রোমান প্রজাতন্ত্রের স্বরূপ সম্পর্কে আলোচনা

বিখ্যাত রোমান প্রজাতন্ত্রের স্বরূপ সম্পর্কে আলোচনা প্রসঙ্গে রোমান অভিজাত নাগরিক প্যাট্রিসিয়ান, রোমান সাধারণ নাগরিক প্লেবিয়ান, নতুন রোমান সংবিধান, নতুন অভিজাত গোষ্ঠীর উদ্ভব ও রোমান প্রজাতন্ত্রের অস্তিত্ব সম্পর্কে জানব।

প্রাচীন রোমান সাম্রাজ্যের স্বরূপ সম্পর্কে আলোচনা

বিষয়ইতিহাস
বিশ্ববিদ্যালয়বাঁকুড়া বিশ্ববিদ্যালয়
আর্টসবি.এ. জেনারেল
সেমিস্টারদ্বিতীয়
প্রশ্নরোমান প্রজাতন্ত্রের স্বরূপ সম্পর্কে আলোচনা করো।
প্রশ্নমান
রোমান প্রজাতন্ত্রের স্বরূপ সম্পর্কে আলোচনা

রোমান প্রজাতন্ত্রের স্বরূপ সম্পর্কে আলোচনা করো।

রোমান সমাজে উচ্চ ও নিচু ব্যক্তির মধ্যে বিভিন্ন পার্থক্য লক্ষ্য করা গিয়েছিল। রোমান ভূমিমালিক অভিজাতরা ‘প্যাট্রিসিয়ান’ নামে পরিচিত ছিল। প্যাট্রিসিয়ান এবং সংখ্যায় অনেক বেশী সাধারণ নাগরিক ‘প্লেবিয়ান’-দের মধ্যে দ্বন্দ্ব নতুন রোমান সংবিধানকে বিশেষভাবে প্রভাবিত করেছিল। এক্ষেত্রে উল্লেখযোগ্য যে, প্যাট্রিসিয়ানরা রোমান রাজতন্ত্রের সময়কালের রাজাদের উত্তরাধিকারী হিসাবে নিজেদের দাবী করতেন। কিন্তু সময়ের পরিপ্রেক্ষিতে দেখা যায় যে, যে সমস্ত আইনসমূহ প্যাট্রিসিয়ানদেরকে রোম-এর উর্দ্ধতন পদগুলো লাভ করার একচ্ছত্র অধিকার দিয়েছিল সেগুলো দুর্বল হয়েছিল এবং প্লেবিয়ানদের মধ্যে থেকে আরও একটি নতুন অভিজাত গোষ্ঠীর উদ্ভব হয়েছিল।

তৎকালীন সময়কালে সামরিক ও রাজনৈতিক সফলতা একে অপরের সাথে ওতপ্রোতভাবে জড়িত ছিল। প্রথম দুই শতাব্দীতে নতুন মিত্র তৈরী ও যুদ্ধের মাধ্যমে মধ্য ইতালি থেকে এক সময় সমগ্র ইতালীয় উপদ্বীপ প্রজাতন্ত্রের অধীনে এসেছিল। তৃতীয় শতকে উত্তর আফ্রিকা, আইবেরীয় উপদ্বীপ, গ্রিস এবং বর্তমান ফ্রান্সের দক্ষিণাংশ রোমান প্রজাতন্ত্রের অধিকারে এসেছিল। এরও দুই শতাব্দী পরবর্তী সময়কালে প্রথম খ্রিস্টপূর্বাব্দের শেষদিকে সমগ্র ফ্রান্স এবং প্রাচ্যের বেশ কিছু অঞ্চল প্রজাতন্ত্রের অধীনে চলে এসেছিল।

রোমান প্রজাতন্ত্রে কোনো নির্দিষ্ট ব্যক্তির অতিরিক্ত প্রভাব প্রতিপত্তি অর্জনে বাধা নিষেধ থাকলেও এই পর্যায়ে রোমান প্রজাতন্ত্র অল্প কয়েকজন নেতা ও তাদের মিত্রদের সহায়তায় পরিচালিত হত। Rein Taagepera তাঁর এক প্রবন্ধে রোমান প্রজাতন্ত্রের স্বরূপ আলোচনা করতে গিয়ে রোমান সেনেট, কনসাল এবং রোমান জনগণ ও রোমান অভিজাতদের প্রসঙ্গে উল্লেখ করেছিলেন। কারণ এঁদের সহায়তায় রোমান প্রজাতন্ত্র ২৭ খ্রিস্ট পূর্বাব্দ পর্যন্ত নিজের অস্তিত্ব বজায় রেখেছিল।

(FAQ) রোমান প্রজাতন্ত্রের স্বরূপ সম্পর্কে জিজ্ঞাস্য?

১. রোমান প্রজাতন্ত্রের সময়কাল কত ছিল?

৫০৯-২৭ খ্রিস্ট পূর্বাব্দ।

২. রোমান প্রজাতন্ত্রে অভিজাত নাগরিকরা কী নামে পরিচিত ছিল?

প্যাট্রিসিয়ান।

৩. রোমান প্রজাতন্ত্রে সাধারণ নাগরিকরা কী নামে পরিচিত ছিল?

প্লেবিয়ান ।

৪. রোমান প্রজাতন্ত্রের পতন ঘটে কখন?

২৭ খ্রিস্ট পূর্বাব্দে।

Leave a Comment