প্রাচীন গ্রিসের নগররাষ্ট্র এথেন্সের সিসিলি অভিযানের কারণগুলি আলোচনা প্রসঙ্গে পেলোপনেসীয় যুদ্ধের সর্বাধিক উল্লেখযোগ্য ঘটনা এথেন্সের সিসিলি অভিযান, এথেন্সের সিসিলি আক্রমণ ও এথেন্সের যুক্তিহীন সিসিলি অভিযান সম্পর্কে জানব।
গ্রিসের নগররাষ্ট্র এথেন্সের সিসিলি অভিযানের কারণ আলোচনা
বিষয় | ইতিহাস |
বিশ্ববিদ্যালয় | বাঁকুড়া বিশ্ববিদ্যালয় |
আর্টস | বি.এ. জেনারেল |
সেমিস্টার | দ্বিতীয় |
প্রশ্ন | এথেন্সের সিসিলি অভিযানের কারণগুলি আলোচনা করো। |
প্রশ্নমান | ৫ |
দ্বিতীয় পর্যায়ের পেলোপনেসীয় যুদ্ধের সর্বাধিক উল্লেখযোগ্য ঘটনা ছিল এথেন্সের সিসিলি অভিযান। ৪১৫-৪১৩ খ্রিস্ট পূর্বাব্দের মধ্যে দুটি পর্যায়ে এথেনীয় সেনাবাহিনী সিসিলিতে আক্রমণ চালায়। এথেন্স থেকে বহুদূরে অবস্থিত ইতালির সিসিলিতে এই অভিযানের কারণ প্রসঙ্গে ঐতিহাসিকগণ একমত নন। থুকিডিডিস সিসিলি অভিযানের কারণ প্রসঙ্গে মন্তব্য করেছেন যে এই অভিযানের পিছনে কোন যুক্তি ছিল না। শুধুমাত্র সামরিক বিজয় তথা সাম্রাজ্যবাদী আকাঙ্খাকে চরিতার্থ করার জন্য এথেন্স এই অভিযান চালিয়েছিল।
এথেন্সের পশ্চিমাভিমুখী সম্প্রসারণ বা বিস্তারের নীতি কোনো নতুন ঘটনা ছিল না। পেরিক্লিসের যুগেও এথেন্স পশ্চিমদিকে সাম্রাজ্য বিস্তারের চেষ্টা করেছিল। কিন্তু পেরিক্লিস দেশের পরিস্থিতি বিচার করে এই ধরনের হটকারি অভিযানের পক্ষে ছিলেন না। তবে অর্থনৈতিক ও বাণিজ্যিক বিষয়গুলি এর সঙ্গে যুক্ত হয়েছিল। সিসিলির সঙ্গে এথেন্সের বাণিজ্য ক্রমশ বৃদ্ধি পেয়েছিল। আর সিসিলির সাইরাকিউজ নগররাষ্ট্রের বিপুল আর্থিক সমৃদ্ধির খবর এথেন্সের কাছে পৌঁছেছিল। তাই এথেন্স নিজের আর্থিক সম্পদ বৃদ্ধির আশায় সাইরাকিউজ দখলের মধ্য দিয়ে সমগ্ৰ সিসিলি অভিযানে ঝাঁপিয়ে পড়ে।
তাৎক্ষণিকভাবে সিসিলিতে অভিযান পাঠানোর পিছনে সিসিলির কয়েকটি নগররাষ্ট্রের পারস্পরিক বিরোধ ও সংঘাতের বিষয়গুলি তুলে ধরেছেন ঐতিহাসিক Fine এবং Kagan। তাঁরা দেখিয়েছেন এই সময় ক্ষুদ্র ক্ষুদ্র সিসিলির নগররাষ্ট্রগুলির মধ্যে সাইরাকিউজ ছিল এথেন্সের সবচেয়ে বড় প্রতিপক্ষ এবং এই রাষ্ট্রটির সিসিলিতে প্রভুত্ব প্রতিষ্ঠার ক্ষমতা ছিল। ঐতিহাসিক Kagan দেখিয়েছেন স্পার্টা এবং তার পেলোপনেসীয় লীগের মতো সাইরাকিউজ ছিল একটি ডোরিয় শহর। অন্যদিকে সিসিলির অন্যান্য এথেন্সের মিত্র রাষ্ট্রগুলি ছিল আইওনীয়।
ঐতিহাসিক Fine এর মতে তাই এথেন্সের কাছে সিসিলি ছিল একটি ভীতিস্বরূপ কেননা শক্তিশালী সাইরাকিউজ পেলোপনেসীয়াদের অর্থ বা খাদ্যশস্য সাহায্য এমনকি ভবিষ্যৎ যুদ্ধের অঞ্চলে পরিণত হওয়ার সম্ভাবনা ছিল। সুতরাং সিসিলিতে বৃহৎ শক্তি সাইরাকিউজকে কোণঠাসা করে এথেন্সের প্রভাব বিস্তার করাও ছিল এথেন্সের দীর্ঘদিনের একটি উদ্দেশ্যে।
(FAQ) এথেন্সের সিসিলি অভিযানের কারণ আলোচনা সম্পর্কে জিজ্ঞাস্য?
১. পেলোপনেসীয় যুদ্ধের সর্বাধিক উল্লেখযোগ্য ঘটনা কী ছিল?
এথেন্সের সিসিলি অভিযান।
২. এথেন্স কখন সিসিলি অভিযান করে?
৪১৫-৪১৩ খ্রিস্ট পূর্বাব্দে।
৩. এথেন্সের সবচেয়ে বড় প্রতিপক্ষ কে ছিল?
সাইরাকিউজ।