ঊনবিংশ ও বিংশ শতকে ঔপনিবেশিকতা বাদ ও সাম্রাজ্যবাদের প্রসার হতে ছোটো প্রশ্ন উত্তর (MCQ)

উচ্চমাধ্যমিক দ্বাদশ শ্রেণীর ইতিহাসের দ্বিতীয় অধ্যায়-ঊনবিংশ ও বিংশ শতকে ঔপনিবেশিকতা বাদ ও সাম্রাজ্যবাদ এর প্রসার হতে MCQ Question Answer গুলি নিম্নে দেওয়া হল।

দ্বিতীয় অধ্যায়-ঊনবিংশ ও বিংশ শতকে ঔপনিবেশিকতা বাদ ও সাম্রাজ্যবাদের প্রসার হতে ছোটো প্রশ্ন উত্তর (MCQ)

দ্বাদশ শ্রেণীর ইতিহাসের দ্বিতীয় অধ্যায়-ঊনবিংশ ও বিংশ শতকে ঔপনিবেশিকতা বাদ ও সাম্রাজ্যবাদের প্রসার হতে গুরুত্বপূর্ণ ছোটো প্রশ্ন উত্তর (MCQ) গুলি দেওয়া হল।

১. ‘Colonia’ শব্দটি হল –

  • (ক) ইংরেজি শব্দ ।
  • (খ) রোমান শব্দ ।
  • (গ) লাতিন শব্দ ।
  • (ঘ) গ্রিক শব্দ ।

উত্তরঃ- (গ) লাতিন শব্দ ।

২. ‘ইম্পেরিয়াম’ শব্দটি হল –

  • (ক) লাতিন শব্দ ।
  • (খ) রোমান শব্দ ।
  • (গ) ইংরেজি শব্দ ।
  • (ঘ) গ্রিক শব্দ ।                                       

উত্তরঃ- (ক) লাতিন শব্দ ।

৩. অন্ধকারাচ্ছন্ন মহাদেশ নামে পরিচিত –

  • (ক) এশিয়া ।
  • (খ) আফ্রিকা ।
  • (গ) ইউরোপ
  • (ঘ) আমেরিকা ।                                

উত্তরঃ- (খ) আফ্রিকা ।

৪. আফ্রিকাতে সর্বপ্রথম উপনিবেশ স্থাপন করেছিল –

উত্তরঃ- (ঘ) ইংল্যান্ড ।

৫. ভাস্কো-ডা-গামা ভারতে এসেছিলেন –

  • (ক) ১৪৯৮ খ্রিস্টাব্দে ।                 
  • (খ) ১৪৯৯ খ্রিস্টাব্দে ।                 
  • (গ) ১৫০০ খ্রিস্টাব্দে ।                 
  • (ঘ) ১৫০১ খ্রিস্টাব্দে ।                                            

উত্তরঃ- (ক) ১৪৯৮ খ্রিস্টাব্দে ।   

৬. ভাস্কো-ডা-গামা ভারত -এর কোন বন্দরে প্রথম পদার্পণ করেন ?

  • (ক) বোম্বাই ।
  • (খ) কোচিন ।
  • (গ) কালিকট ।
  • (ঘ) কলকাতা ।           

উত্তরঃ- (গ) কালিকট

৭. ‘Welt politik’ নীতি গ্রহণ করেন –

উত্তরঃ- (খ) কাইজার দ্বিতীয় উইলিয়াম

৮. ‘Real politik’ নীতির প্রবক্তা –

  • (ক) বিসমার্ক ।
  • (খ) কাইজার দ্বিতীয় উইলিয়াম ।
  • (গ) মুসোলিনি ।
  • (ঘ) হিটলার ।                           

উত্তরঃ- (ক) বিসমার্ক

৯. সগৌলির সন্ধি স্বাক্ষরিত হয় –

  • (ক) ১৮১৩ খ্রিস্টাব্দে ।                 
  • (খ) ১৮১৪ খ্রিস্টাব্দে ।                 
  • (গ) ১৮১৫ খ্রিস্টাব্দে ।                 
  • (ঘ) ১৮১৬ খ্রিস্টাব্দে ।                                                       

উত্তরঃ- (ঘ) ১৮১৬ খ্রিস্টাব্দে ।  

১০. ইয়ান্দাবুর সন্ধি স্বাক্ষরিত হয় –

  • (ক) ১৮২৫ খ্রিস্টাব্দে । 
  • (খ) ১৮২৬ খ্রিস্টাব্দে । 
  • (গ) ১৮২৭ খ্রিস্টাব্দে । 
  • (ঘ) ১৮২৮ খ্রিস্টাব্দে ।                                                        

উত্তরঃ- (খ) ১৮২৬ খ্রিস্টাব্দে । 

১১. গণ্ডামাকের সন্ধি স্বাক্ষরিত হয় –

  • (ক) ১৮৮৫ খ্রিস্টাব্দে । 
  • (খ) ১৮৭৮ খ্রিস্টাব্দে । 
  • (গ) ১৮৭৯ খ্রিস্টাব্দে । 
  • (ঘ) ১৮৮৮ খ্রিস্টাব্দে।                                                        

উত্তরঃ- (গ) ১৮৭৯ খ্রিস্টাব্দে । 

১২. অ্যামিয়েন্সের সন্ধি স্বাক্ষরিত হয় –

  • (ক) ১৮০২ খ্রিস্টাব্দে । 
  • (খ) ১৮০৮ খ্রিস্টাব্দে । 
  • (গ) ১৮০৯ খ্রিস্টাব্দে । 
  • (ঘ) ১৮১৮ খ্রিস্টাব্দে ।                                                         

উত্তরঃ- (ক) ১৮০২ খ্রিস্টাব্দে । 

১৩. আমেরিকা মহাদেশে প্রথম পদার্পণ করেন –

  • (ক) জেমস কুক ।
  • (খ) কলম্বাস ।
  • (গ) ভাস্কো-ডা-গামা ।
  • (ঘ) আমেরিগো ভেসপুচি ।    

উত্তরঃ- (খ) কলম্বাস

১৪. আমেরিকা মহাদেশকে ‘নতুন বিশ্ব’ বলে উল্লেখ করেন –

  • (ক) ভাস্কো-ডা-গামা ।
  • (খ) কলম্বাস ।
  • (গ) জেমস কুক ।
  • (ঘ) আমেরিগো ভেসপুচি ।     

উত্তরঃ- (ঘ) আমেরিগো ভেসপুচি ।     

১৫. নানকিং-এর সন্ধি স্বাক্ষরিত হয় –

  • (ক) ১৮৪০ খ্রিস্টাব্দে । 
  • (খ) ১৮৪১ খ্রিস্টাব্দে । 
  • (গ) ১৮৪২ খ্রিস্টাব্দে । 
  • (ঘ) ১৮৪৮ খ্রিস্টাব্দে।                                                        

উত্তরঃ- (গ) ১৮৪২ খ্রিস্টাব্দে । 

১৬. শিমনোসেকির সন্ধি স্বাক্ষরিত হয় –

  • (ক) ১৮৯৩ খ্রিস্টাব্দে । 
  • (খ) ১৮৯৫ খ্রিস্টাব্দে । 
  • (গ) ১৮৯২ খ্রিস্টাব্দে । 
  • (ঘ) ১৮৯৮ খ্রিস্টাব্দে।                                                  

উত্তরঃ- (খ) ১৮৯৫ খ্রিস্টাব্দে । 

১৭. মুক্তদ্বার নীতি ঘোষণা করেছিলেন –

  • (ক) জন হে ।
  • (খ) হ্যারিসন ।
  • (গ) স্মিথ ।
  • (ঘ) কমোডোর পেরি ।                                               

উত্তরঃ- (ক) জন হে

১৮. ‘উদীয়মান সূর্যের দেশ’ বলা হয় –

  • (ক) ইংল্যান্ডকে ।
  • (খ) ভারতকে ।
  • (গ) জাপানকে ।
  • (ঘ) চীনকে ।                                               

উত্তরঃ- (গ) জাপানকে

১৯. পোর্তুগিজরা ‘ব্ল্যাক গোল্ড’ বলত –

  • (ক) দারুচিনিকে ।
  • (খ) গোল মরিচকে ।
  • (গ) লবঙ্গকে ।
  • (ঘ) কয়লাকে ।                                      

উত্তরঃ- (খ) গোল মরিচকে

২০. ‘নতুন বিশ্ব’ শব্দটি প্রথম ব্যবহার করেন –

  • (ক) মেকলে ।
  • (খ) অ্যাডাম স্মিথ ।
  • (গ) কলম্বাস ।
  • (ঘ) আমেরিগো ভেসপুচি ।                      

উত্তরঃ- (ঘ) আমেরিগো ভেসপুচি ।   

২১. ইউরোপের সর্বাধিক শক্তিশালী ঔপনিবেশিক শক্তি ছিল –

উত্তরঃ- (গ) ব্রিটেন

২২. ইন্দোনেশিয়ায় উপনিবেশ গড়ে তুলেছিল –

  • (ক) ইংরেজরা ।
  • (খ) ডাচরা ।
  • (গ) ফরাসিরা ।
  • (ঘ) ওলন্দাজরা ।                                         

উত্তরঃ- (খ) ডাচরা

২৩. মার্কিন সেনাপতি পেরি আগমন করেন –

  • (ক) জাপানে ।
  • (খ) সিংহলে ।
  • (গ) ভারতে ।
  • (ঘ) চীনে ।                                                       

উত্তরঃ- (ক) জাপানে

২৪. আমেরিকায় ফরাসিদের উপনিবেশগুলি হাতছাড়া হয় –

  • (ক) ১৭৭৬ খ্রিস্টাব্দে । 
  • (খ) ১৭৮৩ খ্রিস্টাব্দে । 
  • (গ) ১৭৮৪ খ্রিস্টাব্দে । 
  • (ঘ) ১৭৭৫ খ্রিস্টাব্দে।                         

উত্তরঃ- (খ) ১৭৮৩ খ্রিস্টাব্দে । 

২৫. শক্তিশালী রাষ্ট্র কর্তৃক দুর্বল রাষ্ট্রের উপর শাসন কায়েম করার নীতিকে বলে –

  • (ক) জাতিয়তাবাদ ।
  • (খ) মানবতাবাদ ।
  • (গ) সাম্রাজ্যবাদ ।
  • (ঘ) সাম্যবাদ ।

উত্তরঃ- (গ) সাম্রাজ্যবাদ

২৬. ইঙ্গ-রুশ কনভেনশন স্বাক্ষরিত হয় –

  • (ক) ১৯০৪ খ্রিস্টাব্দে । 
  • (খ) ১৯০৫ খ্রিস্টাব্দে । 
  • (গ) ১৯০৬ খ্রিস্টাব্দে । 
  • (ঘ) ১৯০৭ খ্রিস্টাব্দে ।                                                 

উত্তরঃ- (ঘ) ১৯০৭ খ্রিস্টাব্দে ।  

২৭. চীনে ইউরোপের বাণিজ্যিক সম্পর্কের সূত্রপাত হয় যে বন্দরের মাধ্যমে –

  • (ক) সাংহাই ।
  • (খ) ক্যান্টন ।
  • (গ) ম্যাকাও ।
  • (ঘ) বেজিং ।        

উত্তরঃ- (খ) ক্যান্টন

২৮. বিখ্যাত আজটেক ও ইনকা সভ্যতা ছিল –

  • (ক) লাতিন আমেরিকার ।
  • (খ) আফ্রিকার ।
  • (গ) ইউরোপের ।
  • (ঘ) এশিয়ার ।                      

উত্তরঃ- (ক) লাতিন আমেরিকার

২৯. ইংরেজরা প্রথম ভারতের রাজনৈতিক আধিপত্য প্রতিষ্ঠা করে –

  • (ক) মাদ্রাজে ।
  • (খ) বোম্বে ।
  • (গ) গুজরাটে ।
  • (ঘ) বাংলায় ।            

উত্তরঃ- (ঘ) বাংলায় ।    

৩০. বাঁদিকের সঙ্গে ডানদিকের স্তম্ভ মেলাও ।

স্তম্ভ ‘ক’  স্তম্ভ ‘খ’
(i) ওলন্দাজ উপনিবেশ      (a) মালয় ।
(ii) পোর্তুগিজ উপনিবেশ (b) ইন্দোনেশিয়া ।
(iii) ফরাসি উপনিবেশ (c) ফিলিপিন্স দ্বীপপুঞ্জ ।
(iv) স্পেনের উপনিবেশ (d) ইন্দোচিন ।

বিকল্প সমূহ :

  • (ক) i-a, ii-b, iii-c, iv-d   
  • (খ) i-b, ii-a, iii-d, iv-c 
  • (গ) i-c, ii-a, iii-d, iv-b      
  • (ঘ) i-d, ii-c, iii-b, iv-a                                         

উত্তরঃ- (খ) i-b, ii-a, iii-d, iv-c 

৩১. বাঁদিকের সঙ্গে ডানদিকের স্তম্ভ মেলাও।

স্তম্ভ ‘ক’  স্তম্ভ ‘খ’
(i) প্রথম আফিমের যুদ্ধের সূচনা     (a) ১৯০৪ খ্রিস্টাব্দে । 
(ii) চীন-জাপান যুদ্ধের সূচনা    (b) ১৮৩৯ খ্রিস্টাব্দে । 
(iii) কমোডোর পেরির জাপানে অনুপ্রবেশ  (c) ১৯০০ খ্রিস্টাব্দে । 
(iv) চীনের বক্সার বিদ্রোহ    (d) ১৮৫৪ খ্রিস্টাব্দে । 

বিকল্প সমূহ :

  • (ক) i-a, ii-b, iii-c, iv-d   
  • (খ) i-b, ii-a, iii-d, iv-c 
  • (গ) i-c, ii-a, iii-d, iv-b      
  • (ঘ) i-d, ii-c, iii-b,iv-a                               

উত্তরঃ- (খ) i-b, ii-a, iii-d, iv-c 

৩২. ‘মার্কেন্টাইলবাদ’ কথাটি সর্বপ্রথম ব্যবহার করেন –

  • (ক) লর্ড মার্কেন্টাইল ।
  • (খ) অ্যাডাম স্মিথ ।
  • (গ) লর্ড অ্যাক্টন ।
  • (ঘ) ডেভিড টমসন ।     

উত্তরঃ- (খ) অ্যাডাম স্মিথ

৩৩. ‘Wealth of Nations’ গ্ৰন্থটি রচনা করেন –

  • (ক) মার্কস
  • (খ) লেনিন
  • (গ) হবসন ।
  • (ঘ) অ্যাডাম স্মিথ ।                                                  

উত্তরঃ- (ঘ) অ্যাডাম স্মিথ ।

৩৪. অবাধ বাণিজ্য নীতির প্রবক্তা হলেন –

  • (ক) লর্ড মার্কেন্টাইল ।
  • (খ) অ্যাডাম স্মিথ ।
  • (গ) লর্ড অ্যাক্টন ।
  • (ঘ) ডেভিড টমসন ।                          

উত্তরঃ- (খ) অ্যাডাম স্মিথ

৩৫. ‘নয়া সাম্রাজ্যবাদ’ কথাটি ব্যবহার করেন –

  • (ক) লেনিন ।
  • (খ) মার্কস ।
  • (গ) হবসন ।
  • (ঘ) অ্যাডাম স্মিথ ।                                                  

উত্তরঃ- (ক) লেনিন

৩৬. ‘Imperialism : A Study’ গ্ৰন্থের রচয়িতা –

  • (ক) লুক্সেমবার্গ ।
  • (খ) লেনিন ।
  • (গ) জে. এ. হবসন ।
  • (ঘ) ভি. স্মিথ ।                               

উত্তরঃ- (গ) জে. এ. হবসন

৩৭. ‘Imperialism : the Highest Stage of Capitalism’ গ্ৰন্থটি রচনা করেন –

  • (ক) মার্কস ।
  • (খ) লেনিন ।
  • (গ) হবসন ।
  • (ঘ) অ্যাডাম স্মিথ ।  

উত্তরঃ- (খ) লেনিন

৩৮. ‘সাম্রাজ্যবাদ হল পুঁজিবাদের প্রত্যক্ষ সম্প্রসারিত রূপ’ – একথা বলেছেন –

  • (ক) লর্ড মার্কেন্টাইল ।
  • (খ) অ্যাডাম স্মিথ ।
  • (গ) লর্ড অ্যাক্টন ।
  • (ঘ) লেনিন ।                                                            

উত্তরঃ- (ঘ) লেনিন ।      

৩৯. ‘Industry and Empire’ গ্ৰন্থের রচয়িতা –

  • (ক) লুক্সেমবার্গ ।
  • (খ) লেনিন ।
  • (গ) হবসবম ।
  • (ঘ) ভি. স্মিথ ।                               

উত্তরঃ- (গ) হবসবম

৪০. ‘কৃষ্ণাঙ্গরা শ্বেতাঙ্গ মানুষের বোঝা’ – এই ধারণার প্রবক্তা –

  • (ক) মেকলে ।
  • (খ) রুডইয়ার্ড কিপলিং ।
  • (গ) জেমস মিল ।
  • (ঘ) বেন্থাম ।  

উত্তরঃ- (খ) রুডইয়ার্ড কিপলিং

৪১. শিল্প বিপ্লব কথাটি প্রথম ব্যবহার করেন –

  • (ক) আর্নল্ড টয়েনবি ।
  • (খ) ফিলিস ডিন ।
  • (গ) হার্বার্ট স্পেন্সার ।
  • (ঘ) লুই অগাস্তে ব্যাঙ্ক ।      

উত্তরঃ- (ঘ) লুই অগাস্তে ব্যাঙ্ক ।     

৪২. ‘শ্বেতাঙ্গ জাতির দায়বদ্ধতা’ – তত্ত্বের প্রবক্তা হলেন –

  • (ক) রুডইয়ার্ড কিপলিং ।
  • (খ) মেকলে ।
  • (গ) জেমস মিল ।
  • (ঘ) বেন্থাম ।           

উত্তরঃ- (ক) রুডইয়ার্ড কিপলিং

৪৩. ‘হোয়াইট মেনস বার্ডেন’ কবিতাটির রচয়িতা –

  • (ক) জুলে ফেরি ।
  • (খ) লর্ড ক্রোমার ।
  • (গ) রুডইয়ার্ড কিপলিং ।
  • (ঘ) জন স্টুয়ার্ট মিল ।        

উত্তরঃ- (গ) রুডইয়ার্ড কিপলিং

৪৪. পাবলো পিকাসো যে দেশের চিত্রশিল্পের দ্বারা প্রভাবিত হতেন তা হল –

  • (ক) গ্রিস ।
  • (খ) ভারত ।
  • (গ) আফ্রিকা ।
  • (ঘ) চীন ।                

উত্তরঃ- (খ) ভারত

৪৫. যোগ্যতমের উদবর্তন তত্ত্বের প্রবক্তা হলেন –

  • (ক) জন সিলি ।
  • (খ) হবসন ।
  • (গ) আইনস্টাইন ।
  • (ঘ) চার্লস ডারউইন ।                          

উত্তরঃ- (ঘ) চার্লস ডারউইন ।

৪৬. ‘On The Origin of Species’ গ্ৰন্থের রচয়িতা –

  • (ক) চার্লস ডারউইন ।
  • (খ) হবসন ।
  • (গ) আইনস্টাইন ।
  • (ঘ) জন সিলি ।                         

উত্তরঃ- (ক) চার্লস ডারউইন

Leave a Comment