উচ্চ মাধ্যমিক দ্বাদশ শ্রেণীর 2024 সালের WBHA Test Paper হতে School Test Question Papers 4 (History) প্রশ্নটি সমাধান করা হল।
Test Paper | WBHA |
Year | 2024 |
Subject | History |
Class | XII |
Solved by | ইতিহাস শিক্ষা কেন্দ্র |
School Name | Jhikra High School, Howrah |
1. বিকল্প উত্তরগুলির মধ্য থেকে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো : 1×24-24
(i) পঞ্চতন্ত্র গ্রন্থটির রচয়িতা হলেন – (a) নারায়ণ পণ্ডিত (b) দক্ষিণারঞ্জন মজুমদার (c) অবনীন্দ্রনাথ ঠাকুর (d) বিষ্ণুশর্মা d
(ii) নারায়ণ স্যানালের লেখা স্মৃতিকথামূলক গ্রন্থটি হল-(a) একাত্তরের ডায়েরী (b) আমি নেতাজিকে দেখেছি (c) আমি গান্ধিজিকে দেখেছি (d) আমি ভারতমাকে দেখেছি b
(iii) অ্যাঙ্গোলাতে উপনিবেশ গড়ে তুলেছিল – (a) পোর্তুগাল (b) বেলজিয়াম (c) ফ্রান্স (d) ইংল্যান্ড a
(iv) নিকট প্রাচ্য বলতে বোঝায় – (a) রোমকে (b) তুরস্ককে (c) আমেরিকাকে (d) মিশরকে a
(v) রেগুলেটিং আইন পাসের সময় ইংল্যান্ডের প্রধানমন্ত্রী ছিলেন – (a) লর্ড নর্থ (b) উইনস্টন চার্চিল (c) ক্রিমেন্ট এটলি (d) স্ট্যাফোর্ড ক্রিপস a
(vi) স্তম্ভ-ক-এর সঙ্গে স্তম্ভ-খ মেলাও:
স্তম্ভ-ক স্তম্ভ-খ
(i) বগ-এর সন্ধি (A) 1843 খ্রিস্টাব্দে
(ii) তিয়েনসিনের সন্ধি (B) 1842 খ্রিস্টাব্দে
(iii) পিকিং-এর সন্ধি (C) 1860 খ্রিস্টাব্দে
(iv) নানকিং-এর সন্ধি (D) 1858 খ্রিস্টাব্দে
বিকল্পসমূহ:
(a) (i)-A, (ii)-C, (iii)-D, (iv)-B
(b) (i)-B, (ii)-C, (iii)-D, (iv)-A
(c) (i)-A, (ii)-D, (iii)-C, (iv)-B
(d) (i)-C, (ii)-D, (iii)-B, (iv)-A c
(vii) শিমনোসেকির সন্ধি স্বাক্ষরিত হয় – (a) 1894 (b) 1895 (c) 1896 (d) 1897 খ্রিস্টাব্দে b
(vii) ভারতে এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠা করেন – (a) রাখালদাস গঙ্গোপাধ্যায় (b) উইলিয়াম জোনস (c) ওয়ারেন হেস্টিংস (d) জোনাথান ডানকান b
(ix) ‘স্বদেশের প্রতি’ কবিতাটি রচনা করেন – (a) ডিরোজিয়া (b) রামমোহন (c) বিদ্যাসাগর (d) রবীন্দ্রনাথ a
(x) চিনে ৪ মে আন্দোলনের নিরিখে ‘জিউগুয়ো’ শ্লোগানের অর্থ ছিল – (a) বিদেশিরা দূর হলো (b) দেশকে রক্ষা করো (c) আমরা বৌদ্ধিক সংস্কার চাই (d) চিন কেবল চিনাদের জন্য b
(xi) মন্ট-ফোর্ড শাসন সংস্কার আইনকে ‘দাসত্বের পরিকল্পনা’ বলে অভিহিত করেন – (a) সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় (b) অ্যানি বেসান্ত (c) মহাত্মা গান্ধি (d) মোহম্মদ আলি জিন্নাহ b
(xii) দ্য ইন্ডিয়ান মুসলমানস গ্রন্থটির রচয়িতা – (a) সৈয়দ আহমেদ খান (b) থিয়োডোর বেক (c) উইলিয়াম হান্টার (d) মৌলানা আবুল কালাম আজাদ c
(xiii) পঞ্চাশের মন্বন্তরের প্রেক্ষাপটে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় রচিত উপন্যাসটি হল – (a) অশনি সংকেত (b) আরণ্যক © গোরা (d) দেবযান a
(xiv) ক্রিপস মিশন যখন ভারতে এসেছিল তখন ব্রিটিশ প্রধানমন্ত্রী ছিলেন – (a) উইনস্টন চার্চিল (b) লিনলিথগো (c) ক্লিমেন্ট এটলি (d) ক্রিপস a
(xv) নৌবিদ্রোহীরা তলোয়ার জাহাজের নাম পালটে নতুন নাম রাখেন – (a) বোম্বাই ন্যাশনাল নেভি (b) ন্যাশনাল নেভি (c) রয়্যাল ইন্ডিয়ান নেভি (d) ইন্ডিয়ান ন্যাশনাল নেভি d
(xvi) ইন্দোনেশিয়ায় উপনিবেশ স্থাপন করেন যারা – (a) ইংরেজ (b) ওলন্দাজ (c) ফরাসি (d) পোর্তুগিজ d
(xvii) স্তম্ভ-ক-এর সঙ্গে স্তম্ভ-খ মেলাও:
স্তম্ভ-ক স্তম্ভ-খ
(i) ঠান্ডা লড়াই (A) ঠান্ডা লড়াই-এর অবসান
(ii) 1991 খ্রিস্টাব্দ (B) ব্রিটিশ প্রধানমন্ত্রী
(iii) চার্চিল (C) আমেরিকার রাষ্ট্রপতি
(iv) রুজভেল্ট (D) বার্নার্ড বারুচ
বিকল্পসমূহ:
(a) (i)-B, (ii)-C, (iii)-D, (iv)-A
(b) (i)-A, (ii)-B, (iii)-C, (iv)-D
(c) (i)-D, (ii)-A, (iii)-B, (iv)-C
(d) (i)-D, (ii)-A, (iii)-C, (iv)-B c
(xviii) 1949 খ্রিস্টাব্দে সোভিয়েত বিরোধী যে সামরিক চুক্তি হয়েছিল তা হল – (a) NATO (b) BRUSSELS (c) SEATO (d) WARSAW a
(xix) শান্তিপূর্ণ সহাবস্থান নীতির প্রবক্তা ছিলেন – (a) বুলগানিন (b) ক্রুশ্চেভ (c) ব্রেজনেভ (d) গর্বাচেভ d
(xx) 27 দফা দাবি পেশ করা হয়েছিল যে সম্মেলনে -(a) বান্দুং (b) বেলগ্রেড (c) তেহেরান (d) নতুন দিল্লি b
(xxi) ‘বিশ্বায়ন’ কথাটির প্রবর্তক হলেন – (a) রোনাল্ড রবার্টসন (b) ট্রুম্যান (c) চার্চিল (d) ফ্রেডরিক হেগেল a
(xxii) ভারতীয় পরিকল্পনা কমিশনের মূল রূপকার ছিলেন – (a) জওহরলাল নেহরু (b) প্রশান্তচন্দ্র মহলানবিশ (c) বল্লভভাই প্যাটেল (d) মেঘনাদ সাহা a
(xxiii) ভারতে পারমাণবিক শক্তি কমিশনের প্রথম চেয়ারম্যান ছিলেন – (a) শাস্তিস্বরূপ ভাটনগর (b) মেঘনাদ সাহা (c) রাজা রামান্না (d) হোমি জাহাঙ্গির ভাবা d
(xxiv) SAARC-এর ধারনা কার মস্তিষ্কপ্রসূত? (a) রাজা বীরেন্দ্র (b) মোরারজি দেশাই (c) ইন্দিরা গান্ধি (d) জিয়াউর রহমান d
2. নিম্নলিখিত প্রশ্নগুলির সংক্ষেপে উত্তর দাও (বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়):
(i) সাম্রাজ্যবাদ বলতে কী বোঝো?
কোনো রাষ্ট্র বা জাতির ওপর অন্য কোনো শক্তিশালী রাষ্ট্রের অর্থনৈতিক বা রাজনৈতিক নিয়ন্ত্রণ প্রতিষ্ঠাই হল সাম্রাজ্যবাদ।
(ii) বাণিজ্যিক পুঁজি কী?
যে পুঁজি বা মূলধন উৎপাদনের পরিবর্তে শুধুমাত্র ব্যবসা-বাণিজ্য চালানোর জন্য ব্যবহার করা হয় তাকে বাণিজ্যিক পুঁজি বা বাণিজ্যিক মূলধন বলে।
(iii) কবে ও কাদের মধ্যে তিয়েনসিনের সন্ধি স্বাক্ষরিত হয়?
১৮৫৮ খ্রিস্টাব্দে ইংল্যান্ড ও ফ্রান্সের সঙ্গে চিনের।
অথবা, ফরাসিরা কবে মরক্কো দখল করে?
১৯১২ খ্রিস্টাব্দে
(iv) আলিনগরের সন্ধি কবে, কাদের মধ্যে স্বাক্ষরিত হয়?
৯ ফেব্রুয়ারি ১৭৫৭ খ্রিস্টাব্দে ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি ও বাংলার নবাব সিরাজউদ্দৌলার মধ্যে।
(v) আমিনি কমিশন কবে, কে গঠন করেন?
ওয়ারেন হেস্টিংস ১৭৭৬ খ্রিস্টাব্দে
অথবা, কোন আইন অনুসারে, কবে সুপ্রিমকোর্ট গঠিত হয়।
১৭৭৩ খ্রিস্টাব্দের রেগুলেটিং অ্যাক্ট অনুযায়ী ১৭৭৪ খ্রিস্টাব্দে
(vi) কলকাতা মেডিকেল কলেজ কে, কবে প্রতিষ্ঠা করেন?
লর্ড উইলিয়াম বেন্টিঙ্ক ১৮৩৫ খ্রিস্টাব্দে
(vii) রামকৃষ্ণ মিশন কে, কবে, কী উদ্দেশ্যে স্থাপন করেন?
স্বামী বিবেকানন্দ মানবিক আদর্শ ও সমাজকল্যাণের উদ্দেশ্যে ১ মে ১৮৯৭ খ্রিস্টাব্দে রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠা করেন।
অথবা, কুয়োমিনতাং দলের প্রতিষ্ঠাতা কে?
সান ইয়াৎ সেন
(viii) সাউকার কাদের বলা হত?
দাক্ষিণাত্যের বোম্বাই প্রেসিডেন্সিতে সুদখোর মহাজন শ্রেণী সাওকার নামে পরিচিত ছিল।
(ix) সুভাষচন্দ্র বসু কাকে ‘পূর্ব এশিয়ায় ভারতের স্বাধীনতা আন্দোলনের জনক’ বলে অভিহিত করেন?
রাসবিহারী বসু
অথবা, ‘এশিয়াবাসীদের জন্য এশিয়া’ স্লোগানটি কাদের? জাপানের
(x) সিমলা সাক্ষাৎকারের প্রতিনিধি দলের নেতৃত্ব কে দেন?
আগা খান
(xi) বান্দুং সম্মেলনে কবে, কোথায় অনুষ্ঠিত হয়?
১৯৫৫ ইন্দোনেশিয়ার বান্দুং শহরে।
অথবা, কবে, কাদের মধ্যে SALT-1 স্বাক্ষরিত হয়?
১৯৭২ খ্রিস্টাব্দে আমেরিকা ও সোভিয়েত রাশিয়ার মধ্যে।
(xii) কত খ্রিস্টাব্দে ভিয়েতনাম ঐক্যবদ্ধ হয়?
১৯৭৬ খ্রিস্টাব্দে
(xiii) প্রথম নির্জেটি সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়?
যুগোস্লভিয়ার বেলগ্ৰেড শহরে
(xv) কে, কত খ্রিস্টাব্দে ‘অব-উপনিবেশীকরণ’ শব্দটি ব্যবহার করেন?
অথবা, দাঁতাত কী?
সোভিয়েত রাশিয়ার নেতৃত্বে সাম্যবাদী জোট এবং মার্কিন যুক্তরাষ্ট্রের নেতৃত্বে পুঁজিবাদী জোটের মধ্যেকার ঠান্ডা লড়ায়ের অবসান প্রক্রিয়া দাঁতাত নামে পরিচিত। এই প্রক্রিয়ায় উভয় জোটের মধ্যে উত্তেজনা প্রশমিত হয় এবং উভয়ের মধ্যে রণনীতি বিষয়ে সমঝোতা গড়ে ওঠে।
(xiv) উত্তর আটলান্টিক সামরিক জোট (NATO) কবে গঠিত হয়?
১৯৪৯ খ্রিস্টাব্দে
অথবা, বেষ্টনী নীতির প্রবক্তা কে?
মার্কিন রাষ্ট্রদূত জর্জ এফ কেন্নান
(xvi) স্বাধীন ভারতে প্রথম নির্বাচন কবে অনুষ্ঠিত হয়?
১৯৫১-৫২ খ্রিস্টাব্দে