ইউরিপিদিসের নাট্যচর্চা সম্পর্কে আলোচনা

প্রচীন গ্রিসের নাট্যকার ইউরিপিদিসের নাট্যচর্চা সম্পর্কে আলোচনা প্রসঙ্গে নাট্যকার ও কবি ইউরিপিদিস, ইউরিপিদিসের উল্লেখযোগ্য ট্র্যাজেডি, ইউরিপিদিসের রচনার বৈশিষ্ট্য ও নাট্যচর্চায় ইউরিপিদিসের কৃতিত্ব সম্পর্কে জানব।

নাট্যকার ও কবি ইউরিপিদিসের নাট্যচর্চা সম্পর্কে আলোচনা

বিষয় ইতিহাস
বিশ্ববিদ্যালয় বাঁকুড়া বিশ্ববিদ্যালয়
আর্টস বি.এ. জেনারেল
সেমিস্টার দ্বিতীয়
প্রশ্ন ইউরিপিদিসের নাট্যচর্চা আলোচনা করো।
প্রশ্নমান
ইউরিপিদিসের নাট্যচর্চা আলোচনা করো।

ট্র্যাজেডির পুরোনো প্রেরণার ধারবাহিক ক্ষীয়মানতার যুগে স্যালামিস নামক স্থানে বিষন্ন প্রকৃতির নাট্যকার ও কবি ইউরিপিদিস তাঁর কবি জীবনের সূচনা করেন। মানসিক কষ্ট, বেদনা ও হাহাকার এককথায় শোকাবহ বিষয়ের প্রতি তিনি বেশি মাত্রায় আকৃষ্ট হয়েছিলেন এবং এই ছিল তাঁর প্রিয় বিষয়। তিনি তাঁর রচনার জন্য গ্রীক মহাকাব্য, স্থানীয় কিংবদন্তির উপাদানের সাহায্য নিয়েছেন। অনেকে তাঁর নাটককে উত্তরণের কাল হিসাবে অভিহিত করেছেন এবং কারণ হিসাবে ক্ল্যাসিকাল ও রোমান্টিক ধারার মধ্যস্থকারী ভূমিকার কথা তুলে ধরেছেন। তিনি বৌদ্ধিক সংশয়বাদের প্রতি আকৃষ্ট হয়েছিলেন। তাঁর রচনার বৈশিষ্ট্যগুলি ছিল অভিনব। সুনিপুন অভিব্যক্তির সৃষ্টি, চিত্রময়তা, মর্মস্পর্শী চরিত্র চিত্রণ এবং সর্বোপরি প্লটনির্মাণে তিনি সমকালীন যুগে ছিলেন অদ্বিতীয়। 

ইউরিপিদাস ৮০টি মতান্তরে ৯২টির বেশি নাটক রচনা করেন, যার মধ্যে উনিশটি বর্তমান। তাঁর উল্লেখযোগ্য ট্র্যাজেডিগুলি হল ‘ওরেস্তেস’, ‘মেদেয়া’, ‘হেলেনে’, ‘হেকাবে’, হিপ্পোলিতস’, আন্দ্রোমাখে’ প্রভৃতি। এত সব শ্রেষ্ঠ ট্র্যাজেডি রচনা করলেও তিনি জনপ্রিয়তা লাভ করতে পারেন নি। কেননা এগুলিতে তাঁর মনোজগতের ভেতরের অভিজ্ঞতার পরিচয় পাওয়া গেলেও বাইরের নাটকীয় অভিজ্ঞতা থেকে এগুলি বঞ্চিত। তবে খ্রিঃ পূঃ তৃতীয় শতকে স্যাটিরাস রচিত ও সম্প্রতি আবিষ্কৃত ‘ইউরিপিদিসের জীবনী’ নামক রচনা থেকে তাঁর প্লট রচনার দক্ষতা সম্পর্কে জানা যায়।

ইউরিপিদিসের ‘আইয়ন’ নাটক থেকে জানা যায় যে তিনি ছিলেন গণতন্ত্রী এবং পেরিক্লিসের সমর্থক। এছাড়াও তিনি ছিলেন ব্যক্তি স্বাধীনতা ও বাক-স্বাধীনতার সাধক। ‘ওবেস্তেস’ নাটকে গণতান্ত্রিক আদর্শের অবমূল্যায়ন সম্পর্কে তীব্র সমালোচনায় তিনি মুখর হয়েছিলেন। ‘মেদেয়া’ নাটকটিতে বর্ণিত হয়েছে পিতৃতান্ত্রিক পরিবারের ভয়াবহতা, নারীর উপর পুরুষের প্রাধান্য বৃদ্ধি, গণতন্ত্রের নামে সাম্রাজ্যবাদীলিপ্সা। তিনি তাঁর রচনার নায়ক-নায়িকাদের মধ্যে দিয়ে সমকালীন সমাজের বিচার-বিশ্লেষণ ও সমালোচনা করেছেন।

মানুষের মনুষ্যত্বের বিপর্যয়ে ইউরিপিদিস যেভাবে ব্যথাতুর হয়েছেন, সেই দিক বিচার করে তাঁকে সবচেয়ে “বিষন্ন কবি” বলা যেতেই পারে। দার্শনিক অ্যারিস্টটল তাঁকে “with all his faults the most tragic of the poets” বলে আখ্যায়িত করেছেন। অধ্যাপক এডিথ হ্যামিলটন ‘The Greek Way to Western Civilization’ গ্ৰন্থে লিখেছেন, “No poet’s ear has ever been so sensitively attuned as his to the still, sad music of humanity, a strain little heeded by that world of long ago.” সেই সময়ে তিনি তেমন জনপ্রিয়তা ও সমাদর লাভ করতে পারেন নি। এথেন্স শহর থেকে অনেক দূরে এই অবহেলিত নাট্যকার শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

(FAQ) ইউরিপিদিসের নাট্যচর্চা সম্পর্কে জিজ্ঞাস্য?

১. ইউরিপিদিস কে ছিলেন?

প্রাচীন গ্রিসের একজন বিখ্যাত নাট্যকার ও কবি হলেন ইউরিপিদিস।

২. ইউরিপিদিসের দুটি ট্র্যাজেডির নাম লেখ।

‘ওরেস্তেস’, ‘মেদেয়া’।

৩. ইউরিপিদিসের কোন নাটকে পিতৃতান্ত্রিক পরিবারের ভয়াবহতা বর্ণিত হয়েছে?

‘মেদেয়া’।

Leave a Comment