জার্মানির ঐক্য স্থাপনে বিসমার্কের অবদান

নবম শ্রেণীর ইতিহাস তৃতীয় অধ্যায় থেকে ব্যাখ্যামূলক প্রশ্ন জার্মানির ঐক্য স্থাপনে বিসমার্কের অবদান। নবম শ্রেণীর ইতিহাস তৃতীয় অধ্যায়টি হল ঊনবিংশ শতকের ইউরোপ-রাজতান্ত্রিক ও জাতীয়তাবাদী ভাবধারার সংঘাত।

Class 9 History Chapter 3 Long Question Answer (MARKS-8) in Bengali.

জার্মানির ঐক্য স্থাপনে বিসমার্কের অবদান

ClassNine
Chapter3 (ঊনবিংশ শতকের ইউরোপ)
Question Typeব্যাখ্যামূলক
Marks8

প্রশ্ন:- জার্মানির ঐক্য স্থাপনে বিসমার্কের অবদান উল্লেখ করো।

ভূমিকা :- জার্মানির প্রথম পর্বের ঐক্য আন্দোলন ব্যর্থ হওয়ার পর জার্মানির ঐক্য নিয়ে হতাশা ও জটিলতা দেখা দেয়। এই সংকটজনক পরিস্থিতিতে ১৮৬২ খ্রিস্টাব্দে প্রাশিয়ার প্রধানমন্ত্রী পদ গ্ৰহণ করেন সুদক্ষ কূটনীতিবিদ অটো ফন বিসমার্ক।

ঐক্যবদ্ধ জার্মানির প্রাণপুরুষ

বিসমার্ক ছিলেন ঐক্যবদ্ধ জার্মানির প্রাণপুরুষ। জার্মানির ঐক্য স্থাপনে তাঁর অসামান্য অবদান ছিল। মূলত তিনটি সফল যুদ্ধের দ্বারা ১৮৬৪ থেকে ১৮৭১ খ্রিস্টাব্দের মধ্যে জার্মানিকে ঐক্যবদ্ধ করেন।

ডেনমার্কের বিরুদ্ধে যুদ্ধ

ডেনমার্কের রাজা লন্ডন চুক্তি ভঙ্গ করে ১৮৬৩ খ্রিস্টাব্দে শ্লেসউইগ ও হলস্টাইন প্রদেশ দুটি সরাসরি দখল করে নেন। ফলে বিসমার্ক ১৮৬৪ খ্রিস্টাব্দে অস্ট্রিয়াকে সঙ্গে নিয়ে ডেনমার্কের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেন।

ডেনমার্কের সাথে গ্যাস্টিনের চুক্তি

যুদ্ধে পরাজিত ডেনমার্ক ১৮৬৫ খ্রিস্টাব্দে গ্যাস্টিনের চুক্তি স্বাক্ষরে বাধ্য হয়। এই চুক্তিতে বলা হয় যে, প্রাশিয়া শ্লেসউইগ এবং অস্ট্রিয়া হলস্টাইন লাভ করবে। ভবিষ্যতে অস্ট্রিয়া ও প্রাশিয়া যৌথভাবে শ্লেসউইগ-হলস্টাইন সমস্যার সমাধান করবে।

অস্ট্রিয়ার বিরুদ্ধে যুদ্ধ

ইতিমধ্যে অস্ট্রিয়ার জনপ্রিয়তা কমে গেলে অস্ট্রিয়া জার্মান বুন্ডের সভায় শ্লেসউইগ ও হলস্টাইন প্রদেশ দুটি ডিউক অব অগাস্টেনবার্গকে দেওয়ার প্রস্তাব দেন। ফলে গ্যাস্টিনের চুক্তি ভঙ্গের অজুহাতে বিসমার্ক ১৮৬৬ খ্রিস্টাব্দে অস্ট্রিয়ার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেন। এই যুদ্ধ স্যাডোয়ার যুদ্ধ নামে পরিচিত।

প্রাগের সন্ধি

প্রাশিয়ার কাছে চূড়ান্ত ভাবে পরাজিত অস্ট্রিয়া ১৮৬৬ খ্রিস্টাব্দে প্রাগের সন্ধি স্বাক্ষরে বাধ্য হয়। এই সন্ধির দ্বারা অস্ট্রিয়া জার্মানির নেতৃত্ব ত্যাগ করে, মেইন নদীর উত্তরের জার্মান রাজ্যগুলি প্রাশিয়ার সঙ্গে যুক্ত হয়।

ফ্রান্সের বিরুদ্ধে যুদ্ধ

বিভিন্ন ঘটনাকে কেন্দ্র করে প্রাশিয়া ও ফ্রান্সের মধ্যে সম্পর্কের অবনতি ঘটলে ১৮৭০ খ্রিস্টাব্দে সেডানের যুদ্ধ শুরু হয়।

ফ্রাঙ্কফোর্টের সন্ধি

সেডানের যুদ্ধে চূড়ান্তভাবে পরাজিত ফ্রান্স ১৮৭১ খ্রিস্টাব্দে প্রাশিয়ার সঙ্গে ফ্রাঙ্কফোর্টের সন্ধি স্বাক্ষরে বাধ্য হয়। এই সন্ধির দ্বারা ফ্রান্স আলসাস ও লোরেন প্রদেশ দুটি জার্মানিকে ছেড়ে দেয়। দক্ষিণ ও উত্তর জার্মানি সংযুক্ত হলে ফ্রান্স তা মেনে নেয়।

উপসংহার :- ঐক্যবদ্ধ জার্মানির সম্রাট হন প্রাশিয়ার রাজা প্রথম উইলিয়াম। নবগঠিত এই জার্মান রাষ্ট্রটি পরবর্তী কয়েক দশকের মধ্যেই ইউরোপ তথা বিশ্বের অন্যতম শক্তিতে পরিণত হয়।

Leave a Comment