উচ্চ মাধ্যমিক দ্বাদশ শ্রেণীর 2024 সালের WBHA Test Paper হতে School Test Question Papers 1 (History) প্রশ্নটি সমাধান করা হল।
Test Paper | WBHA |
Year | 2024 |
Subject | History |
Class | XII |
Solved by | ইতিহাস শিক্ষা কেন্দ্র |
School Name | Kushmandi High School, Dakshin Dinajpur |
1. বিকল্প উত্তরগুলির মধ্য থেকে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো: 1×24-24
(i) আধুনিক ইতিহাসচর্চার জনক হলেন – (a) ফার্নান্দ ব্রদেল (b) মার্ক ব্লখ (c) ইবন খালদুন (d) ইবন সিনা c
(ii) Early History of India গ্রন্থের রচয়িতা – (a) এলফিনস্টোন (b) ডডওয়েল (c) ই এইচ কার (d) ভিনসেন্ট স্মিথ d
(iii) পোর্তুগিজরা ‘Black Gold’ বলত – (a) কয়লাকে (b) গোলমরিচকে (c) লবঙ্গকে (d) দারুচিনিকে b
(iv) “কৃষ্ণাঙ্গরা শ্বেতাঙ্গ মানুষের বোঝা” এই ধারণাটি প্রচার করেছিলেন – (a) জেরেমি ব্যোম (b) জেমস মিল (c) রুডইয়ার্ড কিপলিং (d) মেকলে c
(v) বন্দিবাসের যুদ্ধ হয়েছিল – (a) 1760 (b) 1765 (c) 1770 (d) 1772 খ্রিস্টাব্দে a
(vi) ভারতীয় সুপ্রিমকোর্টের প্রথম প্রধান বিচারপতি ছিলেন – (a) ক্লেভারিং (b) লর্ড রিপন (c) উইলিয়াম পিট (d) স্যার এলিজা ইম্পে d
(vii) ‘তিয়েনসিনের সন্ধি’ স্বাক্ষরিত হয় – (a) 1957 (b) 1858 (c) 1959 (d) 1860 খ্রিস্টাব্দে b
(viii) তত্ত্ববোধিনী পত্রিকা প্রকাশ করেন – (a) রামমোহন রায় (b) দেবেন্দ্রনাথ ঠাকুর (c) কেশবচন্দ্র সেন (d) ডিরোজিয়ো b
(ix) ‘শুদ্ধি আন্দোলনের’ প্রবর্তক ছিলেন – (a) দয়ানন্দ সরস্বতী (b) লালা হংসরাজ (c) কেশবচন্দ্র সেন (d) জ্যোতিবা ফুলে a
(x) ‘সিং-চু-হুই’ এর প্রবর্তক ছিলেন – (a) চৌ-এন-লাই (b) সান-ইয়াত-সেন (c) চিয়াং কাইশেক (d) মাও-জে-দং b
(xi) মর্লে-মিন্টো সংস্কার আইন প্রবর্তিত হয় – (a) 1906 (b) 1909 (c) 1919 (d) 1935 খ্রিস্টাব্দে b
(xii) Poverty and Un-British rule in India রচনা করেন – (a) সুভাষচন্দ্র বসু (b) গান্ধিজি (c) দাদাভাই নওরোজি (d) রমেশচন্দ্র দত্ত c
(xiii) বারদৌলি সত্যাগ্রহের নেতৃত্ব কে দেন? (a) বালগঙ্গাধর তিলক (b) রাজেন্দ্র প্রসাদ (c) বল্লভভাই প্যাটেল (d) লালা লাজপত রাই c
(xiv) ত্রিপুরি কংগ্রেসের সভাপতি নির্বাচিত হন – (a) জওহরলাল নেহরু (b) পট্টভি সীতারামাইয়া (c) সুভাষচন্দ্র বসু (d) রাজাগোপালাচারী c
(xv) মন্ত্রী মিশনের সদস্য সংখ্যা ছিল – (a) 2 জন (b) 3 জন (c) 4 জন (d) 5 জন b
(xvi) পার্ল হারবার ছিল – (a) জাপান নৌঘাঁটি (b) মার্কিন নৌঘাঁটি (c) ফরাসি নৌঘাঁটি (d) ব্রিটিশ নৌঘাঁটি b
(xvii) ‘NATO’ গঠিত হয় – (a) 1948 (b) 1949 (c) 1950 (d) 1952 খ্রিস্টাব্দে b
(xviii) ‘পেরেস্ত্রৈকা’র প্রবর্তক ছিলেন – (a) ক্রুশ্চেভ (b) লেনিন (c) স্ট্যালিন (d) গর্বাচেভ d
(xix) লুমুম্বা ছিলেন – (a) অ্যাঙ্গোলার নেতা (b) কঙ্গোর প্রধানমন্ত্রী (c) নাইজেরিয়ার নেতা (d) ট্যাঙ্গানিকার নেতা b
(xx) ‘মাইলাই’ ঘটনাটি ঘটে – (a) কোরিয়াতে (b) জাপানে (c) ইন্দোনেশিয়ায় (d) ভিয়েতনামে d
(xxi) ভারতীয় পরিকল্পনা কমিশনের মূল রূপকার ছিলেন – (a) জওহরলাল নেহরু (b) প্রশান্তচন্দ্র মহলানবিশ (c) শান্তিস্বরূপ ভাটনগর (d) মেঘনাদ সাহা a
(xxii) ‘বিশ্ব ভাষা দিবস’ পালিত হয় – (a) 21 জানুয়ারি (b) 21 ফেব্রুয়ারি (c) 21 মার্চ (d) 21 জুন b
(xxiii) ‘নিয়ন্ত্রিত গণতন্ত্র’ ধারণাটি কোন ব্যক্তির সঙ্গে সম্পর্কিত? (a) নেহরু (b) হো-চি-মিন (c) সুকর্ন (d) সুহার্তো c
(xxiv) ভারতে পরমাণু শক্তি কমিশনের প্রথম চেয়ারম্যান কে ছিলেন? (a) প্রশান্তচন্দ্র মহলানবিশ (b) মেঘনাদ সাহা (c) হোমি ভাবা (d) বিক্রম সারাভাই c
2. নিম্নলিখিত প্রশ্নগুলির সংক্ষেপে উত্তর দাও (বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়):
(i) ভারতের কোন কোন জায়গায় পোর্তুগিজ বাণিজ্যকুঠি ছিল?
কোচিন, দিউ, সলসেট, বেসিন, হুগলি ইত্যাদি।
(ii) ‘মার্কেন্টাইলবাদ’ কী?
ষোলো থেকে আঠারো শতকে ইউরোপে এক বাণিজ্যিক ব্যবস্থা চালু হয়, যেখানে সরকার রাষ্ট্রের সমস্ত বাণিজ্যিক কার্যকলাপ নিয়ন্ত্রণ করত। এই ব্যবস্থায় দেশের রপ্তানি সর্বদা দেশের আমদানির পরিমাণের থেকে বেশি হত। এটি মার্কেন্টাইলবাদ নামে পরিচিত।
অথবা, বাণিজ্যিক পুঁজি কী?
যে পুঁজি বা মূলধন উৎপাদনের পরিবর্তে শুধুমাত্র ব্যবসা-বাণিজ্য চালানোর জন্য ব্যবহার করা হয় তাকে বাণিজ্যিক পুঁজি বা বাণিজ্যিক মূলধন বলে।
(iii) আমেরিকা মহাদেশ কে আবিষ্কার করেন?
১৪৯২ খ্রিস্টাব্দে ক্রিস্টোফার কলম্বাস।
(iv) কোন চার্টার আইনে ভারতে ইস্ট ইন্ডিয়া কোম্পানির একচেটিয়া বাণিজ্যের অধিকার বন্ধ হয়ে যায়।
১৮১৩ সালের চার্টার অ্যাক্ট।
অথবা, কোন ভূমিরাজস্ব ব্যবস্থা জমিদারদের জমির ওপর মালিকানা স্বপ্ন দিয়েছিল?
চিরস্থায়ী বন্দোবস্ত।
(v) ‘পিকিং কনভেনশন’ কবে স্থাপিত হয়?
১৮৬০ খ্রিস্টাব্দে
(vi) ‘মানুষ গড়ার আদর্শে’ কে বিশ্বাসী ছিলেন?
স্বামী বিবেকানন্দ
(vi) ‘হিন্দু বিধবা পুনর্বিবাহ’ আইন কবে প্রবর্তিত হয়?
১৮৫৬ খ্রিস্টাব্দে
অথবা, বিদ্যাসাগর রচিত দুটি গ্রন্থের নাম লেখো।
বর্ণপরিচয়, কথামালা, বোধোদয়, শকুন্তলা, ভ্রান্তিবিলাস।
(viii) ‘একশো দিনের সংস্কার’ কী?
চিনের সম্রাট কোয়াং সু সে দেশের সংস্কারকদের দাবি মেনে ১৮৯৮ খ্রিস্টাব্দে এক সংস্কার কর্মসূচি ঘোষণা করেন। এই সংস্কারকার্য ১০০ দিন ধরে চলে বলে তা ‘শতদিবসের সংস্কার’ নামে পরিচিত।
(ix) ‘পুনা চুক্তি’ কবে, কাদের মধ্যে সম্পাদিত হয়?
১৯৩২ খ্রিস্টাব্দে মহাত্মা গান্ধী ও ড. বি আর আম্বেদকরের মধ্যে।
অথবা, ‘লখনউ চুক্তি’ কবে, কাদের মধ্যে সম্পাদিত হয়?
১৯১৬ খ্রিস্টাব্দে ভারতের জাতীয় কংগ্রেস ও মুসলিম লীগের মধ্যে।
(x) ‘সাম্প্রদায়িক বাঁটোয়ারা নীতি’ কে, কখন ঘোষণা করেন?
ব্রিটিশ প্রধানমন্ত্রী রামসে ম্যাকডোনাল্ড ১৯৩২ খ্রিস্টাব্দে।
(xi) আজাদ হিন্দ বাহিনীর ‘ঝাঁসির রানি ব্রিগেড’-এর নেতৃত্ব কে দেন?
লক্ষ্মী স্বামীনাথন।
(xii) ‘এশিয়া এশীয়বাসীর জন্য’-এই স্লোগান কোন দেশের?
জাপান।
(xiii) ‘ট্রুম্যান নীতি’ কী?
আমেরিকা যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি হ্যারি ট্রুম্যান মার্কিন কংগ্রেসে এক বক্তৃতায় (১৯৪৭ খ্রি. ১২ মার্চ) তুরস্ক ও গ্রিস-সহ বিশ্বের যে-কোনো দেশকে সোভিয়েত আগ্রাসনের বিরুদ্ধে সামরিক ও আর্থিক সাহায্য দানের প্রতিশ্রুতি দেন, যা ট্রুম্যান নীতি নামে পরিচিত।
অথবা, মার্শাল পরিকল্পনার উদ্দেশ্য কী ছিল?
(ক) ইউরোপের অর্থনৈতিক সংকট দূর করা, (খ) সোভিয়েত রাশিয়ার আধিপত্য প্রতিহত করা, (গ) কমিউনিস্টদের অগ্রগতি রোধ করা, (ঘ) মার্কিন বাণিজ্যের প্রসার ঘটানো প্রভৃতি।
(xiv) হো-চি-মিন কে ছিলেন?
হো-চি-মিন ছিলেন ভিয়েতনামের মুক্তিসংগ্রামের পথ-প্রদর্শক ও প্রাণপুরুষ। তাঁর নেতৃত্বে ভিয়েতনামবাসী দীর্ঘ ৩০ বছর (১৯৪৫-৭৫ খ্রি.) ধরে বিদেশি আধিপত্যের বিরুদ্ধে যুদ্ধ চালিয়েছিল।
(xv) বেন বেল্লা কে ছিলেন?
স্বাধীন আলজেরিয়ার প্রথম রাষ্ট্রপতি ছিলেন আহম্মদ বেন বেল্লা।
অথবা, স্বাধীন ইন্দোনেশিয়ার প্রথম প্রধানমন্ত্রী কে ছিলেন?
হাত্তা
(xvi) স্বাধীন ভারতে প্রথম নির্বাচন কবে হয়েছিল?
১৯৫১-৫২ খ্রিস্টাব্দে