দশম শ্রেণী (ষষ্ঠ অধ্যায়): কৃষক, শ্রমিক ও বামপন্থী আন্দোলন- বৈশিষ্ট্য ও পর্যালোচনা হতে অতি সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর (SAQ)
মাধ্যমিক দশম শ্রেণী (ষষ্ঠ অধ্যায়): কৃষক, শ্রমিক ও বামপন্থী আন্দোলন- বৈশিষ্ট্য ও পর্যালোচনা হতে অতি সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর (SAQ)
১. কে ১৯২৯ খ্রিস্টাব্দে লাহোর কংগ্রেসে সভাপতিত্ব করেন?
উত্তর:- জওহরলাল নেহরু ১৯২৯ খ্রিস্টাব্দে লাহোর কংগ্রেসে সভাপতিত্ব করেন।
২. কংগ্রেস কবে স্বাধীনতা দিবস পালন করে?
উত্তর:- কংগ্রেস ১৯৩০ খ্রিস্টাব্দের ২৬ জানুয়ারি প্রথম স্বাধীনতা দিবস পালন করে
৩. অসহযোগ আন্দোলনে মেদিনীপুরের কৃষক আন্দোলনের প্রধান নেতা কে ছিলেন?
উত্তর:- অসহযোগ আন্দোলনে মেদিনীপুরের কৃষক আন্দোলনের প্রধান নেতা ছিলেন বীরেন্দ্রনাথ শাসমল।
৪. মহাত্মা গান্ধির প্রকৃত নাম কী?
উত্তর:- মহাত্মা গান্ধির প্রকৃত নাম মোহনদাস করমচাঁদ গান্ধি।
৫. কে অন্ধ্রপ্রদেশে ‘রায়ত সভা’ প্রতিষ্ঠা করেন?
উত্তর:- এন জি রঙ্গ ১৯৩৩-৩৪ খ্রিস্টাব্দে কৃষকদের নিয়ে অন্ধ্রপ্রদেশে ‘রায়ত সভা’ প্রতিষ্ঠা করেন।
৬. ভারত ছাড়ো আন্দোলনের সময় কোথায় ‘চাষি মল্লা’ গড়ে উঠেছিল?
উত্তর:- ভারত ছাড়ো আন্দোলনের সময় উড়িষ্যার তালচেরে ‘চাষি মল্লা’ গড়ে ওঠে।
৭. “করেঙ্গে ইয়ে মরেঙ্গে”-এটি কার উক্তি?
উত্তর:- “করেঙ্গে ইয়ে মরেঙ্গে”-এটি মহাত্মা গান্ধির উক্তি।
৮. বাবা রামচন্দ্র কে ছিলেন?
উত্তর:- অসহযোগ আন্দোলনের সময় উত্তরপ্রদেশে কিষান সভার নেতা ছিলেন বাবা রামচন্দ্র।
৯. একা আন্দোলনের এরূপ নামকরণের কারণ কী?
উত্তর:- একা আন্দোলনে অংশগ্রহণকারী আন্দোলনকারীরা একতাবদ্ধ থাকার প্রতিজ্ঞা গ্রহণ করে বলে এই আন্দোলনের নাম হয় ‘একা’ বা ‘একতা’ আন্দোলন।
১০. বাংলা দ্বিখণ্ডিত করার পিছনে কার্জনের মূল উদ্দেশ্য কী ছিল?
উত্তর:- বাংলা দ্বিখন্ডিত করার পিছনে কার্জনের মূল উদ্দেশ্য ছিল বাঙালি জাতির ঐক্য ধ্বংস করে জাতীয় কংগ্রেস এবং ব্রিটিশ- বিরোধী আন্দোলনকে দুর্বল করা।
১১. কার্জনের বঙ্গভঙ্গের প্রতিবাদে কোন আন্দোলন শুরু হয়?
উত্তর:- লর্ড কার্জনের বঙ্গভঙ্গের প্রতিবাদে বঙ্গভঙ্গ-বিরোধী স্বদেশি ও বয়কট আন্দোলন (১৯০৫-১১ খ্রি.) শুরু হয়।
১২. মস্কোয় কে শ্রমিক বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেন?
উত্তর:- মানবেন্দ্রনাথ রায় ১৯২০ খ্রিস্টাব্দে মস্কোয় শ্রমিক বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেন।
১৩. একা আন্দোলনের দুজন নেতার নাম লেখো।
উত্তর:- একা আন্দোলনের দুজন নেতা হলেন মাদারি পাশি ও বাবা গরিবদাস।
১৪. ভারতে প্রথম কবে ‘মে দিবস’ পালিত হয়?
উত্তর:- ১৯২৩ খ্রিস্টাব্দের ১ মে বোম্বাইয়ে প্রথম ‘মে দিবস’ পালিত হয়।
১৫. স্বামী বিশ্বানন্দ ও স্বামী দর্শনানন্দ কোন শ্রমিক আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন?
উত্তর:- স্বামী বিশ্বানন্দ ও স্বামী দর্শনানন্দ রানিগঞ্জ কয়লাখনি শ্রমিক আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন।
১৬. ‘লাঙল’ পত্রিকার সম্পাদক কে ছিলেন?
উত্তর:- ‘লাঙল’ পত্রিকার সম্পাদক ছিলেন কাজী নজরুল ইসলাম।
১৭. কংগ্রেস কেন একা আন্দোলন থেকে দূরে সরে যায়?
উত্তর:- একা আন্দোলনের শেষদিকে আন্দোলনে হিংসাত্মক কার্যকলাপ ঘটলে কংগ্রেস আন্দোলন থেকে দূরে সরে যায়।
১৮. ‘ওয়ার্কার্স অ্যান্ড পেজেন্টস পার্টি অব বেঙ্গল’-এর প্রথম সম্পাদক কে ছিলেন?
উত্তর:- ‘ওয়ার্কার্স অ্যান্ড পেজেন্টস পার্টি অব বেঙ্গল’-এর প্রথম যুগ্ম সম্পাদক ছিলেন হেমন্তকুমার সরকার ও কুতুবউদ্দিন আহমেদ।
১৯. কে ভারতীয় বিপ্লবী কমিটি গঠন করেন?
উত্তর:- মানবেন্দ্রনাথ রায় বার্লিনে ভারতীয় বিপ্লবী কমিটি গঠন করেন
২০. বারদৌলি সত্যাগ্রহের পরিণতি কী হয়?
উত্তর:- বারদৌলি সত্যাগ্রহের পরিপ্রেক্ষিতে সরকার নিযুক্ত কমিটি ৬.০৩ শতাংশ খাজনা বৃদ্ধি অনুমোদন করলে কৃষকরা তা দিতে রাজি হয়।
২১. গিরনি কামগার ইউনিয়ন’ কী?
উত্তর:- ‘গিরনি কামগার ইউনিয়ন’ হল কমিউনিস্ট পার্টি নিয়ন্ত্রিত একটি শ্রমিক সংগঠন।
২২. কাদের নেতৃত্বে বিহারে কিষান সভা গড়ে ওঠে?
উত্তর:- স্বামী সহজানন্দ, যদুনন্দন শর্মা প্রমুখের নেতৃত্বে বিহারে কিষান সভা গড়ে ওঠে।
২৩. মিরাট ষড়যন্ত্র মামলা কবে শুরু হয়?
উত্তর:- ১৯২৯ খ্রিস্টাব্দে মিরাট ষড়যন্ত্র মামলা শুরু হয়।
২৪. কাদের উদ্যোগে কংগ্রেস সমাজতন্ত্রী দল (১৯৩৪ খ্রি.) প্রতিষ্ঠিত হয়?
উত্তর:- আচার্য নরেন্দ্র দেব ও জয়প্রকাশ নারায়ণের উদ্যোগে কংগ্রেস সমাজতন্ত্রী দলের প্রতিষ্ঠা হয়।
২৫. কারা ‘সারা ভারত কিষান কংগ্রেস’ প্রতিষ্ঠা করেন?
উত্তর:- কংগ্রেসের বামপন্থী অংশ কংগ্রেস সমাজতন্ত্রী দল ও কমিউনিস্টরা ১৯৩৬ খ্রিস্টাব্দে ‘সারা ভারত কিষান কংগ্রেস’ প্রতিষ্ঠা করেন।
২৬. লেবার-কিষান গেজেট’ পত্রিকার সম্পাদক কে ছিলেন?
উত্তর:- ‘লেবার-কিষান গেজেট’ পত্রিকার সম্পাদক ছিলেন সিঙ্গারাভেল্লু চেট্টিয়ার।
২৭. ‘ওয়ার্কার্স অ্যান্ড পেজেন্টস পার্টি’র যুবশাখার নাম কী ছিল?
উত্তর:- ‘ওয়ার্কার্স অ্যান্ড পেজেন্টস পার্টি’র যুবশাখার নাম ছিল ‘যুব কমরেড লিগ’।
২৮. কোন্ ঘটনার প্রতিবাদে বারদৌলির কৃষকরা খাজনা দেওয়া বন্ধ করে?
উত্তর:- রাজস্ব বৃদ্ধির প্রতিবাদে বারদৌলির কৃষকরা খাজনা দেওয়া বন্ধ করে।
২৯. কে ‘র্যাডিক্যাল ডেমোক্র্যাটিক পার্টি’ গঠন করেন?
উত্তর:- মানবেন্দ্রনাথ রায় ‘র্যাডিক্যাল ডেমোক্র্যাটিক পার্টি’ গঠন করেন।
৩০. ‘ইন্ডিয়া ইন ট্রানজিশন’ গ্রন্থটি কে রচনা করেন?
উত্তর:- ‘ইন্ডিয়া ইন ট্রানজিশন’ গ্রন্থটি রচনা করেন মানবেন্দ্রনাথ রায়।
৩১. ভারতের কমিউনিস্ট পার্টি প্রথম কবে, কোথায় প্রতিষ্ঠিত হয়?
উত্তর:- ভারতের কমিউনিস্ট পার্টি প্রথম ১৯২০ খ্রিস্টাব্দে রাশিয়ার তাসখন্দে প্রতিষ্ঠিত হয়।
৩২. মানবেন্দ্রনাথ রায় কেন কংগ্রেস দল ত্যাগ করেন?
উত্তর:- কংগ্রেসের অভ্যন্তরে বামপন্থী ভাবধারা প্রসারের সম্ভাবনা না থাকায় মানবেন্দ্রনাথ রায় কংগ্রেস দল ত্যাগ করেন।
৩৩. ব্রিটিশ কমিউনিস্ট পার্টির সদস্য বেঞ্জামিন ব্র্যাডলি ও ফিলিপ স্প্র্যাট কোন মামলায় অভিযুক্ত হন?
উত্তর:- ব্রিটিশ কমিউনিস্ট পার্টির সদস্য বেঞ্জামিন ব্র্যাডলি ও ফিলিপ স্প্র্যাট মিরাট ষড়যন্ত্র মামলায় (১৯২৯ খ্রি.) অভিযুক্ত হন।
৩৪. সরকার কবে কমিউনিস্ট পার্টি নিষিদ্ধ ঘোষণা করে?
উত্তর:- ১৯৩৪ খ্রিস্টাব্দে সরকার কমিউনিস্ট পার্টি নিষিদ্ধ ঘোষণা করে।
৩৫. গান্ধিজি কোন ঘটনার মাধ্যমে আইন অমান্য আন্দোলনের সূচনা করেন?
উত্তর:- গান্ধিজি ১৯৩০ খ্রিস্টাব্দের ৬ এপ্রিল গুজরাটের ডান্ডিতে সমুদ্রের জল থেকে লবণ তৈরির মাধ্যমে লবণ আইন ভঙ্গ করে আইন অমান্য আন্দোলনের (১৯৩০-৩৪ খ্রি.) সূচনা করেন।
৩৬. মৌলানা ভাসানি কে ছিলেন?
উত্তর:- মৌলানা ভাসানি ছিলেন আইন অমান্য আন্দোলনের সময় পূর্ববঙ্গের কৃষক আন্দোলনে অংশগ্রহণকারী মুসলিম কৃষকদের নেতা।
আরোও পড়ুন
- দশম শ্রেণী (প্রথম অধ্যায়): ইতিহাসের ধারণা হতে অতি সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর (SAQ)
- দশম শ্রেণী (দ্বিতীয় অধ্যায়): সংস্কার বৈশিষ্ট্য ও পর্যালোচনা হতে অতি সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর (SAQ)
- দশম শ্রেণী (তৃতীয় অধ্যায়): প্রতিরোধ ও বিদ্রোহ-বৈশিষ্ট্য ও বিশ্লেষণ হতে অতি সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর (SAQ)
- দশম শ্রেণী (চতুর্থ অধ্যায়): সংঘবদ্ধতার গোড়ার কথা: বৈশিষ্ট্য ও বিশ্লেষণ হতে অতি সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর (SAQ)
- দশম শ্রেণী (পঞ্চম অধ্যায়): বিকল্প চিন্তা ও উদ্দোগ হতে অতি সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর (SAQ)
- দশম শ্রেণী (সপ্তম অধ্যায়): নারী, ছাত্র ও প্রান্তিক জনগোষ্ঠীর আন্দোলন হতে অতি সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর (SAQ)
- দশম শ্রেণী (অষ্টম অধ্যায়): উত্তর-ঔপনিবেশিক ভারত হতে অতি সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর (SAQ)