২০২৫ সালের মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষার ইতিহাস বিষয়ে সম্পূর্ণ সিলেবাসের সাজেশন্ ভিত্তিক পিডিএফ নোটস্ নেওয়ার জন্য যোগাযোগ করুণ (দাম প্রতি ক্লাস ৯৯ টাকা)।

👉Chat on WhatsApp

পেরিক্লিসের সংস্কার সম্পর্কে আলোচনা

এথেন্সের শাসক পেরিক্লিসের সংস্কার আলোচনা প্রসঙ্গে এথেনীয় রাজনীতিতে পেরিক্লিসের উত্থান, এথেনীয় গণতন্ত্রকে পূর্ণতা দান, নাগরিকদের রাষ্ট্রীয় কাজে অংশগ্রহণের সুযোগ, বেতন দানের ব্যবস্থা ও পেরিক্লিসের সংস্কারের কঠোর সমালোচক সম্পর্কে জানব।

মহান শাসক পেরিক্লিসের সংস্কার সম্পর্কে আলোচনা

বিষয়ইতিহাস
বিশ্ববিদ্যালয়বাঁকুড়া বিশ্ববিদ্যালয়
আর্টসবি.এ. জেনারেল
সেমিস্টারদ্বিতীয়
প্রশ্নপেরিক্লিসের সংস্কারগুলি আলোচনা করো।
প্রশ্নমান১০
পেরিক্লিসের সংস্কার গুলি আলোচনা করো।

কাইমনের নির্বাসন এবং অন্যদিকে এফিয়লটিসের মৃত্যুতে এথেনীয় রাজনীতিতে পেরিক্লিসের উত্থানকে ত্বরান্বিত করেছিল। কতকগুলি গুরুত্বপূর্ণ সংস্কার সাধন করে পেরিক্লিস এথেনীয় গণতন্ত্রকে পূর্ণতা দেন। প্রথমেই তিনি এরিওপেগাসের হাত থেকে সমস্ত ক্ষমতা কেড়ে নিয়েছিলেন। এই সমিতির হাতে বিচার বিষয়ক যে ক্ষমতা ছিল তা তিনি কেড়ে নেন। শুধুমাত্র নরহত্যা ও পবিত্র জলপাই গাছ সংক্রান্ত মামলা বিচার ছাড়া সব ক্ষমতা কেড়ে নেওয়া হয়। পেরিক্লিস আর্কনদের বেতন দানের ব্যবস্থা করেন। এরিওপেগাসের ক্ষমতা কেড়ে নিয়ে তিনি boule বা নাগরিক সভা এবং নাগরিকদের নিয়ে গঠিত আদালতগুলিকে সেই ক্ষমতা দেন।

পেরিক্লিস নাগরিকদের রাষ্ট্রীয় কাজে অংশগ্রহণের সুযোগ করে দিয়েছিলেন। বিউরি মন্তব্য করেন এথেন্সের গণতান্ত্রিক অগ্রগতির দুটি চালিকা শক্তি ছিল, লটারি ও সরকারি পদের জন্য অর্থ দানের ব্যবস্থা। পেরিক্লিসের সময় থেকে পাঁচশত জনের পরিষদের সদস্যরা এবং আর্কনরা যোগ্য ব্যক্তিদের মধ্যে সরাসরি লটারির মাধ্যমে নিযুক্ত হতেন। এর ফলে রাষ্ট্রীয় কাজে অংশগ্রহণের জন্য সকলের কাছে সমান সুযোগ এসেছিল। বিভিন্ন সরকারি পদের জন্য অর্থদান অনিবার্য হয়ে উঠেছিল। আর্কন ছাড়াও পরিষদের সদস্যদের জন্য অর্থ বরাদ্দ করা হয়েছিল।

পেরিক্লিস উপলব্ধি করেন যে, রাষ্ট্রীয় কাজে বিনা পারিশ্রমিকে কাজ করানো ঠিক নয়। তাই তিনি আর্কন, যুদ্ধরত সৈনিক, নাগরিক ও অন্যান্য সরকারী কর্মচারী, কাউণন্সিলের প্রত্যেক সদস্য এবং হিফিয়া আদালতের বিচারকদের জন্য সামান্য বেতন দানের ব্যবস্থা করেন। এছাড়া দরিদ্র নাগরিকরা যাতে ক্রীড়া আনন্দ অনুষ্ঠানে যোগ দিতে পারে তার জন্য দুই ওবোল করে দেওয়া হত। ক্রোয়া বলেন এই সংস্কার দ্বারা দরিদ্র নাগরিক রাজনীতিতে অংশ গ্রহণের সুযোগ পায়। ওয়াকার বলেন যে পেরিক্লিসের অন্যান্য সংস্কারগুলির মধ্যে এর ফল ছিল সর্বাপেক্ষা সুদূর প্রসারী। এই ব্যবস্থার দ্বারা সব নাগরিকের সমান অধিকার নীতি সম্প্রসারিত হয়েছিল। বিউরি বলেছেন জুরি আদালতের বিচারকদের জন্য দৈনন্দিন ভাতার ব্যবস্থা না করে উপায় ছিল না। প্লেটোর মতে এই অর্থদান ব্যবস্থা দ্বারা পেরিক্লিস এথেনীয় চরিত্রকে কলুষিত করেন। প্লেরিক্লিস এথেনীয়দের অলস, ভীরু ও লোভীতে পরিণত করেন। অ্যারিস্টটল-এর মতে এর দ্বারা এথেন্স একটি দরিদ্রের বেতনভুক জাতিতে পরিণত হয়। গ্রান্ডি অবশ্য পেরিক্লিসের এই সংস্কারকে সমর্থন করেছেন।

এরিস্টটলের তালিকা অনুসারে পেরিক্লিস শেষ সংস্কারটি করেন খ্রিস্ট পূর্ব ৪৫১ অব্দে। একটি আইন করে ঐ বছর তিনি এথেন্সের নাগরিকদের সংখ্যা সংকুচিত করেন। আইনে বলা হয় এথেনীয় পিতা-মাতার বৈধভাবে বিবাহজাত সন্তান এথেন্সের নাগরিক অধিকার নিতে পারে। এর আগে এথেনীয় পিতা এবং ভিনদেশী মাতার পুত্র এথেন্সে নাগরিক অধিকার পেত। পেরিক্লিসের আইনের পর প্রত্যেক পিতাকে শপথ নিতে হত যে তার স্ত্রীর এথেন্সে জন্ম হয়েছিল। কিনলে স্বীকার করেন যে এটি ছিল এক চরম ব্যবস্থা এবং এই ব্যবস্থা দীর্ঘকাল কার্যকর হয় নি। বিউরি বলেছেন এই আইন পূর্বে বলবৎ থাকলে থেমিস্টক্লিস ও ক্লেইস্থিনিস এথেন্সের নাগরিক হতে পারতেন না, তাদের মাতারা ছিলেন বিদেশী।

যাইহোক নাগরিকদের সংখ্যা যাতে অতিরিক্ত না, হয় এবং তাদের যাতে আরও বেশী করে সুযোগ সুবিধা দেওয়া যায় সেই কথা ভেবে পেরিক্লিস এই ব্যবস্থা গ্রহণ করেন। ওয়াকার বলেছেন এই আইনকে অগণতান্ত্রিক এমন কি প্রতিক্রিয়াশীল মনে হয়। হিসেব করে দেখা গেছে এই আইনের ফলে এথেন্সের প্রায় পাঁচ হাজার মানুষ তাদের নাগরিক অধিকার হারিয়েছিল এবং সেখানে বসবাসকারী বিদেশী হিসেবে থেকে গিয়েছিল। পেরিক্লিসের এই কাজ তাঁর রাজনীতি জ্ঞানের একটি অন্ধকার দিককে সূচিত করে। এর দ্বারা তিনি এথেন্সের অতীতকে অস্বীকার করে ভবিষ্যতকে বিপন্ন করেছিলেন।

পেরিক্লিস রাষ্ট্রীয় ব্যয়ভার লাঘবের জন্য একটি নতুন সংস্কার প্রবর্তন করেন। ধনীদের উপর তিনি রাষ্ট্রের কিছু ব্যয়ভার অর্পণ করেন। নৌবাহিনীতে জাহাজে ও তার উপকরণ সরবরাহ, ধর্মীয় স্থানে প্রতিনিধি প্রেরণ, ডায়োনিসার্সের উৎসব-এ নাচগানের ব্যয়ভার রাষ্ট্রের ধনী ব্যক্তির উপর অর্পিত হয়। এই ধরনের অভিনব ব্যবস্থা চালু করে তিনি রাষ্ট্রের কিছুটা আয় বৃদ্ধি করেন এবং সঙ্গে সঙ্গে জনগণকে সন্তুষ্ট করেন।

পেরিক্লিস তাঁর সংঘাতের মধ্য দিয়ে বৈষম্য ও সামাজিক টানাপোড়েনে কাজ করতে পারেন নি। অ্যাটিকার ভূস্বামী ও এথেন্সের বাণিকরা রাষ্ট্রের অর্থনীতির নিয়ন্ত্রক ছিল। তাই ব্যঙ্গ করে বলা হয় যে পেরিক্লিস ছিলেন নবোত্থিত বণিকদের হাতের পুতুল। প্লেটো ও অ্যারিস্টটল পেরিক্লিসের সংস্কারের কঠোর সমালোচক ছিলেন তবু তাঁরাও গণপ্রশাসনের এই পরীক্ষা নিরীক্ষাকে ভাল চোখ দেখেন নি। প্লেটোর আর্দশ সমাজের সাথে পেরিক্লিসের এথেন্সের অনেক মিল। সত্যি কথা বলতে কি প্লেরিক্লিস প্রতিষ্ঠিত গণতন্ত্রে সামাজিকীকরণের অভাব পাওয়া যায়। সামাজিক ভারসাম্য ছিল তাঁর গণতন্ত্রের ভিত্তি। তাই পরিশেষে বলা যায় যে পূর্ণ গণতন্ত্র বলতে যা বোঝায় পেরিক্লিস তা দিতে পারেন নি।

(FAQ) পেরিক্লিসের সংস্কার সম্পর্কে জিজ্ঞাস্য?

১. পেরিক্লিস কে ছিলেন?

প্রাচীন গ্রিসের নগররাষ্ট্র এথেন্সের মহান শাসক ছিলেন পেরিক্লিস।

২. এথেনীয় গণতন্ত্রকে পূর্ণতা দেন কে?

পেরিক্লিস।

৩. এথেন্সে সরকারী কর্মচারী নির্বাচনে লটারির ব্যবস্থা করেন কে?

পেরিক্লিস।

৪. পেরিক্লিসের সংস্কারের কঠোর সমালোচক ছিলেন কারা?

প্লেটো ও অ্যারিস্টটল।

Leave a Comment