দশম শ্রেণী (প্রথম অধ্যায়): ইতিহাসের ধারণা হতে অতি সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর
দশম শ্রেণী (প্রথম অধ্যায়): ইতিহাসের ধারণা হতে অতি সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর
1. নতুন ইতিহাসের প্রধান বিষয়বস্তু কী?
উত্তর:- নতুন ইতিহাসের প্রধান বিষয়বস্তু হল সমাজের সকল শ্রেণির মানুষের ইতিহাস।
2. ভারতে কে নিম্নবর্গের ইতিহাস রচনা করেন?
উত্তর:- ভারতে ১৯৮২ খ্রিস্টাব্দে রণজিৎ গুহ প্রথম নিম্নবর্গের ইতিহাসচর্চা শুরু করেন। পরবর্তীকালে পার্থ চট্টোপাধ্যায়, জ্ঞানেন্দ্ৰ পাণ্ডে, গৌতম ভদ্র প্রমুখ এই চর্চাকে আরও প্রসারিত করেন।
3. নিম্নবর্গীয় ইতিহাসচর্চার জনক কে?
উত্তর:- নিম্নবর্গীয় ইতিহাসচর্চার জনক হলেন রণজিৎ গুহ।
4. প্রথম কোন্ ইতিহাসবিদ সমাজের সকল শ্রেণির মানুষের ইতিহাস রচনার কথা বলেন ?
উত্তর:- ইতিহাসবিদ নীহাররঞ্জন রায় প্রথম সমাজের সকলশ্রেণির মানুষের ইতিহাস রচনার কথা বলেন।
5. কোন ইতিহাসে নীচে থেকে ওপরের দিকে দেখার রীতি প্রচলিত ?
উত্তর:- নতুন সামাজিক ইতিহাসে নীচ থেকে ওপরের দিকে দেখার রীতি প্রচলিত।
6. ‘দ্য আর্মি ইন মডার্ন ফ্রান্স’ গ্রন্থটি কে রচনা করেন ?
উত্তর:- জন টেরাইন ‘দ্য আমি ইন মডার্ন ফ্রান্স’ গ্রন্থটি রচনা করেন।
7. ‘ইকোলজিকাল ইম্পিরিয়ালিজম’ গ্রন্থটি কে রচনা করেন ?
উত্তর:- আলফ্রেড ক্রসবি ‘ইকোলজিকাল ইম্পিরিয়ালিজম’ গ্রন্থটি রচনা করেন।
8. ‘সাইলেন্ট স্প্রিং’ গ্রন্থটি কে রচনা করেন ?
উত্তর:- র্যাচেল কারসন ‘সাইলেন্ট স্প্রিং” গ্রন্থটি রচনা করেন।
9. ‘ইকোলজি অ্যান্ড ইকুইটি’ বইটি কার লেখা?
উত্তর:- মাধব গ্যাডগিল ও রামচন্দ্র গুহ ‘ইকোলজি অ্যান্ড ইকুইটি’ বইটি রচনা করেন।
10. নর্মদা বাঁচাও আন্দোলনের নেতা কে?
উত্তর:- বিশিষ্ট সমাজসেবী মেধা পাটেকর।
11. ভারতে কবে থেকে ‘বনসংরক্ষণ আইন’ চালু হয় ?
উত্তর:- ১৮৭৮ খ্রিস্টাব্দ থেকে ভারতে ‘বনসংরক্ষণ আইন’ চালু হয়।
12. ‘সায়েন্স, টেকনোলজি অ্যান্ড মেডিসিন ইন কলোনিয়াল ইন্ডিয়া’ বইটি কার লেখা ?
উত্তর:- ‘সায়েন্স, টেকনোলজি অ্যান্ড মেডিসিন ইন কলোনিয়াল ইন্ডিয়া’ বইটি লেখেন ডেভিড আরনল্ড।
13. কার উদ্যোগে ভারতে ত্রিকোণমিতি সর্বেক্ষণ প্রতিষ্ঠিত হয়?
উত্তর:- উইলিয়ম ল্যাঙ্কটনের উদ্যোগে ভারতে ত্রিকোণমিতি সর্বেক্ষণ প্রতিষ্ঠিত হয়।
14. ‘দ্য স্ট্রাকচার অব সায়েন্টিফিক রেজোলিউশনস’ বইটির লেখক কে?
উত্তর:- ‘দ্য স্ট্রাকচার অব সায়েন্টিফিক রেভোলিউশনস’ বইটির লেখক হলেন টমাস কুহন।
15. দেবীপ্রসাদ চট্টোপাধ্যায়ের লেখা চিকিৎসাবিদ্যার ইতিহাসচর্চা বিষয়ক গ্রন্থটির নাম কী ?
উত্তর:- দেবীপ্রসাদ চট্টোপাধ্যায়ের লেখা চিকিৎসাবিদ্যার ইতিহাসচর্চা বিষয়ক গ্রন্থটির নাম হল ‘প্রাচীন ভারতে চিকিৎসাবিজ্ঞান”।
16. ভারতের প্রথম শব ব্যবচ্ছেদকারী কে ছিলেন?
উত্তর:- ভারতের প্রথম শব ব্যবচ্ছেদকারী ব্যক্তি ছিলেন মধুসূদন গুপ্ত।
17. ‘জেন্ডার অ্যান্ড দ্য পলিটিক্স অব হিস্ট্রি’ গ্রন্থটি কে রচনা করেন?
উত্তর:- জোয়ান স্কট ‘জেন্ডার অ্যান্ড দ্য পলিটিক্স অব হিস্ট্রি’ গ্রন্থটি রচনা করেন।
18. আধুনিক শিল্পের ইতিহাসচর্চার প্রধান কয়েকটি শাখা বা বিষয়ের নাম লেখো।
উত্তর:- আধুনিক শিল্পের ইতিহাসচর্চার প্রধান কয়েকটি শাখা বা বিষয় হল সংগীত, নৃত্য নাটক ও চলচ্চিত্র।
19. কারা, কবে প্রথম চলচ্চিত্রের বায়োস্কোপের বাণিজ্যিক প্রদর্শনী করেন ?
উত্তর:- অগাস্ট লুমিয়ের ও লুই লুমিয়ের নামে দুই ভাই ১৮৯৫ খ্রিস্টাব্দে প্যারিসে প্রথম বায়োস্কোপের বাণিজ্যিক প্রদর্শনী করেন।
20. বিশ্বের দুটি গুরুত্বপূর্ণ চলচ্চিত্র নির্মাণকেন্দ্রের নাম উল্লেখ করো।
উত্তর:- বিশ্বের দুটি গুরুত্বপূর্ণ চলচ্চিত্র নির্মাণকেন্দ্র হল আমেরিকার হলিউড এবং ভারতের মুম্বাই।
21. বাংলার প্রথম সবাক চলচ্চিত্রের নাম কী ?
উত্তর:- বাংলার প্রথম স্বল্পদৈর্ঘ্যের সবাক চলচ্চিত্র হল ‘জামাই ষষ্ঠী’ (১৯৩১ খ্রি.) এবং প্রথম পূর্ণদৈর্ঘ্যের সবাক চলচ্চিত্র হল ‘দেনাপাওনা’ (১৯৩১ খ্রি.)।
22. বাংলা চলচ্চিত্রে অসামান্য অবদান রেখেছেন এমন কয়েকজন পরিচালকের নাম লেখো।
উত্তর:- সত্যজিৎ রায়, ঋত্বিক ঘটক, মৃণাল সেন, তপন সিংহ প্রমুখ পরিচালক বাংলা চলচ্চিত্রে অসামান্য অবদান রেখেছেন।
23. ‘চলচ্চিত্র, মানুষ এবং আরও কিছু গ্রন্থটি কার রচনা ?
উত্তর:- ‘চলচ্চিত্র, মানুষ এবং আরও কিছু গ্রন্থটি ঋত্বিক কুমার ঘটকের রচনা।
24. কে, কবে ক্যামেরা আবিষ্কার করেন?
উত্তর:- আলেকজান্ডার ওয়ালকট ১৮৪০ খ্রিস্টাব্দে ক্যামেরা আবিষ্কার করেন।
25. ভারতে কবে ক্যামেরা বা ফোটো তোলার যন্ত্র আসে?
উত্তর:- ভারতে ১৮৫০-এর দশকের প্রথমদিকে ক্যামেরা বা ফোটো তোলার যন্ত্র আসে।
26. ‘কুন্তলীন তেল’ খ্যাত বাঙালি ফোটোগ্রাফারের নাম কী?
উত্তর:- ‘কুন্তলীন তেল’ খ্যাত বাঙালি ফোটোগ্রাফারের নাম হেমেন্দ্রনাথ বোস বা এইচ বোস।
27. কলকাতায় জাতীয় নাট্যশালা কবে প্রতিষ্ঠিত হয়?
উত্তর:- ১৮৭২ খ্রিস্টাব্দে কলকাতায় জাতীয় নাট্যশালা বা ন্যাশনাল থিয়েটার প্রতিষ্ঠিত হয়।
28. ‘জিওগ্রাফি অব ট্রান্সপোর্টেশন ইন ইস্টার্ন ইন্ডিয়া আনডার ব্রিটিশরাজ’ গ্রন্থটি কার রচনা ?
উত্তর:- ‘জিওগ্রাফি অব ট্রান্সপোর্টেশন ইন ইস্টার্ন ইন্ডিয়া আনডার ব্রিটিশরাজ’ গ্রন্থটি সুনীল কুমার মুন্সির রচনা।
29. ভারতে রেলপথ সম্প্রসারিত হয় কার আমলে?
উত্তর:- গভর্নর জেনারেল লর্ড ডালহৌসির আমলে ভারতে প্রথম রেলপথ সম্প্রসারিত হয়।
30. ‘ডিড উইমেন হ্যাড আ রেনেসাঁ ?’ গ্রন্থটি কার রচনা ?
উত্তর:- ‘ডিড উইমেন হ্যাভ আ রেনেসাঁ ?’ গ্রন্থটি জোয়ান কেলির রচনা।
31. ইকো ফেমিনিজম’-এর প্রবক্তা কে?
উত্তর:- ‘ইকো ফেমিনিজম’-এর প্রবক্তা ফ্রাঁসোয়া দেবান।
32. আন্তর্জাতিক নারী দিবস সর্বপ্রথম কবে পালিত হয় ?
উত্তর:- সর্বপ্রথম ১৯৭৫ খ্রিস্টাব্দের ৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবস পালিত হয়।
33. ‘এ হিস্ট্রি অব হিন্দু কেমিস্ট্রি’ গ্রন্থটি কার লেখা?
উত্তর:- ‘এ হিস্ট্রি অব হিন্দু কেমিস্ট্রি’ গ্রন্থটি আচার্য প্রফুল্লচন্দ্র রায়ের লেখা।
34. ভারতে প্রথম কবে, কোথায় রেলপথ চালু হয়?
উত্তর:- ভারতে প্রথম রেলপথ চালু হয় ১৮৫৩ খ্রিস্টাব্দে বোম্বাই থেকে থানে পর্যন্ত।
35. ‘ইঞ্জিন্স অব চেঞ্জ – দ্য রেলরোডস দ্যাট মেড ইন্ডিয়া’ বইটি কার লেখা?
উত্তর:- ‘ইঞ্জিন্স অব চেঞ্জ – দ্য রেলরোডস দ্যাট মেড ইন্ডিয়া’ বইটি লিখেছেন ইয়ান কের।
36. নিখিলনাথ রায়ের লেখা স্থানীয় ইতিহাস গ্রন্থটির নাম কী ?
উত্তর:- নিখিলনাথ রায়ের লেখা স্থানীয় ইতিহাস গ্রন্থটির নাম হল ‘মুর্শিদাবাদ কাহিনি’।
37. ‘নদীয়া কাহিনি’ কে রচনা করেন?
উত্তর:- ‘নদীয়া কাহিনি’ রচনা করেন কুমুদনাথ মল্লিক।।
38. ভারতবর্ষের প্রথম ইতিহাস গ্রন্থ কোনটি ?
উত্তর:- কলহন রচিত ‘রাজতরঙ্গিনী’ ভারতবর্ষের প্রথম ইতিহাস গ্রন্থ।
39. ‘হুগলি জেলার ইতিহাস’ গ্রন্থটি কার রচনা ?
উত্তর:- ‘হুগলি জেলার ইতিহাস’ গ্রন্থটি রচনা করেন সুধীর কুমার মিত্র।
40. ‘কলিকাতা দর্পণ’ গ্রন্থটি কে লিখেছেন ?
উত্তর:- ‘কলিকাতা দর্পণ’ গ্রন্থটি লিখেছেন রাধারমণ মিত্র।
41. ‘শহর বহরমপুর’ গ্রন্থটি কার লেখা?
উত্তর:- ‘শহর বহরমপুর’ গ্রন্থটি বিজয়কুমার বন্দ্যোপাধ্যায়ের লেখা।
42. বাংলার স্থানীয় ইতিহাসচর্চার প্রথম সার্থক গ্রন্থ কোনটি ?
উত্তর:- কালীকমল সার্বভৌম রচিত ‘সেতিহাস বগুড়ার বৃত্তান্ত’ বাংলার স্থানীয় ইতিহাসচর্চার প্রথম সার্থক গ্রন্থ।
43. শহরের ইতিহাসচর্চার ধারাটি কবে, কার উদ্যোগে শুরু হয় ?
উত্তর:- শহরের ইতিহাসচর্চার ধারাটি ১৯৭০-এর দশকে হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের স্টিফেন থার্নস্টর্মের উদ্যোগে শুরু হয়।
44. ‘পোর্ট, টাউনস অ্যান্ড সিটিজ’ গ্রন্থটির লেখক কে?
উত্তর:- ‘পোর্ট, টাউনস অ্যান্ড সিটিজ’ গ্রন্থটির লেখক লক্ষ্মী সুব্রহ্মনিয়ম।
45. ‘কলকাতা সংক্রান্ত’ গ্রন্থটি কার রচনা ?
উত্তর:- ‘কলকাতা সংক্রান্ত’ গ্রন্থটি পূর্ণেন্দু পত্রীর রচনা।
46. ‘আমেরিকান মিলিটারি লিডার্স’ গ্রন্থটি কে রচনা করেন?
উত্তর:- ‘আমেরিকান মিলিটারি লিডার্স’ গ্রন্থটি রচনা করেন রজার স্পিলার।
47. ‘আমেরিকান মিলিটারি হিস্ট্রি’ গ্রন্থটি কার রচনা ?
উত্তর:- ‘আমেরিকান মিলিটারি হিস্ট্রি’ গ্রন্থটি জন হোয়াইট ক্লে রচনা করেন।
48. ‘ব্রিটেন অ্যান্ড হার আর্মি’ গ্রন্থটি লেখক কে ?
উত্তর:- ‘ব্রিটেন অ্যান্ড হার আর্মি’ গ্রন্থটির লেখক বার্নেট।
49. ‘দ্য একজোটিক ইন ওয়েস্টার্ন মিউজিক’ গ্রন্থটির লেখক কে ?
উত্তর:- ‘দ্য একজোটিক ইন ওয়েস্টার্ন মিউজিক’ গ্রন্থটির লেখক জোনাথান বেলম্যান।
50. ‘দ্য ডন অব ইন্ডিয়ান মিউজিক ইন দ্য ওয়েস্ট’ গ্রন্থটি রচনা করেন কে?
উত্তর:- ‘দ্য ডন অব ইন্ডিয়ান মিউজিক ইন দ্য ওয়েস্ট’ গ্রন্থটি রচনা করেন পিটার লাভে জোলি।
51. ‘ডান্স অব ইন্ডিয়া’ গ্রন্থটির কে ?
উত্তর:- ‘ডান্স অব ইন্ডিয়া’ গ্রন্থটির লেখক শোভনা গুপ্ত।
52. ভারতের মন্দিরগুলিতে দেবদাসীদের নৃত্য উপভোগ করতে কারা?
উত্তর:- ভারতের মন্দিরগুলিতে দেবদাসীদের নৃত্য উপভোগ করত ব্রাক্ষ্মণ ও সমাজের উচ্চবর্ণের মানুষ।
53. উদয়শঙ্কর কী ধরনের নৃত্য পরিবেশন করতেন ?
উত্তর:- উদয়শঙ্কর প্রাচ্যের বিষয়কে কেন্দ্র করে পাশ্চাত্য রীতিতে নৃত্য পরিবেশন করতেন।
54. ‘বাংলা নাট্য সাহিত্যের ইতিহাস’ গ্রন্থটির রচয়িতা কে ?
উত্তর:- ‘বাংলা নাট্য সাহিত্যের ইতিহাস’ গ্রন্থটির রচয়িতা আশুতোষ ভট্টাচার্য।
55. ‘শিল্প-ইতিহাসবিদ’ বা ‘Art Historian’ কাদের বলা হয় ?
উত্তর:- যেসব ইতিহাসবিদ শিল্পচর্চা করেন, তাঁদের বলা হয় ‘শিল্প ইতিহাসবিদ’ বা ‘Art Historian”।
56. ‘ভারতের নৃত্যকলা’ গ্রন্থটি কার রচনা?
উত্তর:- ‘ভারতের নৃত্যকলা’ গ্রন্থটি রচনা করেন গায়ত্রী চট্টোপাধ্যায়।
57. ‘বাংলার মন্দির’ গ্রন্থটির লেখক কে?
উত্তর:- ‘বাংলার মন্দির’ গ্রন্থটির লেখক হিতেশরঞ্জন সান্যাল।
58. ‘একেই বলে শুটিং’ ও ‘বিষয় চলচ্চিত্র’ গ্রন্থ দুটি কে রচনা করেন?
উত্তর:- ‘একেই বলে শুটিং’ ও ‘বিষয় চলচ্চিত্র’ গ্রন্থ দুটি রচনা করেন সত্যজিৎ রায়।
59. প্রথম সবাক বাংলা চলচিত্রের নাম কী?
উত্তর:- প্রথম সবাক বাংলা চলচিত্রের নাম ‘দেনাপাওনা” (১৯৩১ খ্রি.)।
60. ‘ভারতের চিত্রকলা’ গ্ৰন্থটি কার লেখা?
উত্তর:- ‘ভারতের চিত্রকলা’ গ্ৰন্থটি অশোক মিত্রের লেখা।
61. ‘চিত্রকথা’ গ্ৰন্থ কে রচনা করেন ?
উত্তর:- ‘চিত্রকথা’ গ্রন্থটি রচনা করেন বিনোদবিহারী মুখোপাধ্যায়।
62. ‘বঙ্গীয় নাট্যশালার ইতিহাস’ গ্ৰন্থটি কে রচনা করেন?
উত্তর:- ‘বঙ্গীয় নাট্যশালার ইতিহাস’ গ্রন্থটি রচনা করেন ব্রজেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়।
63. ‘এ সোশ্যাল হিস্ট্রি অব ইন্ডিয়ান ফুটবল : স্ট্রাইভিং টু স্কোর’ গ্রন্থটি কারা রচনা করেন?
উত্তর:- ‘এ সোশ্যাল হিস্ট্রি অব ইন্ডিয়ান ফুটবল : স্ট্রাইভিং টু স্কোর’ গ্রন্থটি রচনা করেন বোরিয়া মজুমদার ও কৌশিক বন্দ্যোপাধ্যায়।
64. সচিন তেন্ডুলকরের আত্মজীবনীর নাম কী ?
উত্তর:- সচিন তেন্ডুলকরের আত্মজীবনীর নাম ‘প্লেয়িং ইট মাই ওয়ে’।
65. দ্য তাও অব ক্রিকেট : অন গেমস অফ ডেসটিনি অ্যান্ড দ্য ডেসটিনি অব গেমস’ গ্রন্থটি কে লেখেন?
উত্তর:- ‘দ্য তাও অব ক্রিকেট : অন গেম্স অফ ডেসটিনি অ্যান্ড দ্য ডেসটিনি অব গেমস’ গ্রন্থটি লিখেছেন আশিষ নন্দী।
66. ‘ইন্ডিয়া ফুড অ্যান্ড কুকিং’ গ্রন্থটি কে রচনা করেন ?
উত্তর:- ‘ইন্ডিয়া ফুড অ্যান্ড কুকিং’ গ্রন্থটি রচনা করেন প্যাট চ্যাপম্যান।
67. ‘টোয়েন্টি টু ইয়ার্ডস টু ফ্রিডম’ গ্রন্থটির লেখক কে?
উত্তর:- ‘টোয়েন্টি টু ইয়ার্ডস টু ফ্রিডম’ গ্রন্থটির লেখক ক্রীড়া ইতিহাসবিদ বোরিয়া মজুমদার।
68. পাল ও সেনযুগে বাংলায় কী ধরনের খাদ্যাভ্যাস চালু ছিল ?
উত্তর:- পাল ও সেনযুগে বাংলায় ভাত ও নিরামিষ ভোজনের খাদ্যাভ্যাস চালু ছিল।
69. প্রথম কে, কবে স্পঞ্জ রসগোল্লা তৈরি করেন ?
উত্তর:- কলকাতার বাগবাজারের নবীনচন্দ্র দাস ১৮৬৮ খ্রিস্টাব্দে প্রথম স্পঞ্জ রসগোল্লা তৈরি করেন।
70. ‘এ সোশ্যাল হিস্ট্রি অব ইটিং ইন মডার্ন আমেরিকা’ বইটি কে রচনা করেন ?
উত্তর:- ‘এ সোশ্যাল হিস্ট্রি অব ইটিং ইন মডার্ন আমেরিকা’ বইটি রচনা করেন হারভে লেভেনস্টেইন।
71. ‘বাঙালির বেশবাস, বিবর্তনের রূপরেখা’ গ্রন্থটির লেখক কে ?
উত্তর:- ‘বাঙালির বেশবাস বিবর্তনের রূপরেখা’ গ্রন্থটির লেখক মলয় রায়।
72. ‘ক্লোদিং ম্যাটারস ড্রেস অ্যান্ড আইডেনটিটি ইন ইন্ডিয়া’ বইটির লেখক কে?
উত্তর:- ‘ক্লোদিং ম্যাটারস ড্রেস অ্যান্ড আইডেনটিটি ইন ইন্ডিয়া’ বইটির লেখক এম্মা টারলো।
73. মান্না দের লেখা আত্মজীবনীমূলক গ্রন্থটির নাম কী?
উত্তর:- মান্না দের লেখা আত্মজীবনীমূলক গ্রন্থটির নাম ‘জীবনের জলসাঘরে”।
74. অ্যানাল গোষ্ঠীর কয়েকজন ঐতিহাসিকের নাম লেখো।
উত্তর:- অ্যানাল গোষ্ঠীর কয়েকজন ঐতিহাসিক ছিলেন মার্ক ব্লখ, লুসিয়েন ফেবর, ফার্নান্দ ব্রদেল, লাদুরি প্রমুখ।
75. নতুন সামাজিক ইতিহাসচর্চার সঙ্গে যুক্ত দুজন মার্কিন ঐতিহাসিকের নাম লেখো।
উত্তর:- নতুন সামাজিক ইতিহাসচর্চার সঙ্গে যুক্ত দুজন উল্লেখযোগ্য মার্কিন ঐতিহাসিক হলেন ইউজিন জেনোভিস ও হারবার্ট গুটম্যান।
76. ‘সাবলটার্ন স্টাডিজ রিডার : ১৯৮৬-১৯৯৫’ গ্রন্থটির লেখক কে ?
উত্তর:- ‘সাবলটার্ন স্টাডিজ রিডার : ১৯৮৬-১৯৯৫’ গ্রন্থটির লেখক রণজিৎ গুহ।
77. ভারতীয় খেলার ইতিহাসে ১৯১১ খ্রিস্টাব্দের গুরুত্বপূর্ণ ঘটনা কী ?
উত্তর:- ভারতীয় খেলার ইতিহাসে ১৯১১ খ্রিস্টাব্দের গুরুত্বপূর্ণ ঘটনা হল এই বছর ব্রিটিশ দলকে হারিয়ে ভারতের মোহনবাগান দল আই এফ এ শিল্ড জয়লাভ করে।
78. গৌতম ভট্টাচার্যের লেখা খেলাধুলার ইতিহাসচর্চা বিষয়ক কয়েকটি গ্রন্থের নাম লেখো।
উত্তর:- গৌতম ভট্টাচার্যের লেখা খেলাধুলার ইতিহাসচর্চা বিষয়ক কয়েকটি গ্রন্থ হল’বাপি বাড়ি যা’, ‘পঙ্কজ’, ‘কাপমহলা’
79. সরকারি নথিপত্র কোথায় সংরক্ষণ করা হয় ?
উত্তর:- সরকারি নথিপত্র সংরক্ষণ করা হয় মহাফেজখানায়।
80. ইতিহাস রচনায় সহায়তাকারী কয়েকটি সরকারি চিঠিপত্রের উদাহরণ দাও।
উত্তর:- ইতিহাস রচনায় সহায়তাকারি উল্লেখযোগ্য সরকারি চিঠিপত্র হল ইস্ট ইন্ডিয়া কোম্পানি, লর্ড মেকলে, লর্ড ডাফরিন, গান্ধীজি প্রমুখের লেখা বিভিন্ন চিঠিপত্র।
81. ঐতিহাসিক বিবরণ সমৃদ্ধ সরকারি নথিপত্রের একটি উদাহরণ দাও।
উত্তর:- ঐতিহাসিক বিবরণ সমৃদ্ধ সরকারি নথিপত্রের একটি উদাহরণ হল স্যার সৈয়দ আহমদ খান রচিত ‘দি কজেস অব ইন্ডিয়ান রিভোল্ট’।
82. বাংলার নীলচাষিদের ওপর অত্যাচারের তথ্যাদি কোন্ সরকারি নথি থেকে পাওয়া যায় ?
উত্তর:- বাংলার নীলচাষিদের ওপর অত্যাচারের তথ্যাদি পাওয়া যায় ১৮৬০ খ্রিস্টাব্দের নীল কমিশনের রিপোর্ট থেকে।
83. ব্রিটিশ আমলের বহু ঐতিহাসিক তথ্য জানা যায় এমন কিছু সরকারি নথিপত্রের নাম কর।
উত্তর:- ব্রিটিশ আমলের বহু ঐতিহাসিক তথ্য পাওয়া যায় এমন কয়েকটি সরকারি নথিপত্র হল নীল কমিশন (১৮৬০ খ্রি.), হান্টার কমিশন (১৮৮২ খ্রি.), সিডিশন কমিশন (১৯১৮ খ্রি.) প্রভৃতির রিপোর্ট।
84. কন্যা ইন্দিরাকে লেখা পিতা জওহরলালের চিঠিগুলি বাংলা ভাষায় কী শিরোনামে প্রকাশিত হয়েছে?
উত্তর:- কন্যা ইন্দিরাকে লেখা পিতা জওহরলালের চিঠিগুলি বাংলা ভাষায় ‘কল্যাণীয়াসু ইন্দু’ শিরোনামে প্রকাশিত হয়েছে।
85. কন্যা ইন্দিরাকে লেখা পিতা জওহরলালের চিঠিগুলি হিন্দি ভাষায় কে, কী নামে প্রকাশ করেছেন ?
উত্তর:- কন্যা ইন্দিরাকে লেখা পিতা জওহরলালের চিঠিগুলি হিন্দি ভাষায় সাহিত্যিক মুন্সি প্রেমচাঁদ ‘পিতা কে পত্ৰ পুত্ৰী কে নাম’ শিরোনামে প্রকাশ করেছেন।
86. জওহরলাল নেহরু কী উদ্দেশ্যে তাঁর কন্যা ইন্দিরাকে চিঠিগুলি লিখেছিলেন ?
উত্তর:- পিতা জওহরলাল নেহরু কন্যা ইন্দিরাকে বিশ্ব ইতিহাস বিষয়ে জ্ঞান দান করার উদ্দেশ্যে চিঠিগুলি লিখেছিলেন।
87. ইন্দিরা গান্ধিকে লেখা জওহরলাল নেহরুর চিঠিটির নাম কী ?
উত্তর:- ইন্দিরা গান্ধিকে লেখা জওহরলাল নেহরুর চিঠিটির নাম হল ‘লেটার্স ফ্রম আ ফাদার টু হিজ ডটার’।
88. প্রথম বাংলা সংবাদপত্র / মাসিক পত্রিকা কোনটি?
উত্তর:- প্রথম বাংলা সংবাদপত্র / মাসিক পত্রিকা ‘দিগদর্শন’।
89. সোমপ্রকাশ’ পত্রিকার সম্পাদক কে ?
উত্তর:- ‘সোমপ্রকাশ’ পত্রিকার সম্পাদক দ্বারকানাথ বিদ্যাভূষণ।
90. প্রথম বাংলা সাপ্তাহিক পত্রিকা কোনটি ?
উত্তর:- প্রথম বাংলা সাপ্তাহিক পত্রিকা হল সমাচার দর্পণ।
91. ‘বঙ্গদর্শন’ সাময়িকপত্র কে প্রবর্তন করেন ?
উত্তর:- ‘বঙ্গদর্শন’ সাময়িকপত্র বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় প্রবর্তন করেন।
92. ‘বঙ্গদর্শন’ পত্রিকার সম্পাদক কে ছিলেন ?
উত্তর:- বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় ছিলেন ‘বঙ্গদর্শন’ পত্রিকার সম্পাদক।
93. ‘দিগদর্শন’ পত্রিকার সম্পাদক কে ছিলেন ?
উত্তর:- ‘দিগদর্শন’ পত্রিকার সম্পাদক ছিলেন মার্শম্যান।
4. সরলাদেবী চৌধুরানির আত্মজীবনীমূলক গ্রন্থের নাম কী ?
উত্তর:- সরলাদেবী চৌধুরানির আত্মজীবনীমূলক গ্রন্থের নাম ‘জীবনের ঝরাপাতা’।
95. প্রথম যুগের দুজন ভারতীয় ফোটোগ্রাফারের নাম লেখো।
উত্তর:- প্রথম যুগের উল্লেখযোগ্য দুজন ভারতীয় ফোটোগ্রাফার ছিলেন আহমেদ আলি খান ও লাল দীনদয়াল ।
96. ‘বাংলার মাটি, বাংলার জল’ গানটি কে রচনা করেন?
উত্তর:- বাংলার মাটি, বাংলার জল’ গানটি রচনা করেন রবীন্দ্রনাথ ঠাকুর।
97. ১৮৫৭ খ্রিস্টাব্দের মহাবিদ্রোহের ছবি তুলেছেন এমন কয়েকজন ফোটোগ্রাফারের নাম লেখো।
উত্তর:- ১৮৫৭ খ্রিস্টাব্দের মহাবিদ্রোহের ছবি তুলেছেন এমন কয়েকজন ফোটোগ্রাফার হলেন ড. জন মুরে, ফেলিক্স বিয়াতো, টাইটলার দম্পতি প্রমুখ।
98. কে, কবে ‘সোমপ্রকাশ’ পত্রিকা প্রকাশ করেন ?
উত্তর:- দ্বারকানাথ বিদ্যাভূষণ ১৮৫৮ খ্রিস্টাব্দে ‘সোমপ্রকাশ’ পত্রিকা প্রকাশ করেন।
আরোও পড়ুন
- দশম শ্রেণী (দ্বিতীয় অধ্যায়): সংস্কার বৈশিষ্ট্য ও পর্যালোচনা হতে অতি সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর (SAQ)
- দশম শ্রেণী (তৃতীয় অধ্যায়): প্রতিরোধ ও বিদ্রোহ-বৈশিষ্ট্য ও বিশ্লেষণ হতে অতি সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর (SAQ)
- দশম শ্রেণী (চতুর্থ অধ্যায়): সংঘবদ্ধতার গোড়ার কথা: বৈশিষ্ট্য ও বিশ্লেষণ হতে অতি সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর (SAQ)
- দশম শ্রেণী (পঞ্চম অধ্যায়): বিকল্প চিন্তা ও উদ্দোগ হতে অতি সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর (SAQ)
- দশম শ্রেণী (ষষ্ঠ অধ্যায়): কৃষক, শ্রমিক ও বামপন্থী আন্দোলন- বৈশিষ্ট্য ও পর্যালোচনা হতে অতি সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর (SAQ)
- দশম শ্রেণী (সপ্তম অধ্যায়): নারী, ছাত্র ও প্রান্তিক জনগোষ্ঠীর আন্দোলন হতে অতি সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর (SAQ)
- দশম শ্রেণী (অষ্টম অধ্যায়): উত্তর-ঔপনিবেশিক ভারত হতে অতি সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর (SAQ)