২০২৫ সালের মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষার ইতিহাস বিষয়ে সম্পূর্ণ সিলেবাসের সাজেশন্ ভিত্তিক পিডিএফ নোটস্ নেওয়ার জন্য যোগাযোগ করুণ (দাম প্রতি ক্লাস ৯৯ টাকা)।

👉Chat on WhatsApp

সফোক্লিসের নাট্যচর্চা সম্পর্কে আলোচনা

গ্রীক ট্র্যাজেডির অন্যতম কবি সফোক্লিসের নাট্যচর্চা প্রসঙ্গে সফোক্লিসের জন্ম, সফোক্লিসের নাটক রচনা, সফোক্লিসের উল্লেখযোগ্য নাটক, সফোক্লিসের নাটকগুলির রচনাকাল ও সফোক্লিসের নাটকগুলির বিষয়বস্তু সম্পর্কে জানব।

ট্রাজেডি নাট্যকার সফোক্লিসের নাট্যচর্চা সম্পর্কে আলোচনা

বিষয়ইতিহাস
বিশ্ববিদ্যালয়বাঁকুড়া বিশ্ববিদ্যালয়
আর্টসবি.এ. জেনারেল
সেমিস্টারদ্বিতীয়
প্রশ্নসফোক্লিসের নাট্যচর্চা সম্পর্কে আলোচনা করো।
প্রশ্নমান১০
সফোক্লিসের নাট্যচর্চা সম্পর্কে আলোচনা করো।

একদিকে ইস্কাইলাসের আগোছালো জাঁকজমক, অন্যদিকে ইউরিপিদিসের সাহিত্যিক উদ্ভাবন এই দুইয়ের মধ্যবর্তী সফোক্লিসের নিয়ন্ত্রিত আবেগ সফোক্লিস সম্পর্কে প্রাচীন মূল্যায়নের সাক্ষ্য বহন করে। এ সম্পর্কে অধ্যাপক কিট্টো (H.D.F. Kitto) তাঁর ‘Greek Tragedy, A Literary Study, London, 1939’ গ্ৰন্থে লিখেছেন ইস্কাইলাস হলেন এক গভীর আচারনিষ্ঠ নাট্যকার। ইউরিপিদিস নব্য চেতনার বুদ্ধিদীপ্ত প্রতিনিধি, আর সফোক্লিস হলেন একজন শিল্পী। গ্রীক ট্র্যাজেডির এই অন্যতম কবি আনুমানিক ৪৯৫ খ্রিস্ট পূর্ব এথেন্সের কাছে কালোনাস স্থানে জন্মগ্রহণ করেন। তৎকালীন এথেন্সের সম্রাট পেরিক্লিসের সঙ্গে তাঁর সখ্যতা, হৃদ্যতা ছিল। পেরিক্লিস যে দক্ষতা নিয়ে এথেন্স নিয়ন্ত্রণ করেছিলেন তার চেয়েও ঢের বেশি দক্ষতা দেখিয়ে সফোক্লিস দীর্ঘ তিরিশ বছর এথেনীয় মঞ্চকে শাসন করেছিলেন। এথেন্সে গণতন্ত্রের বিপর্যয় যখন আসন্ন ঠিক সেই মুহূর্তে আনুমানিক ৪০৫ খ্রিস্ট পূর্বে প্রায় নব্বই বছর বয়সে তিনি ইহলোক ত্যাগ করেন। 

সফোক্লিস ১১৩ টি নাটক রচনা করলেও পরবর্তীকালে মাত্র সাতটি নাটক পূর্ণাঙ্গ রূপে পাওয়া যায়। এই সাতটি পূর্ণাঙ্গ নাটক হল ‘Antigone’ (আন্তিগোনে), ‘Electra’ (এলেকট্রা), Trachinian Women’ (এাখিনিয়ান উইমেন), ‘Oedipus the king’ (ওইদিপৌস তুরান্নুস), ‘Ajax’ (আয়াক্স), ‘Philoctetes’ (ফিলোক্তেতেস্) এবং ‘Oedipus at Colonus’ (ওইদিপৌস এই কোলোনেডস্)। সফোক্লিসের নাটকগুলির রচনাকাল নিয়ে মতানৈক্য রয়েছে। তাঁর সাতটি নাটকের মধ্যে মাত্র দুটির সময়কাল নিশ্চিত এবং এগুলি নিশ্চিতভাবে তাঁর জীবনের শেষ পাঁচ বছরের রচনা, এগুলি হল ‘Philoctetes’ এবং ‘Oedipus at Colonus’, এই নাটক দুটি সম্পর্কে অধ্যাপক Oliver Taplin তাঁর ‘Greek Tragedy in Action, London, 1978’ -এ বলেছেন যে, এই নাটক দুটি সফোক্লিসের জীবনের সেরা কাজ। সত্তরোর্ধ বয়সে তিনি লেখেন ‘Electra’ এবং ‘Oedipus the king’ নামক গ্রন্থ দুটি। আর Antigone, Ajax এবং Trachinian Women এই তিনটি নাটকের রচনাকাল ৪৬০ এবং ৪২০ খ্রিস্ট পূর্ব মধ্যবর্তী সময়।

ইস্কাইলাসের অনুকরণে নাটক রচনা করলেও পরবর্তীকালে সফোক্লিস নিজস্ব রীতিতে যে সমস্ত নাটক রচনা করেছেন, তার মধ্যে প্রস্ফুটিত হয়েছে তাঁর গভীর মনস্তাত্ত্বিক অন্তর্দৃষ্টি ও শিল্প কুশলতা যা তাঁকে শ্রেষ্ঠত্বের আসনে অধিষ্ঠিত করেছে। ভাষার মাধুর্যে, চরিত্র চিত্রণের উজ্জ্বলতায়, মহত্ত্বে ও মর্যাদায়, মানববোধের সঙ্গে নীতির অন্তর্দ্বন্দ্ব চিত্রণে তিনি তাঁর সমস্তটা উজাড় করে দিয়েছেন। ইস্কাইলাসের মত নাট্যবিশালতা হয়তো তাঁর নাটকে অনুপস্থিত, তথাপি গভীরতা কম ছিল না। ইস্কাইলাসের নাটকে যেখানে রয়েছে মনের বিস্তীর্ণতা, বন্ধন ছিন্নের গান, দুঃখের রহস্যসন্ধান, মানুষের অনিঃশেষ শক্তি, বিদ্রোহ সেখানে সফোক্লিসের ট্র্যাজেডির মধ্যে প্রতিফলিত হয়েছে বিপরীত অবস্থা। 

সফোক্লিস এথেনীয় গণতন্ত্রকে স্বাভাবিক পরিণতি বলে গণ্য করলেও তিনি কিন্তু গণতন্ত্রের অন্ধ সমর্থক ছিলেন না। তাঁর নাটকে তাঁর রাজনৈতিক মতামত প্রায় অস্পষ্ট বললেই চলে। তবে তিনি স্পষ্টভাবে এথেনীয় গণতন্ত্রের সীমাবদ্ধতা ও সমস্যাবলী উপলব্ধি করেছিলেন। তাঁর নাটকে ‘ব্যক্তিত্ববাদ’-এর ছাপ পরিলক্ষিত হওয়ায় অনেকে তাঁকে ‘ব্যক্তিত্ববাদের’ জনক বলে অভিহিত করেছেন। তিনিই প্রথম অভিনেতার সংখ্য বাড়িয়ে তিনজন করেন, যা ‘থার্ড অ্যাক্ট সিস্টেম’ নামে পরিচিত। তিনি ইউরিপিদিস ও ইস্কাইলাসের ট্রিলজির স্টাইল ত্যাগ করেন। তিনি মনস্তত্ত্ব বিশ্লেষণে ছিলেন রীতিমত আধুনিক প্রকৃতির। গ্রীক রঙ্গমঞ্চ সজ্জার এক অন্যতম নায়ক। তাই অধ্যাপক ট্যাপলিন লিখেছেন, ইউরিপিদিস, ইস্কাইলাস এবং সফোক্লিস এই তিনজন নাট্যকারের মধ্যে সফোক্লিসই সম্ভবত সবচেয়ে বেশি বিমূর্ত অথচ একইসঙ্গে মূর্ত ধারণার রূপদানে তিনিই অনবদ্য।

(FAQ) সফোক্লিসের নাট্যচর্চা সম্পর্কে জিজ্ঞাস্য?

১. সফোক্লিস কে ছিলেন?

প্রাচীন গ্রিস-এর বিখ্যাত ট্রাজেডি নাট্যকার।

২. সফোক্লিসের উল্লেখযোগ্য নাটকগুলির নাম লেখ।

‘Antigone’ (আন্তিগোনে), ‘Electra’ (এলেকট্রা), Trachinian Women’ (এাখিনিয়ান উইমেন), ‘Oedipus the king’ (ওইদিপৌস তুরান্নুস), ‘Ajax’ (আয়াক্স), ‘Philoctetes’ (ফিলোক্তেতেস্) এবং ‘Oedipus at Colonus’ (ওইদিপৌস এই কোলোনেডস্)।

৩. গ্রিক ট্রাজেডি নাটকে ‘থার্ড অ্যাক্ট সিস্টেম’ চালু করেন কে?

সফোক্লিস।

Leave a Comment