উচ্চ মাধ্যমিক দ্বাদশ শ্রেণীর 2024 সালের WBHA Test Paper হতে School Test Question Papers 13 (History) প্রশ্নটি সমাধান করা হল।
Test Paper | WBHA |
Year | 2024 |
Subject | History |
Class | XII |
Solved by | ইতিহাস শিক্ষা কেন্দ্র |
School Name | Somenagar Ramkrishna Vidyamandir (HS), Hooghly |
1. বিকল্প উত্তরগুলির মধ্য থেকে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো:1×24-24
(i) “ইতিহাস একটি বিজ্ঞান, এর বেশিও নয়, কমও নয়”- উক্তিটি করেছেন – (a) র্যাংকে (b) বিউরি (c) ই এইচ কার (d) জেমস মিল b
(ii) দক্ষিণারঞ্জন বসু ছেড়ে আসা গ্রাম একটি – (a) লোককথা (b) স্মৃতিকথা (c) কিংবদন্তী (d) পুরাণ বিষয়ক গ্রন্থ b
(iii) পৃথিবীর প্রাচীনতম জাদুঘর হল – (a) ভারতীয় জাদুঘর (চ) ল্যুভর মিউজিয়াম (c) ব্রিটিশ মিউজিয়াম (d) এননিগালডি-নান্নার জাদুঘর d
(iv) বাংলার প্রথম ব্রিটিশ গভর্নর জেনারেল ছিলেন – (a) রবার্ট ক্লাইভ (b) ওয়ারেন হেস্টিংস (c) স্যার জন শ্যোর (d) লর্ড কর্নওয়ালিশ a
(v) নানকিংয়ের সন্ধি (1942 খ্রি.) স্বাক্ষরিত হয় – (a) চিন ও ইংল্যান্ডের মধ্যে (b) চিন ও জাপানের মধ্যে (c) চিন ও ফ্রান্সের মধ্যে (d) চিন ও রাশিয়ার মধ্যে a
(vi) চিনে 4 মে আন্দোলনে নেতৃত্ব দেন – (a) চেন-তু-শিউ (b) চিয়াং কাইশেক (c) সান-ইয়াৎ-সেন (d) কোয়াংশু a
(vii) ভারতের প্রথম ট্রেড ইউনিয়ন হল – (a) নিখিল ভারত ট্রেড ইউনিয়ন কংগ্রেস (b) মাদ্রাজ লেবার ইউনিয়ন (c) গিরনি কামগার ইউনিয়ন (d) ইন্ডিয়ান ট্রেড ইউনিয়ন ফেডারেশন b
(viii) মন্ত্রী মিশন ভারতে এসেছিল – (a) 1942 (b) 1944 (c) 1945 (d) 1946 খ্রিস্টাব্দে d
(ix) আজাদ হিন্দ বাহিনী সর্বপ্রথম ভারতে যে শহরটি দখল করেছিল, সেটি হল – (a) আইজল (b) দিসপুর (c) ইম্ফল (d) কোহিমা d
(x) স্তম্ভ-ক এর সঙ্গে স্তম্ভ-খ মেলাও :
স্তম্ভ-ক
(i) ইন্দোনেশিয়া (A) ক্লিমেট এটলি
(ii) জাপান (B) থিয়োডর রুজভেল্ট
(iii) ইংল্যান্ড (C) ড. সুকর্ন
(iv) আমেরিকা যুক্তরাষ্ট্র (D) হিদেকি তেজো
বিকল্পসমূহ:
(a) (i)-B, (ii)-C, (iii)-D, (iv)-A
(b) (i)-C, (ii)-A, (iii)-D, (iv)-B
(c) (i)-C, (ii)-D, (iii)-A, (iv)-B
(d) (i)-A, (ii)-B, (iii)-C, (iv)-D c
(xi) কুখ্যাত জালিয়ানওয়ালাবাগ হত্যাকান্ড কোথায় সংঘটিত হয়েছিল?
(a) সাহারানপুর (b) অমৃতসর (c) দিল্লি (d) শ্রীনগর a
(xii) এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠিত হয় – (a) 1774 (b) 1784 (c) 1794 (d) 1804 খ্রিস্টাব্দে b
(xiii) রাজতরঙ্গিণীর রচয়িতা ছিলেন – (a) বিলহন (b) কলহন (c) বাণভট্ট (d) কালিদাস b
(xiv) রায়তওয়ারি বন্দোবস্ত প্রবর্তিত হয়েছিল – (a) পাঞ্জাবে (b) দক্ষিণ ভারতে (c) বিহারে (d) বাংলায় b
(xv) দ্য ইন্ডিয়ান মুসলমানস্ গ্রন্থটির রচয়িতা – (a) সৈয়দ আহমেদ খান (b) থিয়োডর বেক (c) উইলিয়াম হান্টার (d) মৌলানা আবুল কালাম আজাদ c
(xvi) তত্ত্ববোধিনী পত্রিকার প্রথম সম্পাদক ছিলেন – (a) মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর (b) কেশবচন্দ্র সেন (c) অক্ষয় কুমার দত্ত (d) হরিশচন্দ্র মুখোপাধ্যায় a
(xvii) দিয়েন-বিয়েন ফু-র যুদ্ধে জয়ী হয় – (a) ভিয়েতনাম (b) ফ্রান্স (c) ইন্দোনেশিয়া (d) ব্রিটেন a
(xviii) ফুলটন বক্তৃতা দেন – (a) জর্জ কেন্নান (b) মার্শাল (c) ফ্যানন (d) চার্চিল d
(xix) বাংলাদেশ মুক্তিযুদ্ধের প্রধান নেতা ছিলেন – (a) শেখ মুজিবর রহমান (b) শহিদুল্লা (c) জিয়াউল হক (d) সুরাবর্দি a
(xx ) ইয়ম কিপুর যুদ্ধ কাদের মধ্যে সংঘটিত হয়েছিল?
(a) সিরিয়া ও মিশর (b) আরব ও ইজরায়েল (c) আরব ও সিরিয়া (d) আরব ও আমেরিকা b
(xxi) প্যাট্রিক লুমুম্বা কোন দেশের প্রধানমন্ত্রী ছিলেন?
(a) ঘানা (b) কঙ্গো (c) জামাইকা (d) মাল্টা b
(xxii) সুয়েজ খাল জাতীয়করণ করেন – (a) নাসের (b) জেনারেল নেগুইব (c) বুলগানিন (d) টিটো a
(xxiii) স্তম্ভ-ক-এর সঙ্গে স্তম্ভ-খ মেলাও:
স্তম্ভ-ক স্তম্ভ-খ
(i) ব্রাহ্মসমাজ (A) মহাদেব গোবিন্দ রানাডে
(ii) আর্যসমাজ (B) স্বামী দয়ানন্দ সরস্বতী
(iii) প্রার্থনাসমাজ (C) রাজা রামমোহন রায়
(iv) সত্যশোধকসমাজ (D) জ্যোতিবা ফুলে
বিকল্পসমূহ:
(a) (i)-D, (ii)-B, (iii)-C, (iv)-A
(b) (i)-C, (ii)-A, (iii)-D, (iv)-B
(c) (i)-C, (ii)-B, (iii)-A, (iv)-D
(d) (i)-B, (ii)-C, (iii)-A, (iv)-D c
(xxiv) 1951 খ্রিস্টাব্দে প্রথম ইন্ডিয়ান ইন্সটিটিউট অব টেকনোলজি স্থাপিত হয় – (a) শিবপুরে (b) কানপুরে (c) যাদবপুরে (d) খড়গপুরে d
2. নিম্নলিখিত প্রশ্নগুলির সংক্ষেপে উত্তর দাও (বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয় : 1×16=16
(i) রেগুলেটিং অ্যাক্ট কবে পাশ হয়েছিল?
১৭৭৩ খ্রিস্টাব্দে
অথবা, কলকাতা সুপ্রিমকোর্টের প্রথম প্রধান বিচারপতি কে ছিলেন?
স্যার এলিজা ইম্পে
(ii) কর্নওয়ালিশ কোড কী?
ভারতের বড়োলাট লর্ড কর্নওয়ালিশ এদেশে কোম্পানির কর্মচারীদের দুর্নীতি দমন ও দক্ষতা বৃদ্ধির উদ্দেশ্যে ১৭৯৩ খ্রিস্টাব্দে বিভিন্ন নীতি ও কর্ম পদ্ধতি প্রবর্তন করেন। এই কর্ম পদ্ধতি কর্নওয়ালিশ কোড নামে পরিচিত।
অথবা, সূর্যাস্ত আইন কী?
লর্ড কর্নওয়ালিশ প্রবর্তিত চিরস্থায়ী বন্দোবস্তের অন্যতম শর্ত ছিল সূর্যাস্ত আইন। এই আইনে বলা হয় বাংলা সালের হিসেবে বছরের শেষ দিনে সূর্যাস্ত হওয়ার আগেই জমিদাররা তাদের বকেয়া রাজস্ব জমা দিতে বাধ্য থাকবে, না হলে তাদের জমিদারি বাজেয়াপ্ত হবে।
(iii) আলিনগরের সন্ধি কাদের মধ্যে স্বাক্ষরিত হয়েছিল?
১৭৫৭ খ্রিস্টাব্দের ৯ই ফেব্রুয়ারি ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি ও বাংলার নবাব সিরাজউদ্দৌলার মধ্যে
অথবা, সলবাইয়ের সন্ধি কাদের মধ্যে স্বাক্ষরিত হয়েছিল?
১৭৮২ খ্রিস্টাব্দে ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি ও মারাঠাদের মধ্যে
(iv) হিন্দু কলেজের বর্তমান নাম কী?
প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়
অথবা, কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম উপাচার্য কে ছিলেন?
স্যার জেমস উইলিয়াম কোলভিল
(v) চুঁইয়ে পড়া নীতি কী?
কমিটি অব পাবলিক ইনস্ট্রাকশনের সভাপতি মেকলে বলেন যে, ভারতে উচ্চ ও মধ্যবিত্ত শ্রেণির মধ্যে শিক্ষার প্রসার ঘটলে তা মধ্যবিত্তদের মাধ্যমে ক্রমে সাধারণ জনগণের মধ্যে ছড়িয়ে পড়বে। মেকলের এই পরিকল্পিত নীতি চুঁইয়ে পড়া নীতি বা ক্রমনিম্ন পরিশ্রুত নীতি নামে পরিচিত।
অথবা, উডের ডেসপ্যাচ কী?
ভারতে ব্রিটিশ সরকারের বোর্ড অব কন্ট্রোলের সভাপতি চার্লস উড ১৮৫৪ খ্রিস্টাব্দে শিক্ষা সংক্রান্ত এক নির্দেশনামা প্রকাশ করেন, যা উডের ডেসপ্যাচ নামে পরিচিত। এই নির্দেশনামা অনুসারে আধুনিক ভারতের শিক্ষা ব্যবস্থা গড়ে উঠেছে।
(vi) 1813 খ্রিস্টাব্দে সনদ আইনের গুরুত্ব কী ছিল?
১৮১৩ সালের সনদ আইন দ্বারা ভারতে ইস্ট ইন্ডিয়া কোম্পানির একচেটিয়া বাণিজ্যের অধিকার বন্ধ হয়ে যায় এবং ভারতীয় শিক্ষা খাতে বার্ষিক ১ লক্ষ টাকা ব্যয়ের সিদ্ধান্ত নেওয়া হয়।
অথবা, ভারতে কবে, কোথায় প্রথম রেলপথ স্থাপিত হয়?
১৮৫৩ খ্রিস্টাব্দে মহারাষ্ট্রের থানে থেকে বোম্বাই পর্যন্ত।
(vii) ভাইকম সত্যাগ্রহ কী?
দক্ষিণ ভারতে কেরালায় নিম্নবর্গের হিন্দুদের প্রতি অস্পৃশ্যতার মনোভাব দেখানো এবং তাদের মন্দিরে প্রবেশ করতে না দেওয়ার প্রতিবাদে যে আন্দোলন শুরু হয় তার নাম ভাইকাম সত্যাগ্রহ।
অথবা, কে, কবে রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠা করেন?
স্বামী বিবেকানন্দ ১৮৯৭ খ্রিস্টাব্দে
(viii) তাম্রলিপ্ত জাতীয় সরকারের সর্বাধিনায়ক কে ছিলেন?
সতীশচন্দ্র সামন্ত
অথবা, রশিদ আলি দিবস কবে পালিত হয়েছিল?
১৯৪৬ খ্রিস্টাব্দের ১২ ফেব্রুয়ারি
(ix) ভারতীয়রা সাইমন কমিশন বর্জন করেছিল কেন?
ভারতবাসীর শাসনতান্ত্রিক ও সাংবিধানিক সংস্কারের জন্য গঠিত সাইমন কমিশনে কোনো ভারতীয় সদস্য না থাকায় এবং নিজেদের জন্য কতটা শাসন সংস্কারের প্রয়োজন তা নির্ধারণের সুযোগ থেকে বঞ্চিত হওয়ায় ভারতীয়রা সাইমন কমিশন বর্জন করেছিল।
অথবা, সিমলা দৌত্য কী?
মুসলিম নেতা আগা খানের নেতৃত্বে ৩৫ জন ধনী অভিজাত মুসলিমের একটি প্রতিনিধি দল ১৯০৬ খ্রিস্টাব্দের ১ অক্টোবর সিমলায় বড়লাট লর্ড মিন্টোর সঙ্গে দেখা করেন এবং মুসলিম সম্প্রদায়ের স্বার্থ রক্ষার দাবি জানিয়ে একটি স্মারকলিপি জমা দেন। এটি সিমলা ডেপুটেশন বা সিমলা দৌত্য নামে পরিচিত।
(x) শতদিবসের সংস্কার কী?
চিনের সম্রাট কোয়াং সু দেশের সংস্কারের দাবি মেনে ১৮৯৮ খ্রিস্টাব্দে এক সংস্কার কর্মসূচি ঘোষণা করেন। এই সংস্কাকার্য ১০০ দিন ধরে চলে বলে তা শতদিবসের সংস্কার নামে পরিচিত।
অথবা, কবে এবং কেন তাইপিং বিদ্রোহ সংঘটিত হয়?
১৮৫১-৫৪ সালে চীনে বিদেশিদের শোষনের হাত থেকে রক্ষার জন্য তাইপিং বিদ্রোহ সংঘটিত হয়।
(xi) কুয়ো-মিন-তাং দলের প্রতিষ্ঠাতা কে?
সান ইয়াৎ সেন
অথবা, পিকিং কনভেনশন কবে আহূত হয়েছিল?
১৮৬০ খ্রিস্টাব্দে
(xii) হোমি জাহাঙ্গির ভাবা কে ছিলেন?
জওহরলাল নেহেরুর শাসনকালে হোমি জাহাঙ্গীর ভাবা ছিলেন ভারতের পরমাণু গবেষণা বিষয়ে প্রধান উপদেষ্টা। তার সভাপতিত্বে ১৯৪৮ খ্রিস্টাব্দে ভারতের শক্তি কমিশন প্রতিষ্ঠিত হয়।
অথবা, ভারতের পরিকল্পনা কমিশনের প্রথম চেয়ারম্যান কে ছিলেন?
জওহরলাল নেহেরু
(xiii) বেষ্টনী নীতি কী?
রাশিয়ায় কর্মরত মার্কিন রাষ্ট্রদূত জর্জ এফ কেন্নান এক প্রবন্ধে সোভিয়েত রাশিয়ার আক্রমণাত্মক নীতি প্রতিহত করার এবং সোভিয়েত প্রভাবকে সীমাবদ্ধ রাখার যে নীতি পেশ করেন তা কেন্নানের বেষ্টনী নীতি নামে পরিচিত।
অথবা, ‘এশিয়া এশিয়াবাসীদের জন্য’-এই শ্লোগানের উদ্দেশ্য কী ছিল?
এই ঘোষণার দ্বারা জাপান এশিয়াকে বিদেশি সাম্রাজ্যবাদের কবল থেকে মুক্ত রাখতে এবং সেই সুযোগে নিজ সাম্রাজ্যের বিস্তার ঘটাতে চেয়েছিল।
(xiv) প্রথম নির্জোট সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়েছিল?
যুগোস্লভিয়ার বেলগ্ৰেড শহরে
অথবা, ন্যাটো (NATO)-এর পুরো কথা কী?
নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশন
(xv) ইন্দোনেশিয়া কবে স্বাধীনতা লাভ করে?
১৯৪৯ খ্রিস্টাব্দে
অথবা, কবে ভিয়েতনাম গণতান্ত্রিক প্রজাতন্ত্র স্থাপিত হয়?
১৯৫৪ খ্রিস্টাব্দে
(xvi) ফিদেল কাস্ত্রো কে ছিলেন?
ফিদেল কাস্ত্রো ছিলেন কিউবার জাতীয়তাবাদী নেতা। তার নেতৃত্বে কিউবায় একনায়কতন্ত্রী বাতিস্তা সরকারের বদলে নতুন সরকার প্রতিষ্ঠিত হয়।
অথবা, প্যালেস্টাইন মুক্তি মোর্চা (PLO)-এর সংগঠক কে ছিলেন?
ইয়াসের আরাফাত