পশ্চিমবঙ্গ মধ্য শিক্ষা পর্ষদের সিলেবাস অনুসারে দশম শ্রেণী (চতুর্থ অধ্যায়): সংঘবদ্ধতার গোড়ার কথা: বৈশিষ্ট্য ও বিশ্লেষণ হতে অতি সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর (SAQ) দেওয়া হল।
দশম শ্রেণী (চতুর্থ অধ্যায়): সংঘবদ্ধতার গোড়ার কথা: বৈশিষ্ট্য ও বিশ্লেষণ হতে অতি সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর (SAQ)
১. কোন সময়ে ভারতে বিভিন্ন রাজনৈতিক সংগঠন গড়ে উঠতে থাকে?
উত্তর:- উনিশ শতকে ভারতে বিভিন্ন রাজনৈতিক সংগঠন গড়ে উঠতে থাকে।
২. আনন্দমঠ’ উপন্যাসের ইংরেজি অনুবাদ কী নামে প্রকাশিত হয়?
উত্তর:- ‘আনন্দমঠ’ উপন্যাসের ইংরেজি অনুবাদ ‘The Abbey of Bliss’ নামে প্রকাশিত হয়।
৩. উনিশ শতকে ভারতে গড়ে-ওঠা সভাসমিতিগুলির উদ্দেশ্য কী ছিল?
উত্তর:- উনিশ শতকে ভারতে গড়ে-ওঠা সভাসমিতিগুলির উদ্দেশ্য ছিল ভারতীয়দের স্বার্থরক্ষার প্রয়োজনে ব্রিটিশ সরকারের কাছে বিভিন্ন দাবিদাওয়া পেশ করা।
৪. কোন পটভূমিকায় ‘আনন্দমঠ’ উপন্যাসটি রচিত হয়?
উত্তর:- অষ্টাদশ শতকের বাংলার ছিয়াত্তরের মন্বন্তর (১৭৭০ খ্রি.) এবং সন্ন্যাসী বিদ্রোহের পটভূমিকায় ‘আনন্দমঠ’ উপন্যাসটি রচিত হয়।
৫. ‘বঙ্গভাষা প্রকাশিকা সভা’য় কী বিষয়ে আলোচনা হত?
উত্তর:- ‘বঙ্গভাষা প্রকাশিকা সভা’-য় ভারতীয়দের স্বার্থ জড়িত এমন বিষয়ে ব্রিটিশ সরকারের কার্যাবলি সম্পর্কে আলোচনা হত।
৬. আনন্দমঠ উপন্যাসের কোন্ বাহিনী সীমাহীন আত্মবলিদানের জন্য প্রস্তুত ছিল?
উত্তর:- ‘আনন্দমঠ’ উপন্যাসের সন্তানদল সীমাহীন আত্মবলিদানের জন্য প্রস্তুত ছিল।
৭. জমিদার সভার সঙ্গে যুক্ত ছিলেন এমন কয়েকজনের নাম উল্লেখ করো।
উত্তর:- দ্বারকানাথ ঠাকুর, রাধাকান্ত দেব, প্রসন্নকুমার ঠাকুর, রাজকমল সেন, ভবানীচরণ মিত্র-সহ বিভিন্ন জমিদার ও ধনী ব্যবসায়ী জমিদার সভার সঙ্গে যুক্ত ছিলেন।
৮. স্বামী বিবেকানন্দের লেখা কয়েকটি গ্রন্থের নাম লেখো।
উত্তর:- স্বামী বিবেকানন্দের লেখা উল্লেখযোগ্য কয়েকটি গ্রন্থ হল ‘ভাববার কথা’, ‘বর্তমান ভারত’, ‘পরিব্রাজক’, ‘প্রাচ্য ও পাশ্চাত্য’ প্রভৃতি
৯. কবে হিন্দুমেলা প্রতিষ্ঠিত হয়?
উত্তর:- ১৮৬৭ খ্রিস্টাব্দে কলকাতায় হিন্দুমেলা প্রতিষ্ঠিত হয়।
১০. রামকৃষ্ণ মঠ ও মিশনের মুখপত্রের নাম কী?
উত্তর:- রামকৃষ্ণ মঠ ও মিশনের মুখপত্রের নাম ‘উদ্বোধন’।
১১. হিন্দুমেলার প্রথম বার্ষিক সভায় কোন গানটি গাওয়া হয়?
উত্তর:- হিন্দুমেলার প্রথম বার্ষিক সভায় দ্বিজেন্দ্রনাথ ঠাকুরের লেখা ‘মলিন মুখচন্দ্র মা ভারত তোমারি’ গানটি গাওয়া হয়।
১২. ‘গোরা’ উপন্যাসটি কবে প্রকাশিত হয়?
উত্তর:- ‘গোরা উপন্যাসটি প্রথমে ১৯০৭ থেকে ১৯০৯ খ্রিস্টাব্দ পর্যন্ত ‘প্রবাসী’ পত্রিকায় এবং ১৯১০ খ্রিস্টাব্দে গ্রন্থাকারে প্রকাশিত হয়।
১৩. কবে ‘ইন্ডিয়ান লিগ’ প্রতিষ্ঠিত হয়?
উত্তর:- শিশিরকুমার ঘোষ ও হেমন্তকুমার ঘোষ ১৮৭৫ খ্রিস্টাব্দে ‘ইন্ডিয়ান লিগ’ নামে একটি রাজনৈতিক সমিতি প্রতিষ্ঠা করেন।
১৪. গোরা’ উপন্যাসে ব্রিটিশ শাসনের অনুরাগী দুটি চরিত্রের নাম লেখো।
উত্তর:- গোরা উপন্যাসে ব্রিটিশের শাসনের অনুরাগী দুটি চরিত্রের নাম মহিম ও কৃষ্ণদয়াল।
১৫. সুরেন্দ্রনাথের প্রচারের ফলে কোন কোন অঞ্চলে ভারতসভার শাখা স্থাপিত হয়?
উত্তর – সুরেন্দ্রনাথের প্রচারের ফলে লখনউ, মিরাট, লাহোর, সিন্ধু প্রভৃতি অঞ্চলে শীঘ্রই ভারতসভার শাখা স্থাপিত হয়।
১৬. গগনেন্দ্রনাথ ঠাকুরের আঁকা বিভিন্ন ছবি প্রকাশিত হয় এমন কয়েকটি গ্রন্থের নাম লেখো।
উত্তর:- গগনেন্দ্রনাথ ঠাকুরের আঁকা বিভিন্ন ছবি প্রকাশিত হয় এমন কয়েকটি গ্রন্থ হল ‘অদ্ভুত লোক’ (১৯১৫ খ্রি.), ‘বিরূপ বজ্র’ (১৯১৭ খ্রি.) এবং ‘নয়া হুল্লোড়’ (১৯২১ খ্রি.)।
১৭. কে ‘সর্বভারতীয় জাতীয় সম্মেলন’-কে ‘জাতীয় কংগ্রেসের মহড়া’ বলে অভিহিত করেছেন?
উত্তর:- ১৮৮৫ খ্রিস্টাব্দে অ্যালান অক্টাভিয়ান হিউম ‘সর্বভারতীয় জাতীয় সম্মেলন’ (১৮৮৩ খ্রি.)-কে ‘জাতীয় কংগ্রেসের মহড়া’ বলে অভিহিত করেছেন।
১৮. সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় কবে কংগ্রেসে যোগ দেন?
উত্তর:- ১৮৮৬ খ্রিস্টাব্দে কলকাতায় কংগ্রেসের দ্বিতীয় অধিবেশনে সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় তাঁর অনুগামীদের নিয়ে কংগ্রেসে যোগ দেন।
১৯. কোন সময়কে ‘সভাসমিতির যুগ’ বলে অভিহিত করা হয়েছে?
উত্তর:- উনবিংশ শতককে ‘সভাসমিতির যুগ’ বলে অভিহিত করা হয়েছে।
২০. আনন্দমঠ’ উপন্যাসে বিদ্রোহের নেতা কে ছিলেন?
উত্তর:- ‘আনন্দমঠ’ উপন্যাসে বিদ্রোহের নেতা ছিলেন সত্যানন্দ।
২১. ‘বঙ্গভাষা প্রকাশিকা সভা’ প্রতিষ্ঠায় কাদের উল্লেখযোগ্য ভূমিকা ছিল?
উত্তর:- ‘বঙ্গভাষা প্রকাশিকা সভা’ প্রতিষ্ঠায় টাকির জমিদার কালীনাথ রায়চৌধুরী, দ্বারকানাথ ঠাকুর, প্রসন্নকুমার ঠাকুর, রাজা রামমোহন রায় এবং তাঁদের বেশ কয়েকজন অনুগামীর উল্লেখযোগ্য ভূমিকা ছিল।
২২. প্রথম কে, কী শিরোনামে ‘বন্দেমাতরম’ সংগীতটির ইংরেজি অনুবাদ করেন?
উত্তর:- ১৯০৯ খ্রিস্টাব্দে শ্রী অরবিন্দ প্রথম ‘Mother, I bow to thee!’ শিরোনামে ‘বন্দেমাতরম’ সংগীতটির ইংরেজি অনুবাদ করেন
২৩. কবে জমিদার সভা প্রতিষ্ঠিত হয়?
উত্তর:- ১৮৩৮ খ্রিস্টাব্দে দ্বারকানাথ ঠাকুরের উদ্যোগে এবং রাজা রাধাকান্ত দেবের সভাপতিত্বে জমিদার সভা প্রতিষ্ঠিত হয়।
২৪. স্বাধীন ভারতের সরকার কোন গানটিকে ভারতের জাতীয় স্তোত্রের মর্যাদা দেয়?
উত্তর:- স্বাধীন ভারতের সরকার ‘বন্দেমাতরম’ গানটিকে ভারতের জাতীয় স্তোত্রের মর্যাদা দেয়।
২৫. কোন সংগঠনের আবেদনে সরকার ১০ বিঘা পর্যন্ত ব্রহ্মোত্তর জমির খাজনা মকুব করে?
উত্তর:- জমিদার সভার আবেদনে সরকার ১০ বিঘা পর্যন্ত ব্রহ্মোত্তর জমির খাজনা মকুব করে।
২৬. ‘বর্তমান ভারত’ গ্রন্থে ভারতের কোন্ সময়ের ইতিহাস আলোচিত হয়েছে?
উত্তর:- ‘বর্তমান ভারত’ গ্রন্থে বৈদিক যুগ থেকে ব্রিটিশ শাসন পর্যন্ত ভারতের পূর্ণাঙ্গ ইতিহাস আলোচনা ও ব্যাখ্যা করা হয়েছে।
২৭. হিন্দুমেলার অপর নাম কী?
উত্তর:- হিন্দুমেলার অপর নাম চৈত্রমেলা।
২৮. রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা স্বদেশপ্রেমমূলক কয়েকটি গ্রন্থের নাম লেখো।
উত্তর:- রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা স্বদেশপ্রেমমূলক কয়েকটি উল্লেখযোগ্য গ্রন্থ হল ‘গোরা’, ‘ঘরে বাইরে’, ‘চার অধ্যায়’ প্রভৃতি
২৯. হিন্দুমেলার প্রথম বার্ষিক সভার পরবর্তী সভাগুলিতে কী গান গাওয়া হত?
উত্তর:- হিন্দুমেলার প্রথম বার্ষিক সভার পরবর্তী সভাগুলিতে জ্ঞানেন্দ্রনাথ ঠাকুরের লেখা ‘গাও ভারতের জয়’ গানটি গাওয়া হত।
৩০. ‘গোরা’ উপন্যাসটি কে রচনা করেন?
উত্তর:- ‘গোরা’ উপন্যাসটি রচনা করেন রবীন্দ্রনাথ ঠাকুর।
৩১. ভারতসভার প্রথম অধিবেশন কোথায় অনুষ্ঠিত হয়?
উত্তর:- ভারতসভার প্রথম অধিবেশন ১৮৭৬ খ্রিস্টাব্দের ২৬ জুলাই কলকাতার অ্যালবার্ট হলে অনুষ্ঠিত হয়।
৩২. কোন্ রাজনৈতিক ঘটনার প্রেক্ষাপটে বা অনুপ্রেরণায় অবনীন্দ্রনাথ ‘ভারতমাতা’ ছবিটি আঁকেন? অথবা, ‘ভারতমাতা’ চিত্রটি কোন ঐতিহাসিক ঘটনার পটভূমিকায় অঙ্কিত?
উত্তর:- ভারতের নবজাগ্রত জাতীয়তাবাদ ও বঙ্গভঙ্গ-বিরোধী স্বদেশি আন্দোলনের (১৯০৫ খ্রি.) প্রেক্ষাপটে বা অনুপ্রেরণায় অবনীন্দ্রনাথ ‘ভারতমাতা’ ছবিটি আঁকেন।
৩৩. ইলবার্ট বিল কে রচনা করেন?
উত্তর:- ইলবার্ট বিল রচনা করেন লর্ড রিপনের আইনসচিব ইলবার্ট।
৩৪. ভারতের জাতীয়তাবোধের চেতনা বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছে এমন একটি চিত্রের নাম লেখো।
উত্তর:- ভারতের জাতীয়তাবোধের চেতনা বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছে এমন একটি চিত্র হল অবনীন্দ্রনাথ ঠাকুরের আঁকা ‘ভারতমাতা’ (১৯০৫ খ্রি.)।
৩৫. কোন সিপাহি প্রথম বিদ্রোহ ঘোষণা করেন?
উত্তর:- ব্যারাকপুর সেনানিবাসের সিপাহি মঙ্গল পান্ডে প্রথম বিদ্রোহ ঘোষণা (২৯ মার্চ, ১৮৫৭ খ্রি.) করেন।
৩৬. গগনেন্দ্রনাথ ঠাকুরের ব্যঙ্গচিত্রগুলির প্রধান বিষয়বস্তু কী ছিল?
উত্তর:- গগনেন্দ্রনাথ ঠাকুরের ব্যঙ্গচিত্রগুলির প্রধান বিষয়বস্তু ছিল সমাজে ধনী ও অভিজাতশ্রেণির কাজকর্ম।
৩৭. মিরাটে কবে সিপাহি বিদ্রোহ শুরু হয়?
উত্তর:- ১৮৫৭ খ্রিস্টাব্দের ১০মে মিরাটে সিপাহি বিদ্রোহ শুরু হয়।
৩৮. কোন সময় ব্রিটিশ শাসনের বিরুদ্ধে ভারতে জাতীয় স্তরে আন্দোলন শুরু হয়?
উত্তর:- ঊনবিংশ শতকের দ্বিতীয়ার্ধে ব্রিটিশ শাসনের বিরুদ্ধে ভারতে জাতীয় স্তরে আন্দোলন শুরু হয়।
৩৯. প্রথম কবে সিপাহিরা বিক্ষোভ শুরু করে?
উত্তর:- প্রথম ১৮৫৭ খ্রিস্টাব্দের ২৬ ফেব্রুয়ারি বহরমপুরের সেনা ছাউনির ১৯ নং নেটিভ ইনফ্যান্ট্রির সিপাহিরা বিক্ষোভ শুরু করে।
৪০. মঙ্গল পান্ডে কবে বিদ্রোহ ঘোষণা করেন?
উত্তর:- মঙ্গল পান্ডে ১৮৫৭ খ্রিস্টাব্দের ২৯ মার্চ বিদ্রোহ ঘোষণা করেন।
৪১. গগনেন্দ্রনাথ ঠাকুরের আঁকা ‘খল ব্রাহ্মণ’ ছবিটির বিষয়বস্তু কী?
উত্তর:- গগনেন্দ্রনাথ ঠাকুরের আঁকা ‘খল ব্রাহ্মণ’ ছবিটির বিষয়বস্তু হল জনৈক ব্রাহ্মণ ধর্মের প্রতি অনুরাগের পরিবর্তে মাংস, মদ ও মহিলায় অনুরক্ত।
৪২. দিল্লিতে কবে সিপাহি বিদ্রোহ শুরু হয়?
উত্তর:- ১৮৫৭ খ্রিস্টাব্দের ১১ মে দিল্লিতে সিপাহি বিদ্রোহ শুরু হয়।
৪৩. কে ১৮৫৭ খ্রিস্টাব্দের বিদ্রোহকে দেশের জনগণের সমর্থনহীন, সহানুভূতিবিহীন একটি নিছক সামরিক বিদ্রোহ বলে বর্ণনা করেছিলেন?
উত্তর:- সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় ১৮৫৭ খ্রিস্টাব্দের বিদ্রোহকে দেশের জনগণের সমর্থনহীন, সহানুভূতিবিহীন একটি নিছক সামরিক বিদ্রোহ বলে বর্ণনা করেছিলেন।
৪৪. কার আমলে কবে সিপাহি বিদ্রোহ সংঘটিত হয়?
উত্তর:- বড়োলাট লর্ড ক্যানিং-এর আমলে (১৮৫৬-৬২ খ্রি.) ১৮৫৭ খ্রিস্টাব্দে সিপাহি বিদ্রোহ সংঘটিত হয়।
৪৫. ১৮৫৭-এর বিদ্রোহকে সামরিক বিদ্রোহ বলে মনে করেন এমন ‘তিনজন ইংরেজ ঐতিহাসিকের নাম লেখো।
উত্তর:- ১৮৫৭ -এর বিদ্রোহকে সামরিক বিদ্রোহ বলে মনে করেন এমন তিনজন ইংরেজ ঐতিহাসিক হলেন স্যার জন লরেন্স, জন সিলি/চার্লস রেকস প্রমুখ।
৪৬. ১৮৫৭ খ্রিস্টাব্দের বিদ্রোহের প্রত্যক্ষ কারণ কী ছিল?
উত্তর:- ১৮৫৭ খ্রিস্টাব্দের বিদ্রোহের প্রত্যক্ষ কারণ ছিল ব্রিটিশ সেনাবাহিনীতে এনফিল্ড রাইফেল-এর টোটার প্রচলন।
৪৭. ১৮৫৭-এর বিদ্রোহকে ‘গণবিদ্রোহ’ বলে মনে করেন এমন তিনজন ঐতিহাসিকের নাম উল্লেখ করো।
উত্তর:- ইংরেজ ঐতিহাসিক নর্টন, ম্যালেসন, বল, জন কে ১৮৫৭ খ্রিস্টাব্দের বিদ্রোহকে ‘গণবিদ্রোহ’ বলে মনে করেন।
৪৮. কারা মনে করেন যে, ১৮৫৭ খ্রিস্টাব্দের বিদ্রোহে স্থানীয় কৃষকদের প্রতিরোধ, জাতীয় প্রতিরোধ প্রভৃতি বিভিন্ন ধারা- উপধারার সংমিশ্রণ ঘটেছিল?
উত্তর:- অধ্যাপক এরিখ স্টোকস, বেইলি প্রমুখ মনে করেন যে, ১৮৫৭-এর বিদ্রোহে স্থানীয় কৃষকদের প্রতিরোধ, জাতীয় প্রতিরোধ প্রভৃতি বিভিন্ন ধারা-উপধারার সংমিশ্রণ ঘটেছিল।
৪৯. ভারতের প্রথম ভাইসরয় কে ছিলেন?
উত্তর:- ভারতের প্রথম ভাইসরয় ছিলেন লর্ড ক্যানিং।
৫০. ১৮৫৭-এর বিদ্রোহকে ‘সিপাহি বিদ্রোহ’ বলে উল্লেখ করেছেন এমন চারজন ভারতীয় মনীষীর নাম লেখো।
উত্তর:- ১৮৫৭-এর বিদ্রোহকে ‘সিপাহি বিদ্রোহ’ বলে উল্লেখ করেছেন এমন চারজন ভারতীয় মনীষী হলেন অক্ষয়কুমার দত্ত, হরিশচন্দ্র মুখোপাধ্যায়, কিশোরীচাঁদ মিত্র, দাদাভাই নওরোজি প্রমুখ।
৫১. কোন্ আইনের দ্বারা ভারতে ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসনের অবসান ঘটে?
উত্তর:- ‘ভারত শাসন আইন’ (১৮৫৮ খ্রি.)-এর দ্বারা ভারতে ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসনের অবসান ঘটে।
৫২. ১৮৫৭ খ্রিস্টাব্দের বিদ্রোহকে যাঁরা ‘সামন্তশ্রেণির বিদ্রোহ’ বলে প্রমাণ করার চেষ্টা করেছেন তাঁদের তিনজনের নাম উল্লেখ করো।
উত্তর:- ড. রমেশচন্দ্র মজুমদার, ড. সুরেন্দ্রনাথ সেন, রজনীপাম দত্ত প্রমুখ ১৮৫৭ খ্রিস্টাব্দের বিদ্রোহকে সামন্তশ্রেণির বিদ্রোহ বলে প্রমাণ করার চেষ্টা করেছেন।
৫৩. ১৮৫৭-এর বিদ্রোহে ব্রিটিশদের সহায়তা করেছিল এমন কয়েকটি ভারতীয় সম্প্রদায়ের নাম লেখো।
উত্তর:- ১৮৫৭-এর বিদ্রোহে ব্রিটিশদের সহায়তা করেছিল এমন কয়েকটি ভারতীয় সম্প্রদায় ছিল মুসলিম, শিখ, গোরখা, রাজপুত, মারাঠা প্রভৃতি।
৫৪. তাঁতিয়া টোপির আসল নাম কী ছিল?
উত্তর:- তাঁতিয়া টোপির আসল নাম রামচন্দ্র পান্ডুরঙ্গ টোপি।
৫৫. ১৮৫৭-এর বিদ্রোহ কোন কোন অঞ্চলে বিস্তার লাভ করেছিল?
উত্তর:- ১৮৫৭-এর বিদ্রোহ দিল্লি, অযোধ্যা, লখনউ, কানপুর, বেরিলী, ঝাঁসি, বিহার প্রভৃতি অঞ্চলে বিস্তার লাভ করে।
৫৬. নানা সাহেবের আসল নাম কী ছিল?
উত্তর:- নানা সাহেবের আসল নাম গোবিন্দ ধন্দ পন্থ।
৫৭. কে নানা সাহেব, আজিমউল্লার মতো বিদ্রোহী নেতাদের ‘অন্যায়কারী দানব’ বলে অভিহিত করেছেন?
উত্তর:- রাজনারায়ণ বসু নানা সাহেব, আজিমউল্লার মতো বিদ্রোহী নেতাদের ‘অন্যায়কারী দানব’ বলে অভিহিত করেছেন।
৫৮. মহারানি ভিক্টোরিয়া কোন আইনের দ্বারা ভারতের শাসনভার নিজ হাতে গ্রহণ করেন?
উত্তর:- মহারানি ভিক্টোরিয়া ১৮৫৮ খ্রিস্টাব্দে ‘ভারত শাসন আইন’ দ্বারা ভারতের শাসনভার নিজ হাতে গ্রহণ করেন।
আরোও পড়ুন
- দশম শ্রেণী (প্রথম অধ্যায়): ইতিহাসের ধারণা হতে অতি সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর (SAQ)
- দশম শ্রেণী (দ্বিতীয় অধ্যায়): সংস্কার বৈশিষ্ট্য ও পর্যালোচনা হতে অতি সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর (SAQ)
- দশম শ্রেণী (তৃতীয় অধ্যায়): প্রতিরোধ ও বিদ্রোহ-বৈশিষ্ট্য ও বিশ্লেষণ হতে অতি সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর (SAQ)
- দশম শ্রেণী (পঞ্চম অধ্যায়): বিকল্প চিন্তা ও উদ্দোগ হতে অতি সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর (SAQ)
- দশম শ্রেণী (ষষ্ঠ অধ্যায়): কৃষক, শ্রমিক ও বামপন্থী আন্দোলন- বৈশিষ্ট্য ও পর্যালোচনা হতে অতি সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর (SAQ)
- দশম শ্রেণী (সপ্তম অধ্যায়): নারী, ছাত্র ও প্রান্তিক জনগোষ্ঠীর আন্দোলন হতে অতি সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর (SAQ)
- দশম শ্রেণী (অষ্টম অধ্যায়): উত্তর-ঔপনিবেশিক ভারত হতে অতি সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর (SAQ)