয়। ভারতে পাশ্চাত্য শিক্ষার প্রসার ও উচ্চশিক্ষার উন্নতিকল্পে ব্রিটিশ সরকার এই কমিশন গঠন করে।

(ix) স্বরাজ্য দল কে প্রতিষ্ঠা করেন?

চিত্তরঞ্জন দাশ

(x) কবে এবং কেন সাইমন কমিশন গঠিত হয়েছিল?

১৯২৭ খ্রিস্টাব্দে ভারতের নতুন সংবিধান রচনার উদ্দেশ্যে সাইমন কমিশন গঠিত হয়েছিল।

অথবা, ভারতে খিলাফৎ আন্দোলনের দুজন নেতার নাম লেখো।

শওকত আলী ও মহম্মদ আলী

(xi) মিউনিখ চুক্তি কত খ্রিস্টাব্দে এবং কোন কোন রাষ্ট্রসমূহের দ্বারা স্বাক্ষরিত হয়েছিল?

মিউনিখ চুক্তি ১৯৩৮ খ্রিস্টাব্দে মুসোলিনীর মধ্যস্থতায় ইংল্যান্ড, ফ্রান্স ও জার্মানির মধ্যে স্বাক্ষরিত হয়েছিল।

(xii) লিনলিথগো প্রস্তাব কবে ঘোষিত হয়?

৮ আগস্ট ১৯৪০ খ্রিস্টাব্দে

অথবা, রশিদ আলি দিবস কবে এবং কেন পালিত হয়েছিল?

আজাদ হিন্দ বাহিনীর ক্যাপ্টেন রশিদ আলী কে বিচারে সাত বছর সাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। এর প্রতিক্রিয়া হিসেবে ১১ই ফেব্রুয়ারি কলকাতায় ব্যাপক ছাত্র ধর্মঘট এবং ১২ ফেব্রুয়ারি সাধারণ ধর্মঘট পালিত হয়, যা রশিদ আলী দিবস নামে পরিচিত।

(xiii) গ্লাসনস্ত কী?

সোভিয়েত রাষ্ট্রপ্রধান মিখাইল গর্বাচেভ প্রবর্তিত ‘গ্লাসনস্ত’ শব্দটির অর্থ হল ‘মুক্ত মন’। এর দ্বারা রাশিয়ায় রাজনৈতিক, সামাজিক, অর্থনৈতিক সকল ক্ষেত্রেই স্বাধীন ও মুক্ত আলোচনার কথা বলা হয়।

(xiv) পেরেস্ত্রৈকা কী?

সোভিয়েত রাষ্ট্রপ্রধান মিখাইল গর্বাচেভ প্রবর্তিত পেরেস্ত্রৈকার অর্থ হল ‘অর্থনৈতিক পুনর্গঠন’। এই নীতিতে পরিস্থিতির সঙ্গে সংগতি রেখে রাষ্ট্রের অর্থনৈতিক পরিকল্পনা গ্রহণের কথা বলা হয়।

অথবা, আধুনিক চিনের জনক কে?

সান ইয়াৎ সেন

(xv) স্বাধীন আলজেরিয়ার প্রথম রাষ্ট্রপতি কে?

আহম্মদ বেন বেল্লা

(xvi) হোমি জাহাঙ্গির ভাবা কে ছিলেন?

জওহরলাল নেহেরুর শাসনকালে হোমি জাহাঙ্গীর ভাবা ছিলেন ভারতের পরমাণু গবেষণা বিষয়ে প্রধান উপদেষ্টা। তার সভাপতিত্বে ১৯৪৮ খ্রিস্টাব্দে ভারতের শক্তি কমিশন প্রতিষ্ঠিত হয়।

অথবা, নেহেরু-মহলানবিশ মডেল বলতে কী বোঝো? 

ভারতের প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুর অর্থনৈতিক ক্ষেত্রে সামাজিক কল্যাণসাধন এবং বেসরকারি উদ্যোগের আদর্শকে বাস্তবায়িত করার উদ্দেশ্যে পরিসংখ্যানবিদ প্রশান্তচন্দ্র মহলানবিশ ১৯৫৫ খ্রিস্টাব্দে দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনার একটি রূপরেখা বা মডেল তৈরি করেন। প্রধানমন্ত্রী নেহরু কিছু সংশোধনের পর এই মডেল প্রয়োগ করেন। এটিই ‘নেহরু-মহলানবিশ মডেল’ নামে পরিচিত।

অথবা, মিশ্র অর্থনীতি বলতে কী বোঝো?

যে অর্থনৈতিক কর্মসূচিতে সরকারি উদ্যোগের পাশাপাশি বেসরকারি উদ্যোগের অস্তিত্ব থাকে তাকে মিশ্র অর্থনীতি বলে।

অথবা, সার্ক কী

দক্ষিণ এশিয়ায় আঞ্চলিক সহযোগিতা বৃদ্ধির উদ্দেশ্যে ভারত, বাংলাদেশ, পাকিস্তান, নেপাল, ভুটান, শ্রীলঙ্কা ও মালদ্বীপ ১৯৮৫ খ্রিস্টাব্দে বাংলাদেশের রাজধানী ঢাকায় একটি আন্তর্জাতিক সহযোগিতা সংস্থা গড়ে তোলে। এটি দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থা বা সার্ক নামে পরিচিত।

Leave a Comment