2024 WBHA Test Paper: School Test Question Papers 7 (History)

উচ্চ মাধ্যমিক দ্বাদশ শ্রেণীর 2024 সালের WBHA Test Paper হতে School Test Question Papers 7 (History) প্রশ্নটি সমাধান করা হল।

Test PaperWBHA
Year2024
SubjectHistory
ClassXII
Solved byইতিহাস শিক্ষা কেন্দ্র
School NameAsannagar High School (HS), Nadia

1. বিকল্প উত্তরগুলির মধ্য থেকে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো : 1×24=24

(i) মৌখিক ইতিহাসের গুরুত্বপূর্ণ উপাদান হল – (a) জনশ্রুতি (b) বক্তৃতা (c) কথোপকথন (d) শ্রুতিনাটক      a

(ii) দক্ষিণারঞ্জন বসুর ছেড়ে আসা গ্রাম হল একটি – (a) কিংবদন্তি (b) লোককথা (c) স্মৃতিকথা (d) পৌরাণিক কাহিনি          c

(iii) কোর্টেস অভিযাত্রী ছিলেন যে দেশের – (a) পোর্তুগাল (b) স্পেন (c) হল্যান্ড (d) ইংল্যান্ড       b

(iv) হোয়াইট মেনস বার্ডেন কবিতাটি রচনা করেন – (a) রুডইয়ার্ড কিপলিং (b) জুলে ফেরি (c) হবসন (d) লর্ড ক্রোমার         a

(v) ভারতে ব্রিটিশ শাসনের ইস্পাত কাঠামো বলা হত – (a) আমলাতন্ত্রকে (b) পুলিশ বিভাগকে (c) সামরিক বিভাগকে (d) মন্ত্রীসভাকে         a

(vi) বাংলায় দ্বৈত শাসনের অবসান ঘটান – (a) ক্লাইভ (b) ভেরেলেস্ট (c) কার্টিয়ার (d) ওয়ারেন হেস্টিংস      d

(vii) স্তম্ভ-ক-এর সঙ্গে স্তম্ভ-খ মেলাও:

                     স্তম্ভ-ক                                 স্তম্ভ-খ

(i) বাংলার প্রথম গভর্নর জেনারেল        (A) উইলিয়াম পিট

(ii) সুপ্রিমকোর্টের প্রথম বিচারপতি  (B) স্যার এলিজা ইম্পে

(iii) ভারতের প্রথম ভাইসরয়            (C) ওয়ারেন হেস্টিংস

(iv) বোর্ড অব কনট্রোলের প্রথম সভাপতি  (D) লর্ড ক্যানিং

বিকল্পসমূহ:

(a) (i)-B, (ii)-C, (iii)-D, (iv)-A

(b) (i)-A, (ii)-B, (iii)-C, (iv)-D

(c) (i)-C, (ii)-B, (iii)-D, (iv)-A

(d) (i)-D, (ii)-A, (iii)-B, (iv)-C      c

(viii) ‘হান্টার কমিশন’ স্থাপিত হয় – (a) 1878 (b) 1882 (c) 1884 (d) 1886          b

(ix) ‘নববিধান’ ঘোষণা করেন – (a) রামমোহন রায় (b) দেবেন্দ্রনাথ ঠাকুর (c) কেশবচন্দ্র সেন (d) ডিরোজিয়ো     c

(x) ভারতের প্রথম ট্রেড ইউনিয়ন কোনটি? (a) মাদ্রাজ লেবার ইউনিয়ন (b) গিরনি কামগার ইউনিয়ন (c) নিখিল ভারত ট্রেড ইউনিয়ন কংগ্রেস (d) ইন্ডিয়ান ট্রেড ইউনিয়ন ফেডারেশন             a

(xi) কোন্ আইনের দ্বারা ভারতে ‘ভাইসরয়’ পদের সৃষ্টি হয়? (a) 1853 খ্রিস্টাব্দের চার্টার আইনের দ্বারা (b) 1858 খ্রিস্টাব্দের ভারত শাসন আইনের দ্বারা (c) 1861 খ্রিস্টাব্দের ভারত শাসন আইনের দ্বারা (d) 1892 খ্রিস্টাব্দের ভারত শাসন আইনের দ্বারা        b

(xii) শ্রমিকদের অবস্থার উন্নতির উদ্দেশ্যে সরকার নিয়োগ করে – (a) সাইমন কমিশন (b) সিডিশন কমিশন (c) অ্যাকওয়ার্থ কমিশন (d) হুইটলি কমিশন         d

(xiii) তাম্রলিপ্ত জাতীয় সরকারের সর্বাধিনায়ক ছিলেন – (a) অজয় মুখোপাধ্যায় (b) সতীশচন্দ্র সামন্ত (c) মাতঙ্গিনী হাজরা (d) চৈতু পান্ডে        b

(xiv) ভাইকম সত্যাগ্রহের অন্যতম নেতা ছিলেন – (a) কেলাপ্পন (b) ড. আম্বেদকর (c) নারায়ণ গুরু (d) কেশব মেনন      d

(xv) 1947 খ্রিস্টাব্দে সীমানা কমিশনের প্রধান ছিলেন – (a) মাউন্টব্যাটেন (b) লর্ড ওয়াভেল (c) স্যার পেথিক লরেন্স (d) স্যার সিরিল র‍্যাডক্লিফ       d

(xvi) ড. সুকর্ন কোন দেশের নেতা ছিলেন? (a) ইন্দোনেশিয়ার (b) ইন্দোচিনের (c) চিনের (d) জাপানের      a

(xvii) ‘ঠান্ডা লড়াই’ কথাটি প্রথম ব্যবহার করেন – (a) বার্নার্ড বারুচ (b) ডেভিড টমসন (c) এ জে পি টেলর (d) ফ্যানজ ফ্যানন         a

(xviii) নাসের সুয়েজ খাল জাতীয়করণ করেছিলেন – (a) 1956 (b) 1958 (c) 1960 (d) 1962 খ্রিস্টাব্দে       a

(xix) স্তম্ভ-ক-এর সঙ্গে স্তম্ভ-খ মেলাও:

         স্তম্ভ-ক                               স্তম্ভ-খ

(i) হ্যারি ট্রুম্যান                    (A) রুশ রাষ্ট্রপ্রধান

(ii) জোসেফ স্ট্যালিন           (B) রুশ পররাষ্ট্রমন্ত্রী

(iii) উইনস্টন চার্চিল             (C) মার্কিন রাষ্ট্রপতি

(iv) ম্যাক্সিম লিটভিনভ         (D) ব্রিটিশ প্রধানমন্ত্রী

বিকল্পসমূহ:

(a) (i)-A, (ii)-B, (iii)-C, (iv)-D

(b) (i)-B, (ii)-A, (iii)-D, (iv)-C

(c) (i)-C, (ii)-D, (iii)-A, (iv)-B

(d) (i)-C, (ii)-A, (iii)-D, (iv)-B                d

(xx) পঞ্চশীল নীতি গৃহীত হয় – (a) 1947 (b) 1954 (c) 1950 (d) 1962 খ্রিস্টাব্দে         b

(xxi) ইন্দোনেশিয়া কাদের উপনিবেশ ছিল? (a) ফরাসিদের (b) ব্রিটিশদের (c) ডাচদের (d) পোর্তুগিজদের       d

(xxii) আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে পালিত হয় – (a) 21 জানুয়ারি (b) 21 ফেব্রুয়ারি (c) 21 মার্চ (d) 21 ডিসেম্বর        b

(xxiii ) ভারতের প্রথম সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয় – (a) 1948-49 খ্রিস্টাব্দে (b) 1949-50 খ্রিস্টাব্দে (c) 1950-51 খ্রিস্টাব্দে (d) 1951-52 খ্রিস্টাব্দে          d

(xxiv) সার্কের প্রথম শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয় – (a) ঢাকায় (b) দিল্লিতে (c) ইসলামাবাদে (d) কাঠমাণ্ডুতে       a

2 . নিম্নলিখিত প্রশ্নগুলির সংক্ষেপে উত্তর দাও (বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়): 1×16=16

(i) বুল-এর নির্দেশনামা কী?

ষোড়শ শতক থেকে শুরু হওয়া সামুদ্রিক অভিযানের প্রথমদিকে স্পেন ও পোর্তুগাল এগিয়ে যায়। এই দুই দেশই বিশ্বের বেশির ভাগ জায়গায় নিজেদের উপনিবেশ গড়ে তুলতে শুরু করে। উপনিবেশ দখলকে কেন্দ্র করেই উভয় দেশের মধ্যে বিরোধ শুরু হয়, যা মেটানোর লক্ষ্যে পোপ ষষ্ঠ আলেকজান্ডার নিজের মুদ্রা আঁকা এক নির্দেশনামা জারি করেন। বিভিন্ন দিক নির্দেশ করা এই নির্দেশনামার একটি দিক ছিল স্পেনের সামুদ্রিক অভিযানের এলাকা স্থির করা। এই নির্দেশনামার নাম ‘পাপাল বুল’ বা বুল-এর নির্দেশনামা।

(ii) ‘ত্রয়োদশ উপনিবেশ’ বলতে কী বোঝায়?

ইংল্যান্ডের স্টুয়ার্ট রাজবংশের আমলে অনুদার রাজনৈতিক ও ধর্মীয় নীতির দরুণ অনেকেই ইংল্যান্ড থেকে আমেরিকার উপনিবেশে এসে বসবাস শুরু করে। উপনিবেশবাসীরা এভাবে বর্তমান মার্কিন যুক্তরাষ্ট্রের পূর্ব উপকূলে ১৩ টি উপনিবেশ গড়ে তোলে, যেগুলি একত্রে ত্রয়োদশ উপনিবেশ নামে পরিচিত।

অথবা, ম্যাকাও বন্দরটি চিন কার কাছ থেকে ফিরে পায়?

পোর্তুগাল

(iii) ‘যোগ্যতমের উদ্বর্তন’ তত্ত্বটি কী?

সমগ্ৰ প্রাণীকুলের মধ্যে প্রতিকূল প্রকৃতির বিরুদ্ধে লড়াই করে শুধু যোগ্যতম প্রাণীরাই বিবর্তনের মাধ্যমে নিজেদের অস্তিত্ব টিকিয়ে রাখতে পারবে। সমগ্ৰ প্রাণীজগৎ সম্পর্কে চার্লস ডারউইনের এই তত্ত্বই ‘যোগ্যতমের উদ্বর্তন’ নামে পরিচিত।

(iv) ‘অন্ধকূপ হত্যা’ কী?

হলওয়েল নামক জনৈক ইংরেজ কর্মচারী উল্লেখ করেছেন যে, সিরাজ-উদ্‌দৌলা কর্তৃক কলকাতা আক্রমণের (১৭৫৬ খ্রি.) পরে তাঁর নির্দেশে কলকাতায় বন্দি ১৪৬ জন ইংরেজ সৈন্যকে ১৮ ফুট লম্বা ও ১৪ ফুট ১০ ইঞ্চি চওড়া একটি ছোটো ঘরে আটক রাখা হয়। এর ফলে ১২৩ জন শ্বাসরুদ্ধ হয়ে মারা যায়। এই ঘটনা ‘অন্ধকূপ হত্যা’ (Black Hole Tragedy) নামে পরিচিত।

(v) শোর-গ্রান্ট বিতর্ক কী?

কর্নওয়ালিসের ভারতের জমির বন্দোবস্ত সংক্রান্ত মতামত নিয়ে রাজস্ব বিভাগের প্রধান জন শোর এবং দলিল বিভাগের প্রধান জেমস গ্ৰান্টের মধ্যে যে বিতর্ক হয়েছিল তা শোর গ্রান্ট বিতর্ক নামে পরিচিত।

অথবা, এজেন্সি ব্যবস্থা কী?

ইংরেজি ইস্ট ইন্ডিয়া কোম্পানি তার বিভিন্ন কর্মচারীকে এজেন্ট হিসেবে নিয়োগ করে ১৭৫৩ থেকে ১৭৭৫ খ্রিস্টাব্দ পর্যন্ত তাদের মাধ্যমে পণ্য সামগ্রিক হয়। এটি এজেন্সি ব্যবস্থা নামে পরিচিত।

(vi) কোন পত্রিকায় সর্বপ্রথম বাঙালি মধ্যবিত্তদের কথা বলা হয়?

বঙ্গদূত পত্রিকা

অথবা, কবে কলকাতায় ফোর্ট উইলিয়াম কলেজ প্রতিষ্ঠিত হয়েছিল?

১৮০০ খ্রিস্টাব্দে

(vii) কে প্রার্থনা সমাজ প্রতিষ্ঠা করেন?

আত্মারাম পাণ্ডুরঙ্গ

অথবা, তিন আইন কী?

১৮৭২ সালে ব্রিটিশ সরকার ভারতে বাল্যবিবাহ ও বহুবিবাহ নিষিদ্ধ করা এবং অসবর্ণবিবাহের স্বীকৃতি দিয়ে একটি আইন পাস করে। এটি তিন আইন নামে পরিচিত।

(viii) ‘সাম্প্রদায়িক বাঁটোয়ারা নীতি’ কী?

ব্রিটিশ প্রধানমন্ত্রী রামসে ম্যাকডোনাল্ড ১৯৩২ খ্রিস্টাব্দে যে সাম্প্রদায়িক বিভাজন নীতি ঘোষণা করেন তার নাম সাম্প্রদায়িক বাঁটোয়ারা নীতি। এই নীতির প্রধান উদ্দেশ্য ছিল ভারতের বিভিন্ন সম্প্রদায়গুলির মধ্যে সাম্প্রদায়িক বিভেদ সৃষ্টি করা।

(ix) কে ‘চোদ্দো দফা’ দাবি পেশ করেন?

মহম্মদ আলি জিন্না

অথবা, মুসলিম লিগের প্রথম সভাপতি কে?

আগা খান

(x) কোন দেশীয় রাজ্য প্রথম অধীনতামূলক মিত্রতা নীতি গ্রহণ করে?

হায়দ্রাবাদ

(xii) ‘শোগুনতন্ত্র’ বলতে কী বোঝো?

শোগুন কথার অর্থ প্রধান সেনানায়ক। ১১৯২ খ্রিস্টাব্দে মিনামোটো জোরিটোমো মিকাডোর কাছ থেকে শোগুন উপাধি লাভ করেন। ১১৯২-১৮৬৭ খ্রিস্টাব্দ পর্যন্ত সময়কাল জাপানের ইতিহাসে শোগুনতন্ত্র নামে পরিচিত।

(xi) ইন্ডিয়া উইনস ফ্রিডম বইটির লেখক কে?

মৌলানা আবুল কালাম আজাদ

(xiii) ‘NATO’ কী?

বার্লিন সংকটের পর রাশিয়া যাতে ভবিষ্যতে আর কোনো সংকট তৈরি করতে না পারে সেই লক্ষ্যে পশ্চিমি দেশগুলি একত্রিত হয়ে ১৯৪৯ সালে ‘NATO’ নামে সামরিক শক্তি জোট গঠন করে।

অথবা, মার্শাল টিটো কে ছিলেন?

যুগোস্লভিয়ার রাষ্ট্রপ্রধান মার্শাল টিটো জোট নিরপেক্ষ আন্দোলনে যোগদান করে বিশেষ খ্যাতি অর্জন করেন।

(xiv) ফাম-ভান-দং কে ছিলেন?

ঐক্যবদ্ধ ভিয়েতনামের প্রথম রাষ্ট্রপতি ছিলেন ফাম-ভান-দং

অথবা, ‘জনগণের প্রজাতন্ত্র’ কোথায় প্রতিষ্ঠিত হয়?

চিনে

(xv) ‘তৃতীয় বিশ্ব’ বলতে কী বোঝো?

দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরবর্তী কালে স্বাধীনতা প্রাপ্ত এশিয়া, আফ্রিকা ও লাতিন আমেরিকার দেশ গুলিকে তৃতীয় বিশ্ব বা তৃতীয় বিশ্বের দেশ বলা হয়।

(xvi) হোমি জাহাঙ্গির ভাবা কে ছিলেন?

জওহরলাল নেহেরুর শাসনকালে হোমি জাহাঙ্গীর ভাবা ছিলেন ভারতের পরমাণু গবেষণা বিষয়ক প্রধান উপদেষ্টা। তার সভাপতিত্বে ১৯৪৮ খ্রিস্টাব্দে ভারতের শক্তি কমিশন প্রতিষ্ঠিত হয়।

Leave a Comment