পলিস বা নগর রাষ্ট্রের বৈশিষ্ট্য ও প্রকৃতি আলোচনা

গ্রিক পলিস বা নগর রাষ্ট্রের বৈশিষ্ট্য ও প্রকৃতি আলোচনা প্রসঙ্গে নগররাষ্ট্র বা পলিসের কাঠামোগত বৈশিষ্ট্য, গ্রীক সভ্যতা ও সংস্কৃতির কেন্দ্রবিন্দু নগররাষ্ট্র বা পলিস, পলিস বা নগর রাষ্ট্রের ক্ষুদ্র আয়তন, পলিস বা নগর রাষ্ট্রের বৈচিত্র্য ও পলিস বা নগর রাষ্ট্রের গ্রাম্য জীবনধারা সম্পর্কে জানব।

গ্রিক পলিস বা নগররাষ্ট্রের বৈশিষ্ট্য ও প্রকৃতি আলোচনা

বিষয়ইতিহাস
বিশ্ববিদ্যালয়বাঁকুড়া বিশ্ববিদ্যালয়
আর্টসবি.এ. জেনারেল
সেমিস্টারদ্বিতীয়
প্রশ্নপলিস বা নগর রাষ্ট্রের বৈশিষ্ট্য ও প্রকৃতি আলোচনা করো।
প্রশ্নমান১০
পলিস বা নগর রাষ্ট্রের বৈশিষ্ট্য ও প্রকৃতি আলোচনা করো

গ্রীক পলিস বা নগররাষ্ট্রগুলির কাঠামোগত কিছু বৈশিষ্ট্যের বিষয়গুলি আমাদের নজরে আসে। হোমারের ‘ইলিয়াড’ গ্রন্থে আমরা প্রথম এর সন্ধান পাই। সেখানে বলা হয়েছে অ্যাকিলিস-এর মতো রাজা থাকবেন যিনি তার প্রজাদের শাসন করবেন। অ্যাগামেমনন-এর মতো মহান রাজা থাকবেন যিনি বিভিন্ন প্রথা-পদ্ধতিকে ভিত্তি করে সাধারণ মানুষের স্বার্থের কথা ভেবে শাসন পরিচালনা করবেন। এর জন্য তাঁরা নিয়মিত পর্ষদ গঠন করবেন যাতে জনগণের অংশগ্রহণ থাকবে। হোমারের বর্ণনায় এই আদর্শ শাসনব্যবস্থার চিত্র অঙ্কিত হয়েছে।

গ্রিস-এর জনগণের সভ্যতা ও সংস্কৃতির কেন্দ্রবিন্দু ছিল পলিস বা নগররাষ্ট্র। গ্রীক নগর রাষ্ট্রের কেন্দ্রে ছিল অ্যাক্রোপলিস। এই নগর রাষ্ট্রগুলির অধিকাংশই ছিল আকারে খুবই ছোট এবং জনসংখ্যাও বেশী ছিল না। এই বিষয়টিকে narrowness of space বলে চিহ্নিত করা হয়েছে। দেখা যায় নগর রাষ্ট্রগুলির মধ্যে স্পার্টার আয়তন ছিল প্রায় ৩২০০ বর্গ মাইল। এথেন্সের আয়তন ছিল ১০৬০ বর্গ মাইল। এই ছোট ছোট নগর রাষ্ট্রগুলির অবস্থানের জন্য সামগ্রিকভাবে একটি রাষ্ট্র হিসাবে গ্রীসের প্রতিষ্ঠা সম্ভব হয় নি।

এরিস্টটল ১৫৮টি পলিসের কথা বলেছেন। এই ছোট ছোট পলিসগুলির নিজস্ব রাজনৈতিক ও সামাজিক অস্তিত্ব ছিল। ভৌগোলিক দিক থেকেও তারা ছিল বিচ্ছিন্ন এবং ধর্মীয় ক্ষেত্রেও তাদের মধ্যে কোনোরূপ ঐক্য ছিল না। ফলে তখন গ্রীসের নগর রাষ্ট্রগুলির মধ্যে কোনো ঐক্যবদ্ধ জাতীয় চেতনার অস্তিত্ব লক্ষ্য করা যায় না। নগর রাষ্ট্রগুলি শহর ও গ্রামকে কেন্দ্র করে গড়ে উঠেছিল। নগর জীবনের প্রতি গ্রীকদের একটি অদ্ভুত আকর্ষণ ছিল। শহরগুলিতে নাগরকিরা পরস্পরের মধ্যে নিবিড় সম্পর্ক গড়ে তুলেছিল।

গ্রীক নগর রাষ্ট্রগুলির একটি বৃহৎ অংশ গ্রামকেন্দ্রিক ছিল। গ্রাম্য জীবনধারা নগর রাষ্ট্রগুলিকে স্পর্শ করেছিল। মূলত কৃষিই ছিল গ্রীকদের প্রধান জীবিকা। এরিস্টটলের বর্ণনায় গ্রীসের গ্রাম্য এলাকার চারণ ক্ষেত্র, পশুচারণ, আঙুর ও জলপাই গাছের বাগান প্রভৃতির কথা জানা যায়। তাছাড়া বাণিজ্য, হস্তশিল্প এবং বিভিন্ন কারিগরী বিদ্যায় গ্রীকরা শিক্ষিত ছিল। তবে পেশাগত দিক থেকে এই পার্থক্য থাকলেও গ্রীক নগররাষ্ট্রগুলি ছিল ঐক্যের প্রতীক। গ্রীসের ভৌগোলিক কাঠামোগত কারণে একটি নগর রাষ্ট্র থেকে অন্য কোনো নগর রাষ্ট্রে খাদ্যদ্রব্য বা অন্যান্য প্রয়োজনীয় জিনিসের পরিবহণ বা আদান প্রদান খুবই কষ্টসাধ্য ছিল। তাই প্রতিটি নগর রাষ্ট্র খাদ্য উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ থাকার চেষ্টা করত।

প্রাচীন গ্রীসে অসংখ্য ছোট ছোট নগর রাষ্ট্র গড়ে ওঠার ফলে এগুলির মধ্যে বিভিন্ন ধরনের বৈচিত্র্য দেখা যায়। জনসংখ্যার দিক থেকেও অধিকাংশ গ্রীক নগর রাষ্ট্রে পুরুষ প্রাপ্তবয়স্ক মানুষের সংখ্যা ছিল ২০০০-১০,০০০ জন। এর থেকে বলা যায় বৃহৎ রাষ্ট্র হয়তো গ্রীকরা পছন্দ করত না। এরিস্টটল বলেছেন প্রত্যেক পলিসের সমস্ত জনগণের একের অপরের সঙ্গে পরিচিতি থাকা প্রয়োজন। আবার প্লেটো আদর্শ রাষ্ট্রের জনসংখ্যা ৫০০০ হওয়া উচিত বলে মন্তব্য করেছেন। অ্যারিস্টটলের মতে এর মাধ্যমে মানুষের জীবনের পরিপূর্ণ বিকাশ ঘটবে।

নগর রাষ্ট্রগুলিতে শাসনব্যবস্থার ক্ষেত্রে বিভিন্ন ধরনের পরিবর্তন ঘটত। হোমারের বর্ণনা থেকে জানা যায় প্রাথমিক পর্যায়ে গ্রীসে রাজতন্ত্র ছিল। পরবর্তী সময়ে নগর রাষ্ট্রগুলিতে স্বৈরতন্ত্রের উদ্ভব ঘটে। এছাড়াও গ্রীক নগর রাষ্ট্রগুলিতে অভিজাততন্ত্র ও গণতান্ত্রিক শাসন ব্যবস্থার বিকাশ ঘটেছিল। 

সবশেষে বলা প্রয়োজন পলিসের মধ্যে সর্বাধিক গুরুত্বপূর্ণ ছিল এথেন্স এবং স্পার্টা। এই দুটি নগররাষ্ট্র গ্রীক রাজনৈতিক ব্যবস্থায় নেতৃত্বের ভূমিকা গ্রহণ করেছিল। থুকিডিডিস পেরিক্লিসের অন্ত্যেষ্টি ভাষণে এথেন্সের নাগরিকদের অধিকারের প্রশংসা করেছেন। তিনি এই পর্যায়ে পলিস বলতে গ্রীসের সমগ্র জনজীবনের অর্থনৈতিক, রাজনৈতিক ও সাংস্কৃতিক বিষয়ের উল্লেখ করেছেন। অ্যারিসস্টল তাঁর ‘পলিটিকস’ গ্রন্থে পলিসকে একটি জীবন্ত সম্প্রদায়রূপে বর্ণনা করেছেন, যেখানে মানুষের জীবনের সমস্ত প্রয়োজনগুলি পলিসের মাধ্যমে মেটানো সম্ভব হত।

(FAQ) পলিস বা নগররাষ্ট্রের বৈশিষ্ট্য ও প্রকৃতি আলোচনা সম্পর্কে জিজ্ঞাস্য?

১. পলিস বা নগররাষ্ট্র কোথায় গড়ে উঠেছিল?

প্রাচীন গ্রিসে।

২. প্রাচীন গ্রিসের দুটি গুরুত্বপূর্ণ পলিসের নাম লেখ।

এথেন্স এবং স্পার্টা।

৩. গ্রিসের জনগণের সভ্যতা ও সংস্কৃতির কেন্দ্রবিন্দু কী ছিল?

পলিস বা নগররাষ্ট্র।

৪. গ্রীক নগর রাষ্ট্রের কেন্দ্রে কী ছিল?

অ্যাক্রোপলিস।

Leave a Comment