সোলনের সংস্কার সম্পর্কে আলোচনা

এথেন্সের অভিজাত সোলনের সংস্কার আলোচনা প্রসঙ্গে কবি ও পন্ডিত হিসেবে সোলনের খ্যাতি, আইন প্রণেতা ও সংস্কারক হিসেবে সোলনের খ্যাতি, সোলনের অর্থনৈতিক সংস্কার, সোলন কর্তৃক সংবিধান সংশোধন ও সোলনের কৃষি সংক্রান্ত সংস্কার সম্পর্কে জানব।

গ্রিসের কবি সোলনের সংস্কার সম্পর্কে আলোচনা

বিষয় ইতিহাস
বিশ্ববিদ্যালয় বাঁকুড়া বিশ্ববিদ্যালয়
আর্টস বি.এ. জেনারেল
সেমিস্টার দ্বিতীয়
প্রশ্নসোলনের সংস্কার সম্পর্কে আলোচনা করো।
প্রশ্নমান
সোলনের সংস্কার সম্পর্কে আলোচনা করো।

সোলন ছিলেন একজন অভিজাত বংশের সন্তান। তাঁর আর্থিক অবস্থা খুব ভাল ছিল না। বাণিজ্য ছিল তাঁর আয়ের উৎস। উচ্চবর্গীয় পরিবারগুলি থেকে তিনি ছিলেন খানিকটা দূরে। পাণ্ডিত্যের খ্যাতি ছিল, কবি হিসেবে তিনি সুনাম পান। তবে আইন প্রণেতা ও সংস্কারক হিসেবে তিনি বিখ্যাত হয়ে আছেন। পণ্ডিত রবিন মন্তব্য করেন যে যখন এথেন্সের রাজনৈতিক জীবনের সারকথা ছিল রক্তপাত তখন সোলনের কাব্যগুলিতে সমকালের তির্যক ছবি পাওয়া যায়।

অ্যারিস্টটল ও প্লুটার্কও সোলনের কাব্য কবিতার উপর নির্ভর করে ‘এথেন্সের সংবিধান’ বা ‘Life of Solon’ গ্রন্থগুলি রচনা করেন। নৈতিকতা ও মূল্যবোধের প্রতীক ছিলেন সোলন। বিভিন্ন দেশে পরিভ্রমণের সূত্রে তিনি দেশের অর্থনৈতিক সমস্যাগুলি অনুধাবন করেন। সোলন ছিলেন একমাত্র ব্যক্তি যিনি নীচুতলার মানুষদের মধ্যে গ্রহণযোগ্য ছিলেন। ইরেনবার্গ লিখেছেন সোলন অসাধারণ কোন কবি হোন বা না হোন, তিনি একজন প্রকৃত ‘স্রষ্টা’।

আর্কন পদে নিযুক্ত হবার পর সোলন রাষ্ট্রের অর্থনৈতিক ও রাজনৈতিক সমস্যাগুলি মোকাবিলা করার জন্য প্রচেষ্টা চালান। তিনি একগুচ্ছ অর্থনৈতিক সংস্কার এবং সংবিধানের বেশ কিছু গুরুত্বপূর্ণ সংশোধন করেন। সোলনের অর্থনৈতিক সংস্কারগুলি ছিল গুরুত্বপূর্ণ, রাষ্ট্রের সার্বিক উৎপাদন ক্ষমতা বৃদ্ধি করা ছিল তাঁর মূল লক্ষ্য। সোলনের অর্থনৈতিক সংস্কারের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হল ‘Seisa Chtneia’ বা ভারমোচন। এর দ্বারা তিনি সমস্ত গরীব নাগরিকদের ঋণ মুকুব করেন। তাঁর একটি বড় সংস্কার হল ‘হেকটেমোরস’ প্রথার অবসান। হেকটেমোরসরা উৎপাদিত শস্যের এক ষষ্ঠাংশ জমির মালিককে দিতে না পারলেই তাদের দাসে পরিণত করা হত। মহাজনের ঋণ শোধন না করতে পারলে এথেন্সের বাইরে তাদের বিক্রি করে দেওয়া হত। সোলন তাদের নাগরিক মর্যাদা দিয়ে ফিরিয়ে আনেন।

মুষ্টিমেয় ধনী ব্যক্তির হাত থেকে সম্পত্তি রক্ষার জন্য প্রত্যেক ব্যক্তির হাতে কি পরিমাণ ভূ-সম্পত্তি থাকবে সোলন তা আইন করে ঠিক করে দেন। এক্সেলস সোলন এর কৃষি সংক্রান্ত সংস্কারগুলির গভীর তাৎপর্য খুঁজে পেয়েছেন। তাঁর অর্থনৈতিক সংস্কারে আরও বলা হয় যে কেবলমাত্র জলপাই তেল ছাড়া অন্য কোনো দ্রব্য বিদেশে রপ্তানী করা যাবে না। অবশ্য তিনি এই তেল কৃষ্ণ সাগরীয় অঞ্চলে রপ্তানি করে সেখান থেকে গম আমদানি করে খাদ্য সমস্যার সমাধানের চেষ্টা করেন। এতদিন এথেন্স ইজিনার মুদ্রা ব্যবহার করত, এথেন্সের নিজস্ব মুদ্রা ছিল না। বিভিন্ন দেশের সঙ্গে সামঞ্জস্য রেখে সোলন সর্বপ্রথম মুদ্রার প্রবর্তন করেন। 

অর্থনৈতিক দিক থেকে পিছিয়ে পড়া এথেন্সের ব্যবসা-বাণিজ্যকে চাঙ্গা করে তোলার জন্য সোলন বহু বিদেশীদের এথেন্সের নাগরিকত্ব প্রদানের ব্যবস্থা করেন। বিভিন্ন রাষ্ট্রের বহু মানুষ ব্যবসার জন্য এথেন্সে বসবাস করতে শুরু করে। তিনি আরও আইন করেন যে এথেনীয় পিতারা যদি তাদের পুত্রদের ব্যবসায় উপযুক্ত শিক্ষা না দেয় তাহলে শাস্তিস্বরূপ তারা বৃদ্ধ বয়সে পুত্রদের সাহায্য থেকে বঞ্চিত হবে।

(FAQ) সোলনের সংস্কার সম্পর্কে জিজ্ঞাস্য?

১. সোলন কে ছিলেন?

এথেন্সের অভিজাত বংশের সন্তান সোলন পন্ডিত ও কবি হিসেবে বিখ্যাত ছিলেন।

২. সোলনের আয়ের প্রধান উৎস কী ছিল?

বাণিজ্য ছিল সোলনের আয়ের উৎস।

৩. সোলনের কাব্য কবিতার উপর নির্ভর করে ‘এথেন্সের সংবিধান’ বা ‘Life of Solon’ গ্রন্থগুলি রচনা করেন করা?

অ্যারিস্টটল ও প্লুটার্ক।

৪. এথেন্সে সর্বপ্রথম মুদ্রার প্রবর্তন করেন কে?

সোলন।

Leave a Comment