খ্রিস্টপূর্ব যুগে প্রাচীন গ্ৰিসে ক্লেরুচি সম্পর্কে ক্লেরুচি কথার অর্থ, মিত্র রাষ্ট্রগুলিতে ক্লেরুচি স্থাপন, ক্লেইস্থিনিসের সময় থেকে ক্লেরুচি বা উপনিবেশ স্থাপনের প্রচেষ্টা, পেরিক্লিসের সময় ক্লেরুচি বা উপনিবেশ স্থাপনের চূড়ান্ত রূপ ধারণ ও ক্লেরুচি বা উপনিবেশ স্থাপনের কারণে মিত্র রাষ্ট্রগুলির বিক্ষোভ সম্পর্কে জানব।
গ্ৰিসে ক্লেরুচি সম্পর্কে আলোচনা
বিষয় | ইতিহাস |
বিশ্ববিদ্যালয় | বাঁকুড়া বিশ্ববিদ্যালয় |
আর্টস | বি.এ. জেনারেল |
সেমিস্টার | দ্বিতীয় |
প্রশ্ন | প্রাচীন গ্ৰিসে ক্লেরুচি সম্পর্কে কি জান? |
প্রশ্নমান | ৫ |
মিত্র রাষ্ট্রগুলিতে ক্লেরুচি বা উপনিবেশ স্থাপন মিত্র রাষ্ট্রগুলির বিক্ষোভের এক বড় কারণ ছিল। ক্লেইস্থিনিসের সময় থেকে রাষ্ট্রগুলিতে উপনিবেশ স্থাপনের প্রচেষ্টা চলে। পেরিক্লিসের ক্ষমতা চূড়ান্ত রূপ নেয়। পেরিক্লিস তাঁর সাম্রাজ্য সম্প্রসারণের এক বড় হাতিয়ার হিসাবে মিত্ররাষ্ট্রগুলিতে ক্লেরুচি বা উপনিবেশ স্থাপনের পদক্ষেপ গ্রহণ করেন। উপনিবেশ স্থাপন করে এথেনীয় সাম্রাজ্য নতুন রূপ পেয়েছিল ঠিকই কিন্তু যে সমস্ত রাষ্ট্রগুলিতে ক্লেরুচি স্থাপন করা হয়েছিল তাদের স্বার্থ বহু পরিমাণে বিঘ্নিত হয়েছিল।
পেরিক্লিসের মূল উদ্দেশ্য ছিল এথেন্সের জমিতে জনসংখ্যার চাপ কমিয়ে অন্যান্য রাষ্ট্রে ক্লেরুচি স্থাপন, আর এই সঙ্গে তাঁর সাম্রাজ্যবাদী স্পৃহাও বাস্তবায়িত হয়েছিল। জনসংখ্যার হ্রাস অজুহাতকে সামনে রেখে যে সব রাষ্ট্রগুলিতে ক্লেরুচির থাবা বসানো হয়েছিল সেখানে সাম্রাজ্যের শাসন সুদৃঢ় হয়েছিল এবং মিত্র রাষ্ট্রগুলির স্বাধিকার ও বসবাসের অধিকারটুকুও ছিনিয়ে নেওয়া হয়েছিল। অধীনস্থ রাষ্ট্রগুলিতে সেখানে যে ক্লেরুচিগুলি গড়ে ওঠে সেখানে এগুলি দুর্গ হিসেবে কাজ করে। কোন রাষ্ট্র এথেন্সের বিরুদ্ধে যাতে বিদ্রোহ করতে না পারে তার জন্য ক্লেরুচি স্থাপন করা হয়।
করের পরিমাণ হ্রাস করে বিক্ষুব্ধ রাষ্ট্রগুলিকে শান্ত করার কোনো চেষ্টা করা হয় নি। মূলত বিদ্রোহ দমন এবং এথেন্সের বিরুদ্ধে ক্ষোভকে প্রশমিত করার গভীর প্রয়াস ছিল ক্লেরুচি স্থাপনের প্রকৃত উদ্দেশ্য। এথেন্সের এই ধরনের সিদ্ধান্ত মিত্ররাষ্ট্রগুলি ভাল চোখে দেখে নি। তাদের বিক্ষোভের মাত্রা দিন দিন বেড়ে গিয়েছিল। ক্লেরুচি স্থাপন করে সেখানে এথেনীয়দের বসিয়ে ঐ অঞ্চলের অধিবাসীদের উচ্ছেদ করা হয়েছিল। উপরন্তু তাদের কাছ থেকে কর নেওয়া হত না, অন্য দিকে মিত্ররাষ্ট্রগুলিকে করের বোঝা থেকে অব্যাহতি দেওয়া হয় নি, স্বভাবতই ক্লেরুচির কাছাকাছি করদ রাজ্যগুলির মধ্যে অসন্তোষ ধুমায়িত হচ্ছিল।
(FAQ) প্রাচীন গ্ৰিসে ক্লেরুচি সম্পর্কে জিজ্ঞাস্য?
১. ক্লেরুচি কথার অর্থ কী?
উপনিবেশ।
২. প্রাচীন গ্রিসে কার সময় থেকে উপনিবেশ স্থাপনের প্রচেষ্টা চলে?
ক্লেইস্থিনিসের সময় থেকে।
৩. সাম্রাজ্য সম্প্রসারণের এক বড় হাতিয়ার হিসাবে মিত্ররাষ্ট্রগুলিতে ক্লেরুচি বা উপনিবেশ স্থাপনের পদক্ষেপ গ্রহণ করেন কে?
পেরিক্লিস।