নবম শ্রেণীর ইতিহাস পঞ্চম অধ্যায় হতে ভুল বা ঠিক নির্ধারণ। নবম শ্রেণী (পঞ্চম অধ্যায়) বিশ শতকে ইউরোপ থেকে ভুল বা ঠিক নির্ধারণ। Class 9 History Chapter 6 Determining Error or Right.
নবম শ্রেণীর ইতিহাস পঞ্চম অধ্যায় হতে ভুল বা ঠিক নির্ধারণ (বিশ শতকে ইউরোপ)
নবম শ্রেণী (পঞ্চম অধ্যায়) বিশ শতকে ইউরোপ থেকে ভুল বা ঠিক নির্ধারণ
শ্রেণী | নবম |
অধ্যায় | পঞ্চম অধ্যায় |
Question Type | ভুল বা ঠিক নির্ধারণ |
Marks | 1 |
নবম শ্রেণীর ইতিহাস পঞ্চম অধ্যায় থেকে ভুল বা ঠিক নির্ধারণ
১। সপ্তদশ শতকে রাশিয়ার মোট জনসংখ্যার প্রায় ৯৫ শতাংশ ছিল কৃষক।
উত্তর:- ঠিক।
২। মুক্তিপ্রাপ্ত ভূমিদাসরা তাদের প্রাপ্ত জমি দান, বন্ধক বা বিক্রি করতে পারত।
উত্তর:- ভুল, মুক্তিপ্রাপ্ত ভূমিদাসরা তাদের প্রাপ্ত জমি দান, বন্ধক বা বিক্রি করতে পারত না।
৩। জারের শাসনকালে রাশিয়ায় মধ্যবিত্ত শ্রেণির অস্তিত্ব ছিল।
উত্তর:- ভুল, জারের শাসনকালে রাশিয়ায় মধ্যবিত্ত শ্রেণির অস্তিত্ব ছিল না।
৪। রাশিয়ার কৃষক সম্প্রদায় মূলত দুই ভাগে বিভক্ত ছিল, যথা – স্বাধীন কৃষক ও ধনী কৃষক ৷
উত্তর:- ভুল, রাশিয়ার কৃষক সম্প্রদায় মূলত দুই ভাগে বিভক্ত ছিল, যথা – স্বাধীন কৃষক ও সার্ফ বা ভূমিদাস।
৫। রাশিয়ার যেসব ভূমিদাস চাষের সঙ্গে যুক্ত ছিল না তারা মুক্তির পর জমি পায় নি।
উত্তর:- ঠিক।
৬। রাশিয়ার নিহিলিস্ট আন্দোলনকারীরা পরবর্তীকালে নারোদনিক বা জনতাবাদী আন্দোলনের সঙ্গে মিশে যায়।
উত্তর:- ঠিক।
৭। জার দ্বিতীয় আলেকজান্ডারের আদর্শ ছিল ‘এক জার, এক চার্চ, এক রাশিয়া’।
উত্তর:- ভুল, জার তৃতীয় আলেকজান্ডারের আদর্শ ছিল ‘এক জার, এক চার্চ, এক রাশিয়া’।
৮। রাশিয়ার নারোদনিক আন্দোলনের নীতি ছিল জনগণের কাছে গিয়ে বিপ্লবী ভাবধারা সম্পর্কে তাদের সচেতন করে তোলা।
উত্তর:- ঠিক।
৯। বলশেভিক দলের লক্ষ্য ছিল বিপ্লবের দ্বারা রাশিয়ার সমাজব্যবস্থার আমূল পরিবর্তন ঘটানো এবং মেনশেভিক দলের লক্ষ্য ছিল সংসদীয় ব্যবস্থার মাধ্যমে সমাজব্যবস্থার পরিবর্তন।
উত্তর:- ঠিক।
১০। ১৯১৭ খ্রিস্টাব্দের মার্চ মাসে রাশিয়ায় কেরেনস্কির নেতৃত্বে অস্থায়ী প্রজাতান্ত্রিক সরকার গঠিত হয়।
উত্তর:- ভুল, ১৯১৭ খ্রিস্টাব্দের মার্চ মাসে রাশিয়ায় প্রিন্স জর্জ লুভভ -এর নেতৃত্বে অস্থায়ী প্রজাতান্ত্রিক সরকার গঠিত হয়।
১১। রাশিয়া ত্রিশক্তি আঁতাতের পক্ষ নিয়ে প্রথম বিশ্বযুদ্ধে যোগ দেয়।
উত্তর:- ঠিক।
১২। ১৯১৭ খ্রিস্টাব্দের মার্চ মাসে রাশিয়ায় সমাজতান্ত্রিক বিপ্লব সম্পন্ন হয়।
উত্তর:- ভুল, ১৯১৭ খ্রিস্টাব্দের নভেম্বর মাসে রাশিয়ায় সমাজতান্ত্রিক বিপ্লব সম্পন্ন হয়।
১৩। ১৯১৭ খ্রিস্টাব্দের নভেম্বর মাসে রুশ আইনসভার (ডুমা) বুর্জোয়া নেতারা প্রিন্স জর্জ লুভভ্-এর নেতৃত্বে রাশিয়ার শাসনক্ষমতা দখল করে। এই ঘটনা নভেম্বর বিপ্লব নামে পরিচিত।
উত্তর:- ভুল, ১৯১৭ খ্রিস্টাব্দের নভেম্বর মাসে রুশ আইনসভার (ডুমা) বুর্জোয়া নেতারা প্রিন্স জর্জ লুভভ্-এর নেতৃত্বে রাশিয়ার শাসনক্ষমতা দখল করে। এই ঘটনা মার্চ বিপ্লব নামে পরিচিত।
১৪। প্রথম বিশ্বযুদ্ধের আগে জার্মানি অ্যাংলো-স্যাক্সন জাতির এবং ইংল্যান্ড টিউটনিক জাতির শ্রেষ্ঠত্ব প্রচার করত।
উত্তর:- ভুল, প্রথম বিশ্বযুদ্ধের আগে জার্মানি টিউটনিক জাতির এবং ইংল্যান্ড অ্যাংলো-স্যাক্সন জাতির শ্রেষ্ঠত্ব প্রচার করত।
১৫। মেনশেভিক দল অস্থায়ী প্রজাতন্ত্রের পতন ঘটিয়ে সোভিয়েত সরকার প্রতিষ্ঠা করে।
উত্তর:- ভুল, বলশেভিক দল অস্থায়ী প্রজাতন্ত্রের পতন ঘটিয়ে সোভিয়েত সরকার প্রতিষ্ঠা করে।
১৬। লেনিন কৃষক, শ্রমিক, সৈনিক ও সাধারণ মানুষের সমন্বয়ে ‘সর্বহারার একনায়কত্ব’ প্রতিষ্ঠার কথা বলেন।
উত্তর:- ঠিক।
১৭। দক্ষিণ আফ্রিকায় ব্রিটিশ উপনিবেশে ইংল্যান্ড ও বুয়রদের মধ্যে যুদ্ধের সময় জার্মানি বুয়র প্রেসিডেন্ট ক্রুগারকে সাহায্য দানের প্রস্তাব দেন।
উত্তর:- ঠিক।
১৮। আমেরিকাকে অর্থনৈতিক সংকট থেকে মুক্ত করার উদ্দেশ্যে মার্কিন রাষ্ট্রপতি উড্রো উইলসন ‘নিউ ডিল’ ঘোষণা করেন।
উত্তর:- ভুল, আমেরিকাকে অর্থনৈতিক সংকট থেকে মুক্ত করার উদ্দেশ্যে মার্কিন রাষ্ট্রপতি রজভেল্ট ‘নিউ ডিল’ ঘোষণা করেন।
১৯। জার্মানির সঙ্গে ব্রেস্ট-লিটোভস্কের সন্ধি (১৯১৮ খ্রি.) স্বাক্ষর করে রাশিয়া প্রথম বিশ্বযুদ্ধ থেকে সরে দাঁড়ায়।
উত্তর:- ঠিক।
২০। সেরাজেভোর হত্যাকাণ্ডের পরিপ্রেক্ষিতে সার্বিয়া স্লাভ জাতিকে ‘আততায়ীর জাতি’ বলে অভিহিত করে।
উত্তর:- ভুল, সেরাজেভোর হত্যাকাণ্ডের পরিপ্রেক্ষিতে অস্ট্রিয়া স্লাভ জাতিকে ‘আততায়ীর জাতি’ বলে অভিহিত করে।
২১। ‘হেরেনভক তত্ত্বের’ উগ্রসমর্থক ছিলেন জার্মান শাসক দ্বিতীয় উইলিয়াম।
উত্তর:- ভুল, ‘হেরেনভক তত্ত্বের’ উগ্রসমর্থক ছিলেন জার্মান শাসক হিটলার।
২২। হিটলার জার্মানিতে কমিউনিস্ট ও অন্যান্য দলগুলির প্রতি যে আক্রমণাত্মক দমননীতি গ্রহণ করেছিল তা ‘স্কোয়াড্রিজম’ নামে পরিচিত।
উত্তর:- ভুল, মুসোলিনি ইতালিতে কমিউনিস্ট ও অন্যান্য দলগুলির প্রতি যে আক্রমণাত্মক দমননীতি গ্রহণ করেছিল তা ‘স্কোয়াড্রিজম’ নামে পরিচিত।
২৩। মুসোলিনির ফ্যাসিস্ট দলের সদস্যরা কালো পোশাক পরত বলে তারা ‘ব্ল্যাক শার্টস’ নামে পরিচিত ছিল।
উত্তর:- ঠিক।
২৪। হিটলার ১৯৩৮ খ্রিস্টাব্দে অস্ট্রিয়া ও চেকোস্লোভাকিয়া দখল করেন।
উত্তর:- ঠিক।
২৫। মুসোলিনির ‘আভান্তি’ পত্রিকাটি ‘নাৎসি দলের বাইবেল’ নামে পরিচিত।
উত্তর:- ভুল, হিটলারের মাইন ক্যাম্ফ গ্ৰন্থটি ‘নাৎসি দলের বাইবেল’ নামে পরিচিত।
২৬। স্পেনের পপুলার ফ্রন্ট সরকার ক্যাসারে কুই রোগাকে ক্যানারি দ্বীপপুঞ্জে নির্বাসন দেয়।
উত্তর:- ভুল, স্পেনের পপুলার ফ্রন্ট সরকার জেনারেল ফ্রাঙ্কো কে ক্যানারি দ্বীপপুঞ্জে নির্বাসন দেয়।
২৭। হিটলারের জীবনীকার ছিলেন ঐতিহাসিক এলান বুলক।
উত্তর:- ঠিক।
২৮। নাৎসি দলের মুখপত্র ছিল ‘পিপলস অবজারভার’।
উত্তর:- ঠিক।
২৯। হিটলার কর্তৃক ইহুদি নিধন বিভাগের প্রধান ছিলেন গোয়েবলস।
উত্তর:- ভুল, হিটলার কর্তৃক ইহুদি নিধন বিভাগের প্রধান ছিলেন আইখম্যান।
৩০। হিটলার ১ জুলাই ১৯৩৯ খ্রিস্টাব্দে পোল্যান্ড আক্রমণ করেন।
উত্তর:- ঠিক।