উচ্চ মাধ্যমিক দ্বাদশ শ্রেণীর 2024 সালের WBHA Test Paper হতে School Test Question Papers 3 (History) প্রশ্নটি সমাধান করা হল।
Test Paper | WBHA |
Year | 2024 |
Subject | History |
Class | XII |
Solved by | ইতিহাস শিক্ষা কেন্দ্র |
School Name | Mathabhanga Vivekananda Vidyamandir, Coochbehar |
1. বিকল্প উত্তরগুলির মধ্য থেকে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো: 1×24=24
(i) রাজতরঙ্গিণী গ্রন্থে মূলত যে অঞ্চলের ইতিহাস জানা যায় তা হল – (a) বাংলা (b) রাজস্থান (c) কাশ্মীর (d) মহারাষ্ট্র c
(ii) মৌখিক ইতিহাসের গুরুত্বপূর্ণ উপাদান হল – (a) জনশ্রুতি (b) বক্তৃতা (c) কথোপকথন (d) শ্রুতিনাটক a
(iii) ইন্দোনেশিয়ায় উপনিবেশ গড়ে তুলেছিল – (a) ফরাসিরা (b) পোর্তুগিজরা (c) ইংরেজরা (d) ডাচরা d
(iv) ‘মুক্তদ্বার নীতি’ ঘোষণা করেন – (a) ক্যাম্পবেল (b) চার্লস বেয়ার্ড (c) ম্যাথু পেরি (d) স্যার জন হে d
(v) ইংরেজ কোম্পানি ফারুকশিয়ারের কাছ থেকে ফরমান লাভ করে – (a) 1692 খ্রিস্টাব্দে (b) 1698 খ্রিস্টাব্দে (c) 1717 খ্রিস্টাব্দে (d) 1939 খ্রিস্টাব্দে c
(vi) স্তম্ভ-ক-এর সঙ্গে স্তম্ভ-খ মেলাও :
স্তম্ভ-ক স্তম্ভ-খ
(i) ভারতীয় রেলপথের জনক (A) দাদাভাই নওরোজি
(ii) অবশিল্পায়ন (B) স্যার টমাস মনরো
(iii) ভারতীয় সিভিল সার্ভিস (C) লর্ড ডালহৌসি
(iv) রায়তওয়ারি বন্দোবস্ত (D) লর্ড কর্নওয়ালিশ
বিকল্পসমূহ:
(a) (i)-C, (ii)-D, (iii)-B, (iv)-A
(b) (i)-C, (ii)-A, (iii)-D, (iv)-B
(c) (i)-D, (ii)-A, (iii)-C, (iv)-B
(d) (i)-A, (ii)-C, (iii)-D, (iv)-B b
(vii) বগ-এর সন্ধির (1843) মাধ্যমে চিনে অতিরাষ্ট্রিক অধিকার লাভ করেছিল – (a) আমেরিকা (b) ফ্রান্স (c) ব্রিটেন (d) জাপান c
(viii) জেনারেল অ্যাসেম্বলিজ ইন্সটিটিউশন-এর বর্তমান নাম হল – (a) প্রেসিডেন্সি কলেজ (b) লরেটো কলেজ (c) লেডি ব্রেবোর্ন কলেজ (d) স্কটিশ চার্চ কলেজ d
(ix) থিয়োডোর বেক যুক্ত ছিলেন – (a) সতীদাহ প্রথা নিবারণের সঙ্গে (b) বিধবাবিবাহ প্রচলনের সঙ্গে (c) হিন্দু কলেজ প্রতিষ্ঠার সঙ্গে (d) আলিগড় আন্দোলনের সঙ্গে d
(x) 1913 খ্রিস্টাব্দে চিনে দ্বিতীয় বিপ্লবের ডাক দেন – (a) সান-ইয়াত সেন (b) ইউয়ান-সি-কাই (c) চেন-তু-শিউ (d) হু-শি a
(xi) লখনউ চুক্তি স্বাক্ষরিত হয় – (a) 1915 (b) 1916 (c) 1922 (d) 1928 খ্রিস্টাব্দে b
(xii) কলারাম মন্দিরে প্রবেশের দাবিতে আন্দোলন করেন – (a) ড. আম্বেদকর (b) কেশব মেনন (c) হুকুমচাঁদ (d) এম বিশ্বেশ্বরায়া a
(xiii) 1907 খ্রিস্টাব্দে জামশেদপুরে আয়রন ও স্টিল কোম্পানি প্রতিষ্ঠা করেন – (a) ওয়ালচাঁদ হীরাচাঁদ (b) জামশেদজি টাটা (c) হুকুমচাঁদ (d) এম বিশ্বেশ্বরায়া b
(xiv) যে জাহাজে প্রথম নৌবিদ্রোহ হয়েছিল – (a) তলোয়ার (b) র্যাভেন (c) সমুদ্রকন্যা (d) টাইটানিক a
(xiv) ভারতের স্বাধীনতা আইন পাস হয় – (a) 1946 খ্রিস্টাব্দের 4 জুলাই (b) 1946 খ্রিস্টাব্দের 4 আসে (c) 1947 খ্রিস্টাব্দের 4 জুলাই (d) 1947 খ্রিস্টাব্দের 4 আগস্ট
(xvi) স্তম্ভ-ক-এর সঙ্গে স্তম্ভ-খ মেলাও:
স্তম্ভ-ক স্তম্ভ-খ
(i) হিদেকি তোজো (A) ইন্দোনেশিয়া
(ii) ড. সুকর্ন (B) ভিয়েতনাম
(iii) ক্রিমেন্ট এটলি (C) ইংল্যান্ড
(iv) হো-চি-মিন (D) জাপান
বিকল্পসমূহ:
(a) (i)-C, (ii)-D, (iii)-B, (iv)-A
(b) (i)-D, (ii)-A, (iii)-C, (iv)-B
(c) (i)-A, (ii)-C, (iii)-B, (iv)-D
(d) (i)-B, (ii)-C, (iii)-D, (iv)-A b
(xvii) ফালটন বক্তৃতা দিয়েছিলেন – (a) রুজভেল্ট (b) ট্রুম্যান (c) চার্চিল (d) স্ট্যালিন c
(xviii) স্তম্ভ-ক-এর সঙ্গে স্তম্ভ-খ মেলাও:
স্তম্ভ-ক স্তম্ভ-খ
(i) জেনারেল নাসের (A) কিউবা
(ii) হো-চি-মিন (B) মিশর
(iii) ফিদেল কাস্ত্রো (C) যুগোশ্লাভিয়া
(iv) মার্শাল টিটো (D) ভিয়েতমিন
বিকল্পসমূহ:
(a) (i)-B, (ii)-A, (iii)-C, (iv)-D
(b) (i)-D, (ii)-C, (iii)-B, (iv)-A
(c) (i)-B, (ii)-D, (iii)-A, (iv)-C
(d) (i)-C, (ii)-A, (iii)-B, (iv)-D c
(xix) দুই কোরিয়ার রাষ্ট্রসীমা নির্ধারিত হয় – (a) 36° অক্ষরেখা ধরে (b) 38° অক্ষরেখা ধরে (c) 40° অক্ষরেখা ধরে (d) 48° অক্ষরেখা ধরে b
(xx) আটলান্টিক চার্টার স্বাক্ষরিত হয় – (a) 1940 খ্রিস্টাব্দে (b) 1941 খ্রিস্টাব্দে (c) 1942 খ্রিস্টাব্দে (d) 1944 খ্রিস্টাব্দে b
(xxi) ভারতীয় পরিকল্পনা কমিশনের মূল রূপকার ছিলেন – (a) জওহরলাল নেহরু (b) প্রশান্তচন্দ্র মহলানবিশ (c) বল্লভভাই প্যাটেল (d) মেঘনাদ সাহা a
(xxii) বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানের প্রধানমন্ত্রী ছিলেন – (a) মোহম্মদ আলি জিন্নাহ (b) জুলফিকার আলি ভুট্টো (c) ইয়াহিয়া খাঁ (d) নুরুল আমিন d
(xxiii) বান্দুং সম্মেলনে চিনের প্রতিনিধিত্ব করেন – (a) মাও-জে-দং (b) চৌ-এন-লাই (c) সান-ইয়াত সেন (d) চিয়াং কাইশেক হয়েছিল b
(xxiv) ভারতের প্রথম সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয় – (a) 1948-49 খ্রিস্টাব্দে (b) 1948-50 খ্রিস্টাব্দে (c) 1950-51 খ্রিস্টাব্দে (d) 1951-52 খ্রিস্টাব্দে d
2. নিম্নলিখিত প্রশ্নগুলির সংক্ষেপে উত্তর দাও (বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়):
(i) সাম্রাজ্যবাদ বলতে কী বোঝো?
কোনো রাষ্ট্র বা জাতির ওপর অন্য কোনো শক্তিশালী রাষ্ট্রের অর্থনৈতিক বা রাজনৈতিক নিয়ন্ত্রণ প্রতিষ্ঠাই হল সাম্রাজ্যবাদ।
অথবা, ত্রয়োদশ উপনিবেশ কী?
ইংল্যান্ডের স্টুয়ার্ট রাজবংশের আমলে অনুদার রাজনৈতিক ও ধর্মীয় নীতির দরুণ অনেকেই ইংল্যান্ড থেকে আমেরিকার উপনিবেশে এসে বসবাস শুরু করে। উপনিবেশবাসীরা এভাবে বর্তমান মার্কিন যুক্তরাষ্ট্রের পূর্ব উপকূলে ১৩ টি উপনিবেশ গড়ে তোলে, যেগুলি একত্রে ত্রয়োদশ উপনিবেশ নামে পরিচিত।
(ii) হবসন-লেনিন থিসিস বলতে কী বোঝো?
সাম্রাজ্যবাদ ও উপনিবেশিকতাবাদ সম্পর্কে জে এ হবসন এবং ভি আই লেনিনের অর্থনৈতিক ব্যাখ্যা হবসন-লেনিন থিসিস নামে পরিচিত
(iii) শ্বেতাঙ্গ জাতির দায়বদ্ধতা বলতে কী বোঝো?
শ্বেতাঙ্গ মানুষদের এশিয়া ও আফ্রিকার অ-শ্বেতাঙ্গ মানুষদের শিক্ষিত ও সভ্য করার যে দায়িত্ব ও দায়বদ্ধতা রয়েছে, তাকে শ্বেতাঙ্গদের বোঝা বলে।
অথবা, ঔপনিবেশিক আধুনিকীকরণ কী?
উপনিবেশকারীরা প্রায়ই তাদের শাসন ব্যবস্থা, প্রযুক্তি এবং সংস্কৃতি ঔপনিবেশিক অঞ্চলের উপর চাপিয়ে দেয়, যা কখনও কখনও জোরপূর্বক আধুনিকায়নের দিকে পরিচালিত করে। এর মধ্যে নতুন প্রযুক্তি, আইনি ব্যবস্থা এবং শিক্ষার প্রবর্তন অন্তর্ভুক্ত থাকতে পারে।
(iv) ভ্রাম্যমান কমিটি কে, কবে গঠন করেন?
ওয়ারেন হেস্টিংস ১৭৭২ খ্রিস্টাব্দে
(v) তিয়েনসিন-এর সন্ধি কত খ্রিস্টাব্দে, কাদের মধ্যে হয়েছিল?
১৮৫৮ ইংল্যান্ডের ও ফ্রান্সের সঙ্গে চিনের।
(vi) এশিয়াটিক সোসাইটি কে, কবে প্রতিষ্ঠা করেন?
স্যার উইলিয়াম জোনস ১৭৮৪ খ্রিস্টাব্দে
অথবা, কে, কবে ‘ব্রাহ্মসভা’ প্রতিষ্ঠা করেন?
রাজা রামমোহন রায় ১৮২৮ খ্রিস্টাব্দে
(vii) ‘নববিধান’ কী?
সর্বধর্ম সমন্বয়ের আদর্শ হল নববিধান। ১৮৮০ খ্রিস্টাব্দে কেশব চন্দ্র সেন নববিধান ঘোষণা করেন।
(viii) চিনে 4 মে আন্দোলনে নেতৃত্ব কে দেন?
চেন তু শিউ
অথবা, চিনে জাগরণ সমিতির প্রতিষ্ঠাতা কে?
চৌ এন লাই
(xi) নিখিল ভারত ট্রেড ইউনিয়ন কংগ্রেস কবে, কোথায় প্রতিষ্ঠিত হয়?
১৯২০ খ্রিস্টাব্দে বোম্বাইয়ে
(x) কে, কবে সাম্প্রদায়িক বাঁটোয়ারা নীতি ঘোষণা করেন? ব্রিটিশ প্রধানমন্ত্রী রামসে ম্যাকডোনাল্ড ১৯৩২ খ্রিস্টাব্দে
অথবা, কে, কবে স্বত্ববিলোপ নীতি চালু করেন?
লর্ড ডালহৌসি ১৮৪৮ খ্রিস্টাব্দে
(xi) রশিদ আলি দিবস কী?
আজাদ হিন্দ বাহিনীর ক্যাপ্টেন রশিদ আলী কে বিচারে সাত বছর সাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। এর প্রতিক্রিয়া হিসেবে ১১ই ফেব্রুয়ারি কলকাতায় ব্যাপক ছাত্র ধর্মঘট এবং ১২ ফেব্রুয়ারি সাধারণ ধর্মঘট পালিত হয়, যা রশিদ আলী দিবস নামে পরিচিত।
(xii) ওয়ারশ চুক্তি কবে, কেন স্বাক্ষরিত হয়?
১৪ ই মে ১৯৫৫ খ্রিস্টাব্দে সাম্যবাদের প্রসারের লক্ষ্যে ওয়ারশ চুক্তি স্বাক্ষরিত হয়।
অথবা, রোম-বার্লিন-টোকিয়ো অক্ষচুক্তি কী?
দ্বিতীয় বিশ্বযুদ্ধকালে ১৯৪০ খ্রিস্টাব্দে জাপান, ইতালি ও জার্মানি নিজেদের মধ্যে এক চুক্তিতে আবদ্ধ হয়। নিজ নিজ দেশের রাজধানীর নাম অনুসারে এই চুক্তির নাম হয় রোম-বার্লিন-টোকিয়ো অক্ষচুক্তি।
(xii) মার্শাল পরিকল্পনা বলতে কী বোঝো?
১৯৪৭ খ্রিস্টাব্দের ৫ জুন আমেরিকার হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে এক বক্তৃতায় আমেরিকার বিদেশমন্ত্রী জর্জ সি. মার্শাল যুদ্ধবিধ্বস্ত ইউরোপে আর্থিক পুনরুজ্জীবনের লক্ষ্যে এক পরিকল্পনা পেশ করেন, যা মার্শাল পরিকল্পনা নামে পরিচিত।
অথবা, ফালটন বক্তৃতা কী?
১৯৪৬ খ্রিস্টাব্দের ৫ই এপ্রিল প্রাক্তন ব্রিটিশ প্রধানমন্ত্রী উইনস্টন চার্চিল আমেরিকার মিসৌরি প্রদেশের ফালটনে ওয়েস্টমিনস্টার কলেজে প্রদত্ত এক ভাষণে মার্কিন যুক্তরাষ্ট্রকে পূর্ব ইউরোপে সোভিয়েত আগ্রাসন সম্পর্কে সতর্ক করে দেন এবং এ ব্যাপারে ইঙ্গ-মার্কিন যৌথ প্রতিরোধ গড়ে তোলার প্রস্তাব করেন। চার্চিলের এই ভাষণ ফালটন বক্তৃতা (Fulton Speech) নামে খ্যাত।
(xiv) কেন্নান-এর ‘বেষ্টনী নীতি’ বলতে কী বোঝো?
রাশিয়ায় কর্মরত মার্কিন রাষ্ট্রদূত জর্জ এফ কেন্নান এক প্রবন্ধে সোভিয়েত রাশিয়ার আক্রমাত্মক নীতি প্রতিহত করার এবং সোভিয়েত প্রভাবকে সীমাবদ্ধ রাখার যে নীতি পেশ করেন তা কেন্নানের বেষ্টনী নীতি নামে পরিচিত
(xv) নয়া উপনিবেশবাদ বলতে কী বোঝো?
নব্য উপনিবেশবাদ হলো পুঁজিবাদ, বিশ্বায়ন ও সাংস্কৃতিক সাম্রাজ্যবাদকে ব্যবহার করে উন্নয়নশীল দেশগুলোর উপর প্রভাব বিস্তারের নতুন কৌশল। পূর্ববর্তী ঔপনিবেশিক পদ্ধতিগুলোর মতো এই ব্যবস্থায় প্রত্যক্ষ সামরিক নিয়ন্ত্রণ কিংবা অপ্রত্যক্ষ রাজনৈতিক নিয়ন্ত্রণের প্রয়োজন পড়ে না।
অথবা, বেন বেল্লা কে ছিলেন?
স্বাধীন আলজেরিয়ার প্রথম রাষ্ট্রপতি।
(xvi) বাংলাদেশে জাতির জনক কাকে বলে?
শেখ মুজিবর রহমান