২০২৫ সালের মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষার ইতিহাস বিষয়ে সম্পূর্ণ সিলেবাসের সাজেশন্ ভিত্তিক পিডিএফ নোটস্ নেওয়ার জন্য যোগাযোগ করুণ (দাম প্রতি ক্লাস ৯৯ টাকা)।

👉Chat on WhatsApp

নবম শ্রেণীর ইতিহাস চতুর্থ অধ্যায় হতে ভুল বা ঠিক নির্ধারণ

নবম শ্রেণীর ইতিহাস চতুর্থ অধ্যায় হতে ভুল বা ঠিক নির্ধারণ। নবম শ্রেণী (চতুর্থ অধ্যায়) শিল্পবিপ্লব, উপনিবেশবাদ ও সাম্রাজ্যবাদ থেকে ভুল বা ঠিক নির্ধারণ। Class 9 History Chapter 6 Determining Error or Right.

নবম শ্রেণীর ইতিহাস চতুর্থ অধ্যায় হতে ভুল বা ঠিক নির্ধারণ (শিল্পবিপ্লব, উপনিবেশবাদ ও সাম্রাজ্যবাদ)

নবম শ্রেণী (চতুর্থ অধ্যায়) শিল্পবিপ্লব, উপনিবেশবাদ ও সাম্রাজ্যবাদ থেকে ভুল বা ঠিক নির্ধারণ

শ্রেণী নবম
অধ্যায়চতুর্থ অধ্যায়
Question Typeভুল বা ঠিক নির্ধারণ
Marks1

নবম শ্রেণীর ইতিহাস চতুর্থ অধ্যায় থেকে ভুল বা ঠিক নির্ধারণ করো

১। ঐতিহাসিক হেজ, হ্যাজেন প্রমূখ ‘শিল্প বিপ্লব’ কথাটির পরিবর্তে ‘শিল্প বিবর্তন’ কথাটি ব্যবহারের পক্ষপাতী।

উত্তর:- ঠিক।

২। ব্যাংক অব ফ্রান্সের পুনর্গঠন করেন ফরাসি সম্রাট তৃতীয় নেপোলিয়ন।

উত্তর:- ঠিক।

৩। ম্যাথু বোল্টন নামে এক ব্যক্তি জর্জ স্টিফেনসনের বাষ্পচালিত রেলইঞ্জিন তৈরি করে বিক্রি করতেন।

উত্তর:- ভুল, ম্যাথু বোল্টন নামে এক ব্যক্তি জেমস ওয়াটের বাষ্পীয় ইঞ্জিন তৈরি করে বিক্রি করতেন।

৪। ইংল্যান্ডের ভগ্ন উপকূলভাগে বন্দর গড়ে ওঠেনি বলে সমুদ্রপথে পরিবহণে সমস্যা দেখা দিয়েছিল।

উত্তর:- ভুল, ইংল্যান্ডের ভগ্ন উপকূলভাগে প্রচুর উন্নত বন্দর গড়ে ওঠায় সমুদ্রপথে পরিবহণে সুবিধা হয়েছিল।

৫। ১৮৩৪ খ্রিস্টাব্দে সর্বপ্রথম ১৮টি জার্মান রাজ্য নিয়ে ‘কনফেডারেশন অব দ্য রাইন’ স্থাপিত হয়।

উত্তর:- ভুল, ১৮৩৪ খ্রিস্টাব্দে সর্বপ্রথম ১৮টি জার্মান রাজ্য নিয়ে জোলভেরাইন স্থাপিত হয়।

৬। শিল্পবিপ্লবের ফলে ইউরোপের বাণিজ্য-মূলধন শিল্প-মূলধনে পরিণত হয়।

উত্তর:- ঠিক।

৭। শিল্পবিপ্লবের ফলে মালিকশ্রেণি ও শ্রমিকশ্রেণির মধ্যে অর্থনৈতিক সাম্য স্থাপিত হয়।

উত্তর:- ভুল, শিল্পবিপ্লবের ফলে মালিকশ্রেণি ও শ্রমিকশ্রেণির মধ্যে অর্থনৈতিক বৈষম্য বৃদ্ধি পায়।

৮। বিসমার্ক কার্টেল, ট্রাস্ট কমবাইন প্রভৃতি যৌথ সংগঠনের সহায়তায় জার্মানিতে বৃহৎ শিল্পের প্রসার ঘটান।

উত্তর:- ঠিক।

৯। ইংল্যান্ডে শ্রমিক আন্দোলনের পক্ষে ছিল হুইগ দল।

উত্তর:- ভুল, ইংল্যান্ডে শ্রমিক আন্দোলনের পক্ষে ছিল টোরি দল।

১০। নিউ ল্যানার্ক শহরে একটি আদর্শ সমাজতান্ত্রিক শিল্পকারখানা প্রতিষ্ঠা করেন শার্ল ফুরিয়ের।

উত্তর:- ভুল, নিউ ল্যানার্ক শহরে একটি আদর্শ সমাজতান্ত্রিক শিল্পকারখানা প্রতিষ্ঠা করেন রবার্ট আওয়েন।

১১। ১৮৭৫ খ্রিস্টাব্দে জার্মান সোশ্যাল ডেমোক্র্যাটিক পার্টি প্রতিষ্ঠিত হয়।

উত্তর:- ঠিক।

১২। চার্টিস্ট আন্দোলনে অর্থনৈতিক সাম্যের দাবি করা হয়।

উত্তর:- ভুল, চার্টিস্ট আন্দোলনে সার্বজনীন ভোটাধিকারের দাবি করা হয়।

১৩। আধুনিক সমাজতন্ত্রের প্রথম বিজ্ঞানসম্মত ব্যাখ্যা পাওয়া যায় কার্ল মার্কস ও ফ্রেডরিখ এঙ্গেলস রচিত ‘কমিউনিস্ট ম্যানিফেস্টো’ গ্রন্থে।

উত্তর:- ঠিক।

১৪। হবসন ও লেনিন আধুনিক সাম্রাজ্যবাদ বা উপনিবেশবাদের সামাজিক ব্যাখ্যা দিয়েছেন।

উত্তর:- ভুল, হবসন ও লেনিন আধুনিক সাম্রাজ্যবাদ বা উপনিবেশবাদের অর্থনৈতিক ব্যাখ্যা দিয়েছেন।

১৫। কার্ল মার্কস শ্রেণিহীন সমাজ প্রতিষ্ঠার কথা বলেছেন যেখানে ব্যক্তিগত সম্পত্তি বা অর্থনৈতিক বৈষম্য বলে কিছুই থাকবে না।

উত্তর:- ঠিক।

১৬। কার্ল মার্কস ‘কমিউনিজম’ বা সাম্যবাদ কথাটির পরিবর্তে ‘সোশ্যালিজম’ বা সমাজতন্ত্রবাদ কথাটি ব্যবহার করেন।

উত্তর:- ভুল, কার্ল মার্কস ‘সোশ্যালিজম’ বা সমাজতন্ত্রবাদ কথাটির পরিবর্তে ‘কমিউনিজম’ বা সাম্যবাদ কথাটি ব্যবহার করেন।

১৭। লেনিনের মতে পুঁজিবাদী অর্থনীতির চূড়ান্ত পরিণতি হল যউদ্ধ।

উত্তর:- ঠিক।

১৮। উনিশ শতকের প্রথমার্ধেই ইউরোপের বিভিন্ন জাতি সমগ্র আফ্রিকা মহাদেশের সঙ্গে পরিচিত হয়ে উঠেছিল।

উত্তর:- ভুল, উনিশ শতকের প্রথমার্ধের মধ্যে ইউরোপীয় দেশগুলি আফ্রিকার শুধুমাত্র উপকূলবর্তী অঞ্চলের সঙ্গে পরিচিত হয়ে উঠেছিল।

১৯। ১৮৯৫ খ্রিস্টাব্দে আফ্রিকার একমাত্র স্বাধীন রাষ্ট্র ছিল ইথিওপিয়া ও লাইবেরিয়া।

উত্তর:- ঠিক।

২০। ড্যানিয়েল হেডরিক বলেছেন যে, শেষ পর্যায়ে সুয়েজ খাল খনন, টেলিগ্রাফ ও রেলপথের প্রসার উপনিবেশ স্থাপনে গুরুত্বপূর্ণ ভূমিকা নেয়।

উত্তর:- ঠিক।

২১। বেলজিয়ামের রাজা দ্বিতীয় লিওপোল্ড আফ্রিকার আবরণ উন্মোচনে উল্লেখযোগ্য ভূমিকা নেন।

উত্তর:- ঠিক।

২২। ১৮৯৫ খ্রিস্টাব্দ নাগাদ আফ্রিকার শুধুমাত্র অ্যাবিসিনিয়া, লিবিয়া ও ট্রান্সভাল প্রজাতন্ত্র স্বাধীন ছিল, অবশিষ্ট আফ্রিকা ইউরোপীয়দের দখলে চলে গিয়েছিল।

উত্তর:- ঠিক।

২৩। ফ্রান্স দক্ষিণ আফ্রিকার বিভিন্ন অঞ্চল ঐক্যবদ্ধ করে ১৯১০ খ্রিস্টাব্দে ‘ইউনিয়ন অব সাউথ আফ্রিকা’ গঠন করে।

উত্তর:- ভুল, ইংল্যান্ড দক্ষিণ আফ্রিকার বিভিন্ন অঞ্চল ঐক্যবদ্ধ করে ১৯১০ খ্রিস্টাব্দে ‘ইউনিয়ন অব সাউথ আফ্রিকা’ গঠন করে।

২৪। সুয়েজ খাল এলাকায় ১৮৭৬ খ্রিস্টাব্দে ইঙ্গ-ফরাসি যুগ্ম কনডোমনিয়ান গঠিত হয়।

উত্তর:- ঠিক।

২৫। ইংল্যান্ড, রাশিয়া ও জার্মানির মধ্যে ত্রিশত্তি আঁতাত গড়ে উঠেছিল।

উত্তর:- ভুল, ইংল্যান্ড, রাশিয়া ও ফ্রান্সের মধ্যে ত্রিশত্তি আঁতাত গড়ে উঠেছিল।

২৬। ভারতের শিল্প-বাণিজ্য ধ্বংস হলে ভারত রপ্তানিকারী দেশ থেকে আমদানিকারী দেশে পরিণত হয়।

উত্তর:- ঠিক।

২৭। সেরাজেভোর হত্যাকাণ্ডের ঘটনাকে কেন্দ্র করে অস্ট্রিয়া সার্বিয়ার রাজধানী বেলগ্রেড আক্রমণ (২৮ জুলাই, ১৯১৪ খ্রি.) করে।

উত্তর:- ঠিক।

Leave a Comment