প্রাচীন গ্রিসের কমেডি রচয়িতা অ্যারিস্টোফ্যানিস প্রসঙ্গে কমেডির উৎপত্তি, পুরনো গ্রিক কমেডির শ্রেষ্ঠ প্রতিনিধি অ্যারিস্টোফ্যানিস, অ্যারিস্টোফ্যানিস রচিত নাটক, অ্যারিস্টোফ্যানিস রচিত নাটকগুলির শ্রেণীবিভাগ ও কমেডি রচনায় অ্যারিস্টোফ্যানিসের কৃতিত্ব সম্পর্কে জানব।
কমেডি রচয়িতা অ্যারিস্টোফ্যানিস সম্পর্কে আলোচনা
বিষয় | ইতিহাস |
বিশ্ববিদ্যালয় | বাঁকুড়া বিশ্ববিদ্যালয় |
আর্টস | বি.এ. জেনারেল |
সেমিস্টার | দ্বিতীয় |
প্রশ্ন | গ্রীক কমেডি রচয়িতা অ্যারিস্টোফ্যানিস সম্পর্কে আলোচনা করো। |
প্রশ্নমান | ১০ |
প্রাচীন কমেডির জন্মবৃত্তান্ত কিছুটা অস্পষ্ট। তথাপি বলা হয় যে, গ্রীক দেবতা ডায়োনিসাস-এর বসন্তকালীন উৎসব যেমন ট্রাজেডির জন্ম দিয়েছে, ঠিক তেমনি শীতকালীন উৎসব থেকে উৎপত্তি হয়েছে কমেডির। অ্যারিস্টটল তাঁর ‘পোয়েটিকস’ গ্রন্থে বলেন যে, ট্র্যাজেডির ইতিহাস জ্ঞাত হলেও কমেডির ইতিহাস অজ্ঞাত। কেননা প্রথমদিকে কমেডির জনপ্রিয়তা ও মর্যাদা ছিল না। সিসিলি থেকে কমেডির প্রথম বিষয়বস্তু বা কাহিনী এসেছিল। কমেডির উৎপত্তির ইতিহাস নিয়ে পণ্ডিতদের মধ্যে বহু ধারণা প্রচলিত। অ্যারিস্টটল বলেন যে ট্র্যাজেডির ও কমেডির উদ্ভাবক হলেন ডোরিয়ানরা। আবার অনেকে সিসিলি অঞ্চলের মেগারীয়দের কমেডির স্রষ্টা বলে অভিহিত করেছেন।
অ্যারিস্টটল মনে করেন যে ‘Phalic Song’ বা শোভাযাত্রার গান থেকে কমেডির উৎপত্তি। ‘কোমস’ নামে Phalic Song পরিচিত ছিল এবং এই ‘কোমস’ শব্দ থেকেই কমেডি শব্দের উৎপত্তি হয়েছে। এ বিষয়ে প্রায় সব পণ্ডিত একমত পোষণ করেছেন। গিলবার্ট মারে লিখেছেন “Tragedy is the enactment of the death of the the year-spirit and comedy is the enactment of his marriage or rather of ‘Comos’ which accompanies his marriage”.
বিখ্যাত মাইম রচয়িতা এপিকারমাস সম্ভবত প্রথম কমেডি লেখক। তিনি ছিলেন সিসিলির বাসিন্দা। কমেডির প্রাথমিক পর্বের কমিক নাট্যকারদের মধ্যে অন্যতম ছিলেন কিওনাইডিস, ম্যাগনিস, ক্র্যাটিনাস (প্রাক অ্যারিস্টোফ্যানিস পর্বের কমিক) এবং ক্র্যাটিস। এছাড়াও অ্যারিস্টোফ্যানিস সমকালীন যে সমস্ত উল্লেখযোগ্য অ্যাটিক নাট্যকার কমেডির রঙ্গমঞ্চকে হাস্যরসে ভরিয়ে তুলেছিলেন, তাদের মধ্যে উল্লেখযোগ্য হলেন ইউপোলিস, প্লেটো কমিকাস প্রমুখ।
পুরানো কমেডি বা প্রাচীন গ্রীক অ্যাটিকের সম্রাট, প্রহসন জগতের অগ্রদূত, শ্রেষ্ঠ প্রতিনিধি হলেন অ্যারিস্টোফ্যানিস। আনুমাণিক ৪৫০ খ্রিস্ট পূর্বাব্দে (মতান্তরে ৪৪৫/৪৪৬) এথেন্স শহরে তিনি জন্মগ্রহণ করেন এবং আনুমানিক ৩৮৫ খ্রিস্ট পূর্বে তিনি মারা যান। ঐতিহাসিক রোমিলি বলেন যে, অ্যারিস্টোফ্যানিসের রচনাবলী পুরানো কমেডির পথিকৃৎ হিসাবে কাজ করেছে। তবে পিটার লেভি এই মত মেনে নিতে পারেন নি। তবে পণ্ডিতরা একথা মেনে নিয়েছিলেন যে, ট্র্যাজিক কাব্যের চাইতে তাঁর রচনা (কমেডি) ছিল অনেকটাই স্বতন্ত্র।
অ্যারিস্টোফ্যানিস যে মোট চল্লিশটি (মতান্তরে চুয়াল্লিশটি) নাটক রচনা করেন, তার মধ্যে এগারোটি পূর্ণাঙ্গ নাটক পাওয়া গেছে। বিষয়বস্তু অনুযায়ী তাঁর নাটকগুলিকে পাঁচটি ভাগে ভাগ করা হয়েছে। যথা –
(ক) প্রথম পর্যায়ের নাটকগুলি বেশিরভাগই পৌরাণিক প্রহসন ও প্যারোডি। এই পর্যায়ের নাটকগুলির মধ্যে অন্যতম হল ‘দিদালোস’ ও ‘দানাইদেস’।
(খ) দ্বিতীয় পর্যায়ের নাটকগুলি প্রকৃতিগত দিক দিয়ে ছিল উদ্ভট নাটক। এই শ্রেণীর দুটি নাটক হল ‘গেরাস’ (বৃদ্ধবয়স) এবং ‘ওর্নিথেস’ (The Birds-এটি তাঁর ষষ্ঠ নাটক, মঞ্চস্থ হয় ৪১৪ খ্রিস্ট পূর্ব)।
(গ) তৃতীয় শ্রেণীতে পড়ে সামাজিক নাটক। সামাজিক নাটকগুলির মধ্যে অন্যতম হল ‘নেফেলাই’ (‘ক্লাউডস)। এটি তাঁর তৃতীয় নাটক এবং তাঁর নিজের মতে সর্বশ্রেষ্ঠ), ‘স্কেকেম’ (ওয়ান্স), ‘এক ক্লেসিয়াজুসায় (এতে কাল্পনিক মাতৃতান্ত্রিক সমাজব্যবস্থা ও রাষ্ট্র বর্ণিত)। তাঁর নবম নাটক ধাত্রাখোই (ইংরেজি নাম ফ্যাস)-এ বর্ণিত হয়েছে ইস্কাইলাস সফোক্লিস ও ইউরিপিদিস ট্রাজেডির ব্যর্থতা।
(ঘ) অ্যারিস্টোফ্যানিসের চতুর্থ পর্যায়ের রচনাগুলি পেলোপনেসীয় যুদ্ধ সংক্রান্ত রচনা এবং যুদ্ধ বিরোধী বক্তব্যে পরিপূর্ণ। এই শ্রেণীর তিনটি উল্লেখযোগ্য নাটক হল আখারনিয়ান্স (Acharnians), ‘এই রিনি’ ও ‘লুমিস্ত্রাতে’।
(ঙ) রাজনৈতিক বিষয়বস্তু নিয়ে পঞ্চম শ্রেণীর নাটকগুলি রচিত হয়েছে। এই শ্রেণীর উল্লেখযোগ্য নাটকগুলি হল ‘বাজুলোনি’ ও ‘হিপ্লেস’।
উপরোক্ত নাটকগুলি ছাড়াও ‘থেস্মফরিয়াজুসায়’ এবং ‘প্লুতোস’ নামক দুটি নাটকের কথা বলা যায় যেগুলিকে কোনো পর্যায়েই ফেলা যায় না। অনেকে বলেন যে অ্যারিস্টোফ্যানিসের রচনায় নিজস্ব রাজনৈতিক মতামত অনুপস্থিত। ঐতিহাসিক গ্রোট ও স্যাঁ ক্রোয়া মন্তব্য করেন যে, কমেডি রচয়িতার বক্তব্য ঐতিহাসিক সত্য নয়। তবে অ্যারিস্টোফ্যানিস যেভাবে সমকালীন এথেন্স ও এথেন্সবাসীর যাবতীয় সমস্যাবলীর উপর দৃষ্টি রেখে কমেডি রচনা করেছেন তাতে চিত্রিত ও বর্ণিত হয়েছে সাধারণ মানুষেব দারিদ্র্য, ক্রীতদাস ব্যবস্থা, গণিকাবৃত্তি, গণতন্ত্রের দুর্বলতা সবকিছুই। তাঁর কমেডি হাস্যরস উদ্রেকের পাশাপাশি সমকালীন জনসাধারণের সমাজ জীবনের দর্পণরূপে কাজ হয়েছে। অ্যারিস্টোফ্যানিস সম্পর্কে প্লেটো যথার্থই বলেছেন, “বিদ্যাদেবী তাঁর এক চিরস্থায়ী মন্দিরের জন্য অ্যারিস্টোফ্যানিসের আত্মাকে বেছে নিয়েছিলেন…।”
(FAQ) গ্রীক কমেডি রচয়িতা অ্যারিস্টোফ্যানিস সম্পর্কে জিজ্ঞাস্য?
১. অ্যারিস্টোফ্যানিস কে ছিলেন?
পুরানো কমেডি বা প্রাচীন গ্রীক অ্যাটিকের সম্রাট, প্রহসন জগতের অগ্রদূত, শ্রেষ্ঠ প্রতিনিধি হলেন অ্যারিস্টোফ্যানিস।
২. অ্যারিস্টোফ্যানিস কতগুলি নাটক রচনা করেন?
চল্লিশটি (মতান্তরে চুয়াল্লিশটি)।
৩. অ্যারিস্টোফ্যানিস রচিত দুটি উল্লেখযোগ্য নাটকের নাম লেখ।
‘নেফেলাই’ (‘ক্লাউডস), ‘আখারনিয়ান্স’।