উচ্চ মাধ্যমিক দ্বাদশ শ্রেণীর 2024 সালের WBHA Test Paper হতে Inter-School Test 12 (History) প্রশ্নটি সমাধান করা হল।
Test Paper | WBHA |
Year | 2024 |
Subject | History |
Class | XII |
Prepared by | Malay Kumar Das |
Solved by | ইতিহাস শিক্ষা কেন্দ্র |
School Name | Nayachak Jadunath High School (HS) |
WBHA Test Paper 2024: Inter-School Test 12 (History)
1. বিকল্প উত্তরগুলির মধ্য থেকে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো:1×24-24
(i) ‘ব্রিটিশ ইতিহাসের জনক’ নামে খ্যাতিলাভ করেন – (a) বিড (b) এডমন্ড বার্ক (c) ফোর্ডবেল (d) কলিংউড
উত্তর:- (a) বিড।
(ii) মিথোস থেকে ‘মিথ’ শব্দের উৎপত্তি। এটি একটি – (a) রোমান শব্দ (b) জার্মান শব্দ (c) গ্রিক শব্দ (d) ইংরেজি শব্দ
উত্তর:- (c) গ্রিক শব্দ।
(iii) হার্মাদরা হলেন – (a) ফরাসি (b) পোর্তুগিজ (c) ইংরেজ (d) ইতালীয়
উত্তর:- (b) পোর্তুগিজ।
(iv) ‘মার্কেন্টাইলবাদ’ কথাটি প্রথম ব্যবহার করেন – (a) লেনিন (b) ক্রোচে (c) হবসন (d) অ্যাডাম স্মিথ
উত্তর:- (d) অ্যাডাম স্মিথ।
(v) নিয়ন্ত্রক আইন পাস হয় – (a) 1772 (b) 1773 (c) 1774 (d) 1775 খ্রিস্টাব্দে
উত্তর:- (b) 1773
(vi) প্রথম ‘গ্যারান্টি’ ব্যবস্থায় সুদের হার নির্ধারিত হয়েছিল (a) 5% (b) 6% (c) 7% (d) 8%
উত্তর:- (a) 5%
(vii) প্রদত্ত কোন শিল্পের সঙ্গে চিদাম্বরম পিল্লাই যুক্ত ছিলেন? (a) কাগজ (b) সিমেন্ট (c) চা (d) জাহাজ নির্মাণ
উত্তর:- (d) জাহাজ নির্মাণ।
(viii) স্তম্ভ-ক-এর সঙ্গে স্তম্ভ-খ মেলাও:
স্তম্ভ-ক | স্তম্ভ-খ |
---|---|
(i) চুঁইয়ে পড়া নীতি | (A) উইলিয়াম জোনস |
(ii) ভারতীয় নবজাগরণের অগ্রদূত | (B) মেকলে |
(iii) এশিয়াটিক সোসাইটি | (C) ডেভিড হেয়ার |
(iv) স্কুল বুক সোসাইটি | (D) রাজা রামমোহন রায় |
স্তম্ভ-ক স্তম্ভ-খ
(i) মার্শাল ল কমিশন (A) 1917
(ii) স্যাডলার কমিশন (B) 1919
(iii) হুইটলি কমিশন (C) 1927
(iv) সাইমন কমিশন (D) 1929
বিকল্পসমূহ
(a) (i)-B, (ii)-D, (iii)-A, (iv)-C
(b) (i)-D, (ii)-A, (iii)-B, (iv)-C
(c) (i)-D, (ii)-C, (iii)-B, (iv)-A
(d) (i)-B, (ii)-A, (iii)-D, (iv)-C
উত্তর:- (d) (i)-B, (ii)-A, (iii)-D, (iv)-C
(ix) বৈদিক শাস্ত্রে ফিরে যাওয়ার কথা বলেছেন – (a) বিবেকানন্দ (b) দয়ানন্দ সরস্বতী (c) শ্রীরামকৃষ্ণ (d) শ্রীনারায়ণ গুরু উত্তর:- (b) দয়ানন্দ সরস্বতী।
(x) 1915 খ্রিস্টাব্দে ‘একুশ দফা দাবি’ পেশ করেছিল – (a) চিন, জাপানের কাছে (b) জাপান, চিনের কাছে (c) ইংল্যান্ড, চিনের কাছে (d) চিন, ইংল্যান্ডের কাছে উত্তর:- (b) জাপান, চিনের কাছে।
(xi) ‘মিরাট ষড়যন্ত্র মামলা’ হয়েছিল – (a) জাতীয় কংগ্রেসকে দুর্বল করার জন্য (b) কমিউনিস্ট পার্টিকে দুর্বল করার জন্য (c) AITUC-কে ভেঙে দেওয়ার জন্য (d) মুসলিম লিগকে দুর্বল করার জন্য উত্তর:- (b) কমিউনিস্ট পার্টিকে দুর্বল করার জন্য।
(xii) হিন্দু সম্প্রদায়ের বর্ণবৈষম্যের ভিত্তি – (a) উপনিষদ (b) বেদ (c) পরাশর সংহিতা (d) মনুস্মৃতি উত্তর:- (d) মনুস্মৃতি।
(xiii) সিমলা দৌত্যে নেতৃত্ব দেন – (a) সৈয়দ আহমেদ (চ) মোহম্মদ জিন্নাহ (c) বদরুদ্দিন তায়েবজি (d) আগা খাঁ উত্তর:- (d) আগা খাঁ।
(xiv) গান্ধিজি কিপস প্রস্তাবকে ‘দুর্ভাগ্যজনক প্রস্তাব’ বলেছেন কোন পত্রিকায়? (a) হরিজন পত্রিকায় (b) অমৃতবাজার পত্রিকায় (c) যুগান্তর পত্রিকায় (d) স্টেটসম্যান পত্রিকায়। উত্তর:- (a) হরিজন পত্রিকায়।
(xv) দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় মার্কিন রাষ্ট্রপতি ছিলেন – (a) উড্রো উইলসন (b) ট্রুম্যান (c) হুভার (d) রুজভেল্ট উত্তর:- (d) রুজভেল্ট।
(xvi) স্তম্ভ-ক-এর সঙ্গে স্তম্ভ-খ মেলাও:
স্তম্ভ-ক | স্তম্ভ-খ |
---|---|
(i) সি আর ফর্মুলা | (A) মানবেন্দ্রনাথ রায় |
(ii) ঝাঁসি রানি ব্রিগেড | (B) সুভাষচন্দ্র বসু |
(iii) রাডিক্যাল ডেমোক্রেটিক পার্টি | (C) চক্রবর্তী রাজাগোপালাচারী |
(iv) ভারতরক্ষা আইন | (D) লক্ষ্মী স্বামীনাথন |
বিকল্পসমূহ
(a) (i)-C, (ii)-D, (iii)-A, (iv) B
(b) (i)-C, (ii)-D, (iii)-B, (iv)-A
(c) (i) C, (ii)-A. (m)-D, (iv)-B
(d) (i)-D, (ii) A. (iii) B. (iv) C
উত্তর:- (a) (i)-C, (ii)-D, (iii)-A, (iv) B
(xvii) ঠান্ডা লড়াই-এ প্রধান দুটি শক্তি ছিল – (a) ইংল্যান্ড ও ফ্রান্স (b) ফ্রান্স ও রাশিয়া (c) রাশিয়া ও আমেরিকা (d) ইংল্যান্ড ও আমেরিকা উত্তর:- (c) রাশিয়া ও আমেরিকা।
(xviii) কত ডিগ্রি অক্ষরেখায় ভিয়েতনামকে দুভাগে ভাগ করা হয়? (a) 17° উত্তর (b) 18° উত্তর (c) 19° উত্তর (d) 20° উত্তর উত্তর:- (a) 17° উত্তর।
(xix) বান্দুং সম্মেলন অনুষ্ঠিত হয় – (a) 1954 (b) 1955 (c) 1956 (d) 1957 খ্রিস্টাব্দে
উত্তর:- (b) 1955।
(xx) মার্শাল টিটো যে দেশের প্রধানমন্ত্রী – (a) রুমানিয়া (b) হাঙ্গেরি (c) বুলগেরিয়া (d) যুগোশ্লাভিয়া উত্তর:- (d) যুগোশ্লাভিয়া।
(xxi ) ভারতের প্রথম সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয় – (a) 1950-1951 (b) 1951-1952 (c) 1952-1953 (d) 1953-1954 উত্তর:- (b) 1951-1952
(xxii) লোকসভায় রাষ্ট্রপতি দ্বারা মনোনীত সদস্যসংখ্যা – (a) 2 (b) 3 (c) 4 (d) 5 উত্তর:- a
(xxiii) আলজেরিয়া উপনিবেশ ছিল – (a) ফ্রান্সের (b) ইংল্যান্ডের (c) জার্মানির (d) হল্যান্ডের উত্তর:- a
(xxiv) SAARC প্রতিষ্ঠিত হয় – (a) কলম্বোতে (b) দিল্লিতে (c) ঢাকাতে (d) কাঠমান্ডুতে উত্তর:- c
2. নিম্নলিখিত প্রশ্নগুলির সংক্ষেপে উত্তর দাও বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়):1×16=16
(i) ‘উপনিবেশবাদ’ কী?
উত্তর:- উপনিবেশবাদ বলতে বোঝায় কোনো অঞ্চলের অধিবাসীদের ওপর সাম্রাজ্যবাদী নীতি অনুসরণকারী অন্য কোনো সার্বভৌম শক্তির শাসন প্রতিষ্ঠা।
(ii) ‘যোগ্যতমের উদ্বর্তন’ বলতে কী বোঝো?
উত্তর:- সমগ্ৰ প্রাণীকুলের মধ্যে প্রতিকূল প্রকৃতির বিরুদ্ধে লড়াই করে শুধু যোগ্যতম প্রাণীরাই বিবর্তনের মাধ্যমে নিজেদের অস্তিত্ব টিকিয়ে রাখতে পারবে। সমগ্ৰ প্রাণীজগৎ সম্পর্কে চার্লস ডারউইনের এই তত্ত্বই ‘যোগ্যতমের উদ্বর্তন’ নামে পরিচিত।
(iii) ‘অদৃশ্য সাম্রাজ্যবাদ’ কী?
উত্তর:- চিনে আমেরিকা ‘মুক্তদ্বার নীতি’ প্রয়োগের মাধ্যমে যে বাণিজ্যিক সুবিধা আদায় করেছিল তা ‘অদৃশ্য সাম্রাজ্যবাদ’ নামে পরিচিত। ভারতের প্রধানমন্ত্রী জওহরলাল নেহরু এই নামকরণ করেন।
অথবা, ‘মার্কেন্টাইল’ অর্থনীতিতে কী বলা হয়েছে?
উত্তর:- ‘মার্কেন্টাইল’ অর্থনীতিতে বলা হয় একটি রাষ্ট্র আন্তর্জাতিক বাণিজ্যের ভারসাম্যে যখন লাভবান হয়, তখনই সেই রাষ্ট্র মূলধন সঞ্চয় করে শক্তিশালী হয়ে ওঠে।
(iv) শোর-গ্রান্ট বিতর্ক কোন বিষয়কে কেন্দ্র করে গড়ে ওঠে?
উত্তর:- জমি বন্দোবস্ত
(v) ‘রায়তওয়ারি বন্দোবস্ত’-এর উদ্যোক্তা কারা ছিলেন?
উত্তর:- ক্যাপ্টেন আলেকজান্ডার রিড এবং স্যার টমাস মনরো।
অথবা, চিনের ওপর আরোপিত অসম চুক্তির সময়কাল কী ছিল?
উত্তর:- ১৮৩৯-১৯৪৯ খ্রিস্টাব্দ
(vi) দুজন বিদেশি প্রাচ্যবাদীর নাম লেখো।
উত্তর:- এইচ টি প্রিন্সেপ, কোল ব্রুক ও উইলসন প্রমুখ।
(vii) ভারতবর্ষীয় ব্রাহ্মসমাজ কী কী নামে দুভাগে বিভক্ত হয়?
উত্তর:- সাধারণ ব্রাহ্মসমাজ ও নববিধান ব্রাহ্মসমাজ।
অথবা, শ্রীরামকৃষ্ণ ‘যত মত তত পথ’-এর মধ্য দিয়ে কী বোঝাতে চেয়েছেন?
উত্তর:- যত মত তত পথ বাণীর মধ্যে দিয়ে শ্রীরামকৃষ্ণ বোঝাতে চেয়েছেন যে, আমরা যে পথ দিয়ে যাই না কেন, বা যে মত অনুসরণ করি না কেন, আমাদের মূল উদ্দেশ্য ঈশ্বর দর্শন।
(viii) 1808 খ্রিস্টাব্দে কোন জাহাজে চিন থেকে ত্রিনিদাদে প্রথম শ্রমিক পাঠানো হয়?
উত্তর:- ফরটিচিউড জাহাজে
(ix) রাওলাট আইনের উদ্দেশ্য কী ছিল?
উত্তর:- রাওলাট আইন প্রবর্তনের উদ্দেশ্য হল (ক) ব্রিটেন প্রথম বিশ্বযুদ্ধের পর পরাজিত তুরস্কের খলিফার ক্ষমতা খর্ব করলে ভারতের মুসলিম সম্প্রদায় সরকার-বিরোধী আন্দোলনের প্রস্তুতি নেয়। (খ) প্রথম বিশ্বযুদ্ধের পর দ্রব্যমূল্য বৃদ্ধি, খরা, মহামারি, বেকারত্ব প্রভৃতি ঘটনার ফলে ভারতের সর্বত্র গণ-আন্দোলন ছড়িয়ে পড়ে।
১৯১৯ খ্রিস্টাব্দের ১৮ মার্চ রাওলাট আইন পাস হয়।
অথবা, ভারতের বাইরে কবে, কোথায় কমিউনিস্ট পার্টি প্রতিষ্ঠিত হয়?
উত্তর:- ১৭ অক্টোবর ১৯২০ খ্রিস্টাব্দে সোভিয়েত রাশিয়ার তাসখন্দে।
(x) কে, কবে ‘স্বত্ববিলোপ নীতি’ চালু করেন?
উত্তর:- লর্ড ডালহৌসি ১৮৪৮ খ্রিস্টাব্দে
(xi) কোন আন্দোলনে গান্ধিজির কণ্ঠে ‘করেঙ্গে ইয়ে মরেঙ্গে’ ধ্বনি শোনা যায়?
উত্তর:- ভারত ছাড়ো আন্দোলনে
অথবা, INA-এর পুরো নাম কী?
উত্তর:- Indian National Army (ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি)
(xii) ইন্দোনেশিয়ার রাজধানী কোথায়?
উত্তর:- জাকার্তা
(xiii) ‘মার্শাল পরিকল্পনা’ কী?
উত্তর:- ১৯৪৭ খ্রিস্টাব্দের ৫ জুন আমেরিকার হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে এক বক্তৃতায় আমেরিকার বিদেশমন্ত্রী জর্জ সি. মার্শাল যুদ্ধবিধ্বস্ত ইউরোপে আর্থিক পুনরুজ্জীবনের লক্ষ্যে এক পরিকল্পনা পেশ করেন, যা মার্শাল পরিকল্পনা নামে পরিচিত।
(xiv) ভারতের কোন প্রতিবেশী রাষ্ট্র SEATO-এর সদস্য ছিল?
উত্তর:- পাকিস্তান
অথবা, সুয়েজ সংকটে ভারতের হয়ে নেতৃত্ব দিয়েছিলেন কে?
উত্তর:- বিদেশমন্ত্রী কৃষ্ণ মেনন।
(xv) বাংলাদেশের পার্লামেন্টের নাম কী?
উত্তর:- জাতীয় সংসদ
অথবা, ‘ভারতের মহাকাশ কর্মসূচির জনক’ কাকে বলা হয়?
উত্তর:- হোমি জাহাঙ্গীর ভাবা
(xvi) ‘মিশ্র অর্থনীতি’ কাকে বলে?
উত্তর:- যে অর্থনৈতিক কর্মসূচিতে সরকারি উদ্যোগের পাশাপাশি বেসরকারি উদ্যোগের অস্তিত্ব থাকে তাকে মিশ্র অর্থনীতি বলে।