উচ্চ মাধ্যমিক দ্বাদশ শ্রেণীর 2024 সালের WBHA Test Paper হতে School Test Question Papers 5 (History) প্রশ্নটি সমাধান করা হল।
Test Paper | WBHA |
Year | 2024 |
Subject | History |
Class | XII |
Solved by | ইতিহাস শিক্ষা কেন্দ্র |
School Name | Tamluk Hamilton High School, Purba Medinipur |
1. বিকল্প উত্তরগুলির মধ্য থেকে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো: 1×24-24
(i) ছেড়ে আসা গ্রাম গ্রন্থের লেখক হলেন – (a) সমরেশ বসু (b) বুদ্ধদেব গুহ (c) আশাপূর্ণা দেবী (d) দক্ষিণারঞ্জন বসু d
(ii) আধুনিক ইতিহাসচর্চার জনক বলা হয় – (a) থুকিডিডিসকে (b) অ্যারিস্টটলকে (c) ইবন খালদুনকে (d) ইসকাইলাসকে c
(iii) নয়া সাম্রাজ্যবাদ কথাটি ব্যবহার করেন – (a) ভিনসেন্ট স্মিথ (b) অ্যাডাম স্মিথ (c) লেনিন (d) ডেভিড টমসন c
(iv) ভাস্কো-দা-গামা ভারতের কোন বন্দরে প্রথম পদার্পণ করেছিলেন? (a) কোচিন (b) গোয়া (c) দমন (d) কালিকট d
(v) ‘ভারতের ম্যাকিয়াভেলি’ বলা হয় – (a) টিপু সুলতানকে (b) রঘুনাথ রায়কে (c) নানা ফড়নবিশকে (d) হায়দার আলিকে c
(vi) দুর্বল চিনের ভূখণ্ড দখলের ঘটনাকে ‘চিনা তরমুজের খণ্ডীকরণ’ বলে অভিহিত করেছেন – (a) সু-মা-কিয়েন (b) মার্টিন জ্যাক (c) হ্যারল্ড ভিনাক (d) ওয়াং ডং c
(vii) Poverty and Unbritish Rule in India রচনা করেন – (a) অরবিন্দ ঘোষ (b) গান্ধিজি (c) সুরেন্দ্রনাথ (d) দাদাভাই নওরোজি d
(viii) স্তম্ভ-ক-এর সঙ্গে স্তম্ভ-খ মেলাও:
স্তম্ভ-ক স্তম্ভ-খ
(i) চুঁইয়ে পড়া নীতি (A) দয়ানন্দ সরস্বতী
(ii) সত্যশোধক সমাজ প্রতিষ্ঠা (B) অ্যানি বেসান্ত
(iii) থিয়োসফিক্যাল সোসাইটি (C) জ্যোতিবা ফুলে
(iv) শুদ্ধি আন্দোলন (D) লর্ড মেকলে
বিকল্পসমূহ:
(a) (i)-C, (ii)-A, (iii)-D, (iv)-B
(b) (i)-D, (ii)-C, (iii)-B, (iv)-A
(c) (i)-A, (ii)-B, (iii)-C, (iv)-D
(d) (i)-B, (ii)-D, (iii)-A, (iv)-C b
(ix) ঐতিহাসিক অমলেশ ত্রিপাঠী ভারতের কোন বাঙালিকে একজন “ঐতিহ্যবাহী আধুনিকতাবাদের প্রবক্তা” বলে অভিহিত করেছেন? (a) রবীন্দ্রনাথ ঠাকুরকে (b) নারায়ণ গুরুকে (c) বিদ্যাসাগর মহাশয়কে (d) ডিরোজিয়োকে c
(x) আধুনিক চিনের প্রথম কৃষক বিদ্রোহ হল – (a) বক্সার বিদ্রোহ (b) 4 মে’র বিদ্রোহ (c) 1919 এর বিদ্রোহ (d) তাইপিং বিদ্রোহ d
(xi) কার নেতৃত্বে ন্যাশনাল প্ল্যানিং কমিটি – (1938) গঠিত হয়েছিল? (a) পন্ডিত জওহরলাল নেহরু (b) সুভাষচন্দ্র বসু (c) রাধাকৃষ্ণন (d) বল্লভভাই প্যাটেল a
(xii) ভাইকম সত্যাগ্রহের অন্যতম নেতা ছিলেন – (a) ড. আম্বেদকর (b) কেলাপ্পান (c) নারায়ণ গুরু (d) সত্যেন্দ্রপ্রসন্ন সিংহ b
(xiii) নবান্ন নাটকের রচয়িতা হলেন – (a) অমলেন্দু ভট্টাচার্য (b) ভবানী ভট্টাচার্য (c) বিজন ভট্টাচার্য (d) প্রদ্যোৎ ভট্টাচার্য c
(xiv) তাম্রলিপ্ত জাতীয় সরকারের সর্বাধিনায়ক ছিলেন – (a) সুশীল ধাড়া (b) অজয় মুখার্জি (c) সতীশচন্দ্র সামন্ত (d) চিত্তরঞ্জন দাশ c
(xv) ভারতীয় গণপরিষদের প্রথম স্থায়ী সভাপতি ছিলেন – (a) ড. আম্বেদকর (b) চক্রবর্তী রাজগোপালাচারী (c) জওহরলাল নেহরু (d) ড. রাজেন্দ্র প্রসাদ d
(xvi) জাপান কোন সময়ে মার্কিন নৌঘাটি পার্লহারবারে বোমা বর্ষণ করেছিল। (a) 1941 খ্রিস্টাব্দের 8 আগস্ট (b) 1941 খ্রিস্টাব্দের 7 ডিসেম্বর (c) 1941 খ্রিস্টাব্দের 7 ডিসেম্বর (d) 1941 খ্রিস্টাব্দের 10 নভেম্বর b
(xvii) স্তম্ভ-ক-এর সঙ্গে স্তম্ভ-খ মেলাও:
স্তম্ভ-ক স্তম্ভ-খ
(i) ম্যাক্সিম লিটভিনভ (A) ব্রিটিশ প্রধানমন্ত্রী
(ii) উইনস্টন চার্চিল (B) মার্কিন রাষ্ট্রপতি
(iii) জোসেফ স্ট্যালিন (C) রুশ পররাষ্ট্রমন্ত্রী
(iv) হ্যারি ট্রুম্যান (D) রুশ রাষ্ট্রপ্রধান
বিকল্পসমূহ:
(a) (i)-C, (ii)-A, (iii)-B, (iv)-D
(b) (i)-A, (ii)-C, (iii)-D, (iv)-B
(c) (i)-C, (ii)-A, (iii)-D, (iv)-B
(d) (i)-B, (ii)-D, (iii)-C, (iv)-A c
(xviii) সুয়েজ খাল জাতীয়করণ হয়েছিল – (a) 1955 খ্রিস্টাব্দে (b) 1956 খ্রিস্টাব্দে (c) 1958 খ্রিস্টাব্দে (d) 1961 খ্রিস্টাব্দে b
(xix) কোন ঘটনাকে কেন্দ্র করে রুশ-চিন মৈত্রী গড়ে উঠেছিল? (a) কিউবার যুদ্ধ (b) কোরিয়া যুদ্ধ (c) মিশরের যুদ্ধ (d) ভিয়েতনামের যুদ্ধ b
(xx) ‘দিয়েন-বিয়েন-ফু’ ঘটনায় বিজয়ী ভিয়েতনাম সেনাপতি ছিলেন – (a) কিম-উল-সুং (b) ড. সিংম্যান রি (c) জেনারেল গিয়াপ (d) ম্যাক আর্থার c
(xxi ) ‘ন্যাশনাল লিবারেশন ফ্রন্ট’ কোন দেশের সংগঠন? (a) ইন্দোচিনের (b) আলজেরিয়ার (c) ইন্দোনেশিয়ার (d) ব্রহ্মদেশের b
xxii) ‘নিয়ন্ত্রিত গণতন্ত্র’ ধারণাটি কোন ব্যক্তির? (a) নেহরু (b) ড. সুকর্ন (c) হো-চি-মিন (d) সুহার্তো b
(xxiii) বাংলাদেশের মুক্তিযুদ্ধে সর্বাধিক সহায়তা করেন ভারতের – (a) জওহরলাল নেহরু (b) ইন্দিরা গান্ধি (c) লাল বাহাদুর শাস্ত্রী (d) অটলবিহারী বাজপেয়ী b
(xxiv) সার্কের প্রথম শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল – (a) ব্যাঙ্গালোরে (b) ঢাকায় (c) কাঠমান্ডুতে (d) কলম্বোয় b
2. নিম্নলিখিত প্রশ্নগুলির সংক্ষেপে উত্তর দাও (বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়): 1×16=16
(i) যোগ্যতমের উদ্বর্তন তত্ত্বটি কার?
চার্লস ডারউইনের
(ii) উপনিবেশ (colony) শব্দটির মূল অর্থ কী?
উপনিবেশ কথাটির মূল অর্থ হল ‘মানবসমাজের একটি স্থানান্তরিত অংশ’।
অথবা, ভৌমিক সাম্রাজ্যবাদ (Territorial Imperialism) কি?
সপ্তদশ ও অষ্টাদশ শতাব্দীর মধ্যে ইউরোপীয় সাম্রাজ্যবাদী দেশগুলি পৃথিবীর বিভিন্ন দেশের ভূখণ্ড দখল করে সেখানে ঔপনিবেশিক শাসন শুরু করে। এই সাম্রাজ্যবাদ ভৌমিক সাম্রাজ্যবাদ নামে পরিচিত। যেমন – ব্রিটেনের ভারত দখল ও সাম্রাজ্য স্থাপন।
(iii) শিল্প বিপ্লব সর্বপ্রথম কোথায় শুরু হয়েছিল?
ইংল্যান্ডে
(iv) স্যার টমাস রো কোন্ মোগল সম্রাটের দরবারে উপস্থিত হয়েছিলেন?
জাহাঙ্গীর
অথবা, দ্বৈত শাসন ব্যবস্থা কী?
ইস্ট ইন্ডিয়া কোম্পানি ১৭৬৫ খ্রিস্টাব্দে বাংলার দেওয়ানি লাভ করার পর নবাবের হাতে আইনত বাংলার শাসনভার থাকলেও প্রকৃত শাসন ক্ষমতা কোম্পানির হাতে চলে যায়। ফলে বাংলায় একদিকে নবাবের এবং অন্যদিকে কোম্পানি শাসন প্রতিষ্ঠিত হয়, যা দ্বৈত শাসন ব্যবস্থা নামে পরিচিত।
(v) ভারতীয় রেলপথের জনক কাকে বলা হয়?
লর্ড ডালহৌসি
(vi) ‘চুঁইয়ে পড়া নীতি’ কী?
কমিটি অফ পাবলিক ইন্সট্রাকশন এর সভাপতি মেকেলে বলেন যে ভারতে উচ্চ মধ্যবিত্ত শ্রেণীর মধ্যে ইংরেজি শিক্ষার প্রসার ঘটালে তা মধ্যবিত্তদের মাধ্যমে ক্রমে সাধারণ জনগণের মধ্যে ছড়িয়ে পড়বে। মেকলের এই পরিকল্পিত নীতি ‘চুঁইয়ে পড়া নীতি’ বা ‘ক্রমনিম্ন পরিশ্রুত নীতি’ নামে পরিচিত।
অথবা, কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম উপাচার্য কে ছিলেন?
স্যার জেমস উইলিয়াম কোলভিল
(vii) ‘শ্রীরামপুর ত্রয়ী’ কারা ছিলেন?
উইলিয়াম কেরি, উইলিয়াম ওয়ার্ড ও জশুয়া মার্শম্যান
অথবা, কাকে ‘ভারতীয় সাংবাদিকতার অগ্রদূত’ বলা হয়?
রাজা রামমোহন রায়
(viii) কে, কবে আর্যসমাজ প্রতিষ্ঠা করেছিলেন?
স্বামী দয়ানন্দ সরস্বতী ১৮৭৫ খ্রিস্টাব্দে
(ix) কোন ঘটনার প্রতিবাদে রবীন্দ্রনাথ ঠাকুর ‘নাইট’ উপাধি ত্যাগ করেছিলেন?
১৯১৯ খ্রিস্টাব্দের জালিয়ানওয়ালাবাগ হত্যাকান্ডের প্রতিবাদে
(x) পুনা চুক্তি কাদের মধ্যে হয়েছিল?
১৯৩২ খ্রিস্টাব্দে মহাত্মা গান্ধী ও ড. বি আর আম্বেদকরের মধ্যে
অথবা, কার উদ্যোগে, কখন বারদৌলি সত্যাগ্রহ আন্দোলন ঘটেছিল।
সর্দার বল্লভভাই প্যাটেলের উদ্যোগে ১৯২৮ খ্রিস্টাব্দে
(xi) The Indian struggle গ্রন্থটি কার রচনা?
সুভাষচন্দ্র বসু
অথবা, কে, কখন ‘ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেস লিগ’ গঠন করেছিলেন?
রাসবিহারী বসু ১৯৪২ সালে
(xii) রশিদ আলি দিবস কী?
আজাদ হিন্দ বাহিনীর ক্যাপ্টেন রশিদ আলী কে বিচারে সাত বছর সাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। এর প্রতিক্রিয়া হিসেবে ১১ই ফেব্রুয়ারি কলকাতায় ব্যাপক ছাত্র ধর্মঘট এবং ১২ ফেব্রুয়ারি সাধারণ ধর্মঘট পালিত হয়, যা রশিদ আলী দিবস নামে পরিচিত।
(xiii) ফালটন বক্তৃতা বলতে কী বোঝো?
১৯৪৬ খ্রিস্টাব্দের ৫ই এপ্রিল প্রাক্তন ব্রিটিশ প্রধানমন্ত্রী উইনস্টন চার্চিল আমেরিকার মিসৌরি প্রদেশের ফালটনে ওয়েস্টমিনস্টার কলেজে প্রদত্ত এক ভাষণে মার্কিন যুক্তরাষ্ট্রকে পূর্ব ইউরোপে সোভিয়েত আগ্রাসন সম্পর্কে সতর্ক করে দেন এবং এ ব্যাপারে ইঙ্গ-মার্কিন যৌথ প্রতিরোধ গড়ে তোলার প্রস্তাব করেন। চার্চিলের এই ভাষণ ফালটন বক্তৃতা (Fulton Speech) নামে খ্যাত।
(xiv) NATO কবে, কেন গঠিত হয়েছিল?
বার্লিন সংকটের পর রাশিয়া যাতে ভবিষ্যতে আর কোনো সংকট তৈরি করতে না পারে সেই লক্ষ্যে পশ্চিমে দেশগুলি একত্রিত হয়ে ১৯৪৯ সালে ন্যাটো নামে সামরিক শক্তি জোট গঠন করে।
অথবা, বার্লিন এয়ারলিফট কী?
সোভিয়েত কর্তৃক বার্লিন অবরোধের কাছে নতিস্বীকার না করে ব্রিটেন ও আমেরিকা, দীর্ঘ ১১ মাস ধরে ১৪০০ বিমানের সাহায্যে আকাশ পথে বার্লিনে খাদ্য, ঔষধ, তেল, কয়লা প্রভৃতি জোগান দেয়, যা বার্লিন এয়ারলিফট নামে পরিচিত।
(xv) দক্ষিণ আফ্রিকার প্রথম অশ্বেতাঙ্গ রাষ্ট্রপ্রধানের নাম লেখো।
নেলসন ম্যান্ডেলা
(xvi) কাকে, ভারতের মহাকাশ কর্মসূচীর জনক বলা হয়?
হোমি জাহাঙ্গীর ভাবা