দ্বাদশ শ্রেণী ইতিহাস প্রথম অধ্যায়: অতীত স্মরণ হতে প্রশ্ন উত্তর (MCQ)

উচ্চমাধ্যমিক দ্বাদশ শ্রেণীর ইতিহাসের প্রথম অধ্যায়: অতীত স্মরণ হতে প্রশ্ন উত্তর (MCQ) question answer গুলি নিম্নে দেওয়া হল ।

উচ্চমাধ্যমিক দ্বাদশ শ্রেণীর ইতিহাস প্রথম অধ্যায়: অতীত স্মরণ হতে প্রশ্ন উত্তর (MCQ)

১. ইতিহাস হল অতীত –

(ক) কাহিনি

(খ) স্মৃতি

(গ) চেতনা

(ঘ) ভাবনা

উত্তর – (ক) কাহিনী

২. মৌখিক ইতিহাসের গুরুত্বপূর্ণ উপাদান হল –

(ক) কথোপকথন

(খ) জনশ্রুতি

(গ) শ্রুতিনাটক

(ঘ) বক্তৃতা

উত্তর – (খ) জনশ্রুতি

৩. অতিকথা বলতে বোঝায় –

(ক) অতীত ইতিহাসের সূত্র

(খ) ইতিহাস

(গ) অবাস্তব কাহিনি

(ঘ) প্রাচীন সাহিত্য

উত্তর – (গ) অবাস্তব কাহিনী

৪. জনশ্রুতি ও লোককথার বিভিন্ন কাহিনি সংগ্রহ করে ‘Kinder-und Hausmärchen’ নামে সংকলন প্রকাশ করেন–

(ক) গ্রিম ভ্রাতৃদ্বয়

(খ) রাইট ভ্রাতৃদ্বয়

(গ) ডেভিড ভ্রাতৃদ্বয়

(ঘ) কুরি ভ্রাতৃদ্বয়

উত্তর – (ক) গ্ৰিম ভ্রাতৃদ্বয়

৫. জনশ্রুতিকে কয়ভাগে ভাগ করা হয়?

(ক) ২

(খ) ৩

(গ) ৪

(ঘ) ৫

উত্তর – (ঘ) ৫

৬. পৌরাণিক কাহিনি বা মিথ (Myth)-এর উল্লেখযোগ্য একটি বৈশিষ্ট্য হল –

(ক) এগুলি রাজনীতিকেন্দ্রিক

(খ) এগুলি বাস্তবধর্মী

(গ) এগুলি ইতিহাসধর্মী

(ঘ) এগুলি ধর্মকাহিনিভিত্তিক

উত্তর – (ঘ) এগুলি ধর্মকাহিনিভিত্তিক

৭. ‘Parallel Myths’ গ্রন্থের রচয়িতা হলেন –

(ক) জে. এফ. বিয়ারলেইন

(খ) জেকব গ্রিম

(গ) জে. বি. ওয়েবস্টার

(ঘ) এ. লং

উত্তর – (ক) জে. এফ. বিয়ারলেইন

৮. মহাকবি কালিদাসের কাহিনি আছে –

(ক) গ্রিক পুরাণে

(খ) রোমান পুরাণে

(গ) হিন্দু পুরাণে

(ঘ) বাইবেলে

উত্তর – (গ) হিন্দু পুরাণে

৯. প্রাচীন ভারতের অন্যতম এক কিংবদন্তি চরিত্র হল –

(ক) সমুদ্রগুপ্ত

(খ) অশোক

(গ) রামচন্দ্র

(ঘ) হর্ষবর্ধন

উত্তর – (গ) রামচন্দ্র

১০. ঈশ্বরের মতোই সীমাহীন শক্তির অধিকারী হলেন –

(ক) নীতিকথার মূল চরিত্র

(খ) পরিকথার চরিত্র

(গ) পশুকথার কেন্দ্রীয় চরিত্র

(ঘ) কিংবদন্তির নায়ক

উত্তর – (ঘ) কিংবদন্তির নায়ক

১১. হিন্দুধর্মে দেবী দুর্গা হলেন একজন –

(ক) রূপকথার চরিত্র

(খ) কিংবদন্তি চরিত্র

(গ) পৌরাণিক চরিত্র

(ঘ) লোককথার চরিত্র

উত্তর – (গ) পৌরাণিক চরিত্র

১২. পুরাণ বিষয়ক বিদ্যাকে বলা হয় –

(ক) সাইকোলজি

(খ) সোসিয়োলজি

(গ) মিথোলজি

(ঘ) ফিজিয়োলজি

উত্তর – (গ) মিথোলজি

১৩. পুরাকাহিনির পরবর্তীকালে সাধারণত –

(ক) রূপকথার জন্ম

(খ) পরিকথার জন্ম

(গ) কিংবদন্তির জন্ম

(ঘ) পশুকথার জন্ম

উত্তর – (গ) কিংবদন্তির জন্ম

১৪. “পুরাণে বর্ণিত রাজবংশগুলির অস্তিত্বের বেশিরভাগই স্বীকৃত সত্য”-উক্তিটি কার?

(ক) দিব্যজ্যোতি মজুমদার

(খ) ড. রণবীর চক্রবর্তী

(গ) যদুনাথ সরকার

(ঘ) সুমিত সরকার

উত্তর – (ক) দিব্যজ্যোতি মজুমদার

১৫. ‘অহল্যার কাহিনী’ হল একটি –

(ক) স্মৃতিকথা

(খ) পৌরাণিক কাহিনি

(গ) লোককথা

(ঘ) কিংবদন্তি

উত্তর – (খ) পৌরাণিক কাহিনি

১৬. ‘পঞ্চতন্ত্র’ গ্রন্থের রচয়িতা হলেন –

(ক) দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার

(খ) অবনীন্দ্রনাথ ঠাকুর

(গ) নারায়ণ পণ্ডিত

(ঘ) বিষ্ণুশর্মা

উত্তর – (ঘ) বিষ্ণুশর্মা

১৭. আতুম (Atum) ছিলেন –

(ক) গ্রীসের দেবতা

(খ) মিশরের দেবতা

(গ) স্পেনের দেবতা

(ঘ) রোমের দেবতা

উত্তর – (খ) মিশরের দেবতা

১৮. কোন লোককথার মূল চরিত্র মানুষ?

(ক) রূপকথার

(খ) পরিকথার

(গ) কিংবদন্তির

(ঘ) পুরাকাহিনির

উত্তর – (গ) কিংবদন্তির

১৯. কোন্ লোককথার মূল চরিত্র ঈশ্বর?

(ক) মিথ

(খ) লেজেন্ড

(গ) পরিকথা

(ঘ) রূপকথা

উত্তর – (ক) মিথ

২০. রূপকথার মধ্যে দিয়ে লোকসাহিত্যের লিখিত রূপের আত্মপ্রকাশ ঘটে –

(ক) আঠারো শতকে

(খ) উনিশ শতকে

(গ) বিশ শতকে

(ঘ) সতেরো শতকে

উত্তর – (খ) উনিশ শতকে

২১. ইংরেজি ‘ফেয়ারি টেল’, জার্মান ‘ম্যশেন’, রুশীয় ‘স্কাজঈ’ এবং ফিনীয় ‘সাগেন’ হল –

(ক) কিংবদন্তির সমার্থক

(খ) রূপকথার সমার্থক

(গ) পশুকথার সমার্থক

(ঘ) নীতিকথার সমার্থক

উত্তর – (খ) রূপকথার সমার্থক

২২. পরিকথার কেন্দ্রীয় চরিত্র হল –

(ক) ড্রাগন

(খ) ব্যাঙ্গমা-ব্যাঙ্গমি

(গ) ডাইনি

(ঘ) পরি

উত্তর – (ঘ) পরি

২৩. তাওবাদ-এর প্রচলন ছিল-

(ক) চিনে

(খ) জাপানে

(গ) জার্মানিতে

(ঘ) সুইডেন-এ

উত্তর – (ক) চিনে

২৪. লোকগাথা প্রচারের মাধ্যম যেটি নয় –

(ক) গল্প

(খ) কবিতা

(গ) গান

(ঘ) যুদ্ধ

উত্তর – (ঘ) যুদ্ধ

২৫. ইতিহাস ও লোককাহিনির বিষয়বস্তু হল –

(ক) মানুষ

(খ) সাহিত্য

(গ) চিন্তা

(ঘ) প্রেম

উত্তর – (ক) মানুষ

২৬. যে লোককথার শেষে নীতি বা উপদেশ থাকে, তাকে বলে –

(ক) রূপকথা

(খ) পরিকথা

(গ) নীতিকথা

(ঘ) পশুকথা

উত্তর – (গ) নীতিকথা

২৭. ব্রতকথার চরিত্রগুলি মূলত –

(ক) পশুপাখিকেন্দ্রিক

(খ) পরিকেন্দ্রিক

(গ) মানুষকেন্দ্রিক

(ঘ) দেবদেবীকেন্দ্রিক

উত্তর – (ঘ) দেবদেবীকেন্দ্রিক

২৮. পৌরাণিক কাহিনি বা মিথস-এর অন্যতম একটি বৈশিষ্ট্য হল –

(ক) প্রাগৈতিহাসিক বিবরণ

(খ) ঐতিহাসিক বিবরণ

(গ) বাস্তবের প্রতিফলন

(ঘ) কল্পনার রূপায়ণ

উত্তর – (ক) প্রাগৈতিহাসিক বিবরণ

২৯. ভারতীয় পুরাণ সাহিত্যগুলিকে প্রাচীন ভারতের ইতিহাস জানার ক্ষেত্রে সাহিত্যিক উপাদানের মর্যাদা দেন –

(ক) ভিনসেন্ট স্মিথ

(খ) এলফিনস্টোন

(গ) লেনপুল

(ঘ) এফ. ই. পারজিটার

উত্তর – (ঘ) এফ. ই. পারজিটার

৩০. রূপকথার দেশ বলা হয় –

(ক) জাপানকে

(খ) চিনকে

(গ) রোমকে

(ঘ) গ্রিসকে

উত্তর – (খ) চিনকে

৩১. লোককথার এক অন্যতম শাখা কিংবদন্তি হল আসলে –

(ক) বীরগাথা

(খ) পশুকথা

(গ) পরিকথা

(ঘ) রূপকথা

উত্তর – (ক) বীরগাথা

৩২. ইংরেজি ভাষায় ছাপা প্রথম লোককথার গল্পটি হল –

(ক) রবিন হুড

(খ) টম থাম্ব ও দৈত্যের কাহিনি

(গ) দ্য ফেয়ারি টেলস্

(ঘ) সিন্ডেরেলা

উত্তর – (খ) টম থাম্ব ও দৈত্যের কাহিনি

৩৩. ‘Folktales’ কথাটির অর্থ হল –

(ক) বীরগাথা

(খ) মৌখিক রীতি

(গ) লোকগাথা

(ঘ) কিংবদন্তি

উত্তর – (গ) লোকগাথা

৩৪. ‘ঠাকুমার ঝুলি’ উদাহরণ –

(ক) কিংবদন্তির

(খ) লোককথার

(গ) পৌরাণিক কাহিনির

(ঘ) স্মৃতিকথার

উত্তর – (খ) লোককথার

৩৫. ভারতের একটি জনপ্রিয় লোককাহিনি হল –

(ক) ঈশপের গল্প

(খ) নোয়ার গল্প

(গ) ট্রয়ের যুদ্ধ

(ঘ) পঞ্চতন্ত্র

উত্তর – (ঘ) পঞ্চতন্ত্র

৩৬. ‘Folk Legend’ কথাটি ব্যবহার করেন –

(ক) জ্যাকব গ্রিম

(খ) থুকিডিডিস

(গ) হবসবম

(ঘ) ফ্রেডারিক রাঙ্কে

উত্তর – (ক) জ্যাকব গ্রিম

৩৭. ‘Legend কথাটির অর্থ কী?

(ক) বীরগাথা

(খ) লোকগাথা

(গ) স্মৃতি

(ঘ) কোনোটিই নয়

উত্তর – (ক) বীরগাথা

৩৮. Legend হল সমাজধর্মের অংশ’ উক্তিটির প্রবক্তা –

(ক) বুল্টম্যান

(খ) জে. বি. টমসন

(গ) প্রেভস

(ঘ) হোয়াইট

উত্তর – (খ) জে. বি. টমসন

৩৯. কিংবদন্তির একটি বৈশিষ্ট্য হল –

(ক) বাস্তবধর্মী

(খ) অতিরঞ্জন

(গ) ধর্মকেন্দ্রিক

(ঘ) রাজনৈতিক ঘটনাকেন্দ্রিক

উত্তর – (খ) অতিরঞ্জন

৪০. ‘ইতিহাসমালা’ রচনা করেন –

(ক) নারায়ণ সান্যাল

(খ) উইলিয়াম কেরি

(গ) জেমস মিল

(ঘ) ভিনসেন্ট স্মিথ

উত্তর – (খ) উইলিয়াম কেরি

৪১. কিংবদন্তির একটি গুরুত্ব হল –

(ক) রাজনৈতিক ধারণা দান

(খ) সাহিত্যের ভিত্তি নির্মাণ

(গ) ঐতিহাসিক ভিত্তি নির্মাণ

(ঘ) ধর্মবিশ্বাসের পরিচয় দান

উত্তর – (গ) ঐতিহাসিক ভিত্তি নির্মাণ

৪২. লেজেন্ড বা কিংবদন্তির উদ্দেশ্য হল –

(ক) রহস্যের অবগুন্ঠন খুলে দেওয়া

(খ) মানুষের জীবন কাহিনি তুলে ধরা

(গ) ইতিহাসের রহস্য উন্মোচিত করা

(ঘ) আদি মানুষের জীবনলেখ্য

উত্তর – (ঘ) আদি মানুষের জীবনলেখ্য

৪৩. প্রাচীন গ্রিসের এক অন্যতম কিংবদন্তি চরিত্র ছিল –

(ক) স্পার্টাকাস

(খ) হেরোডোটাস

(গ) সফোক্লিস

(ঘ) হারকিউলিস

উত্তর – (ঘ) হারকিউলিস

৪৪. আরব্য রজনী হল একটি –

(ক) বীরগাথা

(খ) স্মৃতিকথা

(গ) লোককথা

(ঘ) নীতিগল্প

উত্তর – (গ) লোককথা

৪৫. ‘আলিবাবা ও চল্লিশ চোরের কাহিনি’ কীসের উদাহরণ?

(ক) স্মৃতিকথা

(খ) পৌরাণিক কাহিনি

(গ) কিংবদন্তি

(ঘ) লোককথা

উত্তর – (ঘ) লোককথা

৪৬. দক্ষিণারঞ্জন বসুর ‘ছেড়ে আসা গ্রাম’ হল একটি –

(ক) লোককথা

(খ) কিংবদন্তি

(গ) স্মৃতিকথা

(ঘ) পৌরাণিক কাহিনি

উত্তর – (গ) স্মৃতিকথা

৪৭. ‘জীবনের জলসাঘর’ কী ধরনের রচনা?

(ক) কিংবন্তিমূলক

(খ) লোককথামূলক

(গ) স্মৃতিকথামূলক

(ঘ) পৌরাণিক কাহিনিমূলক

উত্তর – (গ) স্মৃতিকথামূলক

৪৮. ‘শৃঙ্খল ঝংকার’ নামক স্মৃতিকথামূলক গ্রন্থটির রচয়িতা হলেন –

(ক) মাস্টারদা সূর্য সেন

(খ) বিপ্লবী বীণা দাস

(গ) আশালতা সরকার

(ঘ) মণিকুন্ডলা সেন

উত্তর – (খ) বিপ্লবী বীণা দাস

৪৯. ‘একাত্তরের ডায়েরি’ নামক স্মৃতিকথার রচয়িতা –

(ক) সুফিয়া কামাল

(খ) নারায়ণ গঙ্গোপাধ্যায়

(গ) নারায়ণ সান্যাল

(ঘ) দক্ষিণারঞ্জন বসু

উত্তর – (ক) সুফিয়া কামাল

৫০. ভ্লাদিমির জে. প্রপ-এর লেখা গ্রন্থটির নাম হল –

(ক) The Folktale

(খ) Greek Myths

(গ) Parallel Myths

(ঘ) Morphology of Folktale

উত্তর – (ঘ) Morphology of Folktale

৫১. সর্বপ্রথম মৌখিক ঐতিহ্য অধ্যয়নের ক্ষেত্র হিসেবে লোককথাকে চিহ্নিত করেন –

(ক) ভুক কারাডজিক

(খ) জেকব ল্যুডউইগ কার্ল গ্রিম

(গ) জন ভ্যানসিনা

(ঘ) এ. এল. এগবার

উত্তর – (ক) ভুক কারাডজিক

৫২. মৌখিক ঐতিহ্যের একটি বৈশিষ্টা হল –

(ক) লিখিত

(খ) অলিখিত

(গ) কল্পনাধর্মী

(ঘ) অতিলৌকিক

উত্তর – (খ) অলিখিত

৫৩. মৌখিক ঐতিহ্যের একটি নিদর্শন হল –

(ক) পুরাণ

(খ) উপনিষদ

(গ) বাইবেল

(ঘ) বেদ

উত্তর – (ঘ) বেদ

৫৪. ‘রাজতরঙ্গিনী’ গ্রন্থে মূলত কোন অঞ্চলের ইতিহাস জানা যায়?

(ক) রাজস্থান

(খ) বাংলা

(গ) মহারাষ্ট্র

(ঘ) কাশ্মীর

উত্তর – (ঘ) কাশ্মীর

৫৫. ‘ওরাল হিস্ট্রি অ্যাসোসিয়েশন’ (১৯৬৬ খ্রি.) প্রতিষ্ঠা করেন –

(ক) ব্রিটিশ মৌখিক ইতিহাসবিদগণ

(খ) রাশিয়ার মৌখিক ইতিহাসবিদগণ

(গ) জাপানের মৌখিক ইতিহাসবিদগণ

(ঘ) আমেরিকার মৌখিক ইতিহাসবিদগণ

উত্তর – (ঘ) আমেরিকার মৌখিক ইতিহাসবিদগণ

৫৬. ‘ওরাল হিস্ট্রি সোসাইটি’ (১৯৭৩ খ্রি.) প্রতিষ্ঠা করেন –

(ক) ব্রিটিশ মৌখিক ইতিহাসবিদগণ

(খ) আমেরিকার মৌখিক ইতিহাসবিদগণ

(গ) রাশিয়ার মৌখিক ইতিহাসবিদগণ

(ঘ) জাপানের মৌখিক ইতিহাসবিদগণ

উত্তর – (ক) ব্রিটিশ মৌখিক ইতিহাসবিদগণ

৫৭. রেকর্ড করা মৌখিক ইতিহাস বি. বি. সি. (ব্রিটিশ ব্রডকাস্টিং করপোরেশন), ‘The Century Speaks’ শিরোনামে সম্প্রচার করে-

(ক) ৬১০ টি পর্বে

(খ) ৬২০ টি পর্বে

(গ) ৬৩০ টি পর্বে

(ঘ) ৬৪০টি পর্বে

উত্তর – (ঘ) ৬৪০টি পর্বে

৫৮. হেরোডোটাস যে তথ্যের ওপর নির্ভর করে ম্যারাথনের যুদ্ধের ইতিহাস রচনা করেন সেটি হল –

(ক) মৌখিক ইতিহাস

(খ) লিখিত ইতিহাস

(গ) কাল্পনিক কাহিনি

(ঘ) কোনোটিই নয়

উত্তর – (ক) মৌখিক ইতিহাস

৫৯. ‘হারকিউলিস’, এই কিংবদন্তি চরিত্রটি হল –

(ক) ভারতের

(খ) রোমের

(গ) গ্রিসের

(ঘ) পারস্যের

উত্তর – (গ) গ্রিসের

৬০. আশালতা সরকারের ‘আমি সূর্য সেনের শিষ্যা’ হল একটি –

(ক) লোককথা

(খ) স্মৃতিকথা

(গ) কিংবদন্তি

(ঘ) পৌরাণিক কাহিনি

উত্তর – (খ) স্মৃতিকথা

৬১. ‘মিথ’ শব্দটি এসেছে ‘মিথোস’ থেকে যেটি একটি –

(ক) গ্রিক শব্দ

(খ) রোমান শব্দ

(গ) লাতিন শব্দ

(ঘ) জার্মান শব্দ

উত্তর – (ক) গ্রিক শব্দ

৬২. ‘জীবনের জলসাঘরে’ কার আত্মজীবনী?

(ক) দক্ষিণারঞ্জন বসু

(খ) মণিকুন্তলা সেন

(গ) নারায়ণ সান্যাল

(ঘ) মান্না দে

উত্তর – (ঘ) মান্না দে

৬৩. নারায়ণ সান্যালের লেখা স্মৃতিকথামূলক গ্রন্থটি হল –

(ক) ‘একাত্তরের ডাইরি’

(খ) ‘আমি গান্ধিজিকে দেখেছি’

(গ) ‘আমি নেতাজিকে দেখেছি’

(ঘ) ‘আমি ভারত মাকে দেখেছি’

উত্তর – (গ) ‘আমি নেতাজিকে দেখেছি’

৬৪. জ্যাকব ও উইলহেম গ্রিম গল্পকার হলেন –

(ক) কিংবদন্তির

(খ) লোককথার

(গ) পৌরাণিক কাহিনির

(ঘ) রূপকথার

উত্তর – (খ) লোককথার

৬৫. ‘ইতিহাসের জনক’ বলা হয় –

(ক) হেরোডোটাসকে

(খ) থুকিডিডিসকে

(গ) পেরিক্লিসকে

(ঘ) সফোক্লিসকে

উত্তর – (ক) হেরোডোটাসকে

৬৬. রাজতরঙ্গিনী রচনা করেন –

(ক) কৌটিল্য

(খ) কলহন

(গ) বিলহন

(ঘ) কালিদাস

উত্তর – (খ) কলহন

৬৭. পুরাণ রচিত হয় — যুগে।

(ক) গুপ্ত

(খ) পাল

(গ) মৌর্য

(ঘ) সেন

উত্তর – (ক) গুপ্ত

৬৮. কোনো ঘটনার নিরপেক্ষ, সঠিক তথ্যপূর্ণ, কালানুক্রমিক ধারাবাহিক বিবরণ হল —।

(ক) ইতিহাস

(খ) পুরাণ

(গ) মিথ

(ঘ) রূপকথা

উত্তর – (ক) ইতিহাস

৬৯. Legend শব্দটি এসেছে ল্যাটিন শব্দ — থেকে।

(ক) Legends

(খ) Legenda

(গ) Legendary

(ঘ) Legende

উত্তর – (খ) Legenda

৭০. লেখকের নিজের দৃষ্টিকোণ থেকে ব্যাক্তিগত অভিজ্ঞতার অতীত বিবরণকে বলে —।

(ক) জনশ্রুতি

(খ) কিংবদন্তি

(গ) লোককথা

(ঘ) স্মৃতিকথা

উত্তর – (ঘ) স্মৃতিকথা

৭১. “Oral History Movement’-এর একজন প্রবক্তা হলেন —।

(ক) পল থমসন

(খ) অ্যান্ড্রু ল্যাং

(গ) হোয়াইট

(ঘ) জ্যাকব গ্রিম

উত্তর – (ক) পল থমসন

৭২. প্রথম — জনশ্রুতির কাহিনিগুলি সংগ্রহের উদ্যোগ নেওয়া হয়।

(ক) পোল্যান্ডে

(খ) জার্মানিতে

(গ) ইংল্যান্ডে

(ঘ) ভারতে

উত্তর – (খ) জার্মানিতে

৭৩. বিভিন্ন পৌরাণিক কাহিনিগুলির মধ্যে অন্যতম একটি ঘটনা হল —।

(ক) বিশ্বব্যাপী বন্যা

(খ) ভূমিকম্প

(গ) মহামারি

(ঘ) দেবতাদের যুদ্ধ

উত্তর – (ক) বিশ্বব্যাপী বন্যা

৭৪. শিন্টোবাদের প্রচলন ছিল —।

(ক) চিনে

(খ) জাপানে

(গ) ভারতে

(ঘ) নরওয়েতে

উত্তর – (খ) জাপানে

৭৫. অতীতকালের কোনো ঘটনার অতিকথন ও কাল্পনিক লোককথা হল —।

(ক) রূপকথা

(খ) মিথ

(গ) ইতিহাস

(ঘ) পুরাণ

উত্তর – (ঘ) পুরাণ

৭৬. চারণ কবিরা ফ্রান্সে — নামে পরিচিত।

(ক) মিনেসিংগার

(খ) টুবাদুর

(গ) ফোক সিংগার

(ঘ) রক সিংগার

উত্তর – (খ) টুবাদুর

৭৭. — হলেন ‘ঠাকুমার ঝুলি’ গ্রন্থের রচয়িতা।

(ক) রামরাম বসু

(খ) দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার

(গ) অবনীন্দ্রনাথ ঠাকুর

(ঘ) দক্ষিণারঞ্জন বসু

উত্তর – (খ) দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার

৭৮. উনিশ শতকে যারা জার্মানির কৃষকদের জনশ্রুতির একটি সংকলন প্রকাশ করেন তারা হলেন –

[i] বিয়ারলেইন।

[ii] জেকব গ্রিম

[iii] হবসন

[iv] উইলিয়াম গ্রিম

বিকল্পসমূহ :

(ক) [i], [ii] সঠিক এবং [iii], [iv] ভুল

(খ) [ii], [iv] সঠিক এবং [i], [iii] ভুল

(গ) [i], [i], [iii], [iv] সবকটি সঠিক

(ঘ) [i], [i], [iii], [iv] সবকটি ভুল

উত্তর – (খ) [ii], [iv] সঠিক এবং [i], [iii] ভুল

৭৯. সাধারণত, কোন ধরনের ঐতিহাসিক উপাদানের মূল বিষয় হল দুষ্টের দমন ও শিষ্টের পালন?

[i] পৌরাণিক কাহিনি

[ii] জনশ্রুতি

[iii] কিংবদন্তি

[iv] স্মৃতিকথা

বিকল্পসমূহ :

(ক) [i], [ii], [iii], [iv] সবকটি ভুল

(খ) [i], [ii], [iii], [iv] সবকটি সঠিক

(গ) [ii], [iv] সঠিক এবং [i], [iii] ভুল

(ঘ) [i], [iii] সঠিক এবং [ii], [iv] ভুল

উত্তর – (ঘ) [i], [iii] সঠিক এবং [ii], [iv] ভুল

৮০. গ্রিক কিংবদন্তির অন্যতম দুজন বীরের নাম হল –

[i] জিউস, হারকিউলিস

[ii] প্রমিথিউস, হারকিউলিস

[iii] জিউস, প্রমিথিউস

[iv] জিউস, অ্যাপোলো

বিকল্পসমূহ

(ক) [i] সঠিক এবং [ii], [iii], [iv] ভুল

(খ) [ii] সঠিক এবং [i], [iii], [iv] ভুল

(গ) [iii] সঠিক এবং [i], [ii], [iv] ভুল

(ঘ) [iv] সঠিক এবং [i], [ii], [iii] ভুল

উত্তর – (খ) [ii] সঠিক এবং [i], [iii], [iv] ভুল

৮১. ভারতের কিংবদন্তি চরিত্র হল –

[i] অশোক

[ii] অর্জুন

[iii] কৃষ্ণ

[iv] কর্ণ

বিকল্পসমূহ

(ক) [i], [ii] সঠিক এবং [iii], [iv] ভুল

(খ) [ii], [iii], [iv] সঠিক এবং [i] ভুল

(গ) [i], [ii], [iii] সঠিক এবং [iv] ভুল

(ঘ) [i], [ii], [iii], [iv] সবকটি ঠিক

উত্তর – (খ) [ii], [iii], [iv] সঠিক এবং [i] ভুল

৮২. লোককথায় স্থান পায়, এমন লোক-ঐতিহ্য হল –

[i] পঞ্চতন্ত্র

[ii] হারকিউলিস

[iii] কথাসরিৎসাগর

[iv] বিক্রমাদিত্য

বিকল্পসমূহ

(ক) [i], [ii] সঠিক এবং [iii], [iv] ভুল

(খ) [i], [iii] সঠিক এবং [ii], [iv] ভুল

(গ) [i], [ii], [iii], [iv] সবকটি সঠিক

(ঘ) [i], [ii], [iii], [iv] সবকটি ভুল

উত্তর – (খ) [i], [iii] সঠিক এবং [ii], [iv] ভুল

৮৩. নীচের কোনগুলি পৌরাণিক কাহিনির নিরীখে সঠিক –

[i] এই কাহিনিগুলিতে একটি বিশ্বজনীনতা থাকে

[ii] কাহিনিগুলি বিভিন্ন অঞ্চলে বিভিন্ন রকম হয়

[iii] সব দেশের পৌরাণিক কাহিনিতেই একটি ভয়াবহ বন্যার উল্লেখ আছে

[iv] এটি মৌখিক ঐতিহ্যের অংশ

বিকল্পসমূহ

(ক) [i] সঠিক এবং [ii], [iii], [iv] ভুল

(খ) [i], [ii] সঠিক এবং [iii], [iv] ভুল

(গ) [i] সঠিক এবং [i], [iii], [iv] ভুল

(ঘ) [i], [iv] সঠিক এবং [ii], [iii] ভুল

উত্তর – (খ) [i], [ii] সঠিক এবং [iii], [iv] ভুল

৮৪. জনশ্রুতি সংগ্রহ করে প্রকাশ করেন, এমন কয়েকজন ব্যক্তি হলেন –

[i] হানস্ খ্রিশ্চিয়ান

[ii] ডি. এ. ম্যাকেনজি

[iii] লালবিহারী দে

[iv] কে. এল. পাসকার

বিকল্পসমূহ

(ক) [i], [ii], [iii], [iv] সবকটি সঠিক

(খ) [i], [ii], [iii], [iv] সবকটি ভুল

(গ) [i], [ii] সঠিক এবং [iii], [iv] ভুল

(ঘ) [iii], [iv] সঠিক এবং [i], [ii] ভুল

উত্তর – (ক) [i], [ii], [iii], [iv] সবকটি সঠিক

৮৫. স্থান সম্পর্কে প্রচলিত কিছু কিংবদন্তি হল –

[i] সীতারকোট

[ii] বেহুলার বাসরঘর

[iii] অরুণধাপ ঢিবি

[iv] টুঙ্গির শহর ঢিবি

বিকল্পসমূহ

(ক) [i] সঠিক এবং [ii], [iii], [iv] ভুল

(খ) [ii] সঠিক এবং [i], [iii], [iv] ভুল

(গ) [i], [ii], [iii], [iv] সবকটি ভুল

(ঘ) [i], [ii], [iii], [iv] সবকটি সঠিক

উত্তর – (ঘ) [i], [ii], [iii], [iv] সবকটি সঠিক

৮৬. লোককথার উদাহরণ হল –

[i] রামায়ণ

[ii] ইলিয়াড

[iii] বুড়ো আংলা

[iv] টম থাম্ব

বিকল্পসমূহ

(ক) [i], [ii], [iii], [iv] সবকটি সঠিক

(খ) [i], [ii], [iii], [iv] সবকটি ভুল

(গ) [iii], [iv] সঠিক এবং [i], [ii] ভুল

(ঘ) [i], [ii] সঠিক এবং [iii], [iv] ভুল

উত্তর – (গ) [iii], [iv] সঠিক এবং [i], [ii] ভুল

৮৭. বিদেশি জনপ্রিয় পরিকথা হল –

[i] সিন্ডারেলা

[ii] প্রমিথিউস

[iii] স্লিপিং বিউটি

[iv] ইলিয়াড

বিকল্পসমূহ

(ক) [i] সঠিক এবং [ii], [iii], [iv] ভুল

(খ) [i], [iv] সঠিক এবং [ii], [iii] ভুল

(গ) [i], [iii] সঠিক এবং [ii], [iv] ভুল

(ঘ) [i], [ii] সঠিক এবং [iii], [iv] ভুল

উত্তর – (ঘ) [i], [ii] সঠিক এবং [iii], [iv] ভুল

৮৮. গ্রিক পুরাণের ‘শিল্পকলার পৃষ্ঠপোষক মিউজদের মন্দির’, এটি অর্থ হল –

(ক) Miuseion শব্দের

(খ) Mouseion শব্দের

(গ) Mauseion শব্দের

(ঘ) Meuseion শব্দের

উত্তর – (ঘ) Meuseion শব্দের

৮৯. মিউজিয়াম সংক্রান্ত বিদ্যাকে বলা হয় –

(ক) জুলজি

(খ) মিউজিওলজি

(গ) মিউজিকোলজি

(ঘ) কোনোটিই নয়

উত্তর – (খ) মিউজিওলজি

৯০. ‘মিউজিয়াম’ শব্দটি এসেছে –

(ক) ‘মউসিয়ন’ শব্দ থেকে

(খ) ‘মিউসিয়ন’ শব্দ থেকে

(গ) ‘মাউসিয়ন’ শব্দ থেকে

(ঘ) ‘মুউসিয়ন’ শব্দ থেকে

উত্তর – (ক) ‘মউসিয়ন’ শব্দ থেকে

৯১. ২৮০ খ্রিস্টপূর্বাব্দে টলেমি প্রথম সোটার কর্তৃক প্রতিষ্ঠিত দর্শন মিউজিয়ামটি অবস্থিত ছিল –

(ক) রোমে

(খ) কনস্টান্টিনোপলে

(গ) প্যারিসে

(ঘ) আলেকজান্দ্রিয়াতে

উত্তর – (ঘ) আলেকজান্দ্রিয়াতে

৯২. ল্যুভর মিউজিয়াম কোথায় অবস্থিত?

(ক) লন্ডন

(খ) প্যারিস

(গ) ফ্লোরেন্স

(ঘ) ব্রাসেলস

উত্তর – (খ) প্যারিস

৯৩. ইতিহাস তত্ত্বের জনক হলেন –

(ক) হেরোডোটাস

(খ) আমির খসরু

(গ) থুকিডিডিস

(ঘ) ইবন খালদুন

উত্তর – (ঘ) ইবন খালদুন

৯৪. ‘আধুনিক ইতিহাস চর্চার জনক’ হলেন –

(ক) হেরোডোটাস

(খ) সু-মা-কিয়েন

(গ) ইবন খালদুন

(ঘ) থুকিডিডিস

উত্তর – (গ) ইবন খালদুন

৯৫. বৈজ্ঞানিক ইতিহাসের জনক বলা হয় –

(ক) হেরোডোটাসকে

(খ) থুকিডিডিসকে

(গ) সু-মা-কিয়েনকে

(ঘ) ইবন খালদুনকে

উত্তর – (খ) থুকিডিডিসকে

৯৬. জার্মান ঐতিহাসিক লিওপোল্ড ভন রাঙ্কে এবং নেবুর যে ইতিহাস চর্চার পদ্ধতি চালু করেন তার নাম হয় –

(ক) নব্য ইতিহাস চর্চা

(খ) অ্যানালিটিক্যাল অপারেশন

(গ) তলা থেকে ইতিহাস চর্চা

(ঘ) উপযোগবাদী ইতিহাস চর্চা

উত্তর – (খ) অ্যানালিটিক্যাল অপারেশন

৯৭. “ইতিহাস হল বর্তমান ও অতীতের মধ্যে অন্তহীন সংলাপ” – উক্তিটির প্রবক্তা –

(ক) জ্যাকব গ্রিম

(খ) লর্ড রেগলান

(গ) ই. এইচ. কার

(ঘ) পল থমসন

উত্তর – (গ) ই. এইচ. কার

৯৮. ‘সব ইতিহাসই সমকালীন ইতিহাস’-এটি কার উক্তি?

(ক) ক্লোচের

(খ) রাঙ্কের

(গ) রালের

(ঘ) ই.এইচ.কার-এর

উত্তর – (ক) ক্লোচের

৯৯. রাঙ্কে ছিলেন একজন বিখ্যাত –

(ক) রুশ ঐতিহাসিক

(খ) জার্মান ঐতিহাসিক

(গ) স্প্যানিশ ঐতিহাসিক

(ঘ) ইংরেজ ঐতিহাসিক

উত্তর – (খ) জার্মান ঐতিহাসিক

১০০. বিশ্বের প্রথম ইতিহাস বিষয়ক পত্রিকা ‘Historische Zeitschrift’ প্রকাশ করেন –

(ক) বার্থোল্ড নেবুর

(খ) লিওপোল্ড ভন রাঙ্কে

(গ) ফার্নান্দ ব্রদেল

(ঘ) ইমান্যুয়েল লাদুরি

উত্তর – (খ) লিওপোল্ড ভন রাঙ্কে

১০১. “ঐতিহাসিকের কাজ হল অতীত ঘটনাবলিকে পরিবর্তিত না করে উপস্থাপিত করা” উক্তিটির প্রবক্তা –

(ক) কার

(খ) রাঙ্কে

(গ) ক্রোচে

(ঘ) বিউরি

উত্তর – (খ) রাঙ্কে

১০২ . ‘The Historian’s Craft’-গ্রন্থটির লেখক হলেন –

(ক) মার্ক ব্লখ

(খ) স্মিথ

(গ) ই এইচ কার

(ঘ) বিউরি

উত্তর – (ক) মার্ক ব্লখ

১০৩. হেরোডোটাসের লেখা গ্রন্থটির নাম হল –

(ক) দ্য হিস্ট্রি

(খ) ন্যাচারাল হিস্ট্রি

(গ) ব্রিটিশ হিস্ট্রি

(ঘ) ইন্ডিয়ান হিস্ট্রি

উত্তর – (ক) দ্য হিস্ট্রি

১০৪. ভারতের ইতিহাসে প্রথম ঐতিহাসিক উপাদান হিসেবে স্বীকৃত গ্রন্থটি হল –

(ক) রাজতরঙ্গিনী

(খ) অর্থশাস্ত্র

(গ) রামায়ণ

(ঘ) মহাভারত

উত্তর – (ক) রাজতরঙ্গিনী

১০৫. চৈনিক ইতিহাস চর্চার জনক নামে পরিচিত –

(ক) হিউয়েন সাঙ

(খ) ফাসিয়ান

(গ) ই-সিং

(ঘ) সু মা কিয়েন

উত্তর – (ঘ) সু মা কিয়েন

১০৬. “ইতিহাস হল বিজ্ঞান-এর বেশিও নয়, কমও নয়।”-এটি কার উক্তি?

(ক) রাঙ্কে

(খ) ই. এইচ. কার

(গ) জেমস মিল

(ঘ) বিউরি

উত্তর – (ঘ) বিউরি

১০৭. ‘হিস্ট্রিজ অব দ্য পার্সিয়ান ওয়ারস’ গ্রন্থটির লেখক হলেন –

(ক) হেরোডোটাস

(খ) ইবন খালদুন

(গ) ই. এইচ. কার

(ঘ) থুকিডিডিস

উত্তর – (ক) হেরোডোটাস

১০৮. ‘History from below’ এই ধারার অন্যতম প্রবর্তক –

(ক) ফুকো

(খ) এরিক হবসবম

(গ) ক্রিস্টোফার হিল

(ঘ) রাঙ্কে

উত্তর – (গ) ক্রিস্টোফার হিল

১০৯. ম্যারাথন যুদ্ধের ইতিহাস রচনা করেন –

(ক) থুকিডিডিস

(খ) সক্রেটিস

(গ) হেরোডোটাস

(ঘ) অ্যারিস্টটল

উত্তর – (গ) হেরোডোটাস

১১০. ‘আফ্রিকা হল এমন একটি মহাদেশ যার কোনো ইতিহাস নেই’ এ কথা বলেন –

(ক) দার্শনিক হেগেল

(খ) দার্শনিক মন্তেস্কু

(গ) পল থমসন

(ঘ) এরিক জন হবসবম

উত্তর – (ক) দার্শনিক হেগেল

১১১. “ইতিহাস মানুষকে নৈতিকতার শিক্ষাদান করে।” এই উক্তি করেছেন –

(ক) রজার বেকন

(খ) ফ্রান্সিস বেকন

(গ) চার্লস ডিকেন্স

(ঘ) আর্থার মারউইক

উত্তর – (খ) ফ্রান্সিস বেকন

১১২. ‘ওয়ার অ্যান্ড পিস’ মহাকাব্যের রচয়িতা হলেন –

(ক) চার্লস ডিকেন্স

(খ) টমাস মেটকাফ

(গ) লিও টলস্টয়

(ঘ) হেরোডোটাস

উত্তর – (গ) লিও টলস্টয়

১১৩. ইতিহাস রচনার পদ্ধতিকে বলা হয় –

(ক) ক্যালিওগ্রাফি

(খ) হিস্ট্রোরিওগ্ৰাফি

(গ) হিস্টোরিক্যাল

(ঘ) হিস্ট্রি

উত্তর – (খ) হিস্ট্রোরিওগ্ৰাফি

১১৪. বহুমুখী জাদুঘরের নিদর্শন সালারজং জাদুঘরটি ভারতের –

(ক) দিল্লিতে অবস্থিত

(খ) মাদ্রাজে অবস্থিত

(গ) হায়দ্রাবাদে অবস্থিত

(ঘ) কলকাতায় অবস্থিত

উত্তর – (গ) হায়দ্রাবাদে অবস্থিত

১১৫. ‘ন্যাশনাল মিউজিয়াম অব ন্যাচারাল হিস্ট্রি’ অবস্থিত –

(ক) লন্ডনে

(খ) প্যারিসে

(গ) নিউ ইয়র্কে

(ঘ) ওয়াশিংটনে

উত্তর – (ঘ) ওয়াশিংটনে

১১৬. বিশ্বের সর্বপ্রাচীন মিউজিয়াম হল –

(ক) ইন্ডিয়ান মিউজিয়াম

(খ) প্লেটোর গ্রন্থাগার

(গ) ক্যাপিটোলাইন মিউজিয়াম

(ঘ) ল্যুভর মিউজিয়াম

উত্তর – (গ) ক্যাপিটোলাইন মিউজিয়াম

১১৭. ভ্যাটিকান মিউজিয়াম অবস্থিত –

(ক) প্যারিসে

(খ) দিল্লিতে

(গ) রোমে

(ঘ) লন্ডনে

উত্তর – (গ) রোমে

১১৮. ইংল্যান্ডে সর্বসাধারণের উদ্দেশ্যে প্রতিষ্ঠিত প্রথম জাদুঘর হল –

(ক) ক্যাপিটোলাইন মিউজিয়াম

(খ) ভ্যাটিক্যান মিউজিয়াম

(গ) ইন্ডিয়ান মিউজিয়াম

(ঘ) রয়েল আরমারিজ

উত্তর – (ঘ) রয়েল আরমারিজ

১১৯. ‘ভারচুয়াল মিউজিয়াম অব কানাডা’ হল একটি –

(ক) চলমান জাদুঘর

(খ) জীবন্ত জাদুঘর

(গ) ঐতিহাসিক গৃহজাদুঘর

(ঘ) নেট জাদুঘর

উত্তর – (ঘ) নেট জাদুঘর

১২০. শিশু জাদুঘরের নিদর্শন মাউন্ট রায়ান্ড চিলড্রেন্স মিউজিয়াম জাদুঘরটি অবস্থিত –

(ক) আলজিয়ার্সে

(খ) লন্ডনে

(গ) হং কং-এ

(ঘ) প্যারিসে

উত্তর – (ক) আলজিয়ার্সে

১২১. বিশ্ববিদ্যালয় ও কলেজ জাদুঘরের নিদর্শন ইয়েল ইউনিভার্সিটি আর্ট গ্যালারি জাদুঘরটি অবস্থিত –

(ক) ইটালিতে

(খ) ইংল্যান্ডে

(গ) আমেরিকাতে

(ঘ) ফ্রান্সে

উত্তর – (গ) আমেরিকাতে

১২২. আধুনিক কলা জাদুঘরের নিদর্শন বিলিরোজ কলা উদ্যানটি অবস্থিত –

(ক) আলেকজান্দ্রিয়াতে

(খ) জেরুজালেমে

(গ) কলম্বোতে

(ঘ) দিল্লিতে

উত্তর – (খ) জেরুজালেমে

১২৩. স্মৃতি জাদুঘরের নিদর্শন ভিক্টোরিয়া মেমোরিয়াল হল অবস্থিত –

(ক) কলকাতায়

(খ) মুম্বাইয়ে

(গ) নয়া দিল্লিতে

(ঘ) মাদ্রাজে

উত্তর – (ক) কলকাতায়

১২৪. ভূতাত্ত্বিক জাদুঘরের নিদর্শন শিবপুরের বোটানিক্যাল গার্ডেন অবস্থিত ভারতের –

(ক) ওড়িশায়

(খ) বিহারে

(গ) পশ্চিমবঙ্গে

(ঘ) গুজরাটে

উত্তর – (গ) পশ্চিমবঙ্গে

১২৫. বিজ্ঞান জাদুঘরের নিদর্শন মিউজিয়াম অব সায়েন্স অ্যান্ড ইন্ডাস্ট্রি অবস্থিত –

(ক) প্যারিসে

(খ) শিকাগোতে

(গ) সিঙ্গাপুরে

(ঘ) লন্ডনে

উত্তর – (খ) শিকাগোতে

১২৬. ‘Museology’ শব্দটি প্রথম ব্যবহার করেছিলেন –

(ক) টলেমি

(খ) ফিকটে

(গ) লিওপোল্ড মার্টিন

(ঘ) মন্টেস্কু

উত্তর – লিওপোল্ড মার্টিন

১২৭. ভারতের বৃহত্তম মিউজিয়ামের নাম হল –

(ক) দ্য ইন্ডিয়ান মিউজিয়াম

(খ) বিড়লা সায়েন্স মিউজিয়াম

(গ) ভিক্টোরিয়া মেমোরিয়াল

(ঘ) ন্যাশনাল ফোক অ্যান্ড ক্রাফট মিউজিয়াম, নিউ দিল্লি

উত্তর – (ক) দ্য ইন্ডিয়ান মিউজিয়াম

১২৮. পৃথিবীর প্রাচীনতম জাদুঘর রয়েছে –

(ক) গ্রিসে

(খ) মেসোপটেমিয়ায়

(গ) চিনে

(ঘ) মিশরে

উত্তর – (খ) মেসোপটেমিয়ায়

১২৯. ব্রিটিশ মিউজিয়াম প্রতিষ্ঠিত হয় –

(ক) ১৭৫৩ খ্রিস্টাব্দে

(খ) ১৭৫৯ খ্রিস্টাব্দে

(গ) ১৮৫৩ খ্রিস্টাব্দে

(ঘ) ১৮৫৯ খ্রিস্টাব্দে

উত্তর – (ক) ১৭৫৩ খ্রিস্টাব্দে

১৩০. পাবলো পিকাসো ছিলেন একজন –

(ক) স্পেনের চিত্রশিল্পী

(খ) ইটালির চিত্রশিল্পী

(গ) জার্মানির চিত্রশিল্পী

(ঘ) দক্ষিণ আফ্রিকার চিত্রশিল্পী

উত্তর – (ক) স্পেনের চিত্রশিল্পী

১৩১. ভারতের প্রাচীনতম জাদুঘরটি হল –

(ক) সালারজং মিউজিয়াম

(খ) ভারতীয় মিউজিয়াম

(গ) শ্রী ছত্রপতি শাহ্ মিউজিয়াম

(ঘ) মহারাজা ফতেহ সিং মিউজিয়াম

উত্তর – (খ) ভারতীয় মিউজিয়াম

১৩২. বিশ্বে সর্বাধিক জাদুঘর আছে –

(ক) লন্ডনে

(খ) নিউইয়র্কে

(গ) প্যারিসে

(ঘ) মেক্সিকোয়

উত্তর – (ঘ) মেক্সিকোয়

১৩৩. ‘হাজারদুয়ারি জাদুঘর’ একটি –

(ক) প্রত্নতাত্ত্বিক জাদুঘর

(খ) ঐতিহাসিক জাদুঘর

(গ) শিল্প জাদুঘর

(ঘ) বিশ্বকোষ জাদুঘর

উত্তর – (খ) ঐতিহাসিক জাদুঘর

১৩৪. লোককলা ও কারুশিল্প জাদুঘরের নিদর্শন ন্যাশনাল ফোক অ্যান্ড ক্রাফট মিউজিয়াম অবস্থিত ভারতের —।

(ক) মাদ্রাজে

(খ) কলকাতায়

(গ) মুম্বাইয়ে

(ঘ) নয়াদিল্লিতে

উত্তর – (ঘ) নয়াদিল্লিতে

১৩৫. কলম্বিয়া ওরাল হিস্ট্রি রিসার্চ অফিস’ (১৯৫৮ খ্রি.) প্রতিষ্ঠা করেন —।

(ক) এ এল. ক্রোবার

(খ) মারিয়া লিচ

(গ) অ্যালান নেভিনস

(ঘ) আর, গ্রেভস

উত্তর – (গ) অ্যালান নেভিনস

১৩৬. — সর্বপ্রথম সমালোচনামূলক ইতিহাস লেখার পদ্ধতি শুরু করেন।

(ক) থুকিডিডিস

(খ) হোমার

(গ) হেরোডোটাস

(ঘ) রাঙ্কে

উত্তর – (ক) থুকিডিডিস

১৩৭. ইতিহাস রচনার সূচনা ঘটে —।

(ক) রোমে

(খ) গ্রিসে

(গ) ইটালিতে

(ঘ) জার্মানিতে

উত্তর – (খ) গ্রিসে

১৩৮. ‘What is History’ গ্রন্থটির লেখক হলেন —।

(ক) মার্ক ব্লখ

(খ) ই. এইচ. কার

(গ) বিউরি

(ঘ) অ্যাডাম স্মিথ

উত্তর – (খ) ই. এইচ. কার

১৩৯. বিশ্ব প্রকৃতি ও সংস্কৃতির ওপর আলোকপাত করে এমন মিউজিয়াম হল –

[i] ন্যাশনাল মিউজিয়াম

[ii] ন্যাচারাল হিস্ট্রি মিউজিয়াম

[iii] মেরিনার্স মিউজিয়াম

[v] মিউজিয়াম অব সায়েন্স অ্যান্ড ইন্ডাস্ট্রি

বিকল্পসমূহ :

(ক) [i], [ii] সঠিক এবং [iii], [iv] ভুল

(খ) [ii], [iii] সঠিক এবং [i], [iv] ভুল

(গ) [i], [iii] সঠিক এবং [ii], [iv] ভুল

(ঘ) [iii], [iv] সঠিক এবং [i], [ii] ভুল

উত্তর – (ক) [i], [ii] সঠিক এবং [iii], [iv] ভুল

১৪০. পেশাদারি শাখা হিসেবে ইতিহাসের গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্যগুলি হল –

[i] ইতিহাস অতীতের দর্পণ

[ii] ইতিহাস জ্ঞানের বিকাশ ঘটায়

[iii] ইতিহাস অর্থনৈতিক উন্নতির সোপান

[iv] ইতিহাস সাহিত্য সম্পর্কে সচেতন করে

বিকল্পসমূহ :

(ক) [i], [ii], [iii] সঠিক এবং [iv] ভুল

(খ) [i], [ii] সঠিক এবং [iii], [iv] ভুল

(গ) [i], [ii], [iii], [iv] সঠিক

(ঘ) [i] সঠিক এবং [ii], [iii], [iv] ভুল

উত্তর – (ক) [i], [ii], [iii] সঠিক এবং [iv] ভুল

১৪১. পঞ্চদশ শতকের পূর্বে প্রতিষ্ঠিত জাদুঘরগুলি হল –

[i] এননিগালডি-নান্না-র জাদুঘর

[ii] আলেকজান্দ্রিয়ার জাদুঘর

[iii] ভ্যাটিকান মিউজিয়াম

[iv] প্লেটোর জাদুঘর

বিকল্পসমূহ :

(ক) [i], [ii] সঠিক এবং [iii], [iv] ভুল

(খ) [i], [ii], [iii] সঠিক এবং [iv] ভুল

(গ) [i], [ii], [iv] সঠিক এবং [iii] ভুল

(ঘ) [i] সঠিক এবং [ii], [iii], [iv] ভুল

উত্তর – (গ) [i], [ii], [iv] সঠিক এবং [iii] ভুল

১৪২. ‘জাদুঘরের যুগ’ বলা হয় যে সময়কালকে তা হল –

(ক) অষ্টাদশ ও ঊনবিংশ শতক

(খ) ঊনবিংশ শতকের শেষ এবং বিংশ শতকের প্রথম ভাগ

(গ) বিংশ শতক

(ঘ) বিংশ শতক ও একবিংশ শতক

উত্তর – (খ) ঊনবিংশ শতকের শেষ এবং বিংশ শতকের প্রথম ভাগ

১৪৩. কে সর্বপ্রথম ইতিহাস রচনা করেন?

(ক) সু-মা-কিয়েন

(খ) থুকিডিডিস

(গ) ইবন খালদুন

(ঘ) হেরোডোটাস

উত্তর – (ঘ) হেরোডোটাস

১৪৪. স্তম্ভ মেলাও

স্তম্ভ ১ স্তম্ভ ২

[i] ইতিহাসমালা (a) বিয়ারলেইন

[ii] জীবনের জলসাঘর (b) উইলিয়াম কেরি

[iii] প্যারালাল মিথস্ (c) গ্রিম ভ্রাতৃদ্বয়

[iv] দ্য ফ্রগ প্রিন্স (d) মান্না দে

বিকল্পসমূহ :

(ক) [i]-(a), [ii]-(b), [iii]-(c), [iv]-(d)

(খ) [i]-(b), [ii]-(d), [iii]-(a), [iv]-(c)

(গ) [i]-(b), [ii]-(c), [iii]-(a), [iv]-(d)

(ঘ) [i]-(a), [ii]-(c), [iii]-(b), [iv]-(d)

উত্তর – (খ) [i]-(b), [ii]-(d), [iii]-(a), [iv]-(c)

১৪৫. স্তম্ভ মেলাও

স্তম্ভ ১ স্তম্ভ ২

[i] প্যাগান ধর্ম (a) চিন

[ii] তাওবাদ (b) জাপান

[iii] শিন্টোবাদ (c) ভারত

[iv] হিন্দুধর্ম (d) জার্মান

বিকল্পসমূহ :

(ক) [i]-(d), [ii]-(a), [iii]-(b), [iv]-(c)

(খ) [i]-(a), [ii]-(b), [iii]-(d), [iv]-(c)

(গ) [i]-(b), [ii]-(c), [iii]-(a), [iv]-(d)

(ঘ) [i]-(c), [ii]-(a), [iii]-(b), [iv]-(d)

উত্তর – (ক) [i]-(d), [ii]-(a), [iii]-(b), [iv]-(c)

১৪৬. স্তম্ভ মেলাও

স্তম্ভ ১ স্তম্ভ ২

[i] রামচন্দ্র (a) ভারত

[ii] হারকিউলিস (b) ব্রিটেন

[iii] রবিন হুড (c) রোম

[iv] রোমুলাস (d) গ্রিস

বিকল্পসমূহ :

(ক) [i]-(a), [ii]-(d), [iii]-(b), [iv]-(c)

(খ) [i]-(b), [ii]-(a), [iii]-(d), [iv]-(c)

(গ) [i]-(c), [ii]-(d), [iii]-(a), [iv]-(b)

(ঘ) [i]-(d), [ii]-(c), [iii]-(b), [iv]-(a)

উত্তর – (ক) [i]-(a), [ii]-(d), [iii]-(b), [iv]-(c)

১৪৭. স্তম্ভ মেলাও

স্তম্ভ ১ স্তম্ভ ২

[i] বুড়ো আংলা (a) রাখালদাস বন্দ্যোপাধ্যায়

[ii] ঠাকুরমার ঝুলি (b) দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার

[iii] বাংলার ইতিহাস (c) শ্যামল দাস

[iv] বীরবিনোদ (d) অবনীন্দ্রনাথ ঠাকুর

বিকল্পসমূহ :

(ক) [i]-(b), [ii]-(a), [iii]-(c), [iv]-(d)

(খ) [i]-(a), [ii]-(c), [iii]-(b), [iv]-(d)

(গ) [i]-(d), [ii]-(b), [iii]-(a), [iv]-(c)

(ঘ) [i]-(a), [ii]-(b), [iii]-(c), [iv]-(d)

উত্তর – (গ) [i]-(d), [ii]-(b), [iii]-(a), [iv]-(c)

১৪৮. স্তম্ভ মেলাও

স্তম্ভ ১ স্তম্ভ ২

[i] ফুকো (a) ‘Annals and Antiquitis’ of Rajasthan’

[ii] টড্ (b) ‘Early History of India’

[iii] জেমস মিল (c) ‘Madness and Civilization’

[iv] ভিনসেন্ট এ. স্মিথ (d) ‘History of British India’

বিকল্পসমূহ :

(ক) [i]-(b), [ii]-(c), [iii]-(d), [iv]-(a)

(খ) [i]-(c), [ii]-(a), [iii]-(d), [iv]-(b)

(গ) [i]-(a), [ii]-(d), [iii]-(b), [iv]-(c)

(ঘ) [i]-(b), [ii]-(c), [iii]-(a), [iv]-(d)

উত্তর – (খ) [i]-(c), [ii]-(a), [iii]-(d), [iv]-(b)

১৪৯. স্তম্ভ মেলাও

স্তম্ভ ১ স্তম্ভ ২

[i] কলম্বিয়া ওরাল হিস্ট্রি রিসার্চ অফিস (a) অ্যালান নেভিন্‌স্

[ii] হিস্ট্রি অব ব্রিটিশ ইন্ডিয়া (b) আলেকজান্ডার ডাও

[iii] হিস্ট্রি অব হিন্দুস্থান (c) জেমস মিল

[iv] দ্য হিস্ট্রি অব ইন্ডিয়া (d) এলফিনস্টোন

বিকল্পসমূহ :

(ক) [i]-(b), [ii]-(a), [iii]-(d), [iv]-(c)

(খ) [i]-(a), [ii]-(b), [iii]-(c), [iv]-(d)

(গ) [i]-(d), [ii]-(b), [iii]-(a), [iv]-(c)

(ঘ) [i]-(a), [ii]-(c), [iii]-(b), [iv]-(d)

উত্তর – (ঘ) [i]-(a), [ii]-(c), [iii]-(b), [iv]-(d)

১৫০. স্তম্ভ মেলাও

স্তম্ভ ১ স্তম্ভ ২

[i] মার্ক ব্লখ (a) What is History

[ii] ই.এইচ.কার (b) The Nature of History

[iii] আর্থার মারউইক (c) Die pratisder Natur geschietc

[iv] লিওপোল্ড মার্টিন (d) The Historian’s Craft

বিকল্পসমূহ :

(ক) [i]-(d), [ii]-(a), [iii]-(b), [iv]-(c)

(খ) [i]-(a), [ii]-(c), [iii]-(b), [iv]-(d)

(গ) [i]-(c), [ii]-(d), [iii]-(a), [iv]-(b)

(ঘ) [i]-(d), [ii]-(b), [iii]-(c), [iv]-(a)

উত্তর – (ক) [i]-(d), [ii]-(a), [iii]-(b), [iv]-(c)

১৫১. স্তম্ভ মেলাও

স্তম্ভ ১ স্তম্ভ ২

[i] ইতিহাসের জনক (a) থুকিডিডিস

[ii] বৈজ্ঞানিক ইতিহাসের জনক (b) হেরোডোটাস

[iii] চৈনিক ইতিহাসের জনক (c) ইবন খালদুন

[iv] আধুনিক ইতিহাস চর্চার জনক (d) সু-মা-কিয়েন

বিকল্পসমূহ :

(ক) [i]-(a), [ii]-(b), [iii]-(d), [iv]-(c)

(খ) [i]-(b), [ii]-(a), [iii]-(c), [iv]-(d)

(গ) [i]-(a), [ii]-(c), [iii]-(b), [iv]-(d)

(ঘ) [i]-(b), [ii]-(a), [iii]-(d), [iv]-(c)

উত্তর – (ঘ) [i]-(b), [ii]-(a), [iii]-(d), [iv]-(c)

১৫২. স্তম্ভ মেলাও

স্তম্ভ ১ স্তম্ভ ২

[i] সালারজং জাদুঘর (a) হায়দ্রাবাদ

[ii] মাউন্ট রায়ান্ড চিলড্রেন্স মিউজিয়াম (b) আলজিয়ার্স

[iii] বিলিরোজ কলা জাদুঘর (c) শিকাগো

[iv] মিউজিয়াম অব সায়েন্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (d) জেরুজালেম

বিকল্পসমূহ :

(ক) [i]-(b), [ii]-(a) , [ iii]-(c) , [iv]-(d)

(খ) [i]-(a), [ii]-(b), [iii]-(d), [iv]-(c)

(গ) [i]-(a), [ii]-(c), [iii]-(b), [iv]-(d)

(ঘ) [i]-(d), [ii]-(b), [iii]-(a), [iv]-(c)

উত্তর – (খ) [i]-(a), [ii]-(b), [iii]-(d), [iv]-(c)

১৫৩. স্তম্ভ মেলাও

স্তম্ভ ১ স্তম্ভ ২

[i] একাত্তরের ডাইরি (a) জ্যোতি বসু

[ii] সেদিনের কথা (b) হিরন্ময় বন্দ্যোপাধ্যায়

[iii] যতদূর মনে পড়ে (c) মণিকুন্তলা সেন

[iv] উদ্বাস্তু (d) সুফিয়া কামাল

বিকল্পসমূহ :

(ক) [i]-(a), [ii]-(b), [iii]-(c), [iv]-(d)

(খ) [i]-(d), [ii]-(c), [iii]-(a), [iv]-(b)

(গ) [i]-(d), [ii]-(c), [iii]-(b), [iv]-(a)

(ঘ) [i]-(c), [ii]-(d), [iii]-(b), [iv]-(a)

উত্তর – (খ) [i]-(d), [ii]-(c), [iii]-(a), [iv]-(b)

১৫৪. স্তম্ভ মেলাও

স্তম্ভ ১ স্তম্ভ ২

[i] নোয়া (a) হিন্দু পুরাণের কাহিনি

[ii] জিউস (b) বাইবেলের পৌরাণিক কাহিনি

[iii] রোমুলাস (c) গ্রিসের পৌরাণিক কাহিনি

[iv] কালিদাস (d) রোমের পৌরাণিক কাহিনি

বিকল্পসমূহ :

(ক) [i]-(b), [ii]-(c), [iii]-(d), [iv]-(a)

(খ) [i]-(b), [ii]-(d), [iii]-(c), [iv]-(a)

(গ) [i]-(c), [ii]-(b), [iii]-(d), [iv]-(a)

(ঘ) [i]-(a), [ii]-(c), [iii]-(d), [iv]-(b)

উত্তর – (ক) [i]-(b), [ii]-(c), [iii]-(d), [iv]-(a)

Leave a Comment