নবম শ্রেণীর ইতিহাস তৃতীয় অধ্যায় হতে শূন্যস্থান পূরণ। নবম শ্রেণী (তৃতীয় অধ্যায়) ঊনবিংশ শতকের ইউরোপ- রাজতান্ত্রিক ও জাতীয়তাবাদী ভাবধারার সংঘাত থেকে শূন্যস্থান পূরণ। Class 9 History Chapter 3 Fill in the Blank question answers.
নবম শ্রেণীর ইতিহাস তৃতীয় অধ্যায় হতে শূন্যস্থান পূরণ (ঊনবিংশ শতকের ইউরোপ)
নবম শ্রেণী (তৃতীয় অধ্যায়) ঊনবিংশ শতকের ইউরোপ: রাজতান্ত্রিক ও জাতীয়তাবাদী ভাবধারার সংঘাত থেকে শূন্যস্থান পূরণ
শ্রেণী | নবম |
অধ্যায় | তৃতীয় অধ্যায় |
Question Type | শূন্যস্থান পূরণ |
Marks | 1 |
নবম শ্রেণীর ইতিহাস তৃতীয় অধ্যায় থেকে সঠিক উত্তরটি নির্বাচন (শূন্যস্থান পূরণ)
১। ইউরোপে জাতীয়তাবাদের সর্বাধিক প্রসার ঘটে ____________ প্রভাবে।
- (ক) ফরাসি বিপ্লবের
- (খ) ভিয়েনা সম্মেলনের
- (গ) জুলাই বিপ্লবের
- (ঘ) ফেব্রুয়ারি বিপ্লবের
উত্তর:- (ক) ফরাসি বিপ্লবের।
২। ন্যায্য অধিকার নীতির দ্বারা __________ বংশ হল্যান্ডের সিংহাসন লাভ করে।
- (ক) হ্যাপ্সবার্গ
- (খ) অরেঞ্জ
- (গ) স্যাভয়
- (ঘ) বুরবোঁ
উত্তর:- (খ) অরেঞ্জ।
৩। ___________ ছিলেন ভিয়েনা সম্মেলনের মধ্যমণি।
- (ক) ক্যাসালরি
- (খ) মেটারনিখ
- (গ) প্রথম আলেকজান্ডার
- (ঘ) নেপোলিয়ন
উত্তর:- (খ) মেটারনিখ।
৪। জাতীয়তাবাদের প্রভাবে ইউরোপের ক্ষুদ্র জাতিগুলি ____________দাবি জানায়।
- (ক) সুরক্ষার
- (খ) খাদ্যের
- (গ) যুদ্ধের
- (ঘ) আত্মনিয়ন্ত্রণের
উত্তর:- (ঘ) আত্মনিয়ন্ত্রণের।
৫। ক্ষতিপূরণ নীতির দ্বারা পার্মা, মডেনা ও টাস্কানিতে ___________ বংশের আধিপত্য প্রতিষ্ঠিত হয়।
- (ক) বুরবোঁ
- (খ) হ্যাপ্সবার্গ
- (গ) স্যাভয়
- (ঘ) অরেঞ্জ
উত্তর:- (খ) হ্যাপ্সবার্গ।
৬। _____________ জার্মান বুণ্ড বা রাষ্ট্র-সমবায়ের সভাপতি ছিল।
- (ক) অস্ট্রিয়া
- (খ) প্রাশিয়া
- (গ) ইংল্যান্ড
- (ঘ) রাশিয়া
উত্তর:- (ক) অস্ট্রিয়া।
৭। শক্তিসাম্য নীতির দ্বারা __________ হল্যান্ডের সঙ্গে যুক্ত করা হয়।
- (ক) জেনোয়াকে
- (খ) স্যাভয়কে
- (গ) রাইন জেলাগুলিকে
- (ঘ) বেলজিয়ামকে
উত্তর:- (ঘ) বেলজিয়ামকে।
৮। ভিয়েনা সম্মেলনে ফ্রান্সের ওপর ___________ ক্ষতিপূরণ চাপানো হয় ।
- (ক) ৬০ কোটি
- (খ) ৭০ কোটি
- (গ) ৮০ কোটি
- (ঘ) ৯০ কোটি
উত্তর:- (ক) ৬০ কোটি।
৯। মেটারনিখের দমননীতি পরিচালনার উদ্দেশ্যে ____________ শহরে সদর দপ্তর খোলা হয়।
- (ক) ভার্সাই
- (খ) মেইন্জ
- (গ) প্যারিস
- (ঘ) ভিয়েনা
উত্তর:- (খ) মেইন্জ।
১০। দশম চার্লস ছিলেন ___________ এর ভ্রাতা।
- (ক) অষ্টাদশ লুই
- (খ) ষোড়শ লুই নেপোলিয়ন
- (গ) সপ্তদশ লুই
- (ঘ) নেপোলিয়ন
উত্তর:- (ক) অষ্টাদশ লুই।
১১। ‘বুরসেনসাফটেন’ ছিল জার্মানির একটি ____________।
- (ক) তদন্ত কমিটি
- (খ) অধ্যাপক সমিতি
- (গ) রাজনৈতিক দল
- (ঘ) ছাত্র সংগঠন
উত্তর:- (ঘ) ছাত্র সংগঠন।
১২। ____________ ইউরোপের প্রধানমন্ত্রী নামে পরিচিত ছিলেন।
- (ক) ক্যাভুর
- (খ) নেপোলিয়ন
- (গ) মেটারনিখ
- (ঘ) বিসমার্ক
উত্তর:- (গ) মেটারনিখ।
১৩। দশম চার্লস ____________ এর পরামর্শে আইনসভা ভেঙে দেন।
- (ক) ভিলিল
- (খ) মাটিগন্যাক
- (গ) পলিগন্যাক
- (ঘ) অষ্টাদশ লুই
উত্তর:- (গ) পলিগন্যাক।
১৪। ‘অর্গানাইজেশন অব লেবার’ গ্রন্থটি রচনা করেন ____________ ।
- (ক) লুই ব্লাঁ
- (খ) থিয়ার্স
- (গ) রবার্ট ওয়েন
- (ঘ) সাঁ সিমোঁ
উত্তর:- (ক) লুই ব্লাঁ।
১৫। লুই ফিলিপের পতন ঘটে ____________ বিপ্লবের ফলে।
- (ক) ফরাসি
- (খ) ফেব্রুয়ারি
- (গ) জুলাই
- (ঘ) নভেম্বর
উত্তর:- (খ) ফেব্রুয়ারি।
১৬। জুলাই অর্ডিন্যান্স জারি করেন ____________ ।
- (ক) দশম চার্লস
- (খ) লুই নেপোলিয়ন
- (গ) ষোড়শ লুই
- (ঘ) লুই ফিলিপ
উত্তর:- (ক) দশম চার্লস।
১৭। ____________ খ্রিস্টাব্দ ‘বিপ্লবের বছর’ নামে পরিচিত।
- (ক) ১৭৮৯ খ্রিস্টাব্দে
- (খ) ১৮৩০ খ্রিস্টাব্দে
- (গ) ১৮৪৮ খ্রিস্টাব্দে
- (ঘ) ১৯১৭ খ্রিস্টাব্দে
উত্তর:- (গ) ১৮৪৮ খ্রিস্টাব্দে।
১৮। ঐক্যবদ্ধ হওয়ার আগে দক্ষিণ ইটালির নেপলস ও সিসিলতে ____________ বংশের শাসন প্রতিষ্ঠিত ছিল।
- (ক) অরেঞ্জ
- (খ) স্যাভয়
- (গ) অর্লিয়েন্স
- (ঘ) বুরবোঁ
উত্তর:- (ঘ) বুরবোঁ।
১৯। ফেব্রুয়ারি বিপ্লবের পর ফ্রান্সে ____________ গঠিত হয়।
- (ক) জাতীয় কর্মশালা
- (খ) তদন্ত কমিশন
- (গ) সংবিধান সভা
- (ঘ) নাগরিক সভা
উত্তর:- (ক) জাতীয় কর্মশালা।
২০। ফেব্রুয়ারি বিপ্লবের চাপে মেটারনিখ ____________ পালিয়ে যান।
- (ক) রাশিয়ায়
- (খ) ইংল্যান্ডে
- (গ) প্রাশিয়ায়
- (ঘ) ইটালিতে
উত্তর:- (খ) ইংল্যান্ডে।
২১। মেটারনিখ বলেছেন, ইটালি হল “একটি ____________ সংজ্ঞামাত্র।”
- (ক) ঐতিহাসিক
- (খ) রাজনৈতিক
- (গ) ভৌগোলিক
- (ঘ) সামাজিক
উত্তর:- (গ) ভৌগোলিক।
২২। ‘রিসর্জিমেন্টো’ পত্রিকার সম্পাদক ছিলেন ____________।
- (ক) ক্যাভুর
- (খ) ম্যাৎসিনি
- (গ) গ্যারিবল্ডি
- (ঘ) ভিক্টর ইমান্যুয়েল
উত্তর:- (ক) ক্যাভুর।
২৩। জেনারেল পেপ ছিলেন ____________ এর বিদ্রোহী আন্দোলনের নেতা ।
- (ক) সিসিলি
- (খ) লম্বার্ডি
- (গ) নেপল্স
- (ঘ) ভেনিস
উত্তর:- (গ) নেপল্স।
২৪। ইটালির ঐক্য আন্দোলনে সবচেয়ে বিখ্যাত গুপ্ত সমিতি ছিল ____________।
- (ক) ফেডারিটি
- (খ) কার্বোনারি
- (গ) অ্যাডেলফি
- (ঘ) গুয়েলফি
উত্তর:- (খ) কার্বোনারি।
২৫। ম্যাৎসিনির লক্ষ্য ছিল ইটালিকে ঐক্যবদ্ধ করে ____________ প্রতিষ্ঠা করা।
- (ক) সমাজতন্ত্র
- (খ) একনায়কতন্ত্র
- (গ) রাজতন্ত্র
- (ঘ) প্রজাতন্ত্র
উত্তর:- (ঘ) প্রজাতন্ত্র।
২৬। পিডমন্টের সঙ্গে লম্বার্ডি যুক্ত হয় ____________ সন্ধির দ্বারা।
- (ক) জুরিখের
- (খ) প্লোমবিয়ের্সের
- (গ) ভিল্লাফ্রাঙ্কার
- (ঘ) প্যারিসের
উত্তর:- (ক) জুরিখের।
২৭। ক্যাভুর ঐক্যবদ্ধ ইটালিতে ____________ প্রতিষ্ঠা করতে চেয়েছিলেন।
- (ক) গণতন্ত্র
- (খ) নিয়মতান্ত্রিক রাজতন্ত্র
- (গ) প্রজাতন্ত্র
- (ঘ) সমাজতন্ত্র
উত্তর:- (খ) নিয়মতান্ত্রিক রাজতন্ত্র।
২৮। ১৮৪৮ খ্রিস্টাব্দে ____________ এর নেতৃত্বে রোম ও টাস্কানিতে প্রজাতন্ত্র প্রতিষ্ঠিত হয়।
- (ক) ভিক্টর ইমান্যুয়েল
- (খ) গ্যারিবল্ডি
- (গ) ম্যাৎসিনি
- (ঘ) ক্যাভুর
উত্তর:- (গ) ম্যাৎসিনি।
২৯। ইটালি ____________ সন্ধির দ্বারা স্যাভয় ও নিস লাভ করে।
- (ক) প্যারিসের
- (খ) ভিল্লাফ্রাঙ্কার
- (গ) জুরিখের
- (ঘ) প্লোমবিয়ের্সের
উত্তর:- (গ) জুরিখের।
৩০। ____________ মধ্য ইটালির সংযুক্তির বিনিময়ে ইটালির কাছ থেকে স্যাভয় ও নিস লাভ করে।
- (ক) রাশিয়া
- (খ) প্রাশিয়া
- (গ) অস্ট্রিয়া
- (ঘ) ফ্রান্স
উত্তর:- (ঘ) ফ্রান্স।
৩১। ১৮৬১ খ্রিস্টাব্দে ____________ জাতীয় সংসদের প্রথম অধিবেশন বসে।
- (ক) প্রাশিয়ার
- (খ) জার্মানির
- (গ) ইটালির
- (ঘ) ফ্রান্সের
উত্তর:- (গ) ইটালির।
৩২। ‘কনফেডারেশন তাব দ্য রাইন’ গঠন করেন ____________ ।
- (ক) নেপোলিয়ন
- (খ) গ্যারিবল্ডি
- (গ) ম্যাৎসিনি
- (ঘ) ক্যাভুর
উত্তর:- (ক) নেপোলিয়ন।
৩৩। ফরাসি বিপ্লবের সময় জার্মানি প্রায় ____________ রাজ্যে বিভক্ত ছিল।
- (ক) ১০০ টি
- (খ) ২০০ টি
- (গ) ৩০০ টি
- (ঘ) ৪০০ টি
উত্তর:- (গ) ৩০০ টি।
৩৪। ইটালির ঐক্য সম্পূর্ণ হয় ____________ সংযুক্তির মাধ্যমে।
- (ক) ভেনিসের
- (খ) রোমের
- (গ) লম্বার্ডির
- (ঘ) সিসিলির
উত্তর:- (খ) রোমের।
৩৫। ভিয়েনা ব্যবস্থার মাধ্যমে জার্মান বুন্ডের সভাপতি হয় ____________ ।
- (ক) রাশিয়া
- (খ) প্রাশিয়া
- (গ) ইংল্যান্ড
- (ঘ) অস্ট্রিয়া
উত্তর:- (ঘ) অস্ট্রিয়া।
৩৬। জোলভেরাইন প্রতিষ্ঠায় নেতৃত্ব দিয়েছিল ____________।
- (ক) প্রাশিয়া
- (খ) রাশিয়া
- (গ) অস্ট্রিয়া
- (ঘ) ইংল্যান্ড
উত্তর:- (ক) প্রাশিয়া।
৩৭। বুরসেনসাফটেন ছিল একটি জার্মান ____________।
- (ক) সামরিক সংগঠন
- (খ) শুল্কসংঘ
- (গ) গুপ্ত সমিতি
- (ঘ) রাজনৈতিক দল
উত্তর:- (গ) গুপ্ত সমিতি।
৩৮। জার্মানির ঐক্য আন্দোলনে নেতৃত্ব দিয়েছিল ____________।
- (ক) ব্যাভেরিয়া
- (খ) স্যাক্সনি
- (গ) প্রাশিয়া
- (ঘ) হ্যানোভার
উত্তর:- (গ) প্রাশিয়া।
৩৯। জার্মানির ঐক্যের জন্য বিসমার্কের প্রথম যুদ্ধ ছিল ____________ বিরুদ্ধে।
- (ক) রাশিয়ার
- (খ) অস্ট্রিয়ার
- (গ) ডেনমার্কের
- (ঘ) ফ্রান্সের
উত্তর:- (গ) ডেনমার্কের।
৪০। প্রাশিয়ার কাছে পরাজিত হয়ে ডেনমার্ক ____________ চুক্তির দ্বারা শ্লেসউইগ ও হলস্টিনের ওপর দাবি ত্যাগ করে।
- (ক) লন্ডন
- (খ) ভিয়েনা
- (গ) প্লোমবিয়ের্সের
- (ঘ) ভিল্লাফ্রাঙ্কার
উত্তর:- (খ) ভিয়েনা।
৪১। প্রথম লিওপোল্ড হলেন ____________ এর রাজা।
- (ক) অস্ট্রিয়া
- (খ) বেলজিয়াম
- (গ) পোল্যান্ড
- (ঘ) স্পেন
উত্তর:- (খ) বেলজিয়াম।
৪২। জার্মানির ঐক্যের জন্য বিসমার্কের শেষ যুদ্ধ ছিল ____________ বিরুদ্ধে।
- (ক) রাশিয়ার
- (খ) অস্ট্রিয়ার
- (গ) ফ্রান্সের
- (ঘ) প্রাশিয়ার
উত্তর:- (গ) ফ্রান্সের।
৪৩। স্যাডোয়ার যুদ্ধের পর ____________ এর নেতৃত্বে উত্তর জার্মান রাষ্ট্রসংঘ গঠিত হয়।
- (ক) প্রাশিয়া
- (খ) অস্ট্রিয়া
- (গ) ইংল্যান্ড
- (ঘ) ডেনমার্ক
উত্তর:- (ক) প্রাশিয়া।
৪৪। ____________ সন্ধির দ্বারা সেডানের যুদ্ধের অবসান ঘটে।
- (ক) প্যারিসের
- (খ) জুরিখের
- (গ) ফ্রাঙ্কফার্টের
- (ঘ) প্রাগের
উত্তর:- (গ) ফ্রাঙ্কফার্টের।
৪৫। ইটালিকে ____________ প্রদানের শর্তে প্রাশিয়া আসন্ন ফ্রাঙ্কো-প্রাশীয় যুদ্ধে ইটালির সহযোগিতা লাভ করে।
- (ক) সিসিলি
- (খ) লম্বার্ডি
- (গ) ভেনিস
- (ঘ) রোম
উত্তর:- (ঘ) রোম।
৪৬। ____________ যুদ্ধ ‘সাত সপ্তাহের যুদ্ধ’ নামে পরিচিত।
- (ক) ক্রিমিয়ার
- (খ) স্যাডোয়ার
- (গ) সেডানের
- (ঘ) গ্রিসের
উত্তর:- (খ) স্যাডোয়ার।
৪৭। সেডানের যুদ্ধের পর ____________ পতন ঘটে।
- (ক) বেনেদেত্তির
- (খ) বিসমার্কের
- (গ) তৃতীয় নেপোলিয়নের
- (ঘ) প্রথম উইলিয়ামের
উত্তর:- (গ) তৃতীয় নেপোলিয়নের।
৪৮। তুরস্কের অধীনতা ছিন্ন করে ১৮৪২ খ্রিস্টাব্দে ____________ স্বাধীনতা লাভ করে।
- (ক) গ্রিস
- (খ) বুলগেরিয়া
- (গ) মিশর
- (ঘ) রোমানিয়া
উত্তর:- (গ) মিশর।
৪৯। তুরস্কের অধীনতা ছিন্ন করে ১৮২৯ খ্রিস্টাব্দে ____________ স্বাধীনতা লাভ করে।
- (ক) গ্রিস
- (খ) মিশর
- (গ) বুলগেরিয়া
- (ঘ) রোমেনিয়া
উত্তর:- (ক) গ্রিস।
৫০। ফ্রান্সে স্থায়ীভাবে প্রজাতন্ত্র স্থাপিত হয় ____________ খ্রিস্টাব্দে।
- (ক) ১৭৯৯
- (খ) ১৮৪৮
- (গ) ১৮৫২
- (ঘ) ১৮৭১
উত্তর:- (ঘ) ১৮৭১
৫১। তুরস্ক ১৮২১ খ্রিস্টাব্দে মিশরের শাসক ____________ এর সহায়তায় গ্রিকদের বিদ্রোহ দমন করে।
- (ক) স্কুফাস
- (খ) মহম্মদ আলি
- (গ) প্রথম আলেকজান্ডার
- (ঘ) দ্বিতীয় আলেকজান্ডার
উত্তর:- (খ) মহম্মদ আলি।
৫২। রাশিয়ার মুক্ত ভূমিদাসরা যে চাষের জমি লাভ করে তার মালিকানা থাকে ____________ ওপর।
- (ক) সরকারের
- (খ) জমিদারের
- (গ) গ্রাম্য মিরগুলির
- (ঘ) কৃষকের
উত্তর:- (গ) গ্রাম্য মিরগুলির।
৫৩। প্যারিসের সন্ধির দ্বারা ____________ যুদ্ধের অবসান ঘটে।
- (ক) ক্রিমিয়ার
- (খ) গ্রিসের স্বাধীনতা
- (গ) স্যাডোয়ার
- (ঘ) সেডানের
উত্তর:- (ক) ক্রিমিয়ার।
৫৪। গ্রোটোর গির্জার ওপর কর্তৃত্বের অধিকার ছিল ____________ যুদ্ধের প্রত্যক্ষ কারণ।
- (ক) গ্রিসের
- (খ) স্যাডোয়ার
- (গ) ক্রিমিয়ার
- (ঘ) সেডানের
উত্তর:- (গ) ক্রিমিয়ার।
৫৫। রাশিয়ার মুক্ত ভূমিদাসরা তাদের প্রাপ্ত জমির ক্ষতিপূরণের অর্থ সরকারকে পরিশোধের জন্য জন্য ____________ বছর সময় পায়।
- (ক) ৩৯
- (খ) ৪৯
- (গ) ৫৯
- (ঘ) ৬৯
উত্তর:- (খ) ৪৯