দশম শ্রেণী (দ্বিতীয় অধ্যায়): সংস্কার বৈশিষ্ট্য ও পর্যালোচনা হতে অতি সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর (SAQ)

দশম শ্রেণী (দ্বিতীয় অধ্যায়): সংস্কার বৈশিষ্ট্য ও পর্যালোচনা হতে অতি সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর (SAQ)

মাধ্যমিক দশম শ্রেণী (দ্বিতীয় অধ্যায়): সংস্কার বৈশিষ্ট্য ও পর্যালোচনা হতে অতি সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর (SAQ)

১. বামাবোধিনী পত্রিকা’র শেষ সম্পাদক কে ছিলেন?

উত্তর:- ‘বামাবোধিনী পত্রিকা’র শেষ সম্পাদক ছিলেন আনন্দ কুমার দত্ত।

২. ‘বামাবোধিনী’ পত্রিকা কতদিন চলে?

উত্তর:- বামাবোধিনী পত্রিকা ১৮৬৩ খ্রিস্টাব্দ থেকে ১৯২২ খ্রিস্টাব্দ পর্যন্ত চলে।

৩. ‘হিন্দু প্যাট্রিয়ট’ পত্রিকা কোন্ ভাষায় প্রকাশিত হয়?

উত্তর:- ‘হিন্দু প্যাট্রিয়ট’ পত্রিকা ইংরেজি ভাষায় প্রকাশিত হয়।

৪. হরিশচন্দ্র মুখোপাধ্যায় কে ছিলেন?

উত্তর:- হরিশচন্দ্র মুখোপাধ্যায় ছিলেন একজন নির্ভীক সাংবাদিক এবং ‘হিন্দু প্যাট্রিয়ট’ পত্রিকার সম্পাদক।

৫. ‘অবলাবান্ধব’ পত্রিকার সম্পাদক কে ছিলেন?

উত্তর:- ‘অবলাবান্ধব’ পত্রিকার সম্পাদক ছিলেন দ্বারকানাথ গঙ্গোপাধ্যায়।

৬. কোন্ পত্রিকাকে ‘গ্রামীণ সংবাদপত্রের জনক’ বলা হয়?

উত্তর:- ‘গ্রামবার্তাপ্রকাশিকা’-কে ‘গ্রামীণ সংবাদপত্রের জনক’ বলা হয়।

৭. হরিনাথ মজুমদার সাধারণ মানুষের কাছে কী নামে পরিচিত ছিলেন?

উত্তর:- হরিনাথ মজুমদার সাধারণ মানুষের কাছে ‘কাঙাল হরিনাথ’ নামে পরিচিত ছিলেন।

৮. ‘গ্রামবার্তাপ্রকাশিকা’ পত্রিকা কোথা থেকে প্রকাশিত হত?

উত্তর:- ‘গ্রামবার্তাপ্রকাশিকা’ পত্রিকা অবিভক্ত বাংলার কুষ্টিয়া জেলার কুমারখালি থেকে প্রকাশিত হত।

৯. কলকাতা থেকে প্রথম কোন্ সংবাদপত্র প্রকাশিত হয়?

উত্তর:- কলকাতা থেকে প্রকাশিত প্রথম সংবাদপত্র হল ‘বেঙ্গল গেজেট’।

১০. বাংলা ভাষায় প্রকাশিত বাঙালি পরিচালিত প্রথম পত্রিকা কোনটি?

উত্তর:- বাংলা ভাষায় প্রকাশিত বাঙালি পরিচালিত প্রথম সংবাদপত্র হল ‘বাঙ্গালা গেজেট’।

১১. কালীপ্রসন্ন সিংহের অমর সাহিত্যকীর্তি কোনটি?

উত্তর:- কালীপ্রসন্ন সিংহের অমর সাহিত্যকীর্তির নাম হল ‘হুতোমপ্যাঁচার নক্সা’।

১২. কে, কবে বিদ্যোৎসাহিনী সভা প্রতিষ্ঠা করেন?

উত্তর:- কালীপ্রসন্ন সিংহ ১৮৫৫ খ্রিস্টাব্দে বিদ্যোৎসাহিনী সভা প্রতিষ্ঠা করেন।

১৩. দীনবন্ধু মিত্র কে ছিলেন?

উত্তর:- দীনবন্ধু মিত্র ছিলেন একজন বাংলা সাহিত্যিক, ‘নীলদর্পণ’ নাটক ছিল যাঁর শ্রেষ্ঠ সাহিত্যকীর্তি।

১৪. দীনবন্ধু মিত্র কবে, কোথায় জন্মগ্রহণ করেন?

উত্তর:- দীনবন্ধু মিত্র ১৮২৯ খ্রিস্টাব্দে বর্তমান উত্তর ২৪ পরগনা জেলার চৌবেড়িয়া গ্রামে জন্মগ্রহণ করেন।

১৫. নীলবিদ্রোহের প্রেক্ষাপটে কোন্ বাংলা নাটকটি রচিত হয়?

উত্তর:- নীলবিদ্রোহের প্রেক্ষাপটে ‘নীলদর্পণ’ নাটকটি রচিত হয়।

১৬. নীলদর্পণ কে রচনা করেন?

উত্তর:- নীলদর্পণ রচনা করেন দীনবন্ধু মিত্র।

১৭. কবে, কারা কাদের বিরুদ্ধে নীলবিদ্রোহ করে?

উত্তর:- ১৮৫৮-৫৯ খ্রিস্টাব্দ নাগাদ বাংলার অত্যাচারী নীলকর সাহেবদের বিরুদ্ধে বাংলার অত্যাচারিত নীলচাষিরা নীলবিদ্রোহ করে।

১৮. ‘নীলদর্পণ’ নাটকে প্রধান অত্যাচারী নীলকর সাহেবের চরিত্রটির নাম কী?

উত্তর:- ‘নীলদর্পণ’ নাটকে প্রধান অত্যাচারী নীলকর সাহেবের চরিত্রটির নাম ছিল উড।

১৯. কলকাতায় জাতীয় নাট্যশালা কবে প্রতিষ্ঠিত হয়?

উত্তর:- কলকাতায় জাতীয় নাট্যশালা ১৮৭২ খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয়।

২০. কোন্ বাংলা নাটক প্রথম ইংরেজি ভাষায় অনূদিত হয়?

উত্তর:- বাংলা নাটক ‘নীলদর্পণ’ প্রথম ইংরেজি ভাষায় অনূদিত হয়।

২১. রেভারেন্ড জেমস লং সাহেবের বিচারে জরিমানার ১ হাজার টাকা কে পরিশোধ করেন?

উত্তর:- রেভারেন্ড জেমস লং সাহেবের বিচারে জরিমানার ১ হাজার টাকা পরিশোধ করেন কালীপ্রসন্ন সিংহ।

২২. উমেশচন্দ্র দত্তর লেখা দুটি গ্রন্থের নাম লেখো।

উত্তর:- উমেশচন্দ্র দত্তর লেখা দুটি গ্রন্থ হল ‘বামারচনাবলী’ ও ‘স্ত্রীলোকদিগের বিদ্যার আবশ্যকতা’।

২৩. ব্রিটিশ কোম্পানি কোন আইনের দ্বারা ভারতীয় জনশিক্ষার জন্য বার্ষিক ১ লক্ষ টাকা ব্যয়ের সিদ্ধান্ত নেয়?

উত্তর:- ১৮১৩ খ্রিস্টাব্দের চার্টার অ্যাক্ট বা সনদ আইনের দ্বারা ব্রিটিশ কোম্পানি ভারতীয় জনশিক্ষার জন্য বার্ষিক ১ লক্ষ টাকা ব্যয়ের সিদ্ধান্ত নেয়।

২৪. ‘ক্রমনিম্ন পরিস্রুত নীতি’ বা ‘চুঁইয়ে পড়া নীতি’র প্রবক্তা কে?

উত্তর:- ‘ক্রমনিম্ন পরিদ্রুত নীতি’ বা ‘চুঁইয়ে পড়া নীতি’র প্রবক্তা হলেন লর্ড মেকলে।

২৫. কোন প্রস্তাবের সুপারিশ অনুসারে লর্ড বেন্টিঙ্ক ভারতে ইংরেজি শিক্ষার প্রসারের সিদ্ধান্ত নেন?

উত্তর:- মেকলের প্রস্তাব বা ‘মিনিট’-এর সুপারিশ অনুসারে লর্ড বেন্টিঙ্ক ভারতে ইংরেজি শিক্ষার প্রসারের সিদ্ধান্ত নেন।

২৬. শ্রীরামপুরের ব্যাপটিস্ট মিশনের কয়েকজন উল্লেখযোগ্য সদস্যের নাম লেখো।

উত্তর:- শ্রীরামপুরের ব্যাপটিস্ট মিশনের উল্লেখযোগ্য কয়েকজন সদস্যের নাম হল উইলিয়াম কেরি, মার্শম্যান, ওয়ার্ড প্রমুখ।

২৭. কোন নির্দেশনামাকে ভারতে পাশ্চাত্য শিক্ষাবিস্তারের ম্যাগনা কাটা বা মহাসনদ বলা হয়?

উত্তর:- উডের ডেসপ্যাচকে (১৮৫৪ খ্রি.) ভারতে পাশ্চাত্য শিক্ষাবিস্তারের ম্যাগনা কার্টা বা মহাসনদ বলা হয়।

২৮. স্কুল বুক সোসাইটি কে প্রতিষ্ঠা করেন?

উত্তর:- স্কুল বুক সোসাইটি প্রতিষ্ঠা করেন ডেভিড হেয়ার।

২৯. ‘ওরিয়েন্টাল সেমিনারি’ কে স্থাপন করেন?

উত্তর:- ‘ওরিয়েন্টাল সেমিনারি’ স্থাপন করেন গৌরমোহন আঢ্য।

৩০. ভারতের প্রথম বালিকা বিদ্যালয় কোনটি?

উত্তর:- ভারতের প্রথম বালিকা বিদ্যালয় হল ১৮৪৯ খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হিন্দু বালিকা বিদ্যালয় (বর্তমান বেথুন স্কুল)।

৩১. ভারতীয় উপমহাদেশের প্রথম মহিলা কলেজ কোনটি?

উত্তর:- ভারতীয় উপমহাদেশের প্রথম কলেজ বেথুন কলেজ।

৩২. বাংলায় নারীশিক্ষার প্রসারে প্রথম কারা উদ্যোগ নেয়?

উত্তর:- বাংলায় নারীশিক্ষার প্রসারে খ্রিস্টান মিশনারিরা প্রথম উদ্যোগ নেয়।

৩৩. কলকাতা মেডিকেল কলেজের বিল্ডিং তৈরির জন্য কে জমি দান করেন?

উত্তর:- কলকাতা মেডিকেল কলেজের বিল্ডিং তৈরির জন্য জমি দান করেন মতিলাল শীল।

৩৪. কলকাতা মেডিকেল কলেজের প্রথম অধ্যক্ষ কে ছিলেন?

উত্তর:- কলকাতা মেডিকেল কলেজের প্রথম অধ্যক্ষ ছিলেন ব্রামলি।

৩৫. দক্ষিণ এশিয়ার প্রথম পশ্চিমি ধাঁচের বিশ্ববিদ্যালয় কোনটি?

উত্তর:- দক্ষিণ এশিয়ার প্রথম পশ্চিমি ধাঁচের বিশ্ববিদ্যালয় হল কলিকাতা বিশ্ববিদ্যালয় (১৮৫৭ খ্রি.)।

৩৬. কোন উপাচার্যের সময় কলিকাতা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার উৎকর্ষ চরম শিখরে পৌঁছোয়?

উত্তর:- স্যার আশুতোষ মুখোপাধ্যায় উপাচার্য থাকার সময় কলিকাতা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার উৎকর্ষ চরম শিখরে পৌঁছোয়।

৩৭. এশিয়ার প্রথম ডি লিট কে ছিলেন?

উত্তর:- এশিয়ার প্রথম ডি লিট ছিলেন বেণীমাধব বড়ুয়া।

৩৮. ‘শ্রীরামপুর ত্রয়ী’ নামে কারা পরিচিত?

উত্তর:- শ্রীরামপুর মিশনের উইলিয়াম কেরি, ওয়ার্ড ও মার্শম্যান ‘শ্রীরামপুর ত্রয়ী’ নামে পরিচিত।

৩৯. কে উনিশ শতকে বাংলার নবজাগরণকে ‘তথাকথিত নবজাগরণ’ বলে অভিহিত করেছেন?

উত্তর:- অশোক মিত্র উনিশ শতকে বাংলার নবজাগরণকে ‘তথাকথিত নবজাগরণ’ বলে অভিহিত করেছেন।

৪০. কে, কবে কলকাতা মাদ্রাসা প্রতিষ্ঠা করেন?

উত্তর:- লর্ড ওয়ারেন হেস্টিংস ১৭৮১ খ্রিস্টাব্দে কলকাতা মাদ্রাসা প্রতিষ্ঠা করেন।

৪১. কে, কবে এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠা করেন?

উত্তর:- প্রাচ্যবিদ স্যার উইলিয়াম জোন্স ১৭৮৪ খ্রিস্টাব্দে কলকাতায় এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠা করেন।

৪২. কে, কবে বারাণসী সংস্কৃত কলেজ প্রতিষ্ঠা করেন?

উত্তর:- জোনাথন ডানকান ১৭৯২ খ্রিস্টাব্দে বারাণসী সংস্কৃত কলেজ প্রতিষ্ঠা করেন।

৪৩. কে, কবে ফোর্ট উইলিয়াম কলেজ প্রতিষ্ঠা করেন?

উত্তর:- লর্ড ওয়েলেসলি ১৮০০ খ্রিস্টাব্দে কলকাতায় ফোর্ট উইলিয়াম কলেজ প্রতিষ্ঠা করেন।

৪৪. কত খ্রিস্টাব্দে সংস্কৃত কলেজ প্রতিষ্ঠিত হয়?

উত্তর:- ১৮২৪ খ্রিস্টাব্দে সংস্কৃত কলেজ প্রতিষ্ঠিত হয়।

৪৫. প্রাচ্যবাদের কয়েকজন সমর্থকের নাম লেখো।

উত্তর:- প্রাচ্যবাদের কয়েকজন সমর্থক হলেন এইচ টি প্রিন্সেপ কোলব্রক, উইলসন প্রমুখ।

৪৬. প্রথম কে, কবে ভারতে ইংরেজি শিক্ষার প্রসারকে সরকারের নীতি হিসেবে ঘোষণা করেন?

উত্তর:- লর্ড উইলিয়াম বেন্টিঙ্ক ভারতে ইংরেজি শিক্ষার প্রসারকে সরকারের নীতি হিসেবে ঘোষণা করেন।

৪৭. কবে, কাদের উদ্যোগে শ্রীরামপুর কলেজ প্রতিষ্ঠিত হয়?

উত্তর:- ১৮১৮ খ্রিস্টাব্দে শ্রীরামপুর ব্যাপটিস্ট মিশনের উদ্যোগে শ্রীরামপুর কলেজ প্রতিষ্ঠিত হয়।

৪৮. কবে, কার উদ্যোগে, কোথায় বিশপ কলেজ প্রতিষ্ঠিত হয়?

উত্তর:- ১৮১৯ খ্রিস্টাব্দে কলকাতায় বিশপ মিডলটন-এর উদ্যোগে শিবপুরে বিশপ কলেজ প্রতিষ্ঠিত হয়।

৪৯. কে, কবে, কোথায় অ্যাংলো-হিন্দু স্কুল প্রতিষ্ঠা করেন?

উত্তর:- রামমোহন রায় ১৮২২ খ্রিস্টাব্দে কলকাতায় অ্যাংলো-হিন্দু স্কুল প্রতিষ্ঠা করেন।

৫০. খ্রিস্টান মিশনারিদের উদ্যোগে প্রতিষ্ঠিত প্রথম উল্লেখযোগ্য বালিকা বিদ্যালয় কোনটি?

উত্তর:- খ্রিস্টান মিশনারিদের উদ্যোগে প্রতিষ্ঠিত প্রথম উল্লেখযোগ্য বালিকা বিদ্যালয় শ্রীরামপুরের খ্রিস্টান মিশনারি উইলিয়াম কেরি ও মার্শম্যানের উদ্যোগে ১৮১১ খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত বালিকা বিদ্যালয়।

৫১. বাংলার প্রথম বিএ বা স্নাতক ডিগ্রিপ্রাপ্ত নারীদের নাম লেখো।

উত্তর:- বাংলার প্রথম বিএ বা স্নাতক ডিগ্রিপ্রাপ্ত নারী হলেন কাদম্বিনী গঙ্গোপাধ্যায় ও চন্দ্রমুখী বসু।

৫২. কে, কবে ‘স্ত্রীশিক্ষা বিধায়ক’ নামে একটি পুস্তিকা প্রকাশ করেন?

উত্তর:- রাধাকান্ত দেব ১৮২২ খ্রিস্টাব্দে ‘স্ত্রীশিক্ষা বিধায়ক’ নামে একটি পুস্তিকা প্রকাশ করেন।

৫৩. স্কুল বুক সোসাইটি (১৮১৭ খ্রি.) প্রতিষ্ঠার উদ্দেশ্য কী ছিল?

উত্তর:- স্কুল বুক সোসাইটি (১৮১৭ খ্রি.) প্রতিষ্ঠার উদ্দেশ্য ছিল বাংলা ও ইংরেজি ভাষায় পাঠ্যপুস্তক রচনা করা।

৫৪. ‘বেদান্ত কলেজ’ কে প্রতিষ্ঠা করেন?

উত্তর:- ‘বেদান্ত কলেজ’ প্রতিষ্ঠা করেন রাজা রামমোহন রায়।

৫৫. বেঙ্গল স্কুল অফ আর্ট কে প্রতিষ্ঠা করেন?

উত্তর:- বেঙ্গল স্কুল অফ আর্ট প্রতিষ্ঠা করেন অবনীন্দ্রনাথ ঠাকুর।

৫৬. কলকাতা মেডিকেল কলেজের প্রথম ব্যাচের কয়েকজন খ্যাতনামা ছাত্রের নাম লেখো।

উত্তর:- কলকাতা মেডিকেল কলেজের প্রথম ব্যাচের কয়েকজন খ্যাতনামা ছাত্র ছিলেন উমেশচন্দ্র শেঠ, রাজকৃষ্ণ দে, দ্বারকানাথ গুপ্ত প্রমুখ।

৫৭. কোন নির্দেশনামার ভিত্তিতে কবে কলিকাতা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়?

উত্তর:- উডের ডেসপ্যাচের (১৮৫৪ খ্রি.) ভিত্তিতে ১৮৫৭ খ্রিস্টাব্দে কলিকাতা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়।

৫৮. কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম উপাচার্য কে ছিলেন?

উত্তর:- কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম উপাচার্য ছিলেন সুপ্রিম কোর্টের প্রাক্তন প্রধান বিচারপতি স্যার জেমস উইলিয়াম কোলভিল।

৫৯. কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম বিএ বা স্নাতক কারা ছিলেন?

উত্তর:- কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম বিএ বা স্নাতক ছিলেন যদুনাথ বোস ও বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় (১৮৫৮ খ্রি.)।

৬০. ব্রাহ্মসমাজ কে প্রতিষ্ঠা করেন?

উত্তর:- ব্রাহ্মসমাজ প্রতিষ্ঠা করেন রাজা রামমোহন রায়।

৬১. আদি ব্রাত্মসমাজে কে নেতৃত্ব দেন?

উত্তর:- দেবেন্দ্রনাথ ঠাকুর আদি ব্রাহ্মসমাজে নেতৃত্ব প্রদান করেন।

৬২. দেবেন্দ্রনাথ ঠাকুর কবে ব্রাহ্মধর্মে দীক্ষিত হন?

উত্তর:- দেবেন্দ্রনাথ ঠাকুর ১৮৩৮ খ্রিস্টাব্দে ব্রাহ্মধর্মে দীক্ষিত হন।

৬৩. দেবেন্দ্রনাথ ঠাকুর কাকে ‘ব্রহ্মানন্দ’ উপাধি দেন?

উত্তর:- দেবেন্দ্রনাথ ঠাকুর কেশবচন্দ্র সেনকে ‘ব্রহ্মানন্দ’ উপাধি দিয়েছিলেন (১৮৬২ খ্রি.)।

৬৪. নববিধান ব্রাহ্মসমাজ কে প্রতিষ্ঠা করেছিলেন?

উত্তর:- কেশবচন্দ্র সেন নববিধান ব্রাহ্মসমাজ প্রতিষ্ঠা করেছিলেন।

৬৫. তত্ত্ববোধিনী সভা থেকে প্রকাশিত পত্রিকার নাম কী ছিল?

উত্তর:- তত্ত্ববোধিনী সভা থেকে প্রকাশিত পত্রিকার নাম ছিল ‘তত্ত্ববোধিনী পত্রিকা’।

৬৬. অ্যাকাডেমিক অ্যাসোসিয়েশনের মুখপত্রের নাম কী ছিল?

উত্তর:- অ্যাকাডেমিক অ্যাসোসিয়েশনের মুখপত্রের নাম ছিল এথেনিয়াম।

৬৭. বিধবাবিবাহের সপক্ষে সর্বপ্রথম কে জোরালো আন্দোলন গড়ে তোলেন?

উত্তর:- বিধবাবিবাহের সপক্ষে সর্বপ্রথম জোরালো আন্দোলন গড়ে তোলেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর।

৬৮. বিধবাবিবাহ আইন পাস হওয়ার পর প্রথম কোন্ বিধবার বিবাহ হয়?

উত্তর:- বিধবাবিবাহ আইন পাস হওয়ার পর প্রথম বিধবা হিসেবে বিবাহ হয় কালীমতীর।

৬৯. উনিশ শতকে বাংলায় কারা সমাজসংস্কারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন?

উত্তর:- উনিশ শতকে বাংলায় রাজা রামমোহন রায়, ব্রাহ্মসমাজ, ‘নব্যবঙ্গ গোষ্ঠী’, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর প্রমুখ সমাজসংস্কারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।

৭০. কে, কবে তত্ত্ববোধিনী সভা প্রতিষ্ঠা করেন?

উত্তর:- ব্রাহ্মনেতা দেবেন্দ্রনাথ ঠাকুর ১৮৩৯ খ্রিস্টাব্দে তত্ত্ববোধিনী সভা প্রতিষ্ঠা করেন।

৭১. রক্ষণশীল হিন্দুরা কোন্ পুস্তিকার মাধ্যমে সতীদাহপ্রথা সম্পর্কে রামমোহনের বক্তব্যের বিরোধিতা করেন?

উত্তর:- রক্ষণশীল হিন্দুরা ‘বিধায়ক’ নামে একটি পুস্তিকার প্রকাশ করে সতীদাহপ্রথা সম্পর্কে রামমোহনের বক্তব্যের বিরোধিতা করেন।

৭২. নব্যবঙ্গ গোষ্ঠীর উদ্যোগে প্রকাশিত কয়েকটি পত্রিকার নাম লেখো।

উত্তর:- নব্যবঙ্গ গোষ্ঠীর উদ্যোগে প্রকাশিত কয়েকটি উল্লেখযোগ্য পত্রিকার নাম হল ‘এথেনিয়াম’, ‘পার্থেনন’, ‘ক্যালাইডোস্কোপ’ প্রভৃতি।

৭৩. বিধবাবিবাহের সমর্থনে বিদ্যাসাগরের লেখা একটি পুস্তিকার নাম লেখো।

উত্তর:- বিধবাবিবাহের সমর্থনে বিদ্যাসাগরের লেখা একটি পুস্তিকা হল ‘বিধবাবিবাহ প্রচলিত হওয়া উচিত কিনা এতদ্বিষয়ক প্রস্তাব’।

৭৪. কার উদ্যোগে, কবে ‘ইন্ডিয়ান মিরর’ পত্রিকা প্রকাশিত হয়?

উত্তর:- ১৮৬১ খ্রিস্টাব্দে কেশবচন্দ্র সেনের উদ্যোগে ‘ইন্ডিয়ান মিরর’ পত্রিকা প্রকাশিত হয়।

৭৫. কেশবচন্দ্র সেনের উদ্যোগে প্রকাশিত কয়েকটি পত্রপত্রিকার নাম লেখো।

উত্তর:- কেশবচন্দ্র সেনের উদ্যোগে প্রকাশিত উল্লেখযোগ্য পত্রপত্রিকাগুলি হল ‘সুলভ সমাচার’ (১৮৭০ খ্রি.), ‘ভারত শ্রমজীবী’ (১৮৭৮ খ্রি.), ‘মদ না গরল’ প্রভৃতি।

৭৬. ভারতবর্ষীয় ব্রাহ্মসমাজ কবে গঠিত হয়?

উত্তর:- ভারতবর্ষীয় ব্রাহ্মসমাজ ১৮৬৬ খ্রিস্টাব্দে গঠিত হয়।

৭৭. বিজয়কৃষ্ণ গোস্বামী ব্রাহ্মসমাজের কোন্ শাখা প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা নেন?

উত্তর:- বিজয়কৃষ্ণ গোস্বামী ব্রাহ্মসমাজের একটি শাখা, সাধারণ ব্রাহ্মসমাজ (১৮৭৮ খ্রি.) প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।

৭৮. বাংলায় নব্যবৈষ্ণব আন্দোলনের সূচনা করেন কে?

উত্তর:- বিজয়কৃষ্ণ গোস্বামী বাংলায় নব্যবৈষ্ণব আন্দোলনের সূচনা করেন।

৭৯. বিজয়কৃষ্ণ গোস্বামী কোথায় আশ্রম প্রতিষ্ঠা করে নব্যবৈষ্ণব ধর্মসাধনা শুরু করেন?

উত্তর:- বিজয়কৃষ্ণ গোস্বামী ঢাকার গেন্ডারিয়ায় আশ্রম প্রতিষ্ঠা করে নব্যবৈষ্ণব ধর্মসাধনা শুরু করেন।

৮০. বিজয়কৃষ্ণ গোস্বামীর লেখা একটি বিখ্যাত গ্রন্থের নাম লেখো।

উত্তর:- বিজয়কৃষ্ণ গোস্বামীর লেখা একটি বিখ্যাত গ্রন্থ হল ‘প্রশ্নোত্তর’।

৮১. শ্রীরামকৃষ্ণের প্রিয় শিষ্য কে ছিলেন?

উত্তর:- শ্রীরামকৃষ্ণের প্রিয় শিষ্য ছিলেন স্বামী বিবেকানন্দ।

৮২. লালন ফকির কে ছিলেন?

উত্তর:- লালন ফকির ছিলেন বাংলার একজন বাউল কবি।

৮৩. লালন ফকির কত বছর বেঁচেছিলেন?

উত্তর:- লালন ফকির ১১৬ বছর বেঁচেছিলেন বলে মনে করা হয়।

৮৪. বিজয়কৃষ্ণ গোস্বামী ব্রাহ্মসমাজ ত্যাগ করে কোন্ ধর্ম গ্রহণ করেন?

উত্তর:- বিজয়কৃষ্ণ গোস্বামী ব্রাহ্মসমাজ ত্যাগ করে বৈষ্ণবধর্মে ফিরে আসেন এবং ঢাকার গেন্ডারিয়ায় আশ্রম প্রতিষ্ঠা করে ধর্মসাধনায় মন দেন।

৮৫. কে বলেন, “সাধারণ মানুষের সেবা করাই হল ব্রহ্মের সেবা করা”?

উত্তর:- স্বামী বিবেকানন্দ বলেন, “সাধারণ মানুষের সেবা করাই হল ব্রহ্মের সেবা করা”।

৮৬. স্বামী বিবেকানন্দ কবে, কোথায় বিশ্বধর্ম সম্মেলনে যোগ দেন?

উত্তর:- স্বামী বিবেকানন্দ ১৮৯৩ খ্রিস্টাব্দে (১১-২৭ সেপ্টেম্বর) আমেরিকার শিকাগো বিশ্বধর্ম সম্মেলনে (পার্লামেন্ট অব রিলিজিয়ন্স) যোগ দেন।

৮৭. মহম্মদ মহসীনকে ‘হাজি’ বলা হয় কেন?

উত্তর:- মহম্মদ মহসীন মক্কায় হজ্ ব্রত পালন করেন বলে তিনি ‘হাজি’ উপাধি লাভ করেন।

৮৮. ডিরোজিও কে ছিলেন?

উত্তর:- হেনরি লুই ভিভিয়ান ডিরোজিও (১৮০৯-৩১ খ্রি.) ছিলেন হিন্দু কলেজের অধ্যাপক এবং নব্যবঙ্গ আন্দোলনের নেতা।

৮৯. পঞ্চদশ শতকে ইউরোপের নবজাগরণ প্রথম কোথায় শুরু হয়েছিল?

উত্তর:- পঞ্চদশ শতকে ইতালির ফ্লোরেন্স শহরে প্রথম নবজাগরণ শুরু হয়।

৯০. কোন্ শতককে বাংলার নবজাগরণের শতক বলা হয়?

উত্তর:- উনিশ শতককে বাংলার নবজাগরণের শতক বলা হয়।

৯১. উনিশ শতকে বাংলার নবজাগরণে কাদের বিশেষ ভূমিকা ছিল?

উত্তর:- উনিশ শতকে বাংলার নবজাগরণে রামমোহন রায়, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, কেশবচন্দ্র সেন, দেবেন্দ্রনাথ ঠাকুর প্রমুখের বিশেষ ভূমিকা ছিল।

৯২. উনিশ শতকে বাংলার নবজাগরণের প্রাচ্য পুনরুজ্জীবনবাদী ধারায় কারা নেতৃত্বে ছিলেন?

উত্তর:- উনিশ শতকে বাংলার নবজাগরণের প্রাচ্য পুনরুজ্জীবনবাদী ধারায় নেতৃত্ব দিয়েছিলেন রাধাকান্ত দেব, মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কার, হরিশচন্দ্র মুখোপাধ্যায় প্রমুখ।

৯৩. উনিশ শতকে বাংলার নবজাগরণের সমন্বয়বাদী ধারায় নেতৃত্বে ছিলেন কারা?

উত্তর:- উনিশ শতকে বাংলার নবজাগরণের সমন্বয়বাদী ধারা নেতৃত্ব দিয়েছিলেন রামমোহন রায়, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর প্রমুখ।

৯৪. উনিশ শতকে বাংলার নবজাগরণকে কারা ‘নবজাগরণ’ বলে স্বীকার করে নিয়েছিলেন?

উত্তর:- স্যার যদুনাথ সরকার, সুশোভন সরকার প্রমুখ উনিশ শতকে বাংলার নবজাগরণকে ‘নবজাগরণ’ বলে স্বীকার করে নিয়েছেন।

৯৫. উনিশ শতকে বাংলার নবজাগরণকে কারা ‘নবজাগরণ’ বলে স্বীকার করেননি?

উত্তর:- অশোক মিত্র, বিনয় ঘোষ, সুপ্রকাশ রায়, ড. বরুণ দে, ড. সুমিত সরকার প্রমুখ উনিশ শতকে বাংলার নবজাগরণকে ‘নবজাগরণ’ বলে স্বীকার করেননি।

আরোও পড়ুন

Leave a Comment