সাম্রাজ্যবাদের বিরুদ্ধে প্রতিক্রিয়া হতে ছোটো প্রশ্ন উত্তর (MCQ)  

উচ্চমাধ্যমিক দ্বাদশ শ্রেণীর ইতিহাসের চতুর্থ অধ্যায় – সাম্রাজ্যবাদের বিরুদ্ধে প্রতিক্রিয়া হতে ছোটো প্রশ্ন উত্তর (MCQ) question answer গুলি নিম্নে দেওয়া হল।

সাম্রাজ্যবাদের বিরুদ্ধে প্রতিক্রিয়া হতে ছোটো প্রশ্ন উত্তর (MCQ)

১. বি. বি. মিশ্র ব্রিটিশ ভারতের মধ্যবিত্ত সম্প্রদায়কে ভাগ করেছেন — (ক) দুই ভাগে (খ) তিন ভাগে (গ) চার ভাগে (ঘ) পাঁচ ভাগে।                                                       খ

২. ১৮২৯ খ্রিস্টাব্দে সর্বপ্রথম বাঙালি মধ্যবিত্তদের কথা বলা হয় — (ক) বঙ্গদূত (খ) সোমপ্রকাশ (গ) বঙ্গদর্শন (ঘ) সমাচার দর্পণ পত্রিকায়।                                  ক

৩. ১৭৮১ খ্রিস্টাব্দে কলিকাতা মাদ্রাসা প্রতিষ্ঠা করেন — (ক) রবার্ট ক্লাইভ (খ) লর্ড ময়রা (গ) লর্ড ওয়েলেসলি (ঘ) ওয়ারেন হেস্টিংস।                                                   ঘ

৪. স্যার উইলিয়াম জোনস্ কলিকাতা এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠা করেন — (ক) ১৭৮২ খ্রিস্টাব্দে (খ) ১৭৮৩ খ্রিস্টাব্দে (গ) ১৭৮৪ খ্রিস্টাব্দে (ঘ) ১৭৮৫ খ্রিস্টাব্দে।          গ

৫. বারাণসীতে সংস্কৃত কলেজ (১৭৯১/৯২) প্রতিষ্ঠা করেন — (ক) জোনাথন ডানকান (খ) উইলিয়াম কেরি (গ) লর্ড কার্জন (ঘ) স্বামী সহজানন্দ।                                       ক

৬. লর্ড ওয়েলেসলি কলকাতায় ফোর্ট উইলিয়াম কলেজ প্রতিষ্ঠা করেন — (ক) ১৭৯৯ খ্রিস্টাব্দে (খ) ১৮০১ খ্রিস্টাব্দে (গ) ১৮০০ খ্রিস্টাব্দে (ঘ) ১৮০২ খ্রিস্টাব্দে।           গ

৭. শ্রীরামপুরে ব্যাপ্টিস্ট মিশন প্রতিষ্ঠিত হয় — (ক) ১৭৯৭ খ্রিস্টাব্দে (খ) ১৭৯৮ খ্রিস্টাব্দে (গ) ১৭৯৯ খ্রিস্টাব্দে (ঘ) ১৮০০ খ্রিস্টাব্দে।                                                         ঘ

৮. শ্রীরামপুর কলেজ প্রতিষ্ঠিত হয় – (ক) ১৮১৭ খ্রিস্টাব্দে (খ) ১৮১৮ খ্রিস্টাব্দে (গ) ১৮১৯ খ্রিস্টাব্দে (ঘ) ১৮২০ খ্রিস্টাব্দে।                                                                খ

৯. ১৮৩০ খ্রিস্টাব্দে জেনারেল অ্যাসেম্বলিজ ইনস্টিটিউশন প্রতিষ্ঠা করেন — (ক) কেরি (খ) মার্শম্যান (গ) বিদ্যাসাগর (ঘ) আলেকজান্ডার ডাফ।                                       ঘ

১০. কলকাতায় অ্যাংলো হিন্দু স্কুল (১৮২২) প্রতিষ্ঠা করেন — (ক) রাজা রামমোহন রায় (খ) বিদ্যাসাগর (গ) রাধাকান্ত দেব (ঘ) দেবেন্দ্রনাথ ঠাকুর।                                      ক

১১. কলকাতায় হিন্দু কলেজ প্রতিষ্ঠিত হয় — (ক) ১৮১৯ খ্রিস্টাব্দে (খ) ১৮১৮ খ্রিস্টাব্দে (গ) ১৮১৭ খ্রিস্টাব্দে (ঘ) ১৮২০ খ্রিস্টাব্দে।                                                              গ

১২. কলকাতায় পটলডাঙা একাডেমি (১৮১৭) প্রতিষ্ঠা করেন — (ক) রামমোহন (খ) ডেভিড হেয়ার (গ) রাধাকান্ত দেব (ঘ) হাইড ইস্ট।                                              খ

১৩. কলকাতা স্কুল বুক সোসাইটি (১৮১৭) প্রতিষ্ঠা করেন — (ক) ডেভিড হেয়ার (খ) রামমোহন   (গ) রাধাকান্ত দেব (ঘ) হাইড ইস্ট।                                                  ক

১৪. কলকাতা স্কুল সোসাইটি প্রতিষ্ঠিত হয় — (ক) ১৮১৬ খ্রিস্টাব্দে (খ) ১৮১৭ খ্রিস্টাব্দে (গ) ১৮১৮ খ্রিস্টাব্দে (ঘ) ১৮২০ খ্রিস্টাব্দে।                                                          গ

১৫. কমিটি অব পাবলিক ইনস্ট্রাকশন/জনশিক্ষা কমিটি গঠিত হয় — (ক) ১৮২৪ খ্রিস্টাব্দে (খ) ১৮২৫ খ্রিস্টাব্দে (গ) ১৮২৬ খ্রিস্টাব্দে (ঘ) ১৮২৩ খ্রিস্টাব্দে।             ঘ

১৬. কমিটি অব পাবলিক ইনস্ট্রাকশন-এর সভাপতি ছিলেন — (ক) চার্লস উড (খ) টমাস ব্যারিংটন মেকলে (গ) কেরি (ঘ) মার্টিন।                                                              খ

১৭. ওরিয়েন্টালিস্ট বা প্রাচ্যবাদী সমর্থক ছিলেন — (ক) সন্ডার্স (খ) আলেকজান্ডার ডাফ (গ) কলভিন (ঘ) উইলসন।                                                                                   ঘ

১৮. অ্যাংলিসিস্ট বা পাশ্চাত্যবাদী সমর্থক ছিলেন — (ক) সন্ডার্স (খ) স্যার হাইড ইস্ট (গ) কোলব্রুক  (ঘ) এইচ. টি. প্রিন্সেপ।                                                                           ক

১৯. উগ্ৰ পাশ্চাত্যবাদী ছিলেন — (ক) সন্ডার্স (খ) আলেকজান্ডার ডাফ (গ) মেকলে (ঘ) কলভিন।                                                                                                              গ

২০. কলকাতা মেডিক্যাল কলেজ প্রতিষ্ঠিত হয় — (ক) ১৮৩৪ খ্রিস্টাব্দে (খ) ১৮৩৫ খ্রিস্টাব্দে (গ) ১৮৩৮ খ্রিস্টাব্দে (ঘ) ১৮৩০ খ্রিস্টাব্দে।                                              খ

২১. উডের ডেসপ্যাচ প্রকাশিত হয় — (ক) ১৮৫৪ খ্রিস্টাব্দে (খ) ১৮৫৫ খ্রিস্টাব্দে (গ) ১৮৫৬ খ্রিস্টাব্দে (ঘ) ১৮৫৭ খ্রিস্টাব্দে।                                                                 ক

২২. কলকাতা, বোম্বাই ও মাদ্রাজে বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয় — (ক) ১৮৫৪ খ্রিস্টাব্দে (খ) ১৮৫৫ খ্রিস্টাব্দে (গ) ১৮৫৬ খ্রিস্টাব্দে (ঘ) ১৮৫৭ খ্রিস্টাব্দে।                                     ঘ

২৩. কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম আচার্য ছিলেন — (ক) লর্ড রিপন (খ) লর্ড ক্যানিং (গ) লর্ড কার্জন (ঘ) স্যার জেমস উইলিয়াম কোলভিল।                                           খ

২৪. কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম উপাচার্য ছিলেন — (ক) লর্ড রিপন (খ) লর্ড ক্যানিং (গ) লর্ড কার্জন (ঘ) স্যার জেমস উইলিয়াম কোলভিল।                                            ঘ

২৫. কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম ভারতীয় উপাচার্য ছিলেন — (ক) স্যার গুরুদাস বন্দ্যোপাধ্যায় (খ) স্যার আশুতোষ মুখোপাধ্যায় (গ) বিদ্যাসাগর (ঘ) অরবিন্দ ঘোষ    ক

২৬. উনিশ শতকের সংস্কার আন্দোলনকে ‘এলিটিস্ট আন্দোলন’ বলেছেন — (ক) এ. আর. দেশাই (খ) আর. সি. মজুমদার (গ) ড. অনীল শীল (ঘ) কেরি।                   গ

২৭. ‘ভারতীয় নবজাগরণের অগ্ৰদূত’/’ভারতের প্রথম আধুনিক মানুষ’/’আধুনিক ভারতের জনক’/’আধুনিক ভারতের ইরাসমাস’ বলা হয় — (ক) বিদ্যাসাগর (খ) রাজা রামমোহন রায় (গ) রবীন্দ্রনাথ ঠাকুর (ঘ) ডিরোজিও।                                           খ

২৮. রামমোহনকে ‘রাজা’ উপাধি দিয়েছিলেন মোঘল সম্রাট — (ক) আকবর (খ) বাবর (গ) জাহাঙ্গীর (ঘ) দ্বিতীয় আকবর।                                                                               ঘ

২৯. আত্মীয় সভা (১৮১৫) প্রতিষ্ঠা করেন — (ক) রামমোহন (খ) ডেভিড হেয়ার (গ) রাধাকান্ত দেব (ঘ) হাইড ইস্ট।                                                                               ক

৩০. রামমোহন প্রতিষ্ঠিত ব্রাহ্মসভা (১৮২৮) ব্রাহ্মসমাজে পরিনত হয় — (ক) ১৮৩৪ খ্রিস্টাব্দে (খ) ১৮৩৫ খ্রিস্টাব্দে (গ) ১৮৩০ খ্রিস্টাব্দে (ঘ) ১৮৩৩ খ্রিস্টাব্দে।               গ

৩১. সম্বাদ কৌমুদী (১৮২১) এবং মিরাৎ-উল-আকবর (১৮২২) পত্রিকা প্রকাশ করেন — (ক) বিদ্যাসাগর (খ) রাজা রামমোহন রায় (গ) রবীন্দ্রনাথ ঠাকুর (ঘ) ডিরোজিও।   খ                                         

৩২. রামমোহনের উদ্দোগে সতীদাহ প্রথা নিষিদ্ধ হয় — (ক) ১৮২৮ খ্রিস্টাব্দে (খ) ১৮২৫ খ্রিস্টাব্দে (গ) ১৮৩০ খ্রিস্টাব্দে (ঘ) ১৮২৯ খ্রিস্টাব্দে।                                              ঘ

৩৩. আইন করে সতীদাহ প্রথা নিষিদ্ধ করেন — (ক) লর্ড উইলিয়াম বেন্টিঙ্ক (খ) লর্ড ময়রা (গ) লর্ড ওয়েলেসলি (ঘ) ওয়ারেন হেস্টিংস।                                                 ক

৩৪. বেদান্ত কলেজ (১৮২৬) প্রতিষ্ঠা করেন — (ক) বিদ্যাসাগর (খ) রবীন্দ্রনাথ ঠাকুর (গ) রাজা রামমোহন রায় (ঘ) ডিরোজিও।                                                                       গ

৩৫. ‘বেদান্ত গ্ৰন্থ’ ও ‘গৌড়ীয় ব্যাকরণ’ রচনা করেন — (ক) ডেভিড হেয়ার (খ) রামমোহন (গ) রাধাকান্ত দেব (ঘ) হাইড ইস্ট।                                                                            খ

৩৬. ‘বাংলা গদ্যসাহিত্যের জনক’ বলা হয় — (ক) বিদ্যাসাগর (খ) রবীন্দ্রনাথ ঠাকুর (গ) রাজা রামমোহন রায় (ঘ) ডিরোজিও।                                                                       গ

৩৭. রামমোহনকে ‘ভারত পথিক’ বলে অভিহিত করেছেন — (ক) রবীন্দ্রনাথ ঠাকুর (খ) বিদ্যাসাগর (গ) সুকান্ত ভট্টাচার্য (ঘ) ডিরোজিও।                                                     ক

৩৮. দেবেন্দ্রনাথ ঠাকুর ‘ব্রহ্মানন্দ’ উপাধি দেন — (ক) রামমোহনকে (খ) বিদ্যাসাগরকে (গ) রাধাকান্ত দেবকে (ঘ) কেশবচন্দ্র সেনকে।                                                          ঘ

৩৯. বামাবোধিনী সভা প্রতিষ্ঠা করেন — (ক) রামমোহন (খ) বিদ্যাসাগর (গ) কেশবচন্দ্র সেন (ঘ) রাধাকান্ত দেব।                                                                                     গ

৪০. ইন্ডিয়ান মিরর পত্রিকা প্রকাশ করেন — (ক) কেশবচন্দ্র সেন (খ) বিদ্যাসাগর (গ) সুকান্ত ভট্টাচার্য (ঘ) ডিরোজিও।                                                                         ক

৪১.  নববিধান ব্রাহ্মসমাজ (১৮৮০) প্রতিষ্ঠা করেন — (ক) রামমোহন (খ) বিদ্যাসাগর (গ) কেশবচন্দ্র সেন (ঘ) রাধাকান্ত দেব।                                                                     গ

৪২. নব্যবঙ্গ/ইয়ং বেঙ্গল আন্দোলনের প্রাণপুরুষ ছিলেন — (ক) বিদ্যাসাগর (খ) ডিরোজিও (গ) রাজা রামমোহন রায় (ঘ) রবীন্দ্রনাথ ঠাকুর।                                  খ

৪৩. অ্যাকাডেমিক অ্যাসোসিয়েশন (১৮২৮) প্রতিষ্ঠা করেন — (ক) রামমোহন (খ) বিদ্যাসাগর (গ) কেশবচন্দ্র সেন (ঘ) ডিরোজিও।                                                    ঘ

৪৪. অ্যাকাডেমিক অ্যাসোসিয়েশনের মুখপত্র ছিল — (ক) এথেনিয়াম (খ) পার্থেনন (গ) হেসপেরাস (ঘ) এনকোয়ারার।                                                                              ক

৪৫. ‘রামতনু লাহিড়ী ও তৎকালীন বঙ্গসমাজ’ গ্ৰন্থটি রচনা করেন — (ক) ড. অনীল শীল (খ) রামতনু লাহিড়ী (গ) শিবনাথ শাস্ত্রী (ঘ) ডিরোজিও।                                          গ

৪৬. ‘শিবজ্ঞানে জীবসেবা’ -র কথা বলেছেন — (ক) শ্রীরামকৃষ্ণ (খ) বিবেকানন্দ (গ) ঋষি অরবিন্দ (ঘ) মহর্ষি দেবেন্দ্রনাথ।                                                                             ক

৪৭. ‘মানুষ তৈরির ধর্ম’/’Man-making religion’ – এর আদর্শে বিশ্বাসী ছিলেন — (ক) শ্রীরামকৃষ্ণ (খ) মহর্ষি দেবেন্দ্রনাথ (গ) ঋষি অরবিন্দ (ঘ) বিবেকানন্দ।                    ঘ

৪৮. শিকাগোর বিশ্বধর্ম সম্মেলনে (১৮৯৩) শ্রেষ্ঠ বক্তা ছিলেন — (ক) শ্রীরামকৃষ্ণ (খ) বিবেকানন্দ (গ) ঋষি অরবিন্দ (ঘ) মহর্ষি দেবেন্দ্রনাথ।                                           খ

৪৯. রামকৃষ্ণ মিশন (১৮৯৭) প্রতিষ্ঠা করেন — (ক) শ্রীরামকৃষ্ণ (খ) মহর্ষি দেবেন্দ্রনাথ (গ) ঋষি অরবিন্দ (ঘ) বিবেকানন্দ।                                                                            ঘ

৫০. ‘বর্তমান ভারত’ ও ‘পরিব্রাজক’ গ্ৰন্থ রচনা করেন — (ক) বিবেকানন্দ (খ) শ্রীরামকৃষ্ণ (গ) ঋষি অরবিন্দ (ঘ) মহর্ষি দেবেন্দ্রনাথ।                                                              ক

৫১. বিবেকানন্দকে ‘আধুনিক ভারতীয় জাতীয়তাবাদের জনক’ বলেছেন — (ক) দেশাই (খ) অমলেশ ত্রিপাঠী (গ) আর. সি. মজুমদার (ঘ) আর. জি. প্রধান।                        ঘ

৫২. হিন্দু ফিমেল স্কুল/বেথুন স্কুল (১৮৪৯) প্রতিষ্ঠা করেন — (ক) বিদ্যাসাগর (খ) ড্রিঙ্কওয়াটার বেথুন (গ) রামমোহন (ঘ) ডেভিড হেয়ার।                                 খ

৫৩. মেট্রোপলিটন ইন্সটিটিউশন (১৮৭২) প্রতিষ্ঠা করেন — (ক) বিদ্যাসাগর (খ) ড্রিঙ্কওয়াটার বেথুন (গ) রামমোহন (ঘ) ডেভিড হেয়ার।                                  ক

৫৪. ‘বর্ণপরিচয়’ রচনা করেন — (ক) রামমোহন (খ) কেশবচন্দ্র সেন (গ) বিদ্যাসাগর (ঘ) ডিরোজিও।                                                                                                      গ

৫৫. সর্বশুভকরী সভা প্রতিষ্ঠা করেন — (ক) বিদ্যাসাগর (খ) ড্রিঙ্কওয়াটার বেথুন (গ) রামমোহন (ঘ) ডেভিড হেয়ার।                                                                          ক

৫৬. বিদ্যাসাগরের প্রচেষ্টায় বিধবা বিবাহ আইন সিদ্ধ হয় — (ক) ১৮৫৪ খ্রিস্টাব্দে (খ) ১৮৫৫ খ্রিস্টাব্দে (গ) ১৮৫৭ খ্রিস্টাব্দে (ঘ) ১৮৫৬ খ্রিস্টাব্দে।                                ঘ  

৫৭. বিধবা বিবাহ আইন পাস করেন — (ক) লর্ড উইলিয়াম বেন্টিঙ্ক (খ) লর্ড ডালহৌসি (গ) লর্ড ওয়েলেসলি (ঘ) লর্ড ময়রা।                                                                   খ

৫৮. বিদ্যাসাগরকে ‘Traditional Moderniser’/’ঐতিহ্যবাহী আধুনিকতাবাদী’ বলেছেন — (ক) অমলেশ ত্রিপাঠী (খ) দেশাই (গ) আর. সি. মজুমদার (ঘ) আর. জি. প্রধান।    ক

৫৯. প্রার্থনা সমাজ (১৮৬৭) প্রতিষ্ঠা করেন — (ক) এম. জি. রানাডে (খ) রামকৃষ্ণ ভাণ্ডারকর (গ) দয়ানন্দ সরস্বতী (ঘ) আত্মারাম পাণ্ডুরঙ্গ।                                         ঘ

৬০. দাক্ষিণাত্য শিক্ষা সমাজ/ডেকান এডুকেশন সোসাইটি (১৮৮০) গঠন করেন — (ক) রামকৃষ্ণ ভাণ্ডারকর (খ) মহাদেব গোবিন্দ রানাডে (গ) দয়ানন্দ সরস্বতী (ঘ) আত্মারাম পাণ্ডুরঙ্গ।                                                                                                            খ

৬১. মহাদেব গোবিন্দ রানাডের উদ্দোগে পুনায় সার্বজনিক সভা প্রতিষ্ঠিত হয় — (ক) ১৮৭৪ খ্রিস্টাব্দে (খ) ১৮৭৫ খ্রিস্টাব্দে (গ) ১৮৭০ খ্রিস্টাব্দে (ঘ) ১৮৭৬ খ্রিস্টাব্দে।  গ

৬২. বিধবা বিবাহ সমিতি (১৮৬১) প্রতিষ্ঠা করেন — (ক) এম. জি. রানাডে (খ) রামকৃষ্ণ ভাণ্ডারকর (গ) দয়ানন্দ সরস্বতী (ঘ) আত্মারাম পাণ্ডুরঙ্গ।                                     ক

৬৩. থিওসফিক্যাল সোসাইটি প্রতিষ্ঠিত হয় — (ক) ১৮৭৪ খ্রিস্টাব্দে (খ) ১৮৭৫ খ্রিস্টাব্দে (গ) ১৮৭০ খ্রিস্টাব্দে (ঘ) ১৮৭৬ খ্রিস্টাব্দে।                                                           খ

৬৪. বারাণসীতে কেন্দ্রীয় হিন্দু বিদ্যালয় প্রতিষ্ঠা করেন — (ক) স্বামী শ্রদ্ধানন্দ (খ) স্বামী সহজানন্দ (গ) স্বামী নিগমানন্দ (ঘ) শ্রীমতী অ্যানি বেসান্ত।                                ঘ

৬৫. বোম্বাইয়ে আর্য সমাজ (১৮৭৫) প্রতিষ্ঠা করেন — (ক) এম. জি. রানাডে (খ) রামকৃষ্ণ ভাণ্ডারকর (গ) স্বামী দয়ানন্দ সরস্বতী (ঘ) আত্মারাম পাণ্ডুরঙ্গ।                                  গ

৬৬. ‘সত্যার্থ প্রকাশ’ ও ‘বেদভাষা’ গ্রন্থের রচয়িতা — (ক) স্বামী দয়ানন্দ সরস্বতী (খ) রামকৃষ্ণ ভাণ্ডারকর (গ) এম. জি. রানাডে (ঘ) আত্মারাম পাণ্ডুরঙ্গ।                            ক

৬৭. শুদ্ধি আন্দোলনের প্রবক্তা — (ক) আত্মারাম পাণ্ডুরঙ্গ (খ) রামকৃষ্ণ ভাণ্ডারকর (গ) এম. জি. রানাডে (ঘ) স্বামী দয়ানন্দ সরস্বতী।                                                            ঘ

৬৮. লাহোরে দয়ানন্দ অ্যাংলো বৈদিক কলেজ (১৮৮৬) প্রতিষ্ঠা করেন — (ক) এম. জি. রানাডে (খ) লালা হংসরাজ (গ) স্বামী দয়ানন্দ সরস্বতী (ঘ) আত্মারাম পাণ্ডুরঙ্গ।       খ

৬৯. স্বামী শ্রদ্ধানন্দ হরিদ্বারে গুরুকুল আশ্রম প্রতিষ্ঠা করেন — (ক) ১৯০৪ খ্রিস্টাব্দে (খ) ১৯০৫ খ্রিস্টাব্দে (গ) ১৯০২ খ্রিস্টাব্দে (ঘ) ১৯০৬ খ্রিস্টাব্দে।                             গ

৭০. জ্যোতিবা ফুলে রচিত গ্ৰন্থটি হল — (ক) গুলামগিরি (খ) যোগম (গ) বেদভাষা (ঘ) দীনবন্ধু।                                                                                                                 ক

৭১. সত্যশোধক সমাজ (১৮৭৩) প্রতিষ্ঠা করেন — (ক) এম. জি. রানাডে (খ) রামকৃষ্ণ ভাণ্ডারকর (গ) স্বামী দয়ানন্দ সরস্বতী (ঘ) জ্যোতিবা ফুলে।                                   ঘ

৭২. ভাইকম সত্যাগ্রহ -র অন্যতম প্রধান নেতা ছিলেন — (ক) জ্যোতিবা ফুলে (খ) নারায়ণ গুরু (গ) কেশব মেনন (ঘ) কেলাপ্পান।                                                   খ

৭৩. ‘দক্ষিণ ভারতের বিদ্যাসাগর’ বলা হয় — (ক) কেশব মেননকে (খ) শ্রী নারায়ণ গুরুকে (গ) কেলাপ্পানকে (ঘ) বীরসালিঙ্গম পানতুলুকে।                                    ক

৭৪. সায়েন্টিফিক সোসাইটি (১৮৬৪) প্রতিষ্ঠা করেন — (ক) এম. জি. রানাডে (খ) রামকৃষ্ণ ভাণ্ডারকর (গ) জ্যোতিবা ফুলে (ঘ) স্যার সৈয়দ আহমদ খান।             ঘ

৭৫. সৈয়দ আহমদ খান আলিগড়ে অ্যাংলো ওরিয়েন্টাল কলেজ প্রতিষ্ঠা করেন — (ক) ১৮৭৪ খ্রিস্টাব্দে (খ) ১৮৭৫ খ্রিস্টাব্দে (গ) ১৮৭০ খ্রিস্টাব্দে (ঘ) ১৮৭৬ খ্রিস্টাব্দে।  খ

৭৬. অ্যাংলো ওরিয়েন্টাল কলেজ আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ে পরিনত হয় — (ক) ১৯২৪ খ্রিস্টাব্দে (খ) ১৯১৫ খ্রিস্টাব্দে (গ) ১৯২০ খ্রিস্টাব্দে (ঘ) ১৯১৬ খ্রিস্টাব্দে।  গ

৭৭. দ্বিজাতি তত্ত্বের প্রবক্তা — (ক) মহম্মদ আলি জিন্নাহ (খ) চৌধুরী রহমত আলি (গ) চিরাগ আলি (ঘ) স্যার সৈয়দ আহমদ খান।                                                         ঘ

৭৮. আলিগড় কলেজের প্রথম অধ্যক্ষ ছিলেন — (ক) থিয়োডোর বেক (খ) হালি (গ) মৌলানা শিবলি নোমান (ঘ) স্যার সৈয়দ আহমদ খান।                                        ক

৭৯. অমৃতসরে খালসা কলেজ প্রতিষ্ঠিত হয় — (ক) ১৮৯৪ খ্রিস্টাব্দে (খ) ১৮৯২ খ্রিস্টাব্দে (গ) ১৮৯০ খ্রিস্টাব্দে (ঘ) ১৯৯৬ খ্রিস্টাব্দে।                                                          খ

৮০. ১৯২০ খ্রিস্টাব্দে অকালি আন্দোলন শুরু হয় — (ক) বোম্বাইয়ে (খ) গুজরাটে (গ) লাহোরে (ঘ) পাঞ্জাবে।                                                                                       ঘ

৮১. সাউকার-বিরোধী দাঙ্গা/দাক্ষিণাত্য বিদ্রোহ শুরু হয় — (ক) ১৮৭৪ খ্রিস্টাব্দে (খ) ১৮৭৫ খ্রিস্টাব্দে (গ) ১৮৭০ খ্রিস্টাব্দে (ঘ) ১৮৭৬ খ্রিস্টাব্দে।                                খ

৮২. ভারতের প্রথম ট্রেড ইউনিয়ন হল — (ক) রেড ট্রেড ইউনিয়ন (খ) ইন্ডিয়ান ট্রেড ইউনিয়ন (গ) মাদ্রাজ লেবার ইউনিয়ন (ঘ) লেবার অ্যাসোসিয়েশন।                    গ

৮৩. ১৯১৮ খ্রিস্টাব্দে মাদ্রাজ লেবার ইউনিয়ন প্রতিষ্ঠা করেন — (ক) বি. পি. ওয়াদিয়া (খ) লালা লাজপত রায় (গ) চমনলাল (ঘ) ভি. ভি. গিরি।                                            ক

৮৪. নিখিল ভারত ট্রেড ইউনিয়ন কংগ্রেস/AITUC প্রতিষ্ঠিত হয় — (ক) ১৯২৪ খ্রিস্টাব্দে (খ) ১৯২২ খ্রিস্টাব্দে (গ) ১৯২১ খ্রিস্টাব্দে (ঘ) ১৯২০ খ্রিস্টাব্দে।                            ঘ

৮৫. নিখিল ভারত ট্রেড ইউনিয়ন কংগ্রেসের প্রথম সভাপতি ছিলেন — (ক) বি. পি. ওয়াদিয়া (খ) লালা লাজপত রায় (গ) দেওয়ান চমনলাল (ঘ) ভি. ভি. গিরি।          খ

৮৬. নিখিল ভারত ট্রেড ইউনিয়ন কংগ্রেসের প্রথম সম্পাদক ছিলেন — (ক) বি. পি. ওয়াদিয়া (খ) লালা লাজপত রায় (গ) দেওয়ান চমনলাল (ঘ) ভি. ভি. গিরি।         গ

৮৭. কংগ্রেস সোশ্যালিস্ট পার্টি প্রতিষ্ঠিত হয় — (ক) ১৯৩৪ খ্রিস্টাব্দে (খ) ১৯২২ খ্রিস্টাব্দে (গ) ১৯২১ খ্রিস্টাব্দে (ঘ) ১৯২০ খ্রিস্টাব্দে।                                                              ক

৮৮. ভারতের কমিউনিস্ট পার্টি প্রতিষ্ঠিত হয় — (ক) ১৯২৪ খ্রিস্টাব্দে (খ) ১৯২২ খ্রিস্টাব্দে (গ) ১৯২১ খ্রিস্টাব্দে (ঘ) ১৯২৫ খ্রিস্টাব্দে।                                                              ঘ

৮৯. শ্রমিক ও কৃষক পার্টি/ workers and Peasant Party প্রতিষ্ঠিত হয় — (ক) ১৯২৪ খ্রিস্টাব্দে (খ) ১৯২৫ খ্রিস্টাব্দে (গ) ১৯২১ খ্রিস্টাব্দে (ঘ) ১৯২২ খ্রিস্টাব্দে।                খ

৯০. এস. এ. গাঙ্গেয় সম্পাদিত পত্রিকাটি হল — (ক) শ্রমিক (খ) গণবাণী (গ) লাঙ্গল (ঘ) সোশ্যালিস্ট।                                                                                                         ঘ

৯১. পুনা চুক্তি স্বাক্ষরিত হয় — (ক) ১৯৩২ খ্রিঃ (খ) ১৯৩৩ খ্রিঃ (গ) ১৯৩৪ খ্রিঃ (ঘ) ১৯৩৫ খ্রিঃ।                                                                                                                   ক

৯২. উনিশ শতকে বাংলার নবজাগরণকে তথাকথিত নবজাগরণ বলেছেন — (ক) অম্লান দত্ত (খ) অশোক সেন (গ) অশোক মিত্র (ঘ) ড. সুমিত সরকার।                            গ

৯৩. চীনের ৪ ঠা মে আন্দোলনের শ্লোগান জিউগুয়ো – এর অর্থ হল — (ক) দেশ বাঁচাও (খ) বিদেশি হটাও (গ) দেশ স্বাধীন করো (ঘ) রাজতন্ত্র বিনাশ করো।                      ক

৯৪. সংস্কারের দাবিতে চীন সম্রাটের কাছে আবেদন পত্র জমা দেন — (ক) চেন-তু সিউ (খ) কোয়াংসু (গ) সাই উয়ান-পেই (ঘ) কাং ইউ ওয়ে।                                            ঘ

Leave a Comment