2024 WBHA Test Paper: School Test Question Papers 2 (History)

উচ্চ মাধ্যমিক দ্বাদশ শ্রেণীর 2024 সালের WBHA Test Paper হতে School Test Question Papers 2 (History) প্রশ্নটি সমাধান করা হল।

Test PaperWBHA
Year2024
SubjectHistory
ClassXII
Solved byইতিহাস শিক্ষা কেন্দ্র
School NameTarakeswar High School (HS), Hooghly

1. বিকল্প উত্তরগুলির মধ্য থেকে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো: 1×24-24

(i) ভারতীয় জাদুঘর প্রতিষ্ঠিত হয় – (a) 1814 (b) 1815 (c) 1914 (d) 1915 খ্রিস্টাব্দে        a

(ii) বৈজ্ঞানিক ইতিহাসচর্চার জনক কে? (a) থুকিডিডিস (b) হেরোডোটাস (c) সু-মা-কিয়েন (d) ইবন খালদুন      a

(iii) আফ্রিকাতে প্রথম উপনিবেশ স্থাপন করেছিল – (a) ইংরেজরা (b) ফরাসিরা (c) পোর্তুগিজরা (d) ওলন্দাজরা      d

(iv) বিশ্বরাজনীতি তত্ত্বের জনক ছিলেন – (a) জার্মানির সম্রাট কাইজার দ্বিতীয় উইলিয়াম (b) বেলজিয়ামের রাজা লিয়োপোল্ড (c) ফরাসিরাজ তৃতীয় নেপোলিয়ন (d) কোনোটিই নয়          a

(v) Poverty and un-British Rule in India গ্রন্থের লেখক – (a) দাদাভাই নওরোজি (b) সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় (c) যদুনাথ সরকার (d) রজনীপাম দত্ত           a

(vi) ইস্ট ইন্ডিয়া কোম্পানি ভারতে ‘এজেন্সি প্রথা’ প্রবর্তন করে – (a) 1752 খ্রিস্টাব্দে (b) 1753 খ্রিস্টাব্দে (c) 1852 খ্রিস্টাব্দে (d) 1853 খ্রিস্টাব্দে       b

(vii) নীচের কোন অঞ্চলটি ফরাসিদের বাণিজ্যকেন্দ্র ছিল না? (a) পন্ডিচেরি (b) চন্দননগর (c) বেসিন (d) মাহে   c

(viii) স্তম্ভ-ক এর সঙ্গে স্তম্ভ-খ মেলাও:

         স্তম্ভ-ক                                        স্তম্ভ-খ

(i) স্কুল বুক সোসাইটি                   (A) উইলিয়াম জোনস

(ii) এশিয়াটিক সোসাইটি             (B) ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর

(iii) ফোর্ট উইলিয়াম কলেজ          (C) ডেভিড হেয়ার

(iv) মেট্রোপলিটন ইন্সটিটিউশন       (D) লর্ড ওয়েলেসলি  

বিকল্পসমূহ:

(a) (i)-C, (ii)-A, (iii)-D, (iv)-B

(b) (i)-A. (ii)-C, (iii)-B, (iv)-D

(c) (i)-C, (ii)-B, (iii)-D, (iv)-A

(d) (i)-B, (ii)-A, (iii)-C. (iv)-D        a

(ix) অ্যাকাডেমিক অ্যাসোসিয়েশন এর মুখপত্র ছিল – (a) এথেনিয়াম (b) পার্থেনন (c) এনকোয়ারার (d) জ্ঞানান্বেষণ     a

(x) জাস্টিস পার্টি স্থাপিত হয় – (a) 1817 (b) 1917 (c) 1617 (d) 1717 খ্রিস্টাব্দে       b

(xi) মুসলিম লিগের প্রতিষ্ঠাতা হলেন – (a) আগা খাঁ (b) সলিমউল্লাহ (c) মোহম্মদও (d) সৈয়দ আহমেদ       b

(xii) ‘বিভাজন ও শাসননীতি’ ভারতে প্রথম চালু করেন – জিন্নাহ (a) লর্ড ওয়েলেসলি (b) লর্ড ক্যানিং (c) আর ম্যাকডোনাল্ড (d) জন লরেন্স      d

(xiii) 1919 খ্রিস্টাব্দে ভারতের ভাইসরয় ছিলেন – (a) মন্টেগু (b) চেমসফোর্ড (c) লর্ড কার্জন (d) লর্ড মিন্টো      b

(xiv) নেতাজি সুভাষচন্দ্র বসু ভারত ত্যাগ করেন -(a) 1941 (b) 1942 (c) 1946 (d) 1944 খ্রিস্টাব্দে      a

(xv) ভারতের অন্তর্বর্তী সরকার কার নেতৃত্বে গঠিত হয়েছিল? (a) জওহরলাল নেহরু (b) গান্ধিজি (c) নেতাজি সুভাষচন্দ্র বসু (d) রাজেন্দ্র প্রসাদ         a

(xvi) স্তম্ভ-ক-এর সঙ্গে স্তম্ভ-খ মেলাও:

        স্তম্ভ-ক                                       স্তম্ভ-খ

(i) মন্ত্রী মিশন                            (A) 1940 খ্রিস্টাব্দ

(ii) আজাদ হিন্দ সরকার             (B) 1945 খ্রিস্টাব্দ

(iii) লিনলিথগো প্রস্তাব                (C) 1943 খ্রিস্টাব্দ

(iv) ওয়াভেল পরিকল্পনা              (D) 1946 খ্রিস্টাব্দ

বিকল্পসমূহ:

(a) (i)-D, (ii)-C, (iii)-A, (iv)-B

(b) (i)-A, (ii)-C, (iii)-B, (iv)-D

(c) (i)-D, (ii)-C, (iii)-B, (iv)-A

(d) (i)-D, (ii)-B, (iii)-C, (iv)-A

a

(xvii) NATO গঠিত হয়েছিল – (a) 1948 (b) 1949 (c) 1950 (d) 1951 খ্রিস্টাব্দে           b

(xviii) স্বাধীন ইজরায়েলের প্রথম রাষ্ট্রপতি – (a) থিয়োডোর হারজল (b) লিয়োন পিয়ান্সকার (c) ড. ওয়েইজম্যান (d) ডেভিড বেন গুরিয়ন          c

(xix) হ্যারি ট্রুম্যান ছিলেন- (a) মার্কিন সেনাপতি (b) মার্কিন বিদেশমন্ত্রী (c) মার্কিন প্রধানমন্ত্রী (d) মার্কিন রাষ্ট্রপতি       d

(xx) ঠান্ডা লড়াইয়ের উদ্ভব হয় – (a) প্রথম বিশ্বযুদ্ধের পর (b) দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর (c) দ্বিতীয় বিশ্বযুদ্ধের পূর্বে (d) দাঁতাত রাজনীতির পর           b

(xxi) ভারতের প্রথম পারমাণবিক শক্তি কমিশনের চেয়ারম্যান – (a) হোমি জাহাঙ্গির ভাবা (b) মেঘনাদ সাহা (c) প্রশান্তচন্দ্র মহলানবিশ (d) সুরেন্দ্রনাথ বসু           a

(xxii) নিয়ন্ত্রিত গণতন্ত্রের ধারণাটি কোন ব্যক্তির সঙ্গে সম্পর্কযুক্ত? (a) নেহরু (b) হো-চি-মিন (c) সুকর্ন (d) সুহার্তো          c

(xxiii) বেলুচিস্তানের কসাই বলা হত – (a) ইয়াহিয়া খানকে (b) টিক্কা খানকে (c) জুলফিকার আলি ভুট্টোকে (d) আতাউর রহমানকে        b

(xxiv) আলজেরিয়ায় উপনিবেশ ছিল – (a) ফ্রান্সের (b) ব্রিটেনের (c) বেলজিয়ামের (d) হল্যান্ডের        a

2. নিম্নলিখিত প্রশ্নগুলির সংক্ষেপে উত্তর দাও (বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়): 1×16=16

(i) মার্শাল পরিকল্পনা কী?

১৯৪৭ খ্রিস্টাব্দের ৫ জুন আমেরিকার হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে এক বক্তৃতায় আমেরিকার বিদেশমন্ত্রী জর্জ সি. মার্শাল যুদ্ধবিধ্বস্ত ইউরোপে আর্থিক পুনরুজ্জীবনের লক্ষ্যে এক পরিকল্পনা পেশ করেন, যা মার্শাল পরিকল্পনা নামে পরিচিত।

(ii) সি আর ফর্মুলা কী?

ভারতের অখন্ডতা রক্ষা ও রাজনৈতিক অচলাবস্থা দূর করার জন্য কংগ্রেস ও মুসলিম লীগের মধ্যে যে সমাধান সূত্র চক্রবর্তী রাজা গোপালাচারী তৈরি করেন, তার নাম সি. আর ফর্মুলা।

অথবা, সুভাষচন্দ্র বসু কাকে পূর্ব এশিয়ায় ভারতের স্বাধীনতা আন্দোলনের জনক বলে অভিহিত করেন?

রাসবিহারী বসু

(iii) সিমলা সাক্ষাৎকারের প্রতিনিধি দলের নেতৃত্ব কে দেন?

আগা খান।

অথবা, ভারতীয়রা সাইমন কমিশন বর্জন করেছিল কেন?

শাসনতান্ত্রিক ও সাংবিধানিক সংস্কারের জন্য গঠিত সাইমন কমিশনে কোনাে ভারতীয় সদস্য না থাকায় এবং নিজেদের জন্য কতটা শাসন সংস্কারের প্রয়ােজন, তা নির্ধারণের সুযােগ থেকে বঞ্চিত হওয়ায় ভারতীয়রা সাইমন কমিশন বর্জন করেছিলেন।

(iv) ক্যান্টন বাণিজ্য কাকে বলে?

চিনা আদালত ১৭৫৯ খ্রিস্টাব্দে এক নির্দেশনামার দ্বারা শুধু ক্যান্টন বন্দরকেই বিদেশি বাণিজ্যের জন্য খুলে দেয়। এভাবে ক্যান্টন বন্দরকে কেন্দ্র করে চিনে বিদেশিদের এক-বন্দরকেন্দ্রিক যে বাণিজ্য প্রথার সূচনা হয় তা ‘ক্যান্টন বাণিজ্য প্রথা’ নামে পরিচিত।

অথবা, ভারতে কবে প্রথম রেলপথ স্থাপিত হয়?

১৮৫৩ খ্রিস্টাব্দে

(v) কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম উপাচার্য কে ছিলেন?

স্যার জেমস উইলিয়াম কোলভিল

(vi) সাম্রাজ্যবাদ বলতে কী বোঝো?

কোনো রাষ্ট্র বা জাতির ওপর অন্য কোনো শক্তিশালী রাষ্ট্রের অর্থনৈতিক বা রাজনৈতিক নিয়ন্ত্রণ প্রতিষ্ঠাই হল সাম্রাজ্যবাদ।

(vii) কত খ্রিস্টাব্দে আমেরিকা যুক্তরাষ্ট্র গঠিত হয়?

১৭৭৬ খ্রিস্টাব্দে

(viii) তৃতীয় বিশ্ব কী?

দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরবর্তী কালে স্বাধীনতা প্রাপ্ত এশিয়া, আফ্রিকা ও লাতিন আমেরিকার দেশ গুলিকে তৃতীয় বিশ্ব বা তৃতীয় বিশ্বের দেশ বলা হয়।

(ix) অর্থনৈতিক উদারীকরণ নীতি ভারতের কোন প্রধানমন্ত্রীর আমলো হয়?

পি ভি নরসিমা রাও।

(x) জেনেভা সম্মেলন কেন ডাকা হয়?

দিয়েন বিয়েন ফু’র যুদ্ধে ভিয়েতমিন সেনাপতি জেনারেল নগুয়েন গিয়াপের কাছে ফরাসি সেনাপতি নেভারের চূড়ান্ত পরাজয়ের পর ভিয়েতনাম সমস্যা সমাধানের উদ্দেশ্যে ৮ মে ১৮৫৪ সালে জেনেভা সম্মেলন ডাকা হয়।

অথবা, প্রথম নির্জেটি সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়েছিল?

যুগোস্লাভিয়ার বেলগ্ৰেড শহরে।

(xi) কবে ভিয়েতনাম গণতান্ত্রিক প্রজাতন্ত্র স্থাপিত হয়?

১৯৪৫ খ্রিস্টাব্দে

(xii) পুনা চুক্তি কত খ্রিস্টাব্দে স্বাক্ষরিত হয়?

১৯৩২ খ্রিস্টাব্দে

অথবা, বিশ শতকে বাংলায় কবে মন্বন্তর হয়েছিল?

১৯৪৩ খ্রিস্টাব্দে ১৩৫০ বঙ্গাব্দে

(xiv) চার্লস উড কে ছিলেন?

স্যার চার্লস উড ছিলেন বোর্ড অফ কন্ট্রোলের সভাপতি। ১৮৫৪ সালে তিনি তাঁর শিক্ষা সংক্রান্ত নির্দেশনামা জারি করেন। এই নির্দেশনামা উডের ডেসপ্যাচ নামে পরিচিত।

(xiii) আর্য সমাজ কবে প্রতিষ্ঠিত হয়েছিল?

১৮৭৫ খ্রিস্টাব্দে

অথবা, রামকৃষ্ণ মিশন কবে প্রতিষ্ঠিত হয়েছিল?

১৮৯৭ খ্রিস্টাব্দে

(xv) ভারতের সুপ্রিমকোর্টের প্রথম প্রধান বিচারপতি কে ছিলেন?

স্যার এলিজা ইম্পে

অথবা, সূর্যাস্ত আইন কী?

কর্নওয়ালিশ প্রবর্তিত চিরস্থায়ী বন্দোবস্তের অন্যতম শর্ত ছিল সূর্যাস্ত আইন। এই আইনে বলা হয় বাংলা সালের হিসেবে বছরের শেষ দিনে সূর্যাস্ত হওয়ার আগেই জমিদাররা তাদের বকেয়া রাজস্ব জমা দিতে বাধ্য থাকবে, না হলে তাদের জমিদারি বাজেয়াপ্ত হবে।

(xvi) ভাস্কো-দা-গামা কবে ভারতে আসেন?

১৪৯৮ খ্রিস্টাব্দে

অথবা, বাণিজ্যিক মূলধন বলতে কী বোঝো

যে পুঁজি বা মূলধন উৎপাদনের পরিবর্তে শুধুমাত্র ব্যবসা-বাণিজ্য চালানোর জন্য ব্যবহার করা হয় তাকে বাণিজ্যিক পুঁজি বা বাণিজ্যিক মূলধন বলে।

Leave a Comment