ইতালির দ্বীপরাষ্ট্র সিসিলি অভিযানে এথেন্সের ব্যর্থতার কারণ আলোচনা প্রসঙ্গে এথেন্সের সিসিলি অভিযানের ব্যার্থতা, সিসিলি অভিযানের সময় এথেন্সের সেনপতিদের দায়িত্ব, সেনাপতি নিকিয়াসের ব্যক্তিগত ত্রুটি ও সিসিলি অভিযানে এথেন্সের ব্যর্থতার কারণ হিসেবে যুদ্ধ নীতির ত্রুটি সম্পর্কে জানব।
ইতালির দ্বীপরাষ্ট্র সিসিলি অভিযানে এথেন্সের ব্যর্থতার কারণ আলোচনা
বিষয় | ইতিহাস |
বিশ্ববিদ্যালয় | বাঁকুড়া বিশ্ববিদ্যালয় |
আর্টস | বি.এ. জেনারেল |
সেমিস্টার | দ্বিতীয় |
প্রশ্ন | সিসিলি অভিযানে এথেন্সের ব্যর্থতার কারণ আলোচনা কর। |
প্রশ্নমান | ৫ |
এথেন্সের সিসিলি অভিযানের ব্যার্থতার বিষয়টি নিয়ে আলোচনা করতে গিয়ে দেখা গেছে থুকিডিডিসের বিবরণ অনুসারে গ্রীসের কোনো নগর রাষ্ট্রের সর্ববৃহৎ সেনাবাহিনী এই যুদ্ধে যোগদান করেছিল। কিন্তু তবুও শেষ পর্যন্ত এথেনীয় বাহিনীর পরাজয় ঘটে। এই ব্যর্থতার পিছনে বেশ কিছু যুক্তিসংগত কারণ ছিল। যেমন –
প্রথমত, এথেন্স সিসিলি অভিযানের সময় যুক্তির পরিবর্তে আবেগের বশে এই যুদ্ধে যোগ দেয়। অনেকে এই দুঃসাহসী অভিযানকে এডভেঞ্চারের সঙ্গে তুলনা করে থাকেন। এথেন্স থেকে বহু দূরে অবস্থিত সিসিলি অভিযানের সময় সমস্ত দিক বিবেচনা করা হয় নি।
দ্বিতীয়ত, সিসিলি অভিযানের সময় এথেন্সের তিনজন সেনাপতিকে দায়িত্ব দিয়েছিলেন। কিন্তু তাদের মধ্যে সমন্বয় বা নির্দিষ্ট কোনো নিয়মনীতি ছিল না যা যুদ্ধ পরিচালনার ক্ষেত্রে প্রভাব ফেলেছিল।
তৃতীয়ত, সেনাপতি নিকিয়াসের ব্যক্তিগত ত্রুটি এই পরাজয়ের অন্যতম কারণ ছিল। তিনি এই বৃহৎ যুদ্ধ পরিচালনার ক্ষেত্রে মোটেই যোগ্য ছিলেন না। যোগ্য সেনাপতি ল্যামকাসের মতামতকে তিনি গুরুত্ব দেন নি, তাছাড়া নিকিয়াস প্রথম থেকেই সিসিলি অভিযানের বিরোধী ছিলেন। বিউরীর মতে এথেন্সের নিকিয়াসকে নেতা নির্বাচন করা ভুল করেছিল।
চতুর্থত, সিসিলি অভিযানের সময় হঠাৎ এথেন্সে অন্যতম সেনাপতি অ্যালকিবাইডিসকে সেখান থেকে সরিয়ে দেশে ফিরে আসার নির্দেশ দেয় এবং তার বিচারের কথা ঘোষণা করে কিন্তু অ্যালকিবাইডিস এথেন্সে ফিরে না গিয়ে স্পার্টা পালিয়ে যান এবং স্পার্টাকে এথেন্সের সমস্ত গোপন সামরিক তথ্য প্রদান করেন।
পঞ্চমত, যুদ্ধ নীতির দিক থেকেও নিকিয়াস কিছু মারাত্মক ভুল করেছিলেন। তিনি সাইরাকিউজকে প্রথমে পরাজিত করার পর অযথা সময় নষ্ট করে ফেলেন এবং সম্পূর্ণভাবে সাইরাকিউজকে পুনরায় সামরিক শক্তি বৃদ্ধি করার সুযোগ দেন।
ষষ্ঠত, সিসিলি অভিযানকালে স্পার্টার অংশগ্রহণে বিশেষত গিলিপ্লাসের নেতৃত্বে স্পার্টা বাহিনীর আক্রমন যুদ্ধের গতির পরিবর্তন ঘটায়। এই বাহিনীর হাতে এথেন্সের বাহিনীর পরাজয় ঘটে। সুতরাং গিলিপ্লাসের সামরিক নেতৃত্ব এই অভিযানে এথেন্সের ব্যর্থতার একটি উল্লেখযোগ্য কারণ ছিল।
(FAQ) সিসিলি অভিযানে এথেন্সের ব্যর্থতার কারণ আলোচনা সম্পর্কে জিজ্ঞাস্য?
১. সিসিলি কোথায় অবস্থিত?
ইতালিতে।
২. এথেন্সের সিসিলি অভিযানের সময় প্রধান সেনাপতি কে ছিলেন?
নিকিয়াস।
৩. এথেন্সের সিসিলি অভিযানের ফলাফল কী ছিল?
এথেন্সের সিসিলি অভিযান ব্যর্থতায় পর্যবসিত হয়।