২০২৫ সালের মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষার ইতিহাস বিষয়ে সম্পূর্ণ সিলেবাসের সাজেশন্ ভিত্তিক পিডিএফ নোটস্ নেওয়ার জন্য যোগাযোগ করুণ (দাম প্রতি ক্লাস ৯৯ টাকা)।

👉Chat on WhatsApp

দশম শ্রেণী (প্রথম অধ্যায়): ইতিহাসের ধারণা হতে অতি সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর (SAQ)

দশম শ্রেণী (প্রথম অধ্যায়): ইতিহাসের ধারণা হতে অতি সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর (SAQ)

দশম শ্রেণী (প্রথম অধ্যায়): ইতিহাসের ধারণা হতে অতি সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর (SAQ)

1. ইতিহাসের জনক কাকে বলা হয়?

উত্তর:- গ্রিক ঐতিহাসিক হেরোডোটাস কে ইতিহাসের জনক বলা হয়ে থাকে।

2. বিজ্ঞানসম্মত ইতিহাসচর্চার জনক কাকে বলা হয়?

উত্তর:- গ্রিক ঐতিহাসিক থুকিডিডিস কে বিজ্ঞানসম্মত ইতিহাসচর্চার জনক বলা হয়।

3. কত খ্রিষ্টাব্দে নতুন সামাজিক ইতিহাসচর্চা শুরু হয়েছিল?

উত্তর:- সাধারণত ১৯৬০-৭০ (১৯৬০ – ৭৯) -এর দশকে নতুন সামাজিক ইতিহাসচর্চার শুরু হয়েছিল।

4. দ্য অ্যানালস নামক পত্রিকা কবে প্রকাশিত হয়েছিল?

উত্তর:- দ্য অ্যানালস নামক পত্রিকাটি ১৯২৯ খ্রিষ্টাব্দে  প্রকাশিত হয়েছিল।

5. কোথায় দ্য অ্যানালস পত্রিকা গোষ্ঠি গড়ে উঠেছিল?

উত্তর:- ফ্রান্সে ১৯২৯ খ্রিষ্টাব্দে দ্য অ্যানালস পত্রিকা গোষ্ঠি গড়ে উঠেছিল।

6. ভারত -এর নিম্নবর্গের ইতিহাস চর্চার প্রধান প্রবক্তা কে?

উত্তর:- ভারতের নিম্নবর্গের ইতিহাস চর্চার প্রধান প্রবক্তা হলেন রণজিৎ গুহ।

7. নতুন সামাজিক ইতিহাসের প্রধান বিষয়বস্তু কী?

উত্তর:- নতুন সামাজিক ইতিহাসের প্রধান বিষয়বস্তু হল সাধারণ মানুষ।

8. ইউরোপে ক্রীড়া ইতিহাসের চর্চা শুরু হয়েছিল কবে?

উত্তর:- ১৯৭০ -এর দশকে ইউরোপে প্রথম ক্রীড়া ইতিহাসের চর্চা শুরু হয়েছিল।

9. কবে প্রথম অলিম্পিক খেলা শুরু হয়েছিল?

উত্তর:- প্রাচীন তথ্য অনুযায়ী প্রথম অলিম্পিক খেলা শুরু হয়েছিল ৭৭৬ খ্রিষ্টাব্দে।

10. কোথায় প্রথম অলিম্পিক খেলার শুরু হয়েছিল?

উত্তর:- গ্রিসের অলিম্পিয়া নগরে প্রথম অলিম্পিক খেলা শুরু হয়েছিল।

11. কখন কার উদ্যোগে আধুনিক অলিম্পিক খেলা শুরু হয়েছিল?

উত্তর:- ১৮৯৬ খ্রিষ্টাব্দে ব্যারেন পিয়ের দ্য কুবার্তিন -এর উদ্যোগে আধুনিক অলিম্পিক খেলা শুরু হয়েছিল।

12. কোন দেশে ফুটবল খেলার জন্ম হয়েছিল?

উত্তর:- চিন দেশে ফুটবল খেলার জন্ম হয়েছিল।

13. ভারতে ফুটবল খেলার প্রবর্তন করেছিল কারা?

উত্তর:- ভারতে ফুটবল খেলার প্রবর্তন করেছিল ইংরেজরা।

14. কোন দেশে গল্ফ খেলার জন্ম হয়েছিল?

উত্তর:- পঞ্চদশ শতাব্দীতে স্কটল্যান্ডে গল্ফ খেলার জন্ম হয়েছিল।

15. কোন দেশে ক্রিকেট খেলার উদ্ভব হয়েছিল?

উত্তর:- ইংল্যান্ডে ক্রিকেট খেলার উদ্ভব হয়েছিল।

16. কত খ্রিষ্টাব্দে আধুনিক ক্রিকেট খেলার জন্ম হয়েছিল?

উত্তর:- ১৮৭০ খ্রিষ্টাব্দে ইংল্যান্ডের হাত ধরে আধুনিক ক্রিকেট খেলার জন্ম হয়েছিল।

17. কখন কাদের মধ্যে সর্বপ্রথম ক্রিকেট টেস্ট ম্যাচ অনুষ্ঠিত হয়েছিল?

উত্তর:- ১৮৭৭ খ্রিষ্টাব্দে ইংল্যান্ড এবং অস্ট্রেলিয়ার মধ্যে সর্বপ্রথম ক্রিকেটর টেস্ট ম্যাচ অনুষ্ঠিত হয়েছিল।

18. ব্রিটিস সোসাইটি অব স্পোর্ট হিস্ট্রি গড়ে উঠে কখন?

উত্তর:- ১৯৮২ খ্রিষ্টাব্দে ব্রিটিস সোসাইটি অব স্পোর্ট হিস্ট্রি গড়ে উঠেছিল।

19. মোহনবাগান কত খ্রিস্টাব্দে আই.এফ.এ শিল্ড জয় করেছিল?

উত্তর:- মোহনবাগান ১৯১১ খ্রিস্টাব্দে আই.এফ.এ শিল্ড জয় করেছিল।

20. ১৯১১ খ্রিস্টাব্দে যখন মোহনবাগান আই.এফ.এ শিল্ড  জয় করেছিল তখন সেই দলের অধিনায়ক কে ছিল?

উত্তর:- ১৯১১ খ্রিস্টাব্দে মোহনবাগান দলের অধিনায়ক ছিলেন শিবদাস ভাদুড়ি।

21. খেলাধুলার ইতিহাসে ক্রিকেট নিয়ে গবেষণা করেছেন এমন একজন ভারতীয়ের নাম লেখ।

উত্তর:- খেলাধুলার ইতিহাসে ক্রিকেট নিয়ে গবেষণা করেছেন এমন একজন ভারতীয় হলেন বোরিয়া মজুমদার।

22. রসগোল্লার আবিষ্কর্তা কে?

উত্তর:- রসগোল্লার আবিষ্কর্তা হলেন হারাধন ময়রা।

23. স্পঞ্জ রসগোল্লা সর্বপ্রথম কে তৈরি করেছিলেন?

উত্তর:- বাগবাজারের নবীন চন্দ্র দাস নামে এক ময়রা সর্বপ্রথম স্পঞ্জ রসগোল্লা তৈরি করেছিলেন।

24. কোন দেশকে কেকের দেশ বলা হয়?

উত্তর:- স্কটল্যান্ডকে কেকের দেশ বলা হয়।

25. ভারতে কত খ্রিস্টাব্দে রেলপথ চালু  হয়েছিল?

উত্তর:- ১৮৫৩ খ্রিস্টাব্দে ভারতে প্রথম রেলপথ চালু হয়েছিল।

26. কলকাতায় কত খ্রিস্টাব্দে বৈদ্যুতিক ট্রাম চলা শুরু হয়েছিল?

উত্তর:- ১৮৭২ খ্রিস্টাব্দে কলকাতায় বৈদ্যুতিক ট্রাম চলা শুরু হয়েছিল।

27. ভারতীয় চলচ্চিত্রের জনক কাকে বলা হয়?

উত্তর:- দাদাসাহেব ফালকে কে ভারতীয় চলচ্চিত্রের জনক বলা হয়।

28. বাংলা চলচ্চিত্রের জনক কাকে বলা হয়?

উত্তর:- হীরালাল সেন কে বাংলা চলচ্চিত্রের জনক বলা হয়।

29. ভারতে প্রদর্শিত প্রথম সবাক চলচ্চিত্রের নাম কি?

উত্তর:- ভারতে প্রদর্শিত প্রথম সবাক চলচ্চিত্র হল মেলোডি অব লাভ।

30. ভারতে প্রদর্শিত প্রথম ভারতীয় সবাক চলচ্চিত্র কোনটি?

উত্তর:- ভারতে প্রদর্শিত প্রথম ভারতী সবাক চলচ্চিত্র হল আলম আরা।

31. ভারতে প্রদর্শিত প্রথম বাংলা সবাক চলচ্চিত্র কোনটি?

উত্তর:- ভারতে প্রদর্শিত প্রথম বাংলা সবাক চলচ্চিত্র হল জামাইষষ্ঠী।

32. ভারতের প্রথম ইতিহাস গ্রন্থটির নাম কি?

উত্তর:- ভারতের প্রথম ইতিহাস গ্রন্থটির নাম হল রাজতরঙ্গিনী

33. পৃথিবীর প্রাচীনতম খেলা কোনটি?

উত্তর:- পৃথিবীর প্রাচীনতম খেলা হল মানাকালা।

34. রবীন্দ্রনাথ ঠাকুর মনিপুরি নৃত্যকে কোথায় শেখানোর ব্যবস্থা করেছিলেন?

উত্তর:- রবীন্দ্রনাথ ঠাকুর মনিপুরি নৃত্য শান্তিনিকেতনে শেখানোর ব্যবস্থা করেছিলেন।

35. রবীন্দ্রনাথ ঠাকুরের পরে ভারতীয় নৃত্যকে জনপ্রিয় করেছিলেন ?

উত্তর:- রবীন্দ্রনাথ ঠাকুরের পরে ভারতীয় নৃত্যকে জনপ্রিয় করে তুলেছিলেন উদয় শংকর।

36. পথের পাঁচালী ছবির পরিচালক কে ছিলেন?

উত্তর:- পথের পাঁচালী ছবির পরিচালক ছিলেন সত্যজিৎ রায়।

37. কত খ্রিস্টাব্দে ভারতের প্রথম সচল ছবি নির্মিত হয়েছিল?

উত্তর:- ১৮৯৬ খ্রিস্টাব্দে ভারতের প্রথম সচল ছবি নির্মিত হয়েছিল।

38. ভারতে কত খ্রিস্টাব্দে টেলিগ্রাফ ব্যবস্থা বন্ধ হয়ে যায়?

উত্তর:- ২০১৩ সালে ভারতের টেলিগ্রাফ ব্যবস্থা বন্ধ হয়ে গিয়েছিল।

39. ভারতের প্রথম রেলপথ কোথা থেকে কোথা পর্যন্ত ছিল?

উত্তর:- ভারতের প্রথম রেলপথ বোম্বে থেকে থানে পর্যন্ত ছিল।

40. দ্য সাইলেন্ট স্প্রিং গ্রন্থটি কার লেখা?

উত্তর:- দ্য সাইলেন্ট স্প্রিং গ্রন্থটি রচনা করেন শ্রীমতি রাচেল কারসন।

41. কোন দিনটি বিশ্ব পরিবেশ দিবস হিসেবে পালিত হয়?

উত্তর:- ৫ জুন  বিশ্ব পরিবেশ দিবস পালন করা হয়।

42. ইকোলজিকাল ইম্পেরিয়ালিজম গ্রন্থটির লেখক কে?

উত্তর:- ইকোলজিকাল ইম্পেরিয়ালিজম গ্রন্থটির লেখক হলেন আলফ্রেড ক্রসবি।

43. ভারতে কত খ্রিস্টাব্দে চিপকো আন্দোলন শুরু হয়েছিল?

উত্তর:- ভারতে ১৯৭৪ খ্রিস্টাব্দে চিপকো আন্দোলন শুরু হয়েছিল।

44. ভারতে কবে নর্মদা বাঁচাও আন্দোলন শুরু হয়েছিল ? এই আন্দোলনের নেত্রী কে ছিলেন?

উত্তর:- ভারতে ১৯৮৫ খ্রিস্টাব্দে নর্মদা বাঁচাও আন্দোলন শুরু হয়েছিল। এই আন্দোলনের নেত্রী ছিলেন মেধা পাটেকর।

45. হিস্ট্রি অব দ্য হিন্দু কেমিস্ট্রি গ্রন্থটির লেখক কে?

উত্তর:- হিস্ট্রি অব দ্য  হিন্দু কেমিস্ট্রি গ্রন্থের লেখক হলেন আচার্য প্রফুল্ল চন্দ্র রায়।

46. হিস্ট্রি অফ সায়েন্স গ্রন্থটির লেখক কে?

উত্তর:- হিস্ট্রি অফ সায়েন্স  গ্রন্থটির লেখক হলেন জে.ডি.বার্নাল।

47. ভারতীয় চিকিৎসাবিদ্যার ক্ষেত্রে কোন ভারতীয় প্রথম শব ব্যবচ্ছেদ করেছিলেন ?

উত্তর:- ভারতীয় চিকিৎসাবিদ্যায় ইতিহাসে সর্বপ্রথম শব ব্যবচ্ছেদ করেছিলেন মধুসূদন গুপ্ত।

48. কত খ্রিস্টাব্দে নারী ইতিহাস চর্চার সূত্রপাত ঘটে?

উত্তর:- ১৯৭০ -এর দশক থেকে নারী ইতিহাস চর্চার সূত্রপাত ঘটে।

49. উইমেন ইন মডার্ন ইন্ডিয়া গ্রন্থটি কার লেখা?

উত্তর:- উইমেন ইন মডার্ন ইন্ডিয়া গ্রন্থটি লিখেছিলেন নীরা দেশাই।

50. যেখানে বিভিন্ন সরকারি নথিপত্র গুলি সংরক্ষণ করে রাখা হয় তাকে কি বলা হয়?

উত্তর:- যেখানে বিভিন্ন পুরনো সরকারি নথিপত্র সংরক্ষণ করে রাখা হয় তাকে মহাফেজ খানা বলা হয়।

51. বিপিনচন্দ্র পালের আত্মজীবনী নাম কি?

উত্তর:- বিপিনচন্দ্র পালের আত্মজীবনী মূলক গ্রন্থের নাম হলো সত্তর বছর।

52. বিপিনচন্দ্র পালের আত্মজীবনী মূলক গ্রন্থ সত্তর বছর কোন পত্রিকায় সর্বপ্রথম প্রকাশিত হয়েছিল?

উত্তর:- বিপিনচন্দ্র পালের আত্মজীবনী মূলক গ্রন্থ সত্তর বছর সর্বপ্রথম প্রবাসী পত্রিকায় প্রকাশিত হয়েছিল।

53. জীবনের ঝরাপাতা গ্রন্থটি কার লেখা?

উত্তর:- জীবনের ঝরাপাতা গ্রন্থটি সরলা দেবী চৌধুরানীর লেখা।

54. সরলা দেবী চৌধুরানীর আত্মজীবনীমূলক গ্রন্থ জীবনের ঝরাপাতা কোন পত্রিকায় প্রকাশিত হয়েছিল?

উত্তর:- সরলা দেবী চৌধুরানীর আত্মজীবনী জীবনের ঝরাপাতা দেশ পত্রিকায় প্রকাশিত হয়েছিল।

55. রবীন্দ্রনাথ ঠাকুরের আত্মজীবনীমূলক গ্রন্থের নাম কি?

উত্তর:- রবীন্দ্রনাথ ঠাকুরের আত্মজীবনীমূলক গ্রন্থের নাম হল জীবনস্মৃতি।

56. রবীন্দ্রনাথ ঠাকুরের জীবনস্মৃতি কোন পত্রিকায় প্রকাশিত হয়েছিল?

উত্তর:- রবীন্দ্রনাথ ঠাকুরের জীবনস্মৃতি প্রবাসী পত্রিকায় প্রকাশিত হয়েছিল।

57. ইন্দিরা গান্ধীকে লেখা জওহরলাল নেহেরুর চিঠি গুলি (১৯২৮) কে হিন্দিতে অনুবাদ করেছিলেন?

উত্তর:- ইন্দিরা গান্ধীকে লেখা জওহরলাল নেহেরুর চিঠি গুলি হিন্দিতে অনুবাদ করেছিলেন  মুনসি প্রেমচাঁদ।

58. লেটার্স ফ্রম এ ফাদার টু হিজ ডটার নামে প্রকাশিত পত্রাবলীতে মোট কতগুলি চিঠি ছিল?

উত্তর:- লেটার্স ফ্রম এ ফাদার টু হিজ ডটার নামে প্রকাশিত পত্রাবলীতে মোট চিঠির সংখ্যা ছিল 30 টি।

59. বাংলা ভাষায় প্রকাশিত প্রথম মাসিক সংবাদপত্র নাম কি?

উত্তর:- বাংলা ভাষায় প্রকাশিত প্রথম মাসিক সংবাদপত্র হল দিকদর্শন।

60. বাংলা ভাষায় প্রকাশিত প্রথম সংবাদপত্রের নাম কি?

উত্তর:- বাংলা ভাষায় প্রকাশিত প্রথম সংবাদপত্র হল দিকদর্শন।

61. দিকদর্শন পত্রিকার সম্পাদক কে ছিলেন?

উত্তর:- দিকদর্শন পত্রিকার সম্পাদক ছিলেন জে. মার্শম্যান বা জোশুয়া মার্শম্যান।

62. বাংলা ভাষায় প্রকাশিত প্রথম সাপ্তাহিক পত্রিকার নাম কি?

উত্তর:- বাংলা ভাষায় প্রকাশিত প্রথম সাপ্তাহিক পত্রিকার নাম হল সমাচার দর্পণ।

63. বাংলা ভাষায় প্রকাশিত প্রথম দৈনিক সংবাদপত্রের নাম কি?

উত্তর:- বাংলা ভাষায় প্রকাশিত প্রথম দৈনিক সংবাদপত্রের নাম হল সংবাদ প্রভাকর।

64. ভারতের প্রথম সংবাদপত্র কোনটি?

উত্তর:- ভারতের প্রথম সংবাদপত্র হল বেঙ্গল গেজেট।

65. প্রথম বাঙালি পুস্তক বিক্রেতা এবং প্রথম বাঙালি সংবাদপত্র  প্রকাশকের নাম কি?

উত্তর:- প্রথম বাঙালি পুস্তক বিক্রেতা এবং সংবাদপত্র প্রকাশক এর নাম হলো গঙ্গাকিশোর ভট্টাচার্য।

66. বঙ্গদর্শন পত্রিকার সম্পাদক কে ছিলেন?

উত্তর:- বঙ্গদর্শন পত্রিকার সম্পাদক ছিলেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়।

67. বঙ্গদর্শন পত্রিকাটি সর্বপ্রথম কত খ্রিস্টাব্দে প্রকাশিত হয়েছিল?

উত্তর:- বঙ্গদর্শন পত্রিকাটি সর্বপ্রথম ১৮৭২ খ্রিস্টাব্দে প্রকাশিত হয়েছিল।

68. বাংলা ভাষায় প্রকাশিত প্রথম রাজনৈতিক পত্রিকার নাম কি?

উত্তর:- বাংলা ভাষায় প্রকাশিত প্রথম রাজনৈতিক পত্রিকার নাম হলো সোমপ্রকাশ।

69. সোমপ্রকাশ পত্রিকার সম্পাদক কে ছিলেন?

উত্তর:- সোমপ্রকাশ পত্রিকার সম্পাদক ছিলেন দ্বারকানাথ বিদ্যাভূষণ।

70. কত খ্রিস্টাব্দে সোমপ্রকাশ পত্রিকাটি প্রথম প্রকাশিত হয়েছিল?

উত্তর:- ১৮৫৭ খ্রিস্টাব্দে সোমপ্রকাশ পত্রিকাটি প্রথম প্রকাশিত হয়েছিল(সাপ্তাহিক হিসেবে)।

71. কত খ্রিস্টাব্দে সোমপ্রকাশ পত্রিকাটি সাময়িকভাবে বন্ধ হয়ে গিয়েছিল ?

উত্তর:- ১৮৯৮ খ্রিস্টাব্দে সোমপ্রকাশ পত্রিকাটি সাময়িকভাবে বন্ধ হয়ে গিয়েছিল।

72. ভারতের প্রথম মহিলা চিকিৎসকের নাম কী ?

উত্তর:- ভারতের প্রথম মহিলা চিকিৎসকের নাম কাদম্বিনী গাঙ্গুলি।

73. ‘নবান্ন‘ নাটক কে রচনা করেন ?

উত্তর:- বিজন ভট্টাচার্য নবান্ন‘ নাটকটি রচনা করেন ।

74. ভারতমাতা ছবিটি কার আঁকা ?

উত্তর:- ভারতমাতা ছবিটি অবনীন্দ্রনাথ ঠাকুরের আঁকা।

75. মাদ্রাজ মেডিকেল কলেজ কবে স্থাপিত হয় ?

উত্তর:- ১৮৩৫ খ্রিস্টাব্দে মাদ্রাজ মেডিকেল কলেজ স্থাপিত হয়।

76. ভারতে নিম্নবর্গের ইতিহাসচর্চা কে শুরু করেন ?

উত্তর:- রণজিৎ গুহ এবং পার্থ চট্টোপাধ্যায় ভারতে নিম্নবর্গের ইতিহাসচর্চা শুরু করেন।

77. অ্যানাল স্কুল কে প্রতিষ্ঠা করেন ?

উত্তর:- ফারনান্দ ব্রদেল অ্যানাল স্কুল প্রতিষ্ঠা করেন।

78. চিপকো আন্দোলনের নেতা কে ছিলেন ?

উত্তর:- চিপকো আন্দোলনের নেতা ছিলেন সুন্দরলাল বহুগুণা ।

79. ভারতে প্রথম বন সংরক্ষণ আইন চালু হয় কবে ?

উত্তর:- ভারতে প্রথম বন সংরক্ষণ আইন চালু হয় ১৮৭৮ খ্রিস্টাব্দে ।

80. সরকারি নথিপত্র কোথায় সংরক্ষণ করা হয় ?

উত্তর:- সরকারি নথিপত্র সংরক্ষণ করা হয় মহাফেজখানায় (দিল্লিতে অবস্থিত ) ।

81. ভারতের প্রথম সংবাদপত্রের নাম কী ?

উত্তর:- ভারতের প্রথম সংবাদপত্র হল বেঙ্গল গেজেট (1780 খ্রিস্টাব্দে, সম্পাদক অগাস্টাস হিকি) ।

82. ‘বন্দেমাতরম‘ গান কোন উপন্যাসের অন্তর্গত ?

উত্তর:- ‘বন্দেমাতরম‘ গান ‘আনন্দমঠ‘ উপন্যাসের অন্তর্গত।

83. একাত্তরের ডায়েরি কার লেখা ?

উত্তর:- একাত্তরের ডায়েরি সুফিয়া কামালের লেখা ।

84. ‘হুতোম প্যাচার নক্সা’ কে রচনা করেন ?

উত্তর:- ‘হুতোম প্যাচার নক্সা’ রচনা করেন কালীপ্রসন্ন সিংহ ।

85. উত্তর ন্যাশনাল জিমনেশিয়াম কে প্রতিষ্ঠা করেন ?

উত্তর:- উত্তর ন্যাশনাল জিমনেশিয়াম প্রতিষ্ঠা করেন নবগোপাল মিত্র ।

86. ক্রিকেট খেলা নিয়ে প্রথম প্রকাশিত বাংলা বই কোনটি ?

উত্তর:- ক্রিকেট খেলা নিয়ে প্রথম প্রকাশিত বাংলা বই হল সারদারঞ্জন রায়ের ‘ক্রিকেট খেলা’ ।

87. ‘খো খো’ খেলার সূত্রপাত প্রথম কোন দেশে হয়েছিল ?

উত্তর:- ‘খো খো’ খেলার সূত্রপাত হয়েছিল পশ্চিম ভারতে ।

88. নাট্যশাস্ত্রের ব্যাখ্যাকারের নাম কী ?

উত্তর:- নাট্যশাস্ত্রের ব্যাখ্যাকারের নাম হল আচার্য অভিনব গুপ্ত ।

89. বাংলার লোকনৃত্য কী নামে পরিচিত ?

উত্তর:- বাংলার লোকনৃত্য ছৌ – নাচ নামে পরিচিত।

90. সত্যজিৎ রায় কতগুলি চলচ্চিত্র নির্মাণ করেন ?

উত্তর:- সত্যজিৎ রায় ২৯ টি চলচ্চিত্র নির্মাণ করেন।

91. মুঘল যুগের চিত্রকলা কী নামে পরিচিত ?

উত্তর:- মুঘল যুগের চিত্রকলা মিনিয়েচার ( বৃহৎ জিনিসের ক্ষুদ্রাকৃতির সংস্করণ ) নামে পরিচিত।

92. আধুনিক ভারতে চিত্রকলার উদ্ভব কোন শতকে ঘটে ?

উত্তর:- আধুনিক ভারতে চিত্রকলার উদ্ভব ঘটে ঊনিশ শতকে ।

93. নব্যবঙ্গীয় চিত্ররীতির জনক কাকে বলা হয় ?

উত্তর:- অবনীন্দ্রনাথ ঠাকুরকে নব্যবঙ্গীয় চিত্ররীতির জনক বলা হয়।

94. অবনীন্দ্রনাথ ঠাকুরের অঙ্কিত ছবিগুলি কী নামে পরিচিত ?

উত্তর:- অবনীন্দ্রনাথ ঠাকুরের অঙ্কিত ছবিগুলি ‘অবনীন্দ্রশৈলী’ নামে পরিচিত।

95. রবীন্দ্রনাথ ঠাকুরের চিত্রগুলি কী নামে পরিচিত ?

উত্তর:- রবীন্দ্রনাথ ঠাকুরের চিত্রগুলি ‘রবীন্দ্রচিত্রাবলী‘ নামে পরিচিত।

96. অগ্নিযুগের কন্যা নামে কে পরিচিত ?

উত্তর:- অগ্নিযুগের কন্যা নামে পরিচিত সরলাদেবী চৌধুরাণী ।

97. নিম্নবর্গের ইতিহাসচর্চার সাথে সম্পর্কিত দু’জন বিদেশি ঐতিহাসিকের নাম লেখো ।

উত্তর:- নিম্নবর্গের ইতিহাসচর্চার সাথে যুক্ত দু’জন বিদেশি ঐতিহাসিক হলেন হার্বার্ট গুটম্যান এবং ইউজিন জেনেভিস ।

98. ‘রসগোল্লা : বাংলার জগৎমাতানো আবিষ্কার‘ গ্রন্থটি কে রচনা করেন ?

উত্তর:- ‘রসগোল্লা : বাংলার জগৎমাতানো আবিষ্কার‘ গ্রন্থটি রচনা করেন হরিপদ ভৌমিক ।

99. কোন দশককে নতুন সামাজিক ইতিহাসের স্বর্ণযুগ বলা যায় ?

উত্তর:- ১৯৭০ -এর দশকে নতুন সামাজিক ইতিহাসের স্বর্ণযুগ বলা যায়।

100. ব্রাষ্মিকা শাড়ি পরার পদ্ধতির প্রচলন কোথা থেকে হয়?

উত্তর:- ব্রাষ্মিকা শাড়ি পরার পদ্ধতির প্রচলন জোড়াসাঁকোর ঠাকুর পরিবার থেকে হয়।

101. সামরিক ইতিহাসচর্চা প্রথম কোন দেশে শুরু হয় ?

উত্তর:- ইংল্যান্ডে প্রথম সামরিক ইতিহাসচর্চা শুরু হয়।

102. কোন শহরকে ভারতের ‘সংস্কৃতির নগর‘ বলা হয় ?

উত্তর:- কলকাতাকে ভারতের ‘সংস্কৃতির নগর‘ বলা হয়।

103. মান্না দে -র আত্মজীবনীর নাম কী ?

উত্তর:- মান্না দে -র আত্মজীবনীর নাম ‘জীবনের জলসাঘর’।

104. খেলাধুলার ইতিহাস বিষয়ক দু’টি গ্রন্থের নাম লেখো ?

উত্তর:- খেলাধুলার ইতিহাস বিষয়ক দু’টি গ্রন্থ হল ‘বাপি বাড়ি যা’ এবং ‘কাপমহলা’ ।

105. অ্যানাল গোষ্ঠীর দু’জন ঐতিহাসিকের নাম লেখো ?

উত্তর:- অ্যানাল গোষ্ঠীর দু’জন ঐতিহাসিক হলেন মার্ক ব্লখ, লুসিয়েন ফেবর ।

106. ইকো ফেমিনিজম -এর প্রবক্তা কে ?

উত্তর:- ইকো ফেমিনিজম -এর প্রবক্তা  হলেন ফ্রাঁসোয়া দোবান ।

107. কোন খেলাকে খেলার রাজা বলা হয় ?

উত্তর:- ক্রিকেট খেলাকে খেলার রাজা বলা হয়।

108. প্রথম বায়োস্কোপের বাণিজ্যিক প্রদর্শন করেন কারা?

উত্তর:- প্রথম বায়োস্কোপের বাণিজ্যিক প্রদর্শন করেন লুমিয়াম ভ্রাতৃদ্বয় (প্যারিসের)।

আরোও পড়ুন

Leave a Comment