নবম শ্রেণীর ইতিহাস পঞ্চম অধ্যায় থেকে ব্যাখ্যামূলক প্রশ্ন ১৯১৭ খ্রিস্টাব্দের রুশবিপ্লব বা নভেম্বরবিপ্লব বা বলশেভিক বিপ্লবের কারণগুলি আলোচনা করো। নবম শ্রেণীর ইতিহাস পঞ্চম অধ্যায়টি হল বিশ শতকে ইউরোপ।
নবম শ্রেণীর ইতিহাস পঞ্চম অধ্যায় হতে ব্যাখ্যামূলক প্রশ্ন (বিশ শতকে ইউরোপ)
নবম শ্রেণী (পঞ্চম অধ্যায়) বিশ শতকে ইউরোপ থেকে ব্যাখ্যামূলক প্রশ্ন
শ্রেণী | নবম |
অধ্যায় | পঞ্চম অধ্যায় |
Question Type | ব্যাখ্যামূলক প্রশ্ন |
Marks | 8 |
প্রশ্ন:- ১৯১৭ খ্রিস্টাব্দের রুশবিপ্লব বা নভেম্বরবিপ্লব বা বলশেভিক বিপ্লবের কারণগুলি আলোচনা করো।
উত্তর:- রুশ জার দ্বিতীয় নিকোলাসের রাজত্বকালে ১৯১৭ খ্রিস্টাব্দের বলশেভিক বিপ্লব রাশিয়া তথা বিশ্বের ইতিহাসে এক যুগান্তকারী ঘটনা। এই বিপ্লবের বিভিন্ন কারণ ছিল।
মধ্যযুগীয় সামন্ততন্ত্র
ঊনবিংশ শতকে ইউরোপে প্রগতিশীল ভাবধারার প্রসার হলেও রাশিয়া তখনও ছিল একটি মধ্যযুগীয় সামন্ততান্ত্রিক রাষ্ট্র। ঐশ্বরিক ক্ষমতায় বিশ্বাসী রোমানভ বংশীয় জাররা দেশে নিরঙ্কুশ স্বৈরতন্ত্র প্রতিষ্ঠা করেছিল।
কৃষকদের দুরবস্থা
রাশিয়ায় ভূমিদাস প্রথার অবসান ঘটলেও কৃষকরা জমির মালিকানা না পাওয়ায় তাদের অবস্থার কোনো উন্নতি হয় নি। কৃষকরা গ্রামীণ ‘মির’গুলির শোষণের শিকার হয়।
শ্রমিকদের দুরবস্থা
রাশিয়ায় সামান্য বেতনে সীমাহীন পরিশ্রম, অনাহার-অর্ধাহার, বস্তি-জীবনের দুরবস্থা, শোষণ-অত্যাচার শ্রমিকদের জীবন দুর্বিষহ করে তোলে।
অধিকারহীনতা
সংবাদপত্রের স্বাধীনতা, বিভিন্ন নাগরিক অধিকার প্রভৃতি থেকে রাশিয়ার মানুষ বঞ্চিত ছিল। জারগণ বিভিন্ন শাস্তির মাধ্যমে দেশবাসীর যাবতীয় আশা-আকাঙ্ক্ষা দমন করে রাখতেন।
রুশীকরণ নীতি
জার রাশিয়ায় বসবাসকারী পোল, ফিন, তুর্কি, আর্মেনীয়, জর্জীয়, ইউক্রেনীয় প্রভৃতি জাতিগোষ্ঠীগুলির নিজস্ব ভাষা ও সংস্কৃতি মুছে দিয়ে তাদের ওপর রুশ ভাষা ও সংস্কৃতি চাপানোর চেষ্টা করেন।
বুদ্ধিজীবীদের অবদান
রুশ সাহিত্যিক টলস্টয়, তুর্গেনিভ, পুশকিন, গোর্কি প্রমুখের উপন্যাসগুলি রুশ যুবকদের চিন্তার জগতে পরিবর্তন আনে। বুকানিন এবং কার্ল মার্কসের চিন্তাধারাও জনগণের মনে বৈপ্লবিক চেতনা জাগ্রত করে ।
১৯০৫ খ্রিস্টাব্দের বিপ্লব
১৯০৫ খ্রিস্টাব্দের বিপ্লব ব্যর্থ হলেও তা রুশ জনগণের মধ্যে সুদূরপ্রসারী প্রভাব ফেলে। এই বিপ্লব ১৯১৭ খ্রিস্টাব্দের বিপ্লবের পটভূমি প্রস্তুত করে।
প্রথম বিশ্বযুদ্ধের প্রভাব
রাশিয়া প্রথম বিশ্বযুদ্ধে যোগ দিলে দেশে চূড়ান্ত বিশৃঙ্খলার সৃষ্টি হয়। প্রায় ৬০ লক্ষ রুশ সেনার মৃত্যু, মূল্যবৃদ্ধি, বেকারত্ব প্রভৃতি রাশিয়ায় ভয়ংকর পরিস্থিতির সৃষ্টি করে।
উপসংহার:- এই বিপ্লব শোষিত, বঞ্চিত, নিপীড়িত মানুষদের প্রাপ্য অধিকার দান করে রাশিয়ায় এক শোষণমুক্ত সমাজ প্রতিষ্ঠা করে।